ফিন্যান্স ও ব্যাংকিং:এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন
স্বল্পশিক্ষিত চম্পা সেলাইয়ের কাজ শিখে দর্জি ব্যবসায়ের প্রতি উৎসাহিত হলো। সেলাই মেশিন কেনার জন্য সে সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৭ বছরে পরিশোধযোগ্য আর্থিক সহায়তা গ্রহণ করে। অন্যান্য সহায়তার জন্য সে স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়। [স. বো. ’১৫]
ক. স্বল্পমেয়াদি অর্থায়নের প্রধান উৎস কী?
খ. অবণ্টিত মুনাফা কী? ব্যাখ্যা কর।
গ. চম্পা কোন ধরনের অর্থায়ন উৎস থেকে আর্থিক সহায়তা গ্রহণ করে? বর্ণনা কর।
ঘ. চম্পার মত উদ্যোক্তাদের স্বর্নিভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা মূল্যায়ন কর।
সৃজনশীল উত্তর
ক. স্বল্পমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে জামানতবিহীন ব্যাংক ঋণ প্রধান উৎস।
খ. নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে ব্যবসায়ে বিনিয়োগ করা হয় তাকে অবণ্টিত মুনাফা বলে।
কোম্পানি প্রতিবছর যে পরিমাণ মুনাফা অর্জন করে তা শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করতে পারে আবার জমাও রাখতে পারে। অর্থায়নের সকল উৎসের মধ্যে অবণ্টিত মুনাফাই শুধুমাত্র একমালিকানা অংশীদারি ও কোম্পানি সকল সংগঠনের জন্য প্রযোজ্য।
গ. চম্পা বহিস্থ তহবিলের দীর্ঘমেয়াদি অর্থায়ন উৎস থেকে আর্থিক সহায়তা গ্রহণ করে। দীর্ঘমেয়াদি অর্থায়নের মেয়াদ হচ্ছে ৫ বছর থেকে ঊর্ধ্বে যেকোনো সময়কাল পর্যন্ত। দীর্ঘমেয়াদি তহবিল ঋণের মাধ্যমে গৃহীত হলে চুক্তি অনুসারে পরিশোধ করতে হয়।
উদ্দীপকের স্বল্পশিক্ষিত চম্পা সেলাইয়ের কাজ শিখে দর্জি ব্যবসায়ের প্রতি উৎসাহিত হয়েছে। কিন্তু এরূপ স্থায়ী কাজের জন্য তার নিকট পর্যাপ্ত পরিমাণে মূলধন নেই। এক্ষেত্রে সে সেলাই মেশিন কেনার জন্য সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৭ বছরে পরিশোধযোগ্য আর্থিক সহায়তা নিয়েছে। এরূপ অর্থায়নের মাধ্যমে সংগৃহীত তহবিলের অস্কার সাধারণত স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি
উৎসের তুলনায় বড় হয়, ফলে এই তহবিল বিভিন্ন স্থায়ী সম্পত্তি যেমন : ভূমি, দালানকোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের জন্য ব্যবহৃত হয়। আর এরূপ তহবিল ঋণের মাধ্যমে গৃহীত হলে তা চুক্তি মোতাবেক পরিশোধ করতে হয়। অর্থাৎ চম্পা যে অর্থায়নের উৎস থেকে মূলধন সংগ্রহ করেছে তার বৈশিষ্ট্য অনুযায়ী বলা যায় এটি দীর্ঘমেয়াদি অর্থায়ন উৎস।
ঘ. চম্পার মত উদ্যোক্তাদের স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মধ্যমেয়াদি অর্থায়নের অন্যতম একটি উৎস হলো বেসরকারি প্রতিষ্ঠান। যেমন : মাইডাস, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক প্রভৃতি প্রতিষ্ঠান এনজিও হিসেবে আইনগত সত্তা লাভ করে যুবসমাজ ও নারীদের বিভিন্ন ধরনের সহায়তা করে।
উদ্দীপকের স্বল্পশিক্ষিত চম্পার দর্জি ব্যবসায়ের সেলাই মেশিন ক্রয়ের জন্য সরকারি আর্থিক প্রতিষ্ঠান সহায়তা প্রদান করেছে। এরূপ অর্থায়নকৃত ঋণ ৭ বছরে মধ্যে সে পরিশোধ করে দিবে।
তিনি তার ব্যবসায়ের জন্য আর্থিক সহায়তা ছাড়া অন্যান্য সহযোগিতার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়েছে। কারণ এরূপ এনজিও এবং ব্যবসায় প্রতিষ্ঠান আর্থিক সহায়তা ছাড়া পরামর্শ দান, প্রশিক্ষণ দান, দক্ষতা বৃদ্ধিকরণ প্রভৃতি ব্যাপারে ব্যক্তি ও ব্যবসায় প্রতিষ্ঠানকে সাহায্য করে থাকে।
উদ্দীপকের চম্পা তার আর্থিক সমস্যা নিরসন করেছে সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে। আর এছাড়া সে সরকারি আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেয়। এরূপ প্রতিষ্ঠান থেকে সে তার ব্যবসায়ের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ পাবে যার মাধ্যমে সে দক্ষতা বৃদ্ধি করতে পারবে।
এভাবেই বিভিন্ন ধরনের সহায়তা দানের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান যুবসমাজ ও নারীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠতে সাহায্য করে। সুতরাং বলা যায়, বেসরকারি প্রতিষ্ঠানগুলো চম্পার মত উদ্দ্যোক্তাদের স্বনির্ভর করার ক্ষেত্রে মধ্যমেয়াদি ঋণ প্রদান ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমেও সহায়তা দিয়ে থাকে।
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC:ফিন্যান্স ও ব্যাংকিং সৃজনশীল প্রশ্ন (উত্তরসহ)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিংMCQ দ্বিতীয় অধ্যায় (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:MCQফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিং অনুধাবন-জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিং নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর (PDF)
সৃজনশীল প্রশ্ন
জনাব করিম পাঁচ বছর পূর্বে নিউ মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসায় শুরু করেছিলেন। ব্যবসায়টি শুরু করার সময় তিনি নিজস্ব সঞ্চয় থেকেই প্রয়োজনীয় তহবিল সরবরাহ করেছিলেন।
সততা ও দক্ষতার সহিত ব্যবসায়িক কার্য পরিচালনা করায় তিনি প্রতি বছর মুনাফা অর্জনে সক্ষম হয়েছেন। সম্প্রতি দোকানের মালিক দোকানটি বিক্রি করতে চাওয়ায় তিনি দোকানটি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ব্যাংক হতে ঋণ নিতে না পারায় তিনি দোকান কেনার সিদ্ধান্ত বাদ দিলেন।
ক. অর্থায়ন কী?
খ. অভ্যন্তরীণ তহবিল বলতে কী বোঝ?
গ. দোকান কেনার জন্য জনাব করিম কোন ধরনের তহবিল ব্যবহার করতে চেয়েছিলেন? বর্ণনা কর।
ঘ. জনাব করিমের ব্যবসায়ে সফল হওয়ার কারণ ব্যাখ্যা কর।
সৃজনশীল উত্তর
ক. অর্থায়ন হচ্ছে তহবিল সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা ও তহবিল বণ্টন।
খ. ব্যবসায়ের মালিক তার সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসায়ের প্রয়োজনে বিনিয়োগ করে তাকেই অভ্যন্তরীণ তহবিল বলে। বিভিন্ন ধরনের কারবারি সংগঠনে অভ্যন্তরীণ তহবিলের প্রকৃতিও ভিন্ন হয়ে থাকে।
তবে তহবিলের প্রকৃতি যেমনই হোক এরূপ তহবিল ব্যবহারে বাধ্যতামূলকভাবে সুদ বা কিস্তি পরিশোধ করতে হয় না। তাই এরূপ তহবিল ব্যবহারে তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি কমে যায়।
গ. দোকান কেনার জন্য জনাব করিম মধ্যমেয়াদি তহবিল ব্যবহার করতে চেয়েছিলেন। এরূপ তহবিল এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগ্রহ করা হয়ে থাকে। সাধারণত ব্যবসায়ের চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মিটাতে এ ধরনের তহবিল ব্যবহার করা হয়।
উদ্দীপকে জনাব করিম সততা ও দক্ষতার সাথে ব্যবসায়িক কার্য পরিচালনা করায় প্রতিবছরই ব্যবসায় থেকে মুনাফা অর্জনে সক্ষম হয়েছেন। সম্প্রতি দোকানের মালিক দোকানটি বিক্রি করতে চাওয়ায় জনাব করিম দোকানটি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
দোকান ক্রয়ের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে তিনি ব্যাংক ঋণ ব্যবহার করতে চেয়েছিলেন। বাণিজ্যিক ব্যাংকগুলো জামানতের বিপরীতে ব্যবসায়ীদের এ ধরনের মধ্যমেয়াদি ঋণ প্রদান করে থাকে।
জনাব করিমের নিকট জামানত হিসেবে ব্যাংকে জমা রাখার মতো পর্যাপ্ত সম্পদ না থাকায় সে ব্যাংক ঋণ গ্রহণ করতে পারেনি।
সুতরাং, জনাব করিম দোকান কেনার জন্য যে তহবিল ব্যবহার করতে চেয়েছিলেন তা ছিল মধ্যমেয়াদি তহবিল।
ঘ. জনাব করিমের ব্যবসায়ে সফল হওয়ার মূল কারণ দক্ষ তহবিল ব্যবস্থাপনা। ব্যবসায় প্রতিষ্ঠা ও পরিচালনায় তহবিল অপরিহার্য। আর এই তহবিলের সঠিক ব্যবহারের ওপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে।
উদ্দীপকের জনাব করিম নিউ মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে পাঁচ বছর আগে কাপড়ের ব্যবসায় শুরু করেন। ব্যবসায় পরিচালনার জন্য তিনি তার সঞ্চয় থেকে প্রয়োজনীয় তহবিল সরবরাহ করেছিলেন।
কিন্তু ব্যবসায়ে তহবিল বিনিয়োগ করলেই তা থেকে মুনাফা অর্জন করা যায় না। মুনাফা অর্জন করার জন্য ব্যবসায়ে বিনিয়োগকৃত তহবিল উৎসের খরচ ন্যূনতম রাখতে হয় এবং তহবিল সঠিকভাবে ব্যবহার করতে হয়। ব্যবসায়ের দৈনন্দিন কার্যাবলি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়।
জনাব করিম দক্ষতার সাথে ব্যবসায় পরিচালনা ও এর তহবিল সঠিকভাবে ব্যবস্থাপনা করেছেন বলেই প্রতিবছরই মুনাফা অর্জনে সক্ষম হয়েছেন। সুতরাং বলা যায়, জনাব করিম তহবিলের সঠিক ব্যবহার ও দক্ষ পরিচালনার জন্য ব্যবসায়ে সফলতা পেয়েছেন।
সৃজনশীল প্রশ্ন
রূপালী ব্যাংকের পাঁচ কর্মকর্তা চাকরি হতে অবসর গ্রহণের পর ফাইভ স্টার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। উদ্যোক্তারা নিজস্ব তহবিল থেকে প্রয়োজনীয় অর্থসংস্থান করে প্রাথমিকভাবে কোম্পানির কার্যক্রম শুরু করেন। ধীরে ধীরে কোম্পানির কার্যক্রম বৃদ্ধি পেলে তারা শেয়ার বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ক. কাঁচামাল ক্রয়ের জন্য কোন মেয়াদি তহবিল প্রয়োজন?
খ. লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে কী বোঝ?
গ. ফাইভ স্টার কোম্পানির উদ্যোক্তাদের সরবরাহকৃত মূলধন কোন ধরনের তহবিল? বর্ণনা কর।
ঘ. ফাইভ স্টার কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহের সিদ্ধান্তটি কতটা যুক্তিসংগত?
সৃজনশীল উত্তর
ক. কাঁচামাল ক্রয়ের জন্য স্বল্পমেয়াদি তহবিল প্রয়োজন।
খ. কোনো কোনো কোম্পানি তার শেয়ারহোল্ডারদের প্রতি বছর লভ্যাংশ প্রদানের লক্ষ্যে যে বছর বেশি মুনাফা অর্জন করে সে
বছর নিট মুনাফার একটা অংশ পরবর্তীতে যখন মুনাফা অপ্রতুল হবে তখন ব্যবহার করার জন্য তহবিল আকারে রেখে দেয়। এই তহবিলই লভ্যাংশ সমতাকরণ তহবিল নামে পরিচিত। কোম্পানির সুনাম রক্ষায় এই তহবিল বিশেষ ভূমিকা রাখে।
গ. ফাইভ স্টার প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্যোক্তাদের সরবরাহকৃত মূলধন একটি অভ্যন্তরীণ তহবিল।
যে কোনো প্রতিষ্ঠান তার প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করার ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস অথবা বহিস্থ অথবা উভয় উৎসের সহায়তা গ্রহণ করতে পারে। অভ্যন্তরীণ তহবিল হচ্ছে মালিক পক্ষের প্রদত্ত তহবিল।
মালিক পক্ষ তাদের সঞ্চিত মুনাফা অথবা অব্যবহৃত মুনাফার দ্বারা প্রতিষ্ঠানের জন্য অভ্যন্তরীণ তহবিল গঠন করে। উদ্দীপকে ফাইভ স্টার প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্যোক্তারা তাদের নিজস্ব তহবিল থেকে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছে এবং কোম্পানির প্রাথমিক কার্যক্রম শুরু করেছেন।
এজন্য তারা বাহিরের কোনো অর্থায়নের উৎসের সহায়তা গ্রহণ করেন। সুতরাং, ফাইভ স্টার প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রতিষ্ঠা এবং প্রাথমিক কার্যক্রম শুরু করার জন্য কোম্পানির উদ্যোক্তারা যে মূলধন সরবরাহ করেছে তা অভ্যন্তরীণ তহবিল।
ঘ. অর্থসংস্থানের সবচেয়ে সহজ এবং নিরাপদ উৎস হিসেবে ফাইভ স্টার কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ সম্পূর্ণ যুক্তিসংগত।
উদ্দীপকে ফাইভ স্টার প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্যোক্তারা তাদের কোম্পানির বর্ধিত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। শেয়ার যেকোনো কোম্পানির মূলধন সংগ্রহের অন্যতম প্রধান উৎস। শেয়ার বিক্রয়ের মাধ্যমে কোম্পানির অর্থসংস্থান সবচেয়ে সহজ এবং নিরাপদ।
কারণ কোম্পানি বিলুপ্তির পূর্বে শেয়ারের অর্থ পরিশোধ করার প্রয়োজন পড়ে না। তাছাড়া কোম্পানি মুনাফা অর্জন করলেই কেবল শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করতে হয়। কোম্পানির মুনাফা অর্জন না করলে লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা সৃষ্টি হয় না।
তাই শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি যে তহবিল সংগ্রহ করে তার খরচ অন্য যেকোনো বহিস্থ তহবিল ব্যবহারের খরচ অপেক্ষা কম। সুতরাং বলা যায়, ফাইভ স্টার প্রাইভেট লিমিটেডের উদ্যোক্তাদের ন্যূনতম খরচযুক্ত তহবিলের উৎস থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করার সিদ্ধান্তটি অধিক যুক্তিযুক্ত হয়েছে।
সৃজনশীল প্রশ্ন
ঢাকার শাহবাগে শিমুল সাহার একটি ফুলের দোকান রয়েছে। যা তিনি দোকান মালিকের নিকট থেকে ভাড়া নিয়েছেন। নিজস্ব পুঁজি দ্বারা ব্যবসায় শুরু করে তিনি তার মেধা ও সততা দিয়ে ব্যবসায়ের সফলতা নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি বিভিন্ন ফুল সরবরাহকারীদের নিকট থেকে বাকিতে ফুল কেনার সুবিধা পাচ্ছেন। ফলে ধীরে ধীরে তার ব্যবসায় সম্প্রসারিত হচ্ছে। সম্প্রতি দোকান মালিক দোকানটি বিক্রি করার সিদ্ধান্ত নিলে তিনি রূপালী ব্যাংক হতে ঋণ নিয়ে দোকানটি ক্রয় করে নিলেন।
ক. তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কোনটি?
খ. প্রদেয় করের পরিমাণ কীভাবে কম হয়?
গ. শিমুল সাহা রূপালী ব্যাংক হতে ঋণ নিয়ে অর্থায়নের যে উৎসটি ব্যবহার করেছেন তা বর্ণনা কর।
ঘ. শিমুল সাহা বাকিতে সরবরাহকারীদের নিকট থেকে বিভিন্ন ফুল ক্রয় করে অর্থায়ন করছেন। কথাটির যথার্থতা বিশ্লেষণ কর।
সৃজনশীল উত্তর
ক. তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন।
খ. কারবার প্রতিষ্ঠানে ঋণের মাধ্যমে অর্থায়ন করা হলে প্রদেয় করের পরিমাণ কম হয়। কারণ ঋণের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থায়ন করা হলে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করায় যে লাভ অবশিষ্ট থাকে, সেই লাভের ওপর কর প্রদান করতে হয়। এতে প্রদেয় করের পরিমাণ কমে আসে।
গ. দোকান ক্রয়ের জন্য রূপালী ব্যাংক হতে ঋণ নিয়ে শিমুল সাহা অর্থায়নের বহিস্থ উৎস ব্যবহার করছেন।
ব্যবসায়ের বাইরের কোনো উৎস থেকে অর্থসংস্থান করা হলে তাকে বহিস্থ তহবিল বলে। এ ধরনের তহবিল ব্যবহারে সুদ ও কিস্তি প্রদান করা বাধ্যতামূলক। ব্যবসায়ে লাভ হোক বা না হোক নির্দিষ্ট মেয়াদান্তে সুদসহ আসল পরিশোধ করতে হয়।
উদ্দীপকে শিমুল সাহা রূপালী ব্যাংক হতে দোকান ক্রয়ের জন্য মধ্যমেয়াদি ঋণ গ্রহণ করেছেন। এ ঋণের অর্থ তাকে এক থেকে পাঁচ বছরের মধ্যে নির্দিষ্ট কিস্তিতে পরিশোধ করতে হবে। কিস্তির সাথে প্রতি মাসে ঋণের সুদও প্রদান করতে হয়।
বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক দ্বারা নির্ধারিত সুদের হার ও ঋণের চাহিদা বিচার-বিশ্লেষণ করে প্রদত্ত ঋণের সুদ ধার্য করে। তাছাড়া মধ্যমেয়াদি ব্যাংক ঋণ একটি জামানতযুক্ত ঋণ ব্যবস্থা। তাই রূপালী ব্যাংক হতে ঋণ নেয়ার সময় শিমুল সাহাকে যেকোনো চলতি মূলধন অথবা স্থায়ী সম্পত্তি জামানত হিসেবে জমা রাখতে হয়েছে।
ঘ. শিমুল সাহা সরবরাহকারীদের নিকট থেকে বাকিতে ফুল ক্রয় করে স্বল্পমেয়াদি অর্থায়নের ব্যবস্থা করেছেন।
কোনো প্রতিষ্ঠান যখন বাকিতে কাঁচামাল, উৎপাদন সামগ্রী ইত্যাদি ক্রয় করে তখন ব্যবসায়ে সাময়িক সময়ের জন্য অর্থসংস্থান হয়। কারণ ব্যবসায় প্রতিষ্ঠানটি যদি বাকিতে ক্রয় করার সুবিধা না পেত তাহলে নগদে পণ্য ক্রয় করতে অর্থের প্রয়োজন হতো, যার জন্য ব্যাংক হতে ঋণ নিলে তাকে সুদসহ ফেরত দিতে হতো।
উদ্দীপকে শিমুল সাহা একজন ফুল ব্যবসায়ী। নিজ পুঁজি দিয়ে ব্যবসায়টি শুরু করে তিনি মেধা ও সততা দিয়ে ব্যবসায়ের সাফল্য নিশ্চিত করেছেন। বাজারে সফল ব্যবসায়ী হিসেবে তার সুনাম থাকায় বর্তমানে তিনি ফুল সরবরাহকারীদের কাছ থেকে বাকিতে ফুল ক্রয়ের সুবিধা পাচ্ছেন।
তাই ফুল ক্রয়ের জন্য তাকে অন্য কোনো তহবিল উৎস থেকে নগদ অর্থের যোগান দিতে হচ্ছে না।
সুতরাং বলা যায়, বাকিতে মাল ক্রয় করে শিমুল সাহা তার ব্যবসায়ের জন্য স্বল্পমেয়াদি অর্থায়নের ব্যবস্থা করেছেন।
সৃজনশীল প্রশ্ন
নিটল বাংলা একটি সদ্য প্রতিষ্ঠিত পাবলিক লিমিটেড কোম্পানি। সাতজন অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা নিজস্ব তহবিল থেকে প্রাথমিক মূলধন সরবরাহ করে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছেন। উদ্যোক্তারা কোম্পানির স্থায়ী অফিস খোলার জন্য একটি পুরানো বিল্ডিং ক্রয় করার সিদ্ধান্ত নিলেন।
প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য উদ্যোক্তারা একটি বাণিজ্যিক ব্যাংকে আবেদন করলে ব্যাংক ঋণ প্রদানে অস্বীকৃতি জানায়। উদ্যোক্তারা তখন ব্যবসায়ের তহবিল বৃদ্ধির জন্য সরকারের অনুমতি নিয়ে বাজারে শেয়ার ছাড়েন।
ক. কোম্পানির শেয়ার বিক্রয় করে কোন মেয়াদের অর্থায়ন করে?
খ. বহিস্থ তহবিল বলতে কী বোঝ?
গ. নিটল বাংলা কোম্পানি কোন দিক বিবেচনায় ব্যাংক ঋণ প্রাপ্তিতে অযোগ্য হলো? বর্ণনা কর।
ঘ. নিটল বাংলা ‘শেয়ার বিক্রয়ের মাধ্যমে ব্যবসায়ের মূলধন বৃদ্ধি করতে পারবে’ কথাটির যথার্থতা বিশ্লেষণ কর।
সৃজনশীল উত্তর
ক. কোম্পানির শেয়ার বিক্রয় করে দীর্ঘমেয়াদে অর্থায়ন করে।
খ. প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস হতে তহবিল সংগ্রহ করা হলে তাকে বহিস্থ তহবিল বলে। এ ধরনের তহবিল ব্যবহারের সুদ প্রদান করা বাধ্যতামূলক।
তাই অভ্যন্তরীণ তহবিল ব্যবহারের খরচ অপেক্ষা বহিস্থ তহবিল ব্যবহারের খরচ সর্বদা বেশি হয়। তাছাড়া নির্দিষ্ট মেয়াদান্তে বহিস্থ তহবিল পরিশোধ করা বাধ্যতামূলক বলে বহিস্থ তহবিল ব্যবহারে তহবিল পরিশোধে অপারগতা সংক্রান্ত ঝুঁকি বিদ্যমান থাকে।
গ. নিটল বাংলা কোম্পানি জামানতযোগ্য সম্পত্তির অপ্রতুলতার কারণে ব্যাংক ঋণ প্রাপ্তিতে অযোগ্য বলে বিবেচিত হয়েছে।
বাণিজ্যিক ব্যাংক জামানতের বিপরীতে মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে।
তাই কোনো কোম্পানি তার মধ্যমেয়াদি বা দীর্ঘমেয়াদি তহবিলের চাহিদা পূরণ করার জন্য ব্যাংক হতে ঋণের সুবিধা গ্রহণ করতে চাইলে তাকে স্থায়ী সম্পদ ব্যাংকের নিকট জামানত হিসেবে জমা রাখতে হয়। উদ্দীপকে নিটল বাংলা কোম্পানি একটি সদ্য প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান।
এরূপ ব্যবসায় প্রতিষ্ঠানে সাধারণত জামানতযোগ্য তেমন কোনো স্থায়ী সম্পদ থাকে না। আর জামানত ছাড়া মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের ঝুঁকি কোনো ব্যাংক নিতে চায় না। আার এ কারণেই বাণিজ্যিক ব্যাংকটি নিটল বাংলা কোম্পানিকে ঋণ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে।
ব্যাংকের চাহিদা অনুযায়ী জামানত রাখতে ব্যর্থ হওয়ায় নিটল বাংলা কোম্পানি বাণিজ্যিক ব্যাংকে দীর্ঘমেয়াদে ঋণ প্রাপ্তিতে অযোগ্য বলে বিবেচিত হয়েছে।
ঘ. কোনো কোম্পানির মূলধন বৃদ্ধির ক্ষেত্রে শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়।
বৃহদাকার ব্যবসায় প্রতিষ্ঠা ও পরিচালনায় ব্যাপক মূলধনের প্রয়োজন হয়। কোম্পানি ব্যবসায় সংগঠনের ক্ষেত্রে অর্থায়নের সবচেয়ে সহজ, নিরাপদ ও গতিশীল উৎস হলো শেয়ার।
কোম্পানি প্রতিষ্ঠানগুলো সরকারের অনুমতি নিয়ে জনসাধারণের নিকট শেয়ার বিক্রয় করে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে। উদ্দীপকে নিটল বাংলা সদ্য প্রতিষ্ঠিত পাবলিক লিমিটেড কোম্পানি। অবসরপ্রাপ্ত সাতজন সরকারি কর্মকর্তা তাদের নিজেদের প্রাথমিক মূলধন সরবরাহ করে কোম্পানিটি গঠন করেছেন।
সম্প্রতি তারা প্রতিষ্ঠানের স্থায়ী অফিসের জন্য একটি পুরানো বিল্ডিং ক্রয় করার সিদ্ধান্ত নিলেন। এক্ষেত্রে মালিকদের পর্যাপ্ত মূলধন না থাকার কারণে বাণিজ্যিক ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। কিন্তু সঠিকভাবে ঋণের জামানত ও নতুন ব্যবসায়ের জন্য বাণিজ্যিক ব্যাংক ঋণ দিতে অস্বীকৃতি জানালে কোম্পানিটি তাদের শেয়ার বাজারে ছাড়েন।
শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হলে তা মালিকের তহবিল হিসাবে বিবেচিত হয়। যার ফলে প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি না পেয়ে মূল্যধনের পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং বলা যায়, নিটল বাংলা প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রয় করে ব্যাপক মূলধন সংগ্রহ ও বৃদ্ধি করতে পারবে কথাটি যথার্থ।
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিং অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন ও উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি: MCQ ফিন্যান্স ও ব্যাংকিং (PDF)
- উত্তর ডাউনলোড করুন> MCQ (PDF) নবম-দশম শ্রেণি:ফিন্যান্স ও ব্যাংকিং
- উত্তর ডাউনলোড করুন>নবম-দশম শ্রেণি:ফিন্যান্স ও ব্যাংকিং MCQ (PDF)
- উত্তর ডাউনলোড করুন> PDF নবম-দশম শ্রেণি:ফিন্যান্স ও ব্যাংকিং‘র গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন> PDF এসএসসি‘অর্থনীতি: অনুধাবন ও জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
সৃজনশীল প্রশ্ন
লিমন যশোরের হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি সে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাছ চাষের প্রশিক্ষণ নিয়েছে। কিন্তু খামার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় সম্পদ ও অর্থ তার নেই।
সে স্বল্পমেয়াদি তহবিলের বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর ব্যাপারে খোঁজখবর নিল। অবশেষে সে গ্রামের রহিম বক্স নামে এক মহাজনের নিকট থেকে ১,০০,০০০ টাকা ঋণ নিয়ে একটি মাছের খামার প্রতিষ্ঠা করল।
ক. স্বল্পমেয়াদ কত সময়?
খ. পণ্য বাজারে প্রতিযোগতিা সৃষ্টি হযেছে কেন?
গ. লিমন যে পদ্ধতিতে ঋণ নিয়ে খামার প্রতিষ্ঠা করল তার বর্ণনা দাও।
ঘ. দীর্ঘমেয়াদি অর্থায়নে লিজিং কৌশল গ্রহণ লিমনের জন্য যৌক্তিক কিনা তা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. স্বল্পমেয়াদ হলো এক বছরের কম সময়।
খ. সমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে ব্যবসায় বাণিজ্যের কার্য পরিধি বৃদ্ধি পেয়েছে। মানুষের ভিন্নমুখী চাহিদা পূরণে অসংখ্য ব্যবসায় প্রতিষ্ঠান নিত্য নতুন কৌশল প্রয়োগ করছে। কেননা একটি পণ্যের একাধিক উৎপাদক বা বিক্রেতা বাজারে এলেই প্রতিযোগিতা আসে। এজন্যই পণ্য বাজারে প্রতিযোগতা সৃষ্টি হয়েছে।
গ. লিমন গ্রাম্য মহাজনের নিকট থেকে ঋণ নিয়েছে যা স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস।
উদ্দীপকে লিমন মাছ চাষের প্রশিক্ষণ নিয়ে খামার প্রতিষ্ঠা করার জন্য গ্রামের রহিম বক্স নামে এক মহাজনের নিকট থেকে ১,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করেছেন। এ ধরনের ঋণের ওপর গ্রাম্য মহাজনরা দিনভিত্তিক, সপ্তাহভিত্তিক অথবা মাসভিত্তিক সুদ গণনা করে থাকে। তবে উচ্চ হারে সুদ প্রদানের নিমিত্তে এসব মহাজনদের নিকট থেকে খুব সহজেই ঋণ গ্রহণ করা যায়।
অন্যান্য ঋণ প্রদানকারী সংস্থার মতো মহাজনরা ঋণ গ্রহীতার ঋণ পরিশোধ যোগ্যতা বিবেচনা করে না। ঋণের সুদ পাবার ব্যাপারে নিশ্চিত হলে তারা যে কাউকে ঋণ প্রদান করে। এ কারণেই লিমন কোনো রকম জটিলতা ছাড়াই উচ্চ সুদের বিনিময়ে রহিম বক্স নামে একজন মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে মাছের খামারটি প্রতিষ্ঠা করতে পেরেছে।
ঘ. লিজিং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন লিমনের জন্য অত্যন্ত যৌক্তিক।
লিজিং দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অভিনব পদ্ধতি। সরাসরি নগদ অর্থ সহায়তা না করে লিজিং-এর মাধ্যমে ব্যবসায় পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। উদ্দীপকে লিমনের মাছের খামার প্রতিষ্ঠা করার জন্য গ্রাম্য মহাজনের নিকট থেকে ঋণ গ্রহণ করেছে। কারণ মাছের খামার প্রতিষ্ঠার জন্য তার নিকট প্রয়োজনীয় সম্পদ ও অর্থ ছিল না।
কিন্তু এরূপ ঋণ গ্রহণ করাটা তার জন্য খুব বেশি সুবিধাজনক হয়নি। কারণ তাকে এর জন্য উচ্চ হারে সুদ প্রদান করতে হবে এবং নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে তার স্থাবর বা অস্থাবর সম্পদ মহাজনের দখলে চলে যাবে। এ সকল কারণে তার জন্য লিজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেননা লিজিং এর মাধ্যমে অর্থায়নের ফলে তার দীর্ঘমেয়াদি ঋণের প্রয়োজন পড়বে না। তাকে উচ্চ হারে সুদ প্রদান করতে হবে না। শুধু লিজিং-এর বিনিময় মূল্য হিসেবে তাকে নির্দিষ্ট হারে ভাড়া প্রদান করতে হবে। এক্ষেত্রে দীর্ঘমেয়াদি দায় ও ঝুঁকি থেকে সে রেহাই পাবে। সুতরাং বলা যায়, দীর্ঘমেয়াদি অর্থায়নের ঝুঁকি ও ব্যয় বিবেচনায় লিজিং কৌশল অবলম্বন লিমনের জন্য একটি যুগোপযোগী সিদ্ধান্ত হবে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।