ফ্রি PDF অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের প্রশ্নোত্তর MCQ

ফ্রি PDF অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের প্রশ্নোত্তর MCQ

অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. অংশীদারি ব্যবসায় গঠনের জন্য কোনটি অপরিহার্য? (জ্ঞান)
ক স্থায়িত্ব খ চুক্তিপত্র গ অস্তিত্ব ঘ আইনগত সত্তা

২. অংশীদারি ব্যবসায়ের জন্য কোনটি বাধ্যতামূলক? (জ্ঞান)
ক চুক্তি খ বিবরণপত্র গ উদ্বৃত্তপত্র ঘ চুক্তিপত্র

৩. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কী? (জ্ঞান)
ক চুক্তি খ চুক্তিপত্র গ বিবরণপত্র ঘ উদ্বৃত্তপত্র

৪. ‘অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে মর্যাদা থেকে নয়।’ এটি কত সালের অংশীদারি আইনে উল্লেখ আছে? (অনুধাবন)
ক ১৯১৩ সাল খ ১৯৩২ সাল গ ১৯৯৪ সাল ঘ ২০১০ সাল

৫. অংশীদারদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হয় কীভাবে? (অনুধাবন)
ক চুক্তি অনুসারে খ নিবন্ধনপত্র অনুসারে
গ ব্যবসায়ের হিসাবপত্র অনুসারে ঘ আদালতের মাধ্যমে

৬. চুক্তিপত্র কত জন অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়? (জ্ঞান)
ক ২ জন খ ৫ জন গ ১০ জন ঘ সকল অংশীদার

৭. সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হয় কোনটি? (জ্ঞান)
ক নিবন্ধনপত্র খ চুক্তিপত্র গ স্মারকলিপি ঘ সংঘবিধি

৮. চুক্তিতে উল্লেখ না থাকলে ব্যবসায় পরিচালনায় নিয়োজিত অংশীদার কত পারিশ্রমিক পাবে? (জ্ঞান)
ক মাসিক ১,০০০ টাকা হারে খ বাৎসরিক ১২,০০০ টাকা হারে
গ অংশীদারের চাহিদানুযায়ী ঘ কোনো পারিশ্রমিক দেয়া হয় না

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯. অংশীদারদের নিজেদের স্বার্থে চুক্তি হওয়া উচিত (অনুধাবন)
র. লিখিত রর. নিবন্ধিত ররর. মৌলিখ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১০. ইলিয়াস, ইকবাল ও ইমু একটি অংশীদারি প্রতিষ্ঠানের সদস্য। ইকবাল ক্যান্সারজনিত কারণে মৃত্যুবরণ করলে তার ছেলে ইমরান মুনাফায় অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানটির অংশীদার হলো (উচ্চতর দক্ষতা)
র. ইলিয়াস রর. ইমু ররর. ইমরান

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১১. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু কয়টি? (জ্ঞান)
ক ১০টি খ ১৫টি গ ১৭টি ঘ ২০টি

১২. অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা কোথায় উল্লেখ করা হয়? (জ্ঞান)
ক অংশীদারি আইনে খ অংশীদারি চুক্তিতে
গ অংশীদারি চুক্তিপত্রে ঘ নিলামে

১৩. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে লিপিবদ্ধ থাকবে কোন বিষয়টি? (জ্ঞান)
ক লাইসেন্স সংগ্রহ পদ্ধতি খ আইনগত বাধ্যবাধকতা
গ ব্যবসায়ের স্থায়িত্ব ঘ সুনাম

১৪. মাসুদ, মামুন ও মিলন একটি অংশীদারি ব্যবসায় শুরু করে এবং একটি অংশীদারি চুক্তি করে। মাসুদ অন্যান্য অংশীদারের চেয়ে দ্বিগুণ মূলধন প্রদান করে। বছর শেষে ব্যবসায় ৫০,০০০ টাকা ক্ষতির সম্মুখীন হয়। ব্যবসায়ের এসব ক্ষতি কীভাবে বণ্টিত হবে? (প্রয়োগ)

ক সমানভাবে সবার মাঝে বণ্টন করা হবে
খ অংশীদারদের সাথে বছরের শেষে আলাপ-আলোচনার মাধ্যমে

গ অংশীদারি চুক্তিতে উল্লিখিত শর্ত অনুযায়ী
ঘ যে পরিমাণ মূলধন তারা বিনিয়োগ করেছে তার ভিত্তিতে

১৫. অংশীদারদের মধ্যে লাভ-লোকসান বণ্টনের অনুপাত উল্লেখ থাকে কোথায়? (জ্ঞান)
ক বিবরণপত্রে খ স্মারকলিপিতে
গ চুক্তিপত্রে ঘ পরিমেল নিয়মাবলিতে

১৬. অংশীদারি ব্যবসায়ের ব্যাংক হিসাব পরিচালনাকারীর নাম কোথায় উল্লেখ থাকে? (প্রয়োগ)
ক চুক্তিতে খ আইনে গ বিবরণপত্রে ঘ চুক্তিপত্রে

১৭. নতুন অংশীদার গ্রহণ ও পুরাতন অংশীদারের বিদায়ের নিয়মাবলি লিপিবদ্ধ থাকে কোথায়? (অনুধাবন)
ক পরিচালনা বিবরণীতে খ ব্যাংকের হিসাব বইয়ে
গ চুক্তিতে ঘ স্বারকলিপিতে

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮. অংশীদারি চুক্তিপত্রে বিভিন্ন বিষয় উল্লেখ করতে হবে কারণ (প্রয়োগ)

র. বিভেদ মেটাতে রর. বিরোধ মেটাতে
ররর. পরিচালনাগত জটিলতা মেটাতে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১৯. অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু হলো (অনুধাবন)
র. ব্যবসায়ের সুনাম মূল্যায়ন সম্পর্কিত বিধি-বিধান

রর. ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তি
ররর. ব্যবসায়ের লাভ-লোকসান বণ্টন পদ্ধতি ও হার

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৮ ও ১৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
নিঝুম ও নির্ঝর একটি অংশীদারি ব্যবসায় শুরু করে।

ব্যবসায়ের আয়তন ও আকার আরও বৃদ্ধির জন্য নতুন অংশীদার হিসেবে নিশাত যোগদান করে। তারা ব্যবসায় করার জন্য একটি চুক্তিতে আবদ্ধ হয়। এ চুক্তিই তাদের ব্যবসায়ের মূল ভিত্তি। তাদের চুক্তির শর্ত তারা পরিবর্তন করতে পারবে।

২০. নিঝুম, নির্ঝর ও নিশাত ব্যবসায়ের চুক্তিপত্রের শর্ত কীভাবে পরিবর্তন করবে? (প্রয়োগ)
ক সরকারের সম্মতিক্রমে খ অংশীদারদের সম্মতিক্রমে
গ পরিচালকদের সম্মতিক্রমে ঘ জনগণের সম্মতিক্রমে

২১. নিঝুম, নির্ঝর ও নিশাত তিনজন অংশীদার। তাদের ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক অধিক পুঁজি সংগ্রহ খ দক্ষ পরিচালনা
গ চূড়ান্ত সদ্বিশ্বাস ঘ ব্যবসায়ের আয়তন ও আকার বৃদ্ধি

অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২. ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে কী বলে? (জ্ঞান)
ক নিবন্ধন খ লাইসেন্স গ ট্রেড ঘ অনুসন্ধি

২৩. অংশীদারি ব্যবসায়ের কোনটি নিবন্ধন করতে হয়? (জ্ঞান)
ক সম্পদ খ দায় গ নাম ঘ বিবরণ

২৪. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করা হয় কোন অফিসে? (জ্ঞান)
ক পৌরসভায় খ সিটি করপোরেশনে
গ ভূমি অফিসে ঘ নিবন্ধন অফিসে

২৫. অংশীদারি সংগঠনের চুক্তি কখন আইনগত দলিলে পরিণত হয়? (অনুধাবন)
ক চুক্তিটি লিখিত হলে
খ চুক্তিটি মৌখিক হলে

গ সংগঠনটি নিবন্ধিত হলে
ঘ নিবন্ধনের জন্য নির্ধারিত ফি প্রদান করলে

২৬. সিমি ও সোমা নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের অংশীদার। সিমি অধিকার আদায়ে সোমার বিরুদ্ধে কী করতে পারবেন? (প্রয়োগ)
ক মামলা খ হামলা গ জবরদস্তি ঘ ডাকাতি

২৭. কোনটি নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের সুবিধা? (অনুধাবন)
ক চুক্তিজনিত অধিকার আদায়ে মামলা দায়ের
খ সম্পত্তি পুনরুদ্ধার

গ ব্যবসায়ের বিলোপসাধন
ঘ বিশ্বাস ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ

২৮. কোন ধরনের অংশীদারি ব্যবসায় বাদী পক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা দাবি করতে পারে? (অনুধাবন)
ক লিখিত চুক্তির অংশীদারি ব্যবসায় খ অলিখিত চুক্তির অংশীদারি ব্যবসায়
গ নিবন্ধিত অংশীদারি ব্যবসায় ঘ অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়

২৯. জনাব আলমগীর একটি অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদার। তিনি কত টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা আদায় করতে পারেন না? (প্রয়োগ)

ক ১০০ টাকার বেশি খ ১,০০০ টাকার বেশি
গ ২,০০০ টাকার বেশি ঘ ৪,০০০ টাকার বেশি

৩০. অংশীদারি ব্যবসায় নিবন্ধনের জন্যে আবেদনপত্রে কয়টি বিষয় উল্লেখ করা প্রয়োজন? (জ্ঞান)
ক ৪ খ ৮ গ ১২ ঘ ১৬

৩১. কোনটি অংশদারি ব্যবসায় নিবন্ধনের আবেদনপত্রে উল্লেখ করতে হয়? (জ্ঞান)
ক মূলধনের পরিমাণ খ নতুন অংশীদার গ্রহণ
গ ব্যবসায়ের উদ্দেশ্য ঘ বিলোপসাধন পদ্ধতি

৩২. নিবন্ধনের আবেদনপত্রে কতজন অংশীদারের স্বাক্ষর প্রয়োজন? (জ্ঞান)
ক দুজন খ তিনজন গ চারজন ঘ সকলের

৩৩. নিবন্ধক অফিস থেকে কী প্রাপ্তির মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সমাপ্ত হয়? (জ্ঞান)
ক ই-মেইল খ সংবাদ গ ফোনকল ঘ পত্র

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৪. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন হলো (অনুধাবন)

র. অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন রর. অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন
ররর. অংশীদারদের স্থাবর সম্পত্তি নিবন্ধন

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩৫. অংশীদারি ব্যবসায় নিবন্ধনের ফলে (অনুধাবন)
র. চুক্তিপত্র আইনসম্মত দলিলরূপে স্বীকৃতি পায়

রর. ব্যবসায় পৃথক সত্তা লাভ করে
ররর. পাওনা আদায় সহজ হয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩৬. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করতে হবে (অনুধাবন)
র. অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য রর. মামলার সুযোগ পাওয়ার জন্য
ররর. দুর্নীতি করার জন্য

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩৭. মিম এন্টারপ্রাইজ একটি অংশীদারি ফার্ম। ফার্মটি নিবন্ধন করা হয় নি। ফলে অংশীদাররা সুবিধা হতে বঞ্চিত হবেন (প্রয়োগ)
র. পাওনা আদায়ে বাধা রর. তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা
ররর. অপর অংশীদারদের বিরুদ্ধে মামলা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩৮. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনের জন্য যে বিষয় উল্লেখ করতে হয়
(উচ্চতর দক্ষতা)
র. প্রতিষ্ঠানের নাম রর. ব্যবসায়ের উদ্দেশ্য
ররর. ব্যবসায় শুরুর তারিখ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩৯. একটি অংশীদারি ব্যবসায় নিবন্ধনের জন্য প্রয়োজন (অনুধাবন)
র. অংশীদারি প্রতিষ্ঠানের নাম রর. ব্যবসায়ের উদ্দেশ্য
ররর. মূলধনের পরিমাণ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪০. অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন করার সময় যে আবেদনপত্র দাখিল করতে হয় উক্ত পত্রটিতে (উচ্চতর দক্ষতা)
র. অংশীদারদের মনোনীত যেকোনো একজন কর্তৃক স্বাক্ষর করতে হয়

রর. সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়
ররর. যথাযথ পূরণপূর্বক তারিখ ও স্বাক্ষর প্রদান করতে হয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

অংশীদারের প্রকারভেদ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৪১. অংশীদার ব্যবসায়ে কোন অংশীদারদের দায় অসীম? (জ্ঞান)
ক সাধারণ অংশীদার খ ঘুমন্ত অংশীদার
গ নামমাত্র অংশীদার ঘ সীমিত অংশীদার

৪২. ঝষববঢ়রহম চধৎঃহবৎ কী? (জ্ঞান)
ক সাধারণ অংশীদার খ ঘুমন্ত অংশীদার
গ সীমিত অংশীদার ঘ নামমাত্র অংশীদার

৪৩. মূলধন বিনিয়োগ না করে যদি কোনো ব্যক্তি নিজের দক্ষতা, পরিশ্রম ব্যবসায়ে বিনিয়োগ করে তবে তাকে কী বলে? (জ্ঞান)
ক সাধারণ অংশীদার খ কর্মী অংশীদার
গ নামমাত্র অংশীদার ঘ ঘুমন্ত অংশীদার

৪৪. নামমাত্র অংশীদারের ক্ষেত্রে কোন উক্তিটি প্রযোজ্য? (অনুধাবন)
ক মূলধন বিনিয়োগ করে

খ ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে
গ অর্থের বিনিময়ে নামের সুনাম ব্যবহারের অনুমতি দেয়
ঘ নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয়

৪৫. শিহাব হোসেন মমতা ট্রেডার্সের একজন সক্রিয় অংশীদার। তিনি ২০১৪ সালে তার মূলধন উত্তোলন না করে তা ব্যবসায় জমা রাখেন। এ অবস্থায় জনাব শিহাবকে কিরূপ অংশীদার হিসেবে চি‎িহ্নত করা যেতে পারে? (প্রয়োগ)

ক আপাতদৃষ্টিতে অংশীদার খ সীমিত অংশীদার
গ সাধারণ অংশীদার ঘ নামমাত্র অংশীদার

৪৬. কোন অংশীদার ব্যবসায়ের পাওনাদার? (জ্ঞান)
ক সাধারণ অংশীদার খ ঘুমন্ত অংশীদার
গ আপাতদৃষ্টিতে অংশীদার ঘ সীমিত অংশীদার

৪৭. খরসরঃ Limited Partner কী? (জ্ঞান)
ক সাধারণ অংশীদার খ ঘুমন্ত অংশীদার
গ সীমিত অংশীদার ঘ অনুমতি অংশীদার

৪৮. তুলি, জলি ও মিলি একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। মি. তুলি অবসর গ্রহণের পর তার ছেলে শিহাব (নাবালক) ঐ প্রতিষ্ঠানের সকলের সম্মতিক্রমে কোন ধরনের অংশীদার হিসেবে পরিগণিত হবে? (প্রয়োগ)

ক সীমিত অংশীদার খ ঘুমন্ত অংশীদার
গ সাধারণ অংশীদার ঘ নামমাত্র অংশীদার

৪৯. রিয়াজ কোনো প্রকার অংশীদার না হয়েও নিজেকে স্টার হোটেলের একজন অংশীদার বলে পরিচয় দেয়। রিয়াজকে কোন ধরনের অংশীদার বলা যায়? (প্রয়োগ)

ক আপাতদৃষ্টিতে অংশীদার খ সীমাবদ্ধ অংশীদার
গ আচরণে অনুমিত অংশীদার ঘ প্রতিবদ্ধ অংশীদার

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *