ফ্রি PDF MCQ একমালিকানার ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ

ফ্রি PDF MCQ একমালিকানার ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহর

একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৩৯. রাজু ও সাজু তাদের ব্যবসায়ের চুক্তি নিবন্ধন করতে চান। এটি কত সালের আইন অনুসারে হবে? (প্রয়োগ)
ক ১৯৩২ খ ১৯৯৪ গ ১৯০৭ ঘ ১৯০৮

৪০. “সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি ব্যবসায় বলে।” এ সংজ্ঞাটি কত আইন মতে দেওয়া হয়েছে? (জ্ঞান)
ক ১৯১৩ সালের কোম্পানি আইনের ৪ ধারা মতে

খ ১৯৩২ সালের অংশীদারি আইনের ৪ ধারা মতে
গ ১৯৮৪ সালের অংশীদারি আইনের ৪ ধারা মতে
ঘ ১৯১৪ সালের কোম্পানি আইনের ৪ ধারা মতে

৪১. অংশীদারি ব্যবসায়ের কত ধারায় অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে? (জ্ঞান)
ক ৪ ধারায় খ ৫ ধারায় গ ৬ ধারায় ঘ ১৩ ধারায়

৪২. অংশীদারি সম্পর্ক সৃষ্টিকারীকে কী বলা হয়? (জ্ঞান)
ক দালাল খ নাবালক গ অংশীদার ঘ মোড়ল

৪৩. ব্যবসায় পরিবারের দ্বিতীয় সদস্য কোনটি? (জ্ঞান)
ক একমালিকানা খ অংশীদারি গ যৌথ মূলধনী ঘ রাষ্ট্রীয়

একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৪৪. একমালিকানা ব্যবসায় বৃহদায়তন ব্যবসায় টিকে আছে কীভাবে? (উচ্চতর দক্ষতা)
ক জালিয়াতি করে খ প্রতিযোগিতা করে
গ জোর করে ঘ দয়া করে

৪৫. আত্মকর্মসংস্থানের জন্য সবচেয়ে উপযোগী ব্যবসায় সংগঠন কোনটি? (অনুধাবন)
ক একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ কোম্পানি ব্যবসায় ঘ রাষ্ট্রীয় ব্যবসায়

৪৬. সোখিনা বাঁশ ও বেতের শিল্পকর্মে পারদর্শী। তার জন্য কোন ধরনের ব্যবসায় সংগঠন সবচেয়ে উপযুক্ত? (প্রয়োগ)
ক অংশীদারি ব্যবসায় খ একমালিকানা ব্যবসায়
গ কোম্পানি সংগঠন ঘ সমবায় সমিতি

৪৭. কোনটির ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় সবচেয়ে উপযুক্ত? (অনুধাবন)
ক রিয়েল এস্টেট খ ফাইন্যান্সিয়াল
গ মৃৎশিল্প ঘ চামড়া শিল্প

৪৮. নিচের কোনটি কম ঝুঁকির ব্যবসায়? (অনুধাবন)
ক সবজির দোকান খ খাবারের দোকান
গ চালের দোকান ঘ ফার্নিচারের দোকান

৪৯. আশিকুর রহমান একটি ওষুধের দোকান দিতে চায়। দোকানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? (প্রয়োগ)
ক একমালিকানা খ অংশীদারি গ সমবায় ঘ যৌথ মূলধনী

৫০. কোনটি সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যবসায় সংগঠন? (জ্ঞান)
ক চায়ের দোকান খ জুয়েলারি দোকান
গ কাপড়ের দোকান ঘ ওষুধের দোকান

৫১. কোনটি একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র? (অনুধাবন)
ক রেস্টুরেন্ট খ পাঁচ তারকা হোটেল
গ কয়লা উত্তোলন ঘ ইস্পাত তৈরি

৫২. পচনশীল পণ্যের জন্য উপযোগী ব্যবসায় কোনটি? (জ্ঞান)
ক একমালিকানা খ অংশীদারি গ কোম্পানি ঘ সমবায়

৫৩. শাকসবজি ও ফলমূলের ক্ষেত্রে কোন ধরনের ব্যবসায় উপযুক্ত? (অনুধাবন)
ক অংশীদারি খ একমালিকানা
গ পারিবারিক ব্যবসায় ঘ সমবায়

৫৪. পেশাভিত্তিক ব্যবসায় কোনটি? (জ্ঞান)
ক ডাক্তারি খ রেস্টুরেন্ট
গ চায়ের দোকান ঘ শাকসবজির দোকান

৫৫. নিচের কোনটি পেশাভিত্তিক ব্যবসায়? (অনুধাবন)
ক ওষুধের দোকান খ দর্জির দোকান
গ আইন ব্যবসায় ঘ মিষ্টির দোকান

৫৬. পেশাদারী ব্যবসায়ের ক্ষেত্রে কোন ব্যবসায় সংগঠন উপযুক্ত? (জ্ঞান)
ক অংশীদারি খ সমবায় গ কোম্পানি ঘ একমালিকানা

৫৭. নিচের কোনটি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত? (অনুধাবন)
ক বিউটি পার্লার খ চালের দোকান
গ চিত্রকর্মের দোকান ঘ ছবি তোলার দোকান

৫৮. পরিবর্তনশীল রুচি ও চাহিদার পণ্যের জন্য কোন ধরনের ব্যবসায় সবচেয়ে উপযুক্ত? (জ্ঞান)
ক একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ কোম্পানি সংগঠন ঘ সমবায় সমিতি

৫৯. ফেরিওয়ালা ও ভ্রাম্যমাণ দোকান কোন ব্যবসায়ের অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয়? (জ্ঞান)
ক একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ যৌথ মূলধনী ব্যবসায় ঘ সমবায় সমিতি

৬০. দর্জিগিরি, ফটোগ্রাফি প্রভৃতিতে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ রয়েছে বিধায় কোন ভিত্তিতে এরূপ ব্যবসায় স্থাপন উপযোগী? (অনুধাবন)
ক একমালিকানার ভিত্তিতে খ অংশীদারির ভিত্তিতে
গ সমবায়ের ভিত্তিতে ঘ যৌথ মালিকানার ভিত্তিতে

৬১. এ্যানি চৌধুরী একজন চিত্রশিল্পী। তার জন্য উপযুক্ত ব্যবসায় সংগঠন কোনটি? (প্রয়োগ)
ক একমালিকানা খ অংশীদারি গ সমবায় ঘ রাষ্ট্রীয়

৬২. কৃষিপণ্যের জন্য উপযোগী ব্যবসায় কোনটি? (জ্ঞান)
ক একমালিকানা খ অংশীদারি গ সমবায় ঘ কোম্পানি

৬৩. কল্পনা রানি এলেঙ্গা কলেজের সামনে বই খাতার দোকান দিলেন। দোকানটির মালিকানার ধরন কোন ধরনের? (জ্ঞান)
ক যৌথ মূলধনী খ অংশীদারি
গ একমালিকানা ঘ সমবায় সমিতি

৬৪. মুন্নী একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। তার ব্যবসায়টি কোন ধরনের? (প্রয়োগ)
ক অংশীদারি খ একমালিকানা
গ রাষ্ট্রীয় ঘ কোম্পানি সংগঠন

৬৫. বাংলাদেশে মোট ব্যবসায় সংগঠনের শতকরা কত ভাগেরও বেশি একমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত? (জ্ঞান)
ক ৯০ ভাগের খ ৮০ ভাগের গ ৭০ ভাগের ঘ ৬০ ভাগের

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৬. একমালিকানা ব্যবসায় জনপ্রিয় কারণ (অনুধাবন)

র. অনন্য বৈশিষ্ট্যের জন্য রর. অসীম দায়ের জন্য
ররর. অনন্য সুবিধার জন্য

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৬৭. স্বল্প মূলধন নিয়ে যেসব একমালিকানা ব্যবসায় গঠন করা যায় সেগুলো হলো (অনুধাবন)
র. পানের দোকান রর. সবজির দোকান
ররর. ওষুধের দোকান

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৬৮. একমালিকানা ব্যবসায় পরিচালনা করা সম্ভব যেসব ক্ষেত্রে, তা হলো (অনুধাবন)
র. বিউটি পার্লার রর. সেলুন ররর. রেস্টুরেন্ট

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর

৬৯. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো হলোÑ (অনুধাবন)
র. স্থানীয় চাহিদার পণ্য রর. দ্রুত পরিবর্তনশীল চাহিদার পণ্য
ররর. পচনশীল পণ্যের ব্যবসায়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৭০. একমালিকানা ব্যবসায়ের জন্য খুবই উপযোগী ( উচ্চতর দক্ষতা)
র. বহুদিন ধরে স্থায়ী হয় এমন পণ্য
রর. প্রতিনিয়ত রুচি ও ফ্যাশন পরিবর্তন হয় এমন পণ্য
ররর. ব্যক্তি শিল্পকর্মের যোগসূত্র রয়েছে এমন পণ্য

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৭১. মি. আবিরের বেইলী স্টার মার্কেটে দুটি স্বর্ণের দোকান আছে। তার জন্য একমালিকানা ব্যবসায় উপযুক্ত। কারণ (উচ্চতর দক্ষতা)
র. এ ব্যবসায়ে আবিরের প্রত্যক্ষ তদারকি অপরিহার্য

রর. এ ধরনের ব্যবসায় কম ঝুঁকি রয়েছে বলে
ররর. এ ধরনের ব্যবসায়ে ব্যক্তিক শিল্পকর্মের যোগসূত্র রয়েছে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৭২. একমালিকানা ব্যবসায় শুরু করা যায় (অনুধাবন)
র. স্বল্প মূলধন নিয়ে রর. স্বল্প পরিসরে
ররর. যেকোনো সময়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৭৩. বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজন (উচ্চতর দক্ষতা)
র. সহজ ঋণ ব্যবস্থা রর. সরকারি সহযোগিতা
ররর. একমালিকানায় উদ্বুদ্ধকরণ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও :

ঢাকায় মি. সাজ্জাদের ‘স্বপ্ন এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কাজ করে থাকে। বর্তমানে মোবাইল ফোনের কলরেট হ্রাসের কারণে প্রতিষ্ঠানটির উপার্জনের পরিমাণ হ্রাস পেয়েছে।

৭৪. মি. সাজ্জাদের ব্যবসায়টির ধরন কিরূপ? (প্রয়োগ)
ক উৎপাদন প্রতিষ্ঠান খ ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠান
গ সেবাদানকারী প্রতিষ্ঠান ঘ বাণিজ্য সহায়ক প্রতিষ্ঠান

৭৫. মি. সাজ্জাদ যদি ব্যবসায়টি চালিয়ে যেতে চান তবে তার জন্য কোনটি যুক্তিযুক্ত হবে? (উচ্চতর দক্ষতা)
ক সেবা মান উন্নয়ন খ ইন্টারনেট সংযোগ গ্রহণ
গ সেবা প্রদানের চার্জ হ্রাসকরণ ঘ নতুন গ্রাহক খুঁজে বের করা

অংশীদারি ব্যবসায়ের ধারণা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *