বিশেষ প্রতিনিধি :: মহামারি করোনা ভাইরাস মোকাবিলাসহ ছয়টি প্রকল্পের জন্য জাপানের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। তবে জাপান কী পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করবে, তা এখনো ঠিক হয়নি।
আজ (শুক্রবার) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জাপান অধিশাখার যুগ্ম সচিব মুহম্মদ আশরাফ আলী ফারুক এসব তথ্য জানান।
জাপানের কাছে সহযোগিতা চাওয়া ছয়টি প্রকল্প হলো- ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন ১ (সেকেন্ড ট্রান্স), ঢাকা ম্যাস রেপিড ট্রানজিট লাইন ৬, মাতারবাড়ি কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট, সাউদার্ন চট্টগ্রাম রিজিওনাল ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং হেলথ সেক্টর ডেভেলপমেন্ট পলিসি লোন। পাশাপাশি করোনা মোকাবিলায়ও ঋণ সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গে ইআরডির জাপান অধিশাখার যুগ্ম সচিব মুহম্মদ আশরাফ আলী ফারুক বলেন, ‘জাপানের পরবর্তী ওডিএ প্যাকেজে ছয়টি প্রকল্পে বিনিয়োগের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। এই ছয় প্রকল্পের জন্য কত টাকা দেবে তা এখন বলা যাচ্ছে না। অর্থের পরিমাণ জাপান সরকার নির্ধারণ করবে।’