ব্যবসায় উদ্যোগের সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নর উত্তর (ফ্রি PDF)
সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নর উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ ইউরোপ ও আমেরিকায় শতকরা কত ভাগ একমালিকানা ব্যবসায় রয়েছে?
উত্তর : ইউরোপ ও আমেরিকার শতকরা ৮০ ভাগ ব্যবসায় একমালিকানা ব্যবসায়।
প্রশ্ন ॥ ২ ॥ একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কীসের ওপর নির্ভর করে?
উত্তর : একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের ইচ্ছার ওপর নির্ভরশীল।
প্রশ্ন ॥ ৩ ॥ বিশ্বের সবচেয়ে আদি ব্যবসায় সংগঠন বলা হয় কোন ব্যবসায়কে?
উত্তর : বিশ্বের সবচেয়ে আদি ব্যবসায় সংগঠন বলা হয় একমালিকানা ব্যবসায়কে।
প্রশ্ন ॥ ৪ ॥ কোন ব্যবসায় সংগঠনের উপযুক্ত ক্ষেত্র ব্যাপক?
উত্তর : একমালিকানা ব্যবসায় সংগঠনের উপযুক্ত ক্ষেত্র ব্যাপক।
প্রশ্ন ॥ ৫ ॥ অংশীদারি ব্যবসায়ের ভিত্তি কী?
উত্তর : অংশীদারি ব্যবসায়ের ভিত্তি হলো চুক্তি।
- উত্তর ডাউনলোড করুন> এসএসসি’র ব্যবসায় উদ্যোগের সৃজনশীল প্রশ্নসহ উত্তর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC ব্যবসায় উদ্যোগ সৃজনশীল প্রশ্নসহ উত্তর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ সৃজনশীল প্রশ্নসহ উত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ
- উত্তর ডাউনলোড করুন> SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ সমবায় সমিতির প্রকারভেদ MCQ
প্রশ্ন ॥ ৬ ॥ বাংলাদেশের অংশীদারি ব্যবসায় কত সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত?
উত্তর : বাংলাদেশের অংশীদারি ব্যবসায় ১৯৩২ সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়।
প্রশ্ন ॥ ৭ ॥ ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন?
উত্তর : ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা ১০ জন।
প্রশ্ন ॥ ৮ ॥ অংশীদারি ব্যবসায়ে কয় ধরনের অংশীদার দেখতে পাওয়া যায়?
উত্তর : অংশীদারি ব্যবসায়ে ৬ ধরনের অংশীদার দেখতে পাওয়া যায়।
প্রশ্ন ॥ ৯ ॥ সীমিত অংশীদার কাকে বলে?
উত্তর : চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আইন অনুযায়ী সকল অংশীদারের সম্মতিতে কোনো নাবালক সুবিধা প্রদানের জন্য অংশীদার করা হলে তাকে সীমিত অংশীদার বলা হয়।
প্রশ্ন ॥ ১০ ॥ আচরণে অনুমতি অংশীদার কাকে বলে?
উত্তর : কোনো ব্যক্তি যদি ব্যবসায়ের অংশীদার না হয়েও মৌখিক কথাবার্তা, লেখা বা অন্য কোনো আচরণের দ্বারা নিজেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেন, তবে তাকে আচরণে অনুমতি অংশীদার বলে।
প্রশ্ন ॥ ১১ ॥ অংশীদারি আইনের বিধান অনুসারে কয়টি প্রক্রিয়ায় অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তি হতে পারে?
উত্তর : অংশীদারি আইনের বিধান অনুসারে ৬টি প্রক্রিয়ায় অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তি হতে পারে।
প্রশ্ন ॥ ১২ ॥ সর্বপ্রথম কত সালে কোথায় কোম্পানি আইন পাস হয়?
উত্তর : সর্বপ্রথম ১৮৪৪ সালে ব্রিটেনে কোম্পানি আইন পাস হয়।
প্রশ্ন ॥ ১৩ ॥ বর্তমানে বাংলাদেশের সকল কোম্পানি ব্যবসায় কত সালের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে?
উত্তর : বর্তমানে বাংলাদেশের সকল কোম্পানি ব্যবসায় ১৯৯৪ সালের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।
প্রশ্ন ॥ ১৪ ॥ কোম্পানির গঠন প্রক্রিয়া সাধারণত কয়টি ধারাবাহিক পর্যায়ে সম্পন্ন হয়?
উত্তর : কোম্পানির গঠন প্রক্রিয়া সাধারণত ৪টি ধারাবাহিক পর্যায়ে সম্পন্ন হয়।
প্রশ্ন ॥ ১৫ ॥ বিশ্বের সর্বপ্রথম প্রতিষ্ঠিত সমবায় সমিতিটির নাম কী?
উত্তর : বিশ্বের সর্বপ্রথম প্রতিষ্ঠিত সমবায় সমিতির নাম ‘রচডেল সমিতি’।
প্রশ্ন ॥ ১৬ ॥ ১৯৫৯ সালে সিভিল সার্ভিস কর্মকর্তা ড. আক্তার হামিদ খানের নেতৃত্বে প্রতিষ্ঠিত সমবায় সমিতির নাম কী?
উত্তর : ১৯৫৯ সালে সিভিল সার্ভিস কর্মকর্তা ড. আক্তার হামিদের নেতৃত্বে প্রতিষ্ঠিত সমবায় সমিতি হলো বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (ইঅজউ)।
প্রশ্ন ॥ ১৭ ॥ ২০০৯ সালের হিসাব মতে, বাংলাদেশে মোট কতটি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে?
উত্তর : ২০০৯ সালের হিসাব মতে, বাংলাদেশে মোট ১,৬৩,৪০৮টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে।
প্রশ্ন ॥ ১৮ ॥ কত সালের আইন অনুযায়ী দেশের সকল সমবায় সমিতি পরিচালিত হচ্ছে?
উত্তর : ১৯২১ সালের সমবায় আইন এবং ২০০৪ সালের সমবায় বিধিমালা অনুযায়ী পরিচালিত হয়।
প্রশ্ন ॥ ১৯ ॥ ২০০১ সালের সমবায় আইনে সমবায় সংগঠন গঠন করতে কয়টি পর্যায়ে গঠন প্রক্রিয়ায় সম্পন্ন হয়?
উত্তর : ২০০১ সালের সমবায় আইনের সমবায় সংগঠন তিনটি পর্যায়ে গঠন প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
প্রশ্ন ॥ ২০ ॥ রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য জনকল্যাণ।
প্রশ্ন ॥ ২১ ॥ বাংলাদেশ ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানায় প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান।
প্রশ্ন ॥ ২২ ॥ বাংলাদেশ বিমান কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : বাংলাদেশ বিমান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান।
প্রশ্ন ॥ ২৩ ॥ বাংলাদেশের সমবায় সমিতি আইন কত সালের?
উত্তর : বাংলাদেশের সমবায় সমিতি আইন ২০০১ সালের।
প্রশ্ন ॥ ২৪ ॥ সবচেয়ে জনপ্রিয় প্রাচীনতম ব্যবসায় সংগঠন কী?
উত্তর : সবচেয়ে জনপ্রিয় প্রাচীনতম সংগঠন হলো একমালিকানা ব্যবসায় সংগঠন।
প্রশ্ন ॥ ২৫ ॥ বাংলাদেশের কতভাগ ব্যবসায় সংগঠন একমালিকানা ভিত্তিক?
উত্তর : বাংলাদেশের শতকরা ৮৫ ভাগ ব্যবসায় সংগঠন একমালিকানা ভিত্তিক।
প্রশ্ন ॥ ২৬ ॥ কোন ব্যবসায়ের আইনগত পৃথক সত্তা নেই?
উত্তর : একমালিকানা ব্যবসায়ের আইনগত পৃথক সত্তা নেই।
সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নর উত্তর
প্রশ্ন ॥ ২৭ ॥ নামমাত্র অংশীদার কে?
উত্তর : যে অংশীদার ব্যবসায়ের স্বার্থে শুরু নিজের খ্যাতি বা সুনাম ব্যবহারের সুযোগ দেয় তাকে নামমাত্র অংশীদার বলে
প্রশ্ন ॥ ২৮ ॥ কোম্পানি ব্যবসায় কী?
উত্তর : মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় যৌথ সংগঠিত মূলধন দ্বারা যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে তাকে কোম্পানি ব্যবসায় বলে।
প্রশ্ন ॥ ২৯ ॥ প্রাথমিক সমবায় সমিতিতে ন্যূনতম কতজন সদস্য থাকতে হয়?
উত্তর : প্রাথমিক সমবায় সমিতিতে ন্যূনতম ২০ জন সদস্য থাকতে হয়।
- উত্তর ডাউনলোড করুন> ফ্রি PDF বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> ফ্রি PDF MCQ একমালিকানার ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ
- উত্তর ডাউনলোড করুন> একমালিকানার ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহর MCQ ফ্রি PDF
- উত্তর ডাউনলোড করুন> ফ্রি PDF এসএসসি‘র ব্যবসায় উদ্যোগ MCQ
- উত্তর ডাউনলোড করুন> MCQ ফ্রি PDF যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি
- উত্তর ডাউনলোড করুন> SSC অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের প্রশ্নোত্তর MCQ ফ্রি PDF
- উত্তর ডাউনলোড করুন>ফ্রি PDF অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের প্রশ্নোত্তর MCQ
প্রশ্ন ॥ ৩০ ॥ সমবায় পরিচালনার মুখ্য দলিলকে কী বলে?
উত্তর : সমবায় সমিতি পরিচালনার মুখ্য দলিলকে সমবায়ের উপবিধি বলে।
প্রশ্ন ॥ ৩১ ॥ বাংলাদেশ পর্যটন সংস্থা কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর : বাংলাদেশ পর্যটন সংস্থা বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে।
প্রশ্ন ॥ ৩২ ॥ কোন ব্যবসায়কে ব্যবসায় সংগঠনের মুরব্বি বলা হয়?
উত্তর : একমালিকানা ব্যবসায়কে ব্যবসায় সংগঠনের মুরব্বি বলা হয়।
প্রশ্ন ॥ ৩৩ ॥ বাংলাদেশে সমবায় কত সালের বিধিমালায় পরিচালিত হচ্ছে?
উত্তর : বাংলাদেশে সমবায় ২০০৪ সালের বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
এসএসসি ২০২৩ সব বিষয়ের উত্তর গুলো দেন