শ্রাবন্তীর সাথে বিবাহবিচ্ছেদ আটকে দিলেন তার তৃতীয় স্বামী

বিনোদন ডেস্ক :: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের সম্পর্কে ফাটল ধরেছে ২০২০ সালেই। তবু সবকিছু ভুলে আবার শ্রাবন্তীর সাথে সংসার করতে চান রোশন। এজন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছে।

আনন্দবাজার পত্রিকা থেকে জানা গেছে, হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটি আইনি সংস্থান রয়েছে। গত সোমবার (৭ জুন) সেটির মাধ্যমে বিবাহবিচ্ছেদ আটকে দিলেন তিনি।

রোশন জানান, অভিনেত্রী স্ত্রীর সাথে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছেন না তিনি। তাই নিজেদের সম্পর্কে টিকে রাখার তাগিদে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে অনেকেই মনে করছেন, বিবাহবিচ্ছেদের পর ভরণপোষণের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন রোশন।

তবে রোশনের ভাষ্য, শ্রাবন্তীর যেমন জীবনযাপনের জন্য রোশনের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবল মাত্র অভিনেত্রীর সাথে সংসার করতে চান।

এ বিষয়ে এখনও শ্রাবন্তীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রোশন বলেছেন, ‘আমি শ্রাবন্তীর সাথেই সংসার করতে চাই।’

আগামী জুলাই মাসে রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছে আদালত।

প্রসঙ্গত, পরিচালক রাজীব বিশ্বাসের সাথে শ্রাবন্তীর বিয়ে হয় বিগত ২০০৩ সালে। রাজীব-শ্রাবন্তীর ছেলেও রয়েছে, তার নাম ঝিনুক। মায়ের সাথেই থাকে সে। রাজীবের সাথে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সাথে। মহাসমারোহে বিয়েও করেন তারা। এরপর কৃষণের সাথেও বিচ্ছেদ চূড়ান্ত হয় শ্রাবন্তীর। তারপর পরই নায়িকার সাথে জড়িয়ে যায় রোশনের নাম। বিগত ২০১৯ সালের এপ্রিলে পাঞ্জাবে রোশন সিংয়ের সাথে সাত পাকে বাঁধা পড়েছিল শ্রাবন্তী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তৃতীয় বিয়েতেও ভাঙন দেখা যায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি নায়িকা।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান বিনোদন ডেস্ক :: মডেলিং, উপস্থাপনা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *