সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার ব্যাখ্যা বিশ্লেষণ কার হলো। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। সঞ্চয়পত্রের মুনাফার হার কমাতে একধরনের ভয় জনসাধারণের ভিতরে কাজ করছে। প্রকৃত পক্ষে নিম্ন আয়ের সঞ্চয়দাতার বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ভয়ের কিছু নেই। মুনাফার হার কমেছে ১৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে। ১৫ লক্ষ টাকার ভিতরে বিনিয়োগকারীদের কোনো চিন্তা নাই, মুনাফার হারও কমেনি।
- আরো পড়ুন: স্বামী বিদেশ থাকা মহিলাদের জন্য ২ টি সঞ্চয় স্কীম
- আরো পড়ুন: সঞ্চয়পত্র ৩ বছর ৩ মাস পর ভেঙ্গে ফেললে কত টাকা মুনাফা পাব?
- আরো পড়ুন: সঞ্চয়পত্র কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন
সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার ব্যাখ্যা বিশ্লেষণ
১। নতুন প্রজ্ঞাপন অনুসারে ২১.০৯.২০২১ তারিখের পূর্বে ক্রয় করা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকবে।
২। উৎসে কর পূর্বের মতই ৫ লাখ পর্যন্ত ৫ শতাংশ এবং ৫ লাখের উপরে ১০ শতাংশ থাকবে।
৩। ক্রমপুঞ্জীভূত বিনিয়োগে ৯ টি সঞ্চয় স্কিম সবগুলোর বিনিয়োগ একত্রে হিসাব হবে। অর্থাৎ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাব, ওয়েজ আর্নার ও US Dollar Investment বন্ড সবগুলো এক NID তে মোট কত কেনা তা যোগ করা হবে।
- আরো পড়ুন: চোখে এলার্জি হয় কেন? সমস্যা ও সমাধান
- আরো পড়ুন: গর্ভবতী মায়েরদের এই ৫টি বিপদ থেকে সাবধান
- আরো পড়ুন: ব্রণের সমস্যা দূর করবে ড্রাগন ফল
৪। মুনাফার হার ১ থেকে ১৫ লক্ষ, ১৫ থেকে ৩০ লক্ষ, ৩০ + এর ক্ষেত্রে আলাদা আলাদা হবে। যেমন নতুন ৪৫ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করলে ১ থেকে ১৫ লক্ষের জন্য প্রতি লক্ষে নীট ৮৬৪ টাকা, ১৫+ থেকে ৩০ লক্ষের জন্য প্রতি লক্ষে নীট ৭৮৭.৫ টাকা এবং ৩০+ থেকে ৪৫ লক্ষের জন্য প্রতি লক্ষে নীট ৭১২.৫ টাকা পাবেন।
৫। নতুন যারা কিনবেন তাদের মুনাফার হার নির্ধারণে পূর্বে ক্রয়কৃত সঞ্চয়পত্রে সঙ্গে সমন্বয় করা হবে।
উদাহরণ- ১
কোনো গ্রাহকের ২১.০৯.২০২১ তারিখের পূর্বে ১০ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা আছে, নতুন করে আরও ১০ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করলে, ৫ লক্ষ টাকার জন্য প্রতি লক্ষে নীট ৮৬৪ টাকা (পূর্বের ১০+ নতুন হতে ০৫ লক্ষ ১ থেকে ১৫ লক্ষের মুনাফার স্লাব অনুযায়ী) এবং বাকি ৫ লক্ষ টাকার জন্য প্রতি লক্ষে নীট ৭৮৭.৫০ টাকা হারে মুনাফা পাবেন।
উদাহরণ- ২
কোন গ্রাহকের ২১.০৯.২০২১ তারিখের পূর্বে ২০ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা রয়েছে। নতুন করে আরও ১২ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করলে পূর্বের ২০ লক্ষ টাকার জন্য পূর্বে মুনাফার হার অনুযায়ী প্রতি লক্ষে নীট ৮৬৪ টাকা এবং নতুন ১২ লক্ষ টাকার সাথে পূর্বের ২০ লক্ষ = ক্রমপুঞ্জীভূত ৩২ লক্ষ হিসাবে নতুন ১২ লক্ষের জন্য ৩০ লক্ষ + স্লাব অনুযায়ী প্রতি লক্ষে নীট ৭১২.৫ টাকা হারে মুনাফা পাবেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।