গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সংবাদপ্রকাশের স্বাধীনতা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।একটি বৈষম্যহীন জনকল্যানমূখী সমাজ প্রতিষ্ঠার জন্য সংবাদপত্রের স্বাধীনতার বিকল্প নেই।যার ফলে বিশ্বের প্রায় সকল স্বাধীন গনতান্ত্রিক রাষ্ট্র কর্তৃক সংবাদপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।স্বাধীন বাংলাদেশের সংবিধানেও
- আরো পড়ুন: কি কি শিখলে ওয়েব ডিজাইনার হতে পারবেন?
- আরো পড়ুন:ক্যারিয়ার হিসেবে জাভাস্ক্রিপ্ট কেন বেছে নিবেন?
- আরো পড়ুন:ওয়েব ডিজাইন ফন্ট ব্যবহারের চূড়ান্ত গাইডলাইন
এবিষয়ে সুনিদির্ষ্ট বিধান আছে যেখানে সংবাদপ্রকাশের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করা আছে পাশাপাশি কতিপয় যুক্তিসঙ্গত বাধা নিষেধ সম্পর্কেও সুস্পষ্টভাবে উল্লেখ আছে।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-৩৯ এ বিষয় সম্পর্কে বিধান দেয়া আছে।উক্ত অনুচ্ছেদকে বিশ্লেষন করলে পাওয়া যায় যে,রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক,জনশৃঙ্খলা,শালীনতা বা
নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা,মানহানি বা অপরাধ সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ বা শর্ত সাপেক্ষে সংবাদক্ষেত্রের বা সংবাদ প্রকাশের স্বাধীনতা ( Freedom of Press) এর নিশ্চয়তা দেয়া হয়েছে।উপরোক্ত বিশ্লেষন থেকে এটি স্পষ্ট যে, সংবাদ সংগ্রহ বা প্রকাশের সাথে জড়িত প্রত্যেককে সংবাদক্ষেত্রের স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে সংবিধান আরোপিত বিধিনিষেধ সমূহ মানতে হবে।
এবং এই বিধিনিষেধ মেনে সংবাদ প্রকাশ করলেই তা বস্তুনিষ্ঠ এবং জনকল্যানমূখী সংবাদ হয় যা কোন নিরীহ বা নির্দোষ ব্যক্তি বা গোষ্ঠী বা সম্প্রদায় কিংবা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্থ করে না।রাষ্ট্র আরোপিত এ জাতীয় বিধিনিষেধ সমূহ না জেনে বা না বুঝে বা না মেনে অনেকে সংবাদ প্রকাশ করে থাকে যা থেকে নানাধরনের সমস্যা সৃষ্টি হয়।তাই সংবাদ সংগ্রহ ও প্রকাশের সাথে জড়িত সাংবাদিকদের উচিত সংবাদক্ষেত্রের স্বাধীনতার অধিকার ভোগ করার ক্ষেত্রে রাষ্ট্র আরোপিত দায় দায়িত্ব বা কর্তব্য সম্পর্কে সচেতন থাকা।
- আরো পড়ুন:ওয়েব ডিজাইনারদের প্রয়োজনীয় ৭ টি ওয়েবসাইট
- আরো পড়ুন:ওয়েব ডিজাইনের বাংলা বই ডাউনলোড করুন (a to z) ভিডিওসহ
- আরো পড়ুন:ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কি কি প্রয়োজন
একজন দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন সাংবাদিক কর্তৃক দেশে প্রচলিত বিধিনিষেধ সাপেক্ষে প্রকাশিত সংবাদ নিয়ে সচরাচর কেউ কোন আপত্তি উত্থাপন করতে পারে না অথবা করলেও তা আইনগতভাবে টিকে না এবং সংবাদ প্রকাশের জন্য তাকে কেউ হয়রানী করার সাহস বা সুযোগ পায় না বা অযথা হয়রানী করার চেষ্টা করলেও আইনানুযায়ী কোন প্রতিকার পাবে না।
তাই সংবাদক্ষেত্রের বা প্রকাশের সাথে জড়িত সাংবাদিকগন রাষ্ট্র আরোপিত বিধিনিষেধ বা দায়দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবেন এটি সর্বদা প্রত্যাশিত। লেখকঃ এডভোকেট মোঃ কাওসার হোসাইন সুপ্রিমকোর্টের আইনজীবি,আইনগ্রন্থ প্রনেতা ও কলামিস্ট।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।