২ কোটি টাকা লোন দিচ্ছেন,ডাচ বাংলা ব্যাংক

২ কোটি টাকা লোন দিচ্ছেন,ডাচ বাংলা ব্যাংক ।। ২ কোটি টাকা লোন দিচ্ছেন দেশের শীর্ষ স্থানীয় ব্যাংক ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। উদ্যোক্তা / ব্যবসায়ীদের পাশাপাশী এবার চাকরী জীবিদের জন্য আরো সুখবর দিলেন ডাচ বাংলা ব্যাংক। আরও পড়ুন:রূপালী ব্যাংক দিচ্ছে ৫% সুদে গৃহঋণ

আধুনিক বা ডিজিটাল ব্যাংকিং সুবিধার প্রদানকৃত ব্যাংকগুলোর মধ্যে ডাচ বাংলা ব্যাংক সব চেয় বেশী সুবিধা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় চাকরী জীবিদের ২ কোটি টাকা পর্যন্ত লোন দেয়ার সিন্ধান্ত নেন কর্তৃপক্ষ।

চলুন জেনে নেই লোন নিতে হলে কি কি কাগজপত্র ও যোগ্যতার প্রয়োজন।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ। 

প্রথমে জেনে নেই, লোন নিতে হলে কত টাকায় কত সুদ দিতে হবে।

সুদের হার

> ৯.০০% টাকা যত নেন না কেন আপনাকে ৯% দরেই সুদ দিতে হবে।

লোন পাবার যোগ্যতা

>  লোন নিতে হলে আপনাকে নিশ্চিত সর্বনিম্ন বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৭০ বছর হতে হবে।

বেতন কত হবে

> আপনার লোন নিতে হলে নিশ্চিত সর্বনিম্ন বেতন ৫০,০০০ টাকা হতে হবে।

কত টাকা পর্যন্ত লোন পাবেন

> ব্যাংক কর্তৃপক্ষর নিয়ম অনুযায়ী আপনি সকল কাগজপত্র জমা দিতে পারলেই আপনি পাবেন, সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত লোন সুবিধা

লোনের মেয়াদকাল

লোন পরিশোধের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে দিচ্ছেন সর্বোচ্চ সুবিধা। যেমন আপনি ইচ্ছা করলে

১ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর মেয়াদে লোন পরিশোধের সুবিধা পাবেন। এখানে আপনার উপর নির্বর করবে আপনি মাসে কত টাকা পর্যন্ত পরিশোধ করতে পারবেন। সেই অনুযায়ী নিজেই নির্ধারণ করবেন।

লোন প্রসেসিং ফি!

> ডাচ বাংলা থেকে লোন নিতে হলে আপনাকে বেশী একটা লোন প্রসেসিং ফি দিতে হবে না। চাকরী জীবিদের লোন প্রসেসিং ফি মাত্র ১%। তাও আবার আপনি যদি লোন গ্রহণ করেন, তখন আপনার কাছ থেকে লোন ফি নেওয়া হবে। (বিপ্রপার্টির মাধ্যমে লোন নিলে)

পুনঃতফসিল

> পুনঃতফসিল (Refinance ) ফ্যাসিলিটি রয়েছে।

খরচের বিস্তারিত

>প্রপার্টির মূল্যের ০.০৫% প্রপার্টির মূল্যায়ন চার্জ।

> ২% আর্লি সেটেলমেন্ট ফি।

> ওভারডিউ অ্যামাউন্টের উপর ৩% লেট পেমেন্ট ফি।

প্রয়োজনীয় কাগজপত্র

> লোন গ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই ব্যাংকের সকল নিয়ম কানুন মেনেই লোন  নিতে হবে। যেমন দুই কপি ছবি (আবেদনকারী এবং গ্যারান্টার উভয়ের)। আরও পড়ুন:২০ বছর মেয়াদে হোম লোন

>আবেদনকারী এবং গ্যারান্টারের জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।

>হালনাগাদকৃত টিআইএন সার্টিফিকেট।

>সিভি / বায়োডাটা।

বেতনভুক্ত কর্মকর্তাদের জন্য

>এমপ্লয়ি আইডি।

> ইনকাম সার্টিফিকেট / ইনকাম ডিক্লেয়ারেশন / লেটার অফ জয়নিং।

> ইউনিভার্সিটি ডিগ্রি ফর প্রফেশনালস।

উদ্যোক্তা / ব্যবসায়ী

আরও পড়ুন:মাত্র ১৫ দিনে মেলছে ২০ লক্ষ টাকা পারসোনাল লোন!

>ট্রেড লাইসেন্স

>বাড়ির মালিকদের জন্য

রেন্টাল এগ্রিমেন্ট কন্ট্রাক্ট / প্রপার্টি ওনারশিপ ডকুমেন্ট।

আরো বিস্তারিত জানুন এখানে ক্লিক করুন

প্রিয় পাঠক: আপনি কোন বিষয় জানতে আগ্রহী! কমেন্ট করে আমাদের জানান। এখন থেকে আপনার লেখাও প্রকাশিত হবে দুর্বা টিভিতে। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, কবিতা, উপন্যাস ও শিক্ষা ও আপনার জীবনের গল্পসহ যেকোন অভিজ্ঞতার বিষয় লিখুন আমাদের ঠিকানায়। আমরা তা আপনার নামেই প্রকাশ করবো।

ই-মেইল: DurbaTVOfficial@gmail.com

    আরো পড়ুন: অগ্রণী ব্যাংক থেকে সহজেই মেলছে পার্সোনাল লোন

এগুলো দেখুন

জীবনবিমায় প্রিমিয়াম, বোনাস এবং বার্ষিকবৃত্তি

জীবনবিমা: দাবি আদায় পদ্ধতি

জেনে নিন জীবনবিমা: দাবি আদায় পদ্ধতি সম্পের্কে। আসুন আজকে এ সম্পর্কে আলোচনা করে বিস্তারিত জেনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *