২ বছর পরপর বিশ্বকাপের পক্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :: ৪ বছর পরপর ফুটবল বিশ্বকাপের জন্য সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা আগ্রহ থাকে। সম্প্রতি ফিফার কংগ্রেসে সৌদি আরব ৪ বছর পর পর ফুটবল বিশ্বকাপ করার ব্যাপারে প্রস্তাব দেয়। সৌদির প্রস্তাবের ভিত্তিতে ফিফার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এ নিয়ে আলোচনাও হয়। ২ বছর পরপর বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে ফিফা সম্ভাব্যতা যাচাই করতে চায়। এক্ষেত্রে ১৬৬টি দেশ হ্যাঁ প্রস্তাব দিয়েছে। বাংলাদেশও এর পক্ষে আছে।

ফিফা কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাংলাদেশ ২ বছর বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রস্তাবে সম্মতি দিয়েছে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ২ বছর পরপর বিশ্বকাপ আয়োজনের সাথে অনেক অনেক বিষয় জড়িত। সকল বিষয় ফিফা বিশ্লেষণ করবে। এ জন্য তারা কংগ্রেসের কাছে অনুমোদন চেয়েছিল। অনেক দেশের মতো বাংলাদেশও হ্যাঁ সম্মতি দিয়েছে। বাংলাদেশের মতো ভারতও হ্যাঁ বলে দিয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য।

বাফুফের নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ ফিফারও নির্বাহী সদস্য। তিনি এই বিষয়ে বলেন, ফিফার টেকনিক্যাল, মার্কেটিংসহ আরো অনেক বিভাগ এটা নিয়ে কাজ করবে। সবাই যার যার অবস্থান এই ব্যাপারে প্রতিবেদন দেবে। এরপর নির্বাহী কমিটি এটি আলোচনা করে পুনরায় কংগ্রেসে উঠাবে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

৫জন স্বনামধন্য খেলোয়াড়দের ৫টি ভাল গুণ

ওয়ানডে ক্রিকেটের নিয়ম-কানুন

জেনে নিন ওয়ানডে ক্রিকেটের নিয়ম-কানুন সম্পর্কে। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *