এসএসসি হিসাব বিজ্ঞান ৪র্থ অধ্যায়:সৃজনশীল প্রশ্ন ও সমাধান(PDF)

এসএসসি হিসাব বিজ্ঞান ৪র্থ অধ্যায়:সৃজনশীল প্রশ্ন ও সমাধান(PDF)

এসএসসি হিসাব বিজ্ঞান ৪র্থ অধ্যায়:সৃজনশীল প্রশ্ন ও সমাধান(PDF)

অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও সমাধান
গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ও সমাধান

প্রশ্ন -১.  ২০১৪ সালে সুরাইয়া বেগমের ব্যবসায়ের লেনদেনের কিছু অংশ নিম্নরূপ :
লেনদেনের বিবরণ ও টাকা

ব্যবসায়ে মূলধন বিনিয়োগ ৫,০০,০০০
যন্ত্রপাতি ক্রয় ১,৫০,০০০
ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৩,০০,০০০

পণ্য ক্রয় ১০,০০,০০০
কর্মচারীর বেতন প্রদান ৩,৮০,০০০
বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান ১২,০০০

যন্ত্রপাতির অবচয় ১৫,০০০
আগুনে বিনষ্ট পণ্যের পরিমাণ ২,০০০

ভাড়া প্রদান (যার মধ্যে ৩,০০০ টাকা ২০১৫ সনের জন্য) ৪০,০০০
কমিশন প্রাপ্তি (যার মধ্যে ৪,০০০ টাকা ২০১৫ সনের জন্য) ৫০,০০০
পণ্য বিক্রয় ২০,০০,০০০

ক. মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত?
খ. মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ কত?
গ. বৎসরান্তে সুরাইয়া বেগমের মালিকানা স্বত্বের পরিমাণ কত?

ক. সুরাইয়া বেগমের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা
ব্যবসায়ে মূলধন বিনিয়োগ ৫,০০,০০০

ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৩,০০,০০০
মূলধন জাতীয় মোট প্রাপ্তি ৮,০০,০০০
উত্তর : মূলধন জাতীয় প্রাপ্তি ৮,০০,০০০ টাকা।

খ. সুরাইয়া বেগমের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মুনাফা জাতীয় আয় :

বিক্রয় ২০,০০,০০০
কমিশন প্রাপ্তি ৫০,০০০

বাদ : অগ্রিম ৪,০০০
৪৬,০০০

মুনাফা জাতীয় মোট আয় ২০,৪৬,০০০
মুনাফা জাতীয় ব্যয় :
ক্রয় ১০,০০,০০০

কর্মচারীর বেতন প্রদান ৩,৮০,০০০
বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান ১২,০০০

যন্ত্রপাতির অবচয় ১৫,০০০
আগুনে বিনষ্ট পণ্যের পরিমাণ ২,০০০

ভাড়া প্রদান ৪০,০০০
বাদ : অগ্রিম ৩,০০০
৩৭,০০০

মুনাফা জাতীয় মোট ব্যয় ১৪,৪৬,০০০
উত্তর : মুনাফা জাতীয় আয় ২০,৪৬,০০০ টাকা এবং মুনাফা জাতীয় ব্যয় ১৪,৪৬,০০০ টাকা।

গ. সুরাইয়া বেগমের মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা
ব্যবসায়ে মূলধন বিনিয়োগ ৫,০০,০০০

যোগ : মুনাফা জাতীয় আয় (খ নং হতে আনীত) ২০,৪৬,০০০
২৫,৪৬,০০০
বাদ : মুনাফা জাতীয় ব্যয় (খ নং হতে আনীত) ১৪,৪৬,০০০
মালিকানা স্বত্বের পরিমাণ ১১,০০,০০০
উত্তর : বৎসরান্তে সুরাইয়া বেগমের মালিকানা স্বত্বের পরিমাণ ১১,০০,০০০ টাকা।

প্রশ্ন-২ জনাব অভিজিৎ দত্তের ব্যবসায়ের ২০১৪ সালের এপ্রিল মাসে নিম্নোক্ত লেনদেনসমূহ সংঘটিত হয়েছে-
এপ্রিল ১ ধানমণ্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় ১২,০০০ টাকা।
এপ্রিল ২ মনিহারি দ্রব্যাদি ক্রয় ১,০০০ টাকা।

এপ্রিল ৪ নতুন মেশিন ক্রয় ৪০,০০০ টাকা।
এপ্রিল ৪ নতুন মেশিন সংস্থাপন ব্যয় ২,৫০০ টাকা।

এপ্রিল ৫ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় ১,০০০ টাকা।
এপ্রিল ১২ অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারী ও টায়ার ক্রয় ২৫,০০০ টাকা।

ক. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত?
খ. মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত?
গ. ৪ তারিখে ক্রীত মেশিন ৪৫,০০০ টাকায় বিক্রয় করা হলে, মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত?

সৃজনশীল ০২ নং প্রশ্নের সমাধান>

ক. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা
২০১৪
এপ্রিল ১ ধানমণ্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয়
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ১২,০০০
১২,০০০

উত্তর : বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ১২,০০০ টাকা।
খ. জনাব অভিজিৎ দত্তের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা
২০১৪
এপ্রিল ৪
নতুন মেশিন ক্রয়
৪০,০০০
এপ্রিল ৪ নতুন মেশিন সংস্থাপন ব্যয় ২,৫০০
এপ্রিল ১২ অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় ২৫,০০০

মূলধন জাতীয় মোট ব্যয় ৬৭,৫০০
উত্তর : মূলধন জাতীয় ব্যয় ৬৭,৫০০ টাকা।

গ. ক্রীত মেশিন ৪৫,০০০ টাকায় বিক্রির ক্ষেত্রে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা

মূলধন জাতীয় প্রাপ্তি :
ক্রীত মেশিন বিক্রয় ৪৫,০০০
মূলধন জাতীয় প্রাপ্তি ৪৫,০০০

বাদ : মূলধন জাতীয় ব্যয়ের (মেশিনের) বহির্মূল্য
মেশিন ক্রয় ৪০,০০০
মেশিন সংস্থাপন ব্যয় ২,৫০০

মূলধন জাতীয় ব্যয়ের বহির্মূল্য ৪২,৫০০
মূলধন জাতীয় আয় ২,৫০০
উত্তর : ক্রীত মেশিনটি ৪৫,০০০ টাকায় বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি হবে ৪৫,০০০ টাকা ও মূলধন জাতীয় আয় হবে ২,৫০০ টাকা।

প্রশ্ন -৩ জনাব রেহানা সুলতানা ঢাকার উত্তরায় একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। তাঁর রেস্টুরেন্টের কতিপয় লেনদেন নিম্নরূপ-
রেস্টুরেন্টের জন্য ২৫ ডজন তৈজসপত্র ক্রয় ৮০,০০০ টাকা।
রেস্টুরেন্টের সাজসজ্জা বৃদ্ধিকরণ ব্যয় ২০,০০০ টাকা।

রেস্টুরেন্টের প্রচারণা বাবদ ব্যয় করা হলো ৩,০০০ টাকা।
রেস্টুরেন্টের মালামাল আনয়নের ভ্যানগাড়ি মেরামত ১,০০০ টাকা।

রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো ২২,০০০ টাকা।
রেস্টুরেন্টের নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কমপ্রেসার ক্রয় ৮,০০০ টাকা এবং কালার ¯েপ্র খরচ হলো ২,০০০ টাকা।

রেস্টুরেন্টের কর্মচারীদের বেতন প্রদান ৯,০০০ টাকা।
গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি ২৫,০০০ টাকা।
রেস্টুরেন্ট ভাড়া প্রদান ৫,০০০ টাকা।

ক. জনাব রেহানা সুলতানার মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ কত?
খ. জনাব রেহানা সুলতানার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
গ. জনাব রেহানা সুলতানার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।

সৃজনশীল ০৩ নং প্রশ্নের সমাধান>

ক. জনাব রেহানা সুলতানার মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
জন্মদিনের অনুষ্ঠানে আয়োজন বাবদ বিল আদায় ২২,০০০

গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি ২৫,০০০
মুনাফা জাতীয় মোট আয় ৪৭,০০০
উত্তর : জনাব রেহানা সুলতানার মুনাফা জাতীয় আয় ৪৭,০০০ টাকা।
খ. জনাব রেহানা সুলতানার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা

রেস্টুরেন্টের প্রচারণা বাবদ ব্যয় ৩,০০০
ভ্যান গাড়ি মেরামত ১,০০০

কর্মচারীদের বেতন প্রদান ৯,০০০
রেস্টুরেন্ট ভাড়া প্রদান ৫,০০০

মুনাফা জাতীয় মোট ব্যয় ১৮,০০০
উত্তর : জনাব রেহানা সুলতানার মুনাফা জাতীয় মোট ব্যয় ১৮,০০০ টাকা।

গ. জনাব রেহানা সুলতানার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
২৫ ডজন তৈজসপত্র ক্রয় ৮০,০০০
সাজসজ্জা বৃদ্ধিকরণ ব্যয় ২০,০০০

কমপ্রেসার ক্রয় ৮,০০০
কালার ¯েপ্র খরচ ২,০০০
মূলধন জাতীয় মোট ব্যয় ১,১০,০০০

উত্তর : জনাব রেহানা সুলনাতার মূলধন জাতীয় ব্যয় ১,১০,০০০ টাকা।
প্রশ্ন-৪ ল্ফ জনাব নাছিমা খানের ব্যবসায় প্রতিষ্ঠানের জুন, ২০১৪ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ :
ব্যবসায়ের মূলধন আনয়ন ২,৫০,০০০ টাকা
পণ্য ক্রয় ৭,০০,০০০ টাকা

বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় ৪,০০,০০০ টাকা
বিনিয়োগের সুদ প্রাপ্তি ৪,০০০ টাকা
আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ২,৪০০ টাকা

আমদানী শুল্ক পরিশোধ ৫,০০০ টাকা
ব্যাংক হতে ঋণ গ্রহণ ৭,৫০,০০০ টাকা

পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা
শিক্ষানবিস সেলামি ৪০,০০০ টাকা

ক. জনাব নাছিমা খানের নিয়মিত খরচের পরিমাণ কত?
খ. জনাব নাছিমা খানের যে সকল লেনদেন বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে তার পরিমাণ নির্ণয় কর।
গ. জনাব নাছিমা খানের মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নিরূপণ কর।

সৃজনশীল ০৪ নং প্রশ্নের সমাধান>

ক. জনাব নাছিমা খানের নিয়মিত খরচের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
পণ্য ক্রয়

আমদানি শুল্ক পরিশোধ ৭,০০,০০০
৫,০০০
মোট খরচ ৭,০৫,০০০
উত্তর : জনাব নাছিমা খানের নিয়মিত খরচ ৭,০৫,০০০ টাকা।
খ. জনাব নাছিমা খানের যে সকল লেনদেন বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে তার পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
পণ্য ক্রয় ৭,০০,০০০

বিনিয়োগের সুদ প্রাপ্তি ৪,০০০
আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ২,৪০০
আমদানি শুল্ক পরিশোধ ৫,০০০

পণ্য বিক্রয় ৩০,০০০
শিক্ষানবিস সেলামি ৪০,০০০
মোট ৭,৮১,৪০০

উত্তর : জনাব নাছিমা খানের বিশদ আয় বিবরণীতে ৭,৮১,৪০০ টাকার লেনদেন অন্তর্ভুক্ত হবে।
গ. জনাব নাছিমা খানের মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা
মূলধন জাতীয় প্রাপ্তি :
ব্যবসায়ে মূলধন আনয়ন ২,৫০,০০০

ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৭,৫০,০০০
মূলধন জাতীয় মোট প্রাপ্তি ১০,০০,০০০

মুনাফা জাতীয় প্রাপ্তি :
বিনিয়োগের সুদ প্রাপ্তি ৪,০০০
পণ্য বিক্রয় ৩০,০০০

শিক্ষানবিস সেলামি ৪০,০০০
মুনাফা জাতীয় মোট প্রাপ্তি ৭৪,০০০

উত্তর : জনাব নাছিমা খানের মূলধন জাতীয় প্রাপ্তি ১,০০,০০০ টাকা এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ৭৪,০০০ টাকা।

প্রশ্ন -৫ রহমান ও রতন লাল সাহা দুই বন্ধু মিলে একটি চেইন শপ চালু করেন। উক্ত শপের কিছু সংখ্যক লেনদেন নিচে দেয়া হলো :
২০১৪
মে ৪ : ধারে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা
মে ৭ : দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় ১,০০,০০০ টাকা

মে ১০ : পরিবহন ব্যয় ১,৫০০ টাকা
মে ১২ : পণ্য বিক্রয় ১৮,০০০ টাকা

মে ১৫ : বাট্টা প্রদান ৭০০ টাকা
মে ১৬ : ধারে পণ্য বিক্রয় ২২,০০০ টাকা
মে ২০ : দোকানের জন্য ফ্রিজ ক্রয় ৪৫,০০০ টাকা

মে ২২ : বিদ্যুৎ বিল পরিশোধ ১,২০০ টাকা
মে ২৫ : কমিশন প্রাপ্তি ৩,০০০ টাকা
মে ৩০ : লভ্যাংশ প্রাপ্তি ২,০০০ টাকা

ক. উপর্যুক্ত তথ্যাদি হতে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় কর।
খ. উক্ত দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
গ. উক্ত দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কর।

সৃজনশীল ০৫ নং প্রশ্নের সমাধান>

ক. রহমান ও রতন লাল সাহার দোকানের মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় ১,০০,০০০

দোকানের জন্য ফ্রিজ ক্রয় ৪৫,০০০
মোট ১,৪৫,০০০
উত্তর : মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ ১,৪৫,০০০ টাকা।

খ. রহমান ও রতন লাল সাহার দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
ধারে পণ্য ক্রয় ৫০,০০০

পরিবহন ব্যয় ১,৫০০
বাট্টা প্রদান ৭০০
বিদ্যুৎ বিল পরিশোধ ১,২০০

মুনাফা জাতীয় মোট ব্যয় ৫৩,৪০০
উত্তর : রহমান ও রতন লাল সাহার দোকানের মে মাসের মুনাফা জাতীয় ব্যয় ৫৩,৪০০ টাকা।
গ. রহমান ও রতন লাল সাহার দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ :
বিবরণ টাকা টাকা
পণ্য বিক্রয় ১৮,০০০

ধারে পণ্য বিক্রয় ২২,০০০
কমিশন প্রাপ্তি ৩,০০০
লভ্যাংশ প্রাপ্তি ২,০০০
মুনাফা জাতীয় মোট আয় ৪৫,০০০
উত্তর : রহমান ও রতন লাল সাহার দোকানের মে মাসের মুনাফা জাতীয় আয় ৪৫,০০০ টাকা।

প্রশ্ন -৬ জনাব রহমানের ব্যবসায়ে মার্চ, ২০১৪ সালের কতিপয় লেনদেন নিম্নরূপ ঃ
হিসাবের নাম টাকা
ব্যবসায় মূলধন আনয়ন ৪,০০,০০০

পণ্য ক্রয় ৩,৫০,০০০
একটি ফ্রিজ ক্রয় ৪৫,০০০
ফ্যান ক্রয় ২,০০০

প্রদত্ত ঋণের সুদ প্রাপ্তি ৫,০০০
একটি পুরানো ফ্রিজ বিক্রয়জনিত লাভ ২,৫০০
ক্রয় পরিবহন ৫,০০০

ব্যাংক হতে ঋণ গ্রহণ ২,৫০,০০০
কমিশন প্রদান ৩,০০০
পণ্য বিক্রয় ৪,২৫,০০০

ব্যাংক চার্জ ১,০০০
শিক্ষানবিস সেলামি ৪০,০০০

ক. জনাব রহমানের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? ২
খ. জনাব রহমানের ব্যবসায়ের যে সকল লেনদেন বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে তার পরিমাণ নির্ণয় কর। ৪
গ. জনাব রহমানের মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ৪

সৃজনশীল ০৬ নং প্রশ্নের সমাধান>

ক. জনাব রহমানের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
ফ্রিজ ক্রয় ৪৫,০০০

ফ্যান ক্রয় ২,০০০
মোট মূলধন জাতীয় ব্যয় ৪৭,০০০
উত্তর : জনাব রহমানের মূলধন জাতীয় ব্যয় ৪৭,০০০ টাকা।

খ. যে সকল লেনদেন জনাব রহমানের বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে তার পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
পণ্য ক্রয় ৩,৫০,০০০

প্রদত্ত ঋণের সুদ প্রাপ্তি ৫,০০০
ক্রয় পরিবহন ৫,০০০

কমিশন প্রদান ৩,০০০
পণ্য বিক্রয় ৪,২৫,০০০
ব্যাংক চার্জ ১,০০০

শিক্ষানবিস সেলামি ৪০,০০০
মোট পরিমাণ ৮,২৯,০০০
উত্তর : জনাব রহমানের বিশদ আয় বিবরণীতে মোট ৮,২৯,০০০ টাকার লেনদেন অন্তর্ভুক্ত হবে।

গ. জনাব রহমানের মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তি পরিমাণের মধ্যে পার্থক্য নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় প্রাপ্তি :

ব্যবসায় মূলধন আনয়ন ৪,০০,০০০
ব্যাংক হতে ঋণ গ্রহণ ২,৫০,০০০
মোট মূলধন জাতীয় প্রাপ্তি ৬,৫০,০০০

মুনাফা জাতীয় প্রাপ্তি :
প্রদত্ত ঋণের সুদ প্রাপ্তি ৫,০০০
পণ্য বিক্রয় ৪,২৫,০০০

শিক্ষানবিস সেলামি ৪০,০০০
মোট মুনাফা জাতীয় প্রাপ্তি ৪,৭০,০০০
ঘ. মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তির পার্থক্য (৬,৫০,০০০ ও ৪,৭০,০০০) ১,৮০,০০০
উত্তর : জনাব রহমানের মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণের মধ্যে পার্থক্য ১,৮০,০০০ টাকা।

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *