জেনে নিন কিভাবে ভালো ফিল্ডার হবেন ? আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্রিকেট খেলায় ব্যাটিং এবং বোলিং যতটা অবদান রাখে, ফিল্ডিং ঠিক ততটাই গুরুত্বপুর্ন অবদান রাখে। ব্যাট বল হাতে আপনার সব রকম দক্ষতা থাকতে পারে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনাকে একজন ভালো ফিল্ডার হওয়াটাও গুরুত্বপুর্ন। কাজেই, ভাল ফিল্ডার হওয়ার জন্যে কিছু ক্রিকেট ফিল্ডিং টিপস অনুসরণ করা প্রয়োজন।
আপনি হয়তো রিচার্ড পাইবাসের দেওয়া ১০ টি ব্যাটিং টিপস জানেন যেগুলো আপনাকে দূর্দান্ত ব্যাটিং করতে সাহায্য করবে। এটা সত্যি যে, ব্যাটে বলে ভালো দক্ষতা প্রদর্শন একজন ক্রিকেটারকে জয়ের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু সামান্য খারাপ ফিল্ডিং পুরো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্যেই যথেষ্ট। আর এ জন্যেই ব্যাট-বলের সঙ্গে সঙ্গে ফিল্ডিং এর দিকে নজর রাখাটাও জরুরি।
- আরো পড়ুন: ওয়ানডে ক্রিকেটের নিয়ম-কানুন
- আরো পড়ুন: ক্যাচ ধরার ১০টি কৌশল
- আরো পড়ুন: ক্রিকেট খেলায় কিভাবে অলরাউন্ডার হবেন?
তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে ভালো ফিল্ডার হবেন ?
ভালো ফিল্ডিং এর জন্যে প্রয়োজন আত্ববিশ্বাস
ভালো ফিল্ডিং এর জন্যে আত্ববিশ্বাস থাকাটা অতীব জরুরি। আপনার আত্ববিশ্বাসই আপনাকে অনেক রান বাঁচাতে সাহায্য করবে। আপনি যখন নিজকে দুর্বল ভাবতে শুরু করবেন, তখনি আপনি কোনও কিছুতেই সফল হতে পারবেন না।
লক্ষ্য ঠিক রাখা ভালো ফিল্ডার হওয়ার শর্ত
ফিল্ডিং এর আরেকটি প্রয়োজনীয় দিক হলো লক্ষ্য ঠিক রাখা। আপনার লক্ষ্য সব সময় যেন বলের দিকেই থাকে, এই বিষয়টাকে নিশ্চিত রাখুন। বল আপনার হাতে আসা পর্যন্ত আপনার লক্ষ্য থাকবে বল, এরপর আপনার লক্ষ্য হবে বলকে আপনি কোথায় থ্রো করবেন। রান আউটের সম্ভাবনার ক্ষেত্রে এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিবেন। “বল সেন্স” বলতে একটি কথা আছে । যার অর্থ- বলটিকে দেখা, বলটি কোথায় যাচ্ছে, সেইটা বুঝার চেস্টা করা, বলের গতিবিধি পর্যালোচনা করা । “বল সেন্স” একজন ভালো ফিল্ডার হতে সাহায্য করে এবং ব্যাটিং এর ক্ষেত্রেও অবদান রাখে ।
বল ধরার দক্ষতা আপনাকে ভালো ফিল্ডার বানিয়ে দেবে
ফিল্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপুর্ন হলো বলকে ধরার দক্ষতা থাকা। কারণ, বলকে সময় মতো হাতের তালুবন্দি এবং থ্রো করার মাধ্যমেই আপনি রান বাঁচাতে সক্ষম হবেন। কিন্তু, বল আপনাকে ফাঁকি দিলে বিপক্ষ দল কিছু রান নেওয়ার সুযোগ পাবে। তাই, ভালো ফিল্ডার হওয়ার জন্যে বলকে সঠিকভাবে তালুবন্দি করার দক্ষতা বাড়াতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেট ফিল্ডিং টিপস যা আপনাকে অর্জণ করতে হবে।
বল থ্রো করার দক্ষতা ভাল ফিল্ডার হওয়ার উপায়
বলকে সঠিকভাবে ধরার সঙ্গে সঙ্গে থ্রো করার দক্ষতা থাকাও গুরুত্বপুর্ন। আপনি সঠিকভাবে থ্রো করতে না পারলে বিপক্ষ দলের অতিরিক্ত রান (বাই রান) আসার সম্ভাবনা থাকে। আবার, অনেক সময় ঠিকভাবে থ্রো না করতে পারার কারনে রান আউট এর সম্ভাবনা মিস হয়ে যায় যা দলের জন্যে খুবই খারাপ হয়ে দাঁড়ায়।
ব্যাকআপ থাকা প্রয়োজন
খেলায় ভালো ফিল্ডিং এর জন্য ব্যাকআপ খুবই গুরুত্বপুর্ন একটা জিনিস। কেউ মিড ফিল্ড থেকে বল থ্রো করলে আপনাকে ব্যাকআপ হিসেবে স্ট্যাম্প এর আশে-পাশে বা পিছনে অবস্থান করতে হবে। আর একজন ব্যাকআপের কাজ হলো অতিরিক্ত রান বাঁচানো, বল কোনোভাবে স্ট্যাম্প মিস হলে বা ফিল্ডার মিস হলে বলকে নিজের দখলে নেওয়া।
- আরো পড়ুন: দক্ষ উইকেটকিপার হতে চাইলে যে ৬টি টিপস মেনে চলবেন
- আরো পড়ুন: ক্রিকেট ফিল্ডিংয়ে ভালো করার ১০টি দুর্দান্ত উপায়!
- আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর
ক্যাচ ধরা জয়ের হাতছানি
ক্যাচ হলো ফিল্ডিং এর আরেকটি গুরুত্বপুর্ন অংশ। কারণ, একটি ক্যাচ মানে একটি উইকেট, বিপক্ষ দলের একজনকে প্যাভিলিওনে ফেরানো, নিজেদের জয়ের হাতছানি। ক্যাচের ক্ষেত্রে সবথেকে গুরুত্ব দিবেন আপনি বলটিকে নিশ্চিতভাবে তালুবন্দি করতে পারবেন কিনা।
অনেকে এই ভুলটাই বেশি করে, অনিশ্চিত ক্যাচ ধরতে গিয়ে বলকে ৪ বা ৬ হতে সাহায্য করে। ক্যাচের সময় আপনার পজিশন ঠিক রাখা প্রয়োজন। বিশেষ করে, হাই ক্যাচের ক্ষেত্রে পজিশন খুবই গুরুত্ব রাখে। তাই, ক্যাচের জন্যে আগে বলের সাথে আপনার পজিশন ঠিক রাখুন, চোঁখ বরাবর বলটিকে ক্যাচ করুন।
ক্রিকেট ফিল্ডিং টিপস এর পরিশেষে একটি কথা খুবই গুরুত্বপুর্ন। সেটি হলো প্র্যাকটিস (চর্চা) করা। যতো বেশি চর্চা, তত বেশি দক্ষতা। এই বিষয়গুলো ভালোভাবে চর্চা আপনাকে একজন ভালো ফিল্ডার হতে সাহায্য করবে। আশা করি, উপরোক্ত উপায়গুলো ব্যবহার করে অচিরেই আপনি একজন ভালো ফিল্ডার হয়ে উঠবেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।