SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ॥ ১ ॥ কিসের মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করতে হয়?
উত্তর : সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করতে হয়।

প্রশ্ন ॥ ২ ॥ কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য অর্থায়ন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ?
উত্তর : ব্যবসায়ী এবং অব্যবসায়ী উভয় প্রতিষ্ঠানের জন্য অর্থায়ন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।

প্রশ্ন ॥ ৩ ॥ সরকারি অর্থায়নে প্রথমে কিসের পরিমাণ নির্ণয় করা হয়?
উত্তর : সরকারি অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হয়।

প্রশ্ন ॥ ৪ ॥ অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল লক্ষ্য কী?
উত্তর : অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানের অর্থের উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে উক্ত অর্থের ব্যবহার নিশ্চিতকরণ।

প্রশ্ন ॥ ৫ ॥ কোন ধরনের কারবার প্রতিষ্ঠায় সরকারের অনুমোদন নিতে হয়?
উত্তর : যৌথমূলধনী কারবার প্রতিষ্ঠায় সরকারের অনুমোদন নিতে হয়।

প্রশ্ন ॥ ৬ ॥ কারা নিয়মিতভাবে নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে?
উত্তর : ডিবেঞ্চার হোল্ডাররা নিয়মিতভাবে নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে।

প্রশ্ন ॥ ৭ ॥ আইসিবি-এর পূর্ণরূপ কী?
উত্তর : আইসিবি-এর পূর্ণরূপ হলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

প্রশ্ন ॥ ৮ ॥ কোন জ্ঞান প্রয়োগ করে ব্যবসায়ী সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারে?
উত্তর : অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান প্রয়োগ করে ব্যবসায়ী সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারে।

প্রশ্ন ॥ ৯ ॥ কিসের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষতা লাভ করে?
উত্তর : বিশেষায়িত ও বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষতা লাভ করে।

প্রশ্ন ॥ ১০ ॥ অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
উত্তর : অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনা।

প্রশ্ন ॥ ১১ ॥ অর্থের সদ্ব্যবহার করতে হয় কিসের জন্য?
উত্তর : অর্থের সদ্ব্যবহার করতে হয় মুনাফা অর্জনের জন্য।

প্রশ্ন ॥ ১২ ॥ ঝুঁকি কী?
উত্তর : প্রত্যাশিত ফলাফল প্রাপ্তির যে অনিশ্চয়তা তাকে ঝুঁকি বলা হয়।

প্রশ্ন ॥ ১৩ ॥ ডিবেঞ্চার হোল্ডারদের কী প্রদান করা হয়?
উত্তর : ডিবেঞ্চার হোল্ডারদের সুদ প্রদান করা হয়।

প্রশ্ন ॥ ১৪ ॥ ব্যবসায় অর্থায়ন কী?
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন ব্যবহার করে তাকে ব্যবসায় অর্থায়ন বলে।

প্রশ্ন ॥ ১৫ ॥ শেয়ার কাকে বলে?
উত্তর : কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে।

প্রশ্ন ॥ ১৬ ॥ দোকানের আয়তন বৃদ্ধি কোন ধরনের খরচ?
উত্তর : দোকানের আয়তন বৃদ্ধি স্থায়ী খরচ।

প্রশ্ন ॥ ১৭ ॥ অর্থায়ন কিসের প্রবাহ নিয়ন্ত্রণ করে?
উত্তর : অর্থায়ন অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করে।

প্রশ্ন ॥ ১৮ ॥ প্রাইজবন্ড কার অর্থায়নের উৎস?
উত্তর : প্রাইজবন্ড সরকারের অর্থায়নের উৎস।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ॥ ১ ॥ ব্যবসায়ীকে কেন অর্থের সদ্ব্যবহার করতে হয়?
উত্তর : সমাজ সভ্যতার ক্রমবিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে ব্যবসায় বাণিজ্যের কার্যপরিধি বৃদ্ধি পেয়েছে। ফলে পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। এই প্রতিযোগিতায় টিকে থেকে মুনাফা অর্জন করতে ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করতে হয়।

প্রশ্ন ॥ ২ ॥ যৌথমূলধনী কোম্পানি কীভাবে তহবিল সংগ্রহ করে?
উত্তর : যৌথমূলধনী কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া একমালিকানা ও অংশীদারি কারবার হতে ভিন্ন ধরনের। একটি প্রতিষ্ঠান যৌথমূলধনী হতে হলে সরকারি অনুমোদন নিতে হয়।

সরকার অনুমোদন দেয়ার আগে ন্যূনতম মূলধনের পরিমাণ, পরিচালকগণের পরিচয় পত্র, ব্যবসার উদ্দেশ্য ও নানাবিধ দলিলাদি বিচার-বিশ্লেষণ করে। অনুমোদন পেলে কোম্পানি তার বড় অঙ্কের কাক্সিক্ষত মূলধনকে ছোট ছোট অঙ্কে বিভক্ত করে শেয়ার হিসেবে বিক্রি করে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে।

প্রশ্ন ॥ ৩ ॥ আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা ব্যবসায়ীদের কীভাবে সাহায্য করে?
উত্তর : আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত না হওয়ায় এবং ব্যবসায়ীদের বন্ধক রাখার মতো পর্যাপ্ত সম্পদ না থাকায় সময়মতো ব্যাংক ঋণ পাওয়া যায় না।

তাই ব্যবসায়ীদের অর্থ সংকট হতে উদ্ভূত সমস্যা মোকাবিলা করার জন্য খুবই পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে হয় এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হয়। সঠিক আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা ব্যবসায়ীদের এ ধরনের সমস্যা পূর্বানুমান করতে এবং মোকাবিলা করতে সাহায্য করে।

প্রশ্ন ॥ ৪ ॥ কারবারি অর্থায়নের উপযুক্ততার নীতি ব্যাখ্যা কর।
উত্তর : স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করাই কারবারি অর্থায়নের উপযুক্ততার নীতি।

একটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে নিত্যনৈমিত্তিক অর্থের প্রয়োজন পড়ে, সেটাই চলতি মূলধন। চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এর প্রাপ্যও কম হয়। তাই এটি স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করতে হয়। কিন্তু তা না করে যদি দীর্ঘমেয়াদি উৎস হতে চলতি মূলধন সংগ্রহ করা হয়, তাহলে উপার্জিত আয় হতে ঋণের সুদ পরিশোধ করা অসম্ভব হয়ে যায়।

প্রশ্ন ॥ ৫ ॥ বিজনেস ফাইন্যান্সকে অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন বলা হয় কেন?
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটিই ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স।

ব্যবসায় প্রতিষ্ঠানের প্রকৃতিভেদে তহবিল সংগ্রহের উৎস এবং ব্যবহার পদ্ধতি ভিন্ন হয়ে থাকে। তাই সুষ্ঠু অর্থায়ন পরিকল্পনা ও অর্থের লাভজনক ব্যবহার ছাড়া ব্যবসায়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই বিজনেস ফাইন্যান্সকে অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন বলা হয়।

প্রশ্ন ॥ ৬ ॥ ব্যবসায় প্রতিষ্ঠানে পরিকল্পনামাফিক অর্থায়ন করার কারণ ব্যাখ্যা কর।
উত্তর : বর্তমানে প্রতিযোগিতামূলক মুক্তবাজার ব্যবস্থায় মুনাফা অর্জনের জন্য প্রতিটি সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে বিশেষ গুরুত্বের সাথে পূর্ব পরিকল্পনামাফিক অর্থায়ন করতে হয়।

সুচি‎িহ্নত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার ব্যবহারে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি হ্রাস পায় এবং মুনাফা বৃদ্ধি পায়। মূলত ব্যবসায়িক সাফল্য অর্জনের জন্যেই ব্যবসায় প্রতিষ্ঠানে পরিকল্পনামাফিক অর্থায়ন করা হয়।

প্রশ্ন ॥ ৭ ॥ তারল্য বনাম মুনাফা নীতি ব্যাখ্যা কর।
উত্তর : নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। ব্যবসায়ে নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়, আবার মুনাফা বৃদ্ধিকল্পে বেশি বিনিয়োগ করা হলে তারল্য ঘাটতি হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের এই দুই পরিস্থিতির কোনটিই কাম্য নয়। তাই তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা অর্থায়নের একটি অন্যতম নীতি।

প্রশ্ন ॥ ৮ ॥ অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি বলা হয় কেন?
উত্তর : বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে মুনাফা অর্জন করার জন্য একজন ব্যবসায়ী সবচেয়ে কাক্সিক্ষত উৎস থেকে তহবিল সংগ্রহ করে সর্বোত্তম প্রকল্পে বিনিয়োগ করে।

ফলে ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থের আগমন ও নির্গমন প্রবাহ সৃষ্টি হয়। অর্থায়ন ব্যবস্থাপনা একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জনে সহায়তা করে। এ কারণে অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি বলা হয়।

প্রশ্ন ॥ ৯ ॥ স্টক এক্সচেঞ্জে কোন ধরনের কাজ সম্পাদিত হয়?
উত্তর : শেয়ার ক্রয়-বিক্রয়ের সুসংগঠিত স্থান হচ্ছে স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জে সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ও ঋণপত্র কেনাবেচা করা হয়। স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীগণ নতুন ইস্যুকৃত শেয়ার ও পুরাতন শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারে।

প্রশ্ন ॥ ১০ ॥ অর্থায়ন বিষয়ক জ্ঞান কীভাবে জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে?
উত্তর : অর্থায়ন বিষয়ক জ্ঞান ব্যবহার করার মাধ্যমে বিনিয়োগকারী তার প্রকল্পের লাভজনকতা বিশ্লেষণ করে অধিক লাভজনক প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারে। বিনিয়োগকৃত প্রকল্পে লাভ হলে বিনিয়োগকারী আয়কর প্রদান করে, যা পরবর্তীতে জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে।

প্রশ্ন ॥ ১১ ॥ মুক্তবাজার ব্যবস্থাপনায় ব্যবসায় প্রতিষ্ঠানে বিশেষ গুরুত্বের সাথে কীভাবে অর্থায়ন করতে হয়?
উত্তর : মুক্তবাজার ব্যবস্থাপনায় আমদানি-রপ্তানি প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস হয়। বিশ্বের কোথায় কোন পণ্য প্রস্তুত করা ও বিক্রয় করা লাভজনক সেটা মুক্তবাজার ব্যবস্থাপনায় অর্থায়ন বিবেচনা করে।

তেমনি বিশ্বের কোন মূলধন বাজার কী প্রকৃতির এবং কোথা থেকে তহবিল সংগ্রহ করা লাভজনক এটিও বিবেচনা করে। এ জন্য মুক্তবাজার ব্যবস্থাপনায় ব্যবসায় প্রতিষ্ঠানকে বিশেষ গুরুত্বের সাথে অর্থায়ন করতে হয়।

প্রশ্ন ॥ ১২ ॥ ব্যবসায় মূলধন সংকট কীভাবে দূর করা যায়?
উত্তর : দরিদ্র দেশগুলোতে আর্থিক সংকট ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। এই সংকটের জন্য কারবার প্রতিষ্ঠান পরিচালনা করা একটি দুরূহ কাজ।

অর্থায়ন সংক্রান্ত ধারণা ব্যবসায়ীকে পরিকল্পনামাফিক যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণে অর্থ সংগ্রহ ও তার যথার্থ ব্যবহারে সহায়তা করে। তাই অর্থায়ন বিষয়ক জ্ঞান অর্জন ও প্রয়োগ করে ব্যবসায় মূলধন সংকট দূর করা যায়।

প্রশ্ন ॥ ১৩ ॥ বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থায়ন কেন অধিক গুরুত্বপূর্ণ?
উত্তর : বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ। কিন্তু প্রয়োজনীয় মূলধনের অভাব থাকায় এ শিল্পে সঠিকভাবে উন্নয়ন ঘটছে না। ফলে কৃষক এবং কৃষিকাজের সাথে নিয়োজিত ব্যবসায় প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে ব্যবসায় পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। তাই বাংলাদেশের কৃষি শিল্পের উন্নয়ন এবং ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণের জন্য অর্থায়ন আবশ্যক।

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *