(PDF)নবম-দশম শ্রেণি:ব্যবসায় উদ্যোগ MCQ (উত্তরসহ)
বিনিময়ের মাধ্যম হিসেবে দু®প্রাপ্য শামুক ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য?
ক প্রাচীন খ মধ্য গ মোগল ঘ আধুনিক
১. কোন বন্দরকে Porto Grando নামে অভিহিত করা হতো?
ক চট্টগ্রাম খ খুলনা গ কলকাতা ঘ সপ্তগ্রাম
২. বাণিজ্য ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে সহায়তা করে থাকে-
র. স্থানগত বাধা দূর করার মাধ্যমে
রর. সামাজিক সহায়তা দানের মাধ্যমে
ররর. অর্থগত বাধা দূর করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি :ব্যবসায় উদ্যোগ প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি
- উত্তর ডাউনলোড করুন>SSC:ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিংসমন্বিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> এসএসসি: বিভিন্ন স্কুলের নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> ফিন্যান্স ও ব্যাংকিং:এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC:ফিন্যান্স ও ব্যাংকিং সৃজনশীল প্রশ্ন (উত্তরসহ)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিংMCQ দ্বিতীয় অধ্যায় (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:MCQফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় (PDF)
নিচের অনুচ্ছেদটি পড়ে নি¤েœর ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
শাকিলাদের একটি পারিবারিক নার্সারি আছে। সেখানে তারা বিভিন্ন প্রকার ফুল ও ফলের চারা উৎপাদন করে বিক্রি করে। তাদের বাড়ির মাটি চারাগাছ উৎপাদন ও লালনের জন্যও উপযুক্ত। নার্সারিটি পুকুরের নিকট হওয়ায় পানিও সবসময় পাওয়া যায়। ফলে নার্সারির চারাগাছগুলোর মানও বেশ ভালো।
৩. শাকিলাদের নার্সারিটি কোন ধরনের শিল্প?
ক উৎপাদন খ প্রজনন গ সেবা ঘ নির্মাণ
৪. শাকিলাদের নার্সারির চারাগাছগুলোর মান উন্নত হওয়ার পেছনে প্রধান কারণ কোনটি?
ক প্রাকৃতিক খ সামাজিক গ অর্থনৈতিক ঘ সাংস্কৃতিক
ব্যবসায়ের ক্রমবিকাশের মধ্যযুগের পর্যায় কোনটি?
ক দ্রব্য বিনিময় খ প্রযুক্তির উন্নয়ন
গ কাগজি মুদ্রার প্রচলন ঘ ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ
৫. কোনটি প্রত্যক্ষ সেবামূলক পেশার অন্তর্ভুক্ত নয়?
ক চিকিৎসক খ শিক্ষক
গ আইনজীবী ঘ মৎস্যজীবী
৬. পানি হতে বিদ্যুৎ তৈরি ও বণ্টন কোন শিল্প?
ক নির্মাণ খ সেবা গ উৎপাদন ঘ নিষ্কাশন
৭. মি. সিমন বড়–য়া খাগড়াছড়ির পাহাড়িয়া এলাকায় স্বল্প পুঁজি নিয়ে আনারস ও কলাচাষ করে ব্যাপকভাবে সফলতা পান।
মি. সিমন বড়–য়ার ব্যবসায়ে সফলতার কারণ কী?
ভূমি খ নদনদী গ ঐতিহ্য ঘ পুঁজি
ব্যবসায়ের ধারণা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮. ব্যবসায়ের উৎপত্তির মূল কারণ কোনটি? (জ্ঞান)
ক মুনাফা অর্জন খ মানুষের অভাববোধ
গ শিল্পবিপ্লব ঘ বাজার সৃষ্টি
৯. অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে কিসের উদ্ভব হয়? (জ্ঞান)
ক বাণিজ্য খ শিল্প গ সেবা ঘ ব্যবসায়
১০. নিচের কোন কাজটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়? (অনুধাবন)
ক বিদ্যালয় পরিষ্কার রাখা খ বিউটি পার্লার
গ বাড়ির পাশে গাছ লাগানো ঘ বাড়ির পাশের আবর্জনা পরিষ্কার করা
১১. সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে কী বলা হয়? (জ্ঞান)
ক বাণিজ্য খ ব্যবসায় গ শিল্প ঘ প্রত্যক্ষ সেবা
১২. ব্যবসায়ের প্রধান লক্ষ্য কী? (জ্ঞান)
ক জীবিকা নির্বাহ খ মুনাফা অর্জন গ ক্রয়-বিক্রয় ঘ সেবা প্রদান
১৩. ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী? (জ্ঞান)
ক মুনাফা অর্জন খ সেবা প্রদান গ পণ্য উৎপাদন ঘ বিনিয়োগ করা
১৪. ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হবে? (জ্ঞান)
ক আর্থিক মূল্য খ উপযোগ গ কার্যকারিতা ঘ ভোগ যোগ্যতা
১৫. ঝুঁকি ব্যবসায়ের কী? (অনুধাবন)
ক উদ্দেশ্য খ বৈশিষ্ট্য গ সুবিধা ঘ অসুবিধা
১৬. কিসের আশায় ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে? (অনুধাবন)
ক ভোগের খ সেবা পাওয়ার গ মুনাফা অর্জনের ঘ সুনামের
১৭. ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি উদ্যোক্তাকে কোনটি বিবেচনায় রাখতে হয়? (জ্ঞান)
ক প্রতিযোগিতা খ নৈতিকতা গ পুঁজির সংস্থান ঘ উপযোগ সৃষ্টি
১৮. মি. কাইসার কলার মৌসুমে রাসায়নিক দ্রব্যের মাধ্যমে আধা কাঁচা কলা পাকিয়ে বাজারে বিক্রি করে জনগণের চাহিদা মেটান। এটি কোন ধরনের কর্মকাণ্ড? (প্রয়োগ)
ক চাহিদা সৃষ্টি খ উপযোগ সৃষ্টি
গ জনকল্যাণ ঘ আইনগত দণ্ডনীয়
১৯. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক কোনটি? (অনুধাবন)
ক লেনদেনের পৌনঃপুনিকতা খ উপযোগ সৃষ্টি
গ নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা ঘ ব্যবসায়ের উপকরণ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২০. অর্থনৈতিক কাজের আওতাভুক্ত হলো (অনুধাবন)
র. হাঁস-মুরগি পালন
রর. ওষুধ বিক্রয়
ররর. বিউটি পার্লার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২১. যেকোনো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে যদি- (অনুধাবন)
র. জীবিকা নির্বাহের জন্য করা হয়
রর. মুনাফা অর্জনের জন্য করা হয়
ররর. বিনোদনের জন্য করা হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২. ব্যবসায়ের বহির্ভূত হলো- (অনুধাবন)
র. পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন
রর. মুনাফার আশায় বিউটি পার্লার পরিচালনা
ররর. পরিবারের সদস্যদের জন্য সবজি চাষ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৩. মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ড ব্যবসায় হিসেবে গণ্য হবে যদি ব্যবসায়- (উচ্চতর দক্ষতা)
র. বৈধ হয়
রর. সঠিকভাবে পরিচালিত হয়
ররর. আইনসম্মতভাবে গৃহীত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪. ব্যবসায় অন্য সব পেশা থেকে আলাদা। কারণ ব্যবসায়ের রয়েছে- (অনুধাবন)
র. আর্থিক মূল্য
রর. ঝুঁকি ও অনিশ্চয়তা
ররর. লেনদেনের পৌনঃপুনিকতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৫. ব্যবসায়িক গুরুত্বপূর্ণ দিক হলোÑ (অনুধাবন)
র. নৈতিকতা
রর. সততা
ররর. সামাজিক দায়বদ্ধতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
রহমান ও রহিম দুই বন্ধু। রহমানের বাবা চালের ব্যবসায়ী। আর রহিমের বাবা টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য টাকা পেয়ে থাকে।
২৬. রহমানের বাবা ও রহিমের বাবার কাজকে কিসের ভিত্তিতে পৃথক করা যায়? (প্রয়োগ)
ক বিনিময়ের খ ব্যবসায়ের গ শিল্পের ঘ বাণিজ্যের
২৭. রহমানের বাবার কাজটি- (উচ্চতর দক্ষতা)
র. উপযোগ সৃষ্টির সাথে সম্পৃক্ত
রর. মুনাফা অর্জনের সাথে সম্পৃক্ত
ররর. অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৮. কোনটি বৃদ্ধির কারণে দিন দিন অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা বাড়ছে? (জ্ঞান)
ক চাহিদা খ উৎপাদন গ লেনদেন ঘ পণ্য বণ্টন
২৯. প্রাচীন যুগে বিনিময়ের মাধ্যম হিসেবে কোনটি ব্যবহৃত হতো? (অনুধাবন)
ক কাগজি মুদ্রা খ দ্রব্য গ স্বর্ণ-রৌপ্য ঘ দু®প্রাপ্য ঝিনুক
৩০. কোন কর্মকাণ্ডের ব্যর্থতার জন্য মুদ্রার প্রচলন হয়? (অনুধাবন)
ক পণ্য উন্নয়ন খ পণ্য উৎপাদন গ পণ্য বণ্টন ঘ পণ্য বিনিময়
৩১. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়? (জ্ঞান)
ক ২ খ ৩ গ ৪ ঘ ৫
৩২. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারায় কোন কাজটি প্রাচীনযুগে করা হতো? (জ্ঞান)
ক বাজার সৃষ্টি খ মোবাইল ব্যাংকিং গ পশু শিকার ঘ টেলিগ্রাম
৩৩. দ্রব্য বিনিময় প্রথা চালু হয় কোন যুগে? (জ্ঞান)
ক প্রাচীন যুগে খ মধ্য যুগে
গ আধুনিক যুগে ঘ মধ্য ও আধুনিক যুগে
৩৪. কোন যুগে অর্থের প্রচলন ঘটে? (জ্ঞান)
ক প্রাচীন যুগে খ মধ্য যুগে গ আধুনিক যুগে ঘ প্রস্তর যুগে
৩৫. কোনটি প্রাচীন যুগের কাজ? (অনুধাবন)
ক কৃষিকাজ খ সংগঠন সৃষ্টি
গ বৃহদায়তন উৎপাদন ঘ বাজার সৃষ্টি
৩৬. বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য দ্রব্যের ব্যবহার শুরু হয় কখন? (জ্ঞান)
ক প্রাচীন যুগে খ মধ্য যুগে
গ আধুনিক যুগে ঘ প্রাগৈতিহাসিক যুগে
৩৭. কাগজি মুদ্রার প্রচলন শুরু হয় কখন? (জ্ঞান)
ক প্রাচীন যুগে খ মধ্য যুগে
গ পণ্য উৎপাদন যুগে ঘ সমসাময়িক সময়ে
৩৮. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কখন? (জ্ঞান)
ক প্রাচীন যুগে খ মধ্য যুগে
গ আধুনিক যুগে ঘ প্রাগৈতিহাসিক যুগে
৩৯. শিল্প বিপ্লব ঘটে কোন যুগে? (জ্ঞান)
ক প্রাচীন যুগে খ মধ্য যুগে
গ আধুনিক যুগে ঘ অত্যাধুনিক যুগে
৪০. কোনটি আধুনিক যুগের কাজ? (অনুধাবন)
ক কাগজি নোটের প্রচলন খ বাজার সৃষ্টি
গ ব্যবসায় সংগঠনের উদ্ভব ঘ বৃহদায়তন উৎপাদন ও বণ্টন ব্যবস্থা
৪১. ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে কোন যুগে? (জ্ঞান)
ক আধুনিক যুগ খ প্রাগৈতিহাসিক যুগ
গ মধ্য যুগ ঘ প্রাচীন যুগ
৪২. বিমা ব্যবস্থার প্রচলন ঘটে কোন যুগে? (জ্ঞান)
ক প্রাচীন খ মধ্য গ আধুনিক ঘ প্রাগৈতিহাসিক
৪৩. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারায় কোন কাজটি প্রাচীনযুগে করা হতো? (জ্ঞান)
ক বাজার সৃষ্টি খ মোবাইল ব্যাংকিং
গ পশু শিকার ঘ টেলিগ্রাম
৪৪. এটিএম-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)]
ক অটোমেটিক টেলার মেশিন খ অটোমেটিক টেলার মানি
গ অটোমেটেড টেলার মেশিন ঘ অটোমেটো টেলার মানি
৪৫. প্রযুক্তিগত পরিবর্তন ঘটে কোন যুগে? (জ্ঞান)] ক প্রাগৈতিহাসিক খ প্রাচীন গ মধ্য ঘ আধুনিক
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৬. দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে যেসব প্রচলন শুরু হয়Ñ (অনুধাবন)
র. তাম্র মুদ্রা
রর. কাগজি মুদ্রা
ররর. চেক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৭. প্রাচীনকালে ব্যবসায়িক কর্মকাণ্ড ছিলÑ (অনুধাবন)
র. দ্রব্য বিনিময়
রর. মৎস্য শিকার
ররর. ধাতব মুদ্রার ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৮. মধ্যযুগে প্রচলন ঘটে- (অনুধাবন)
র. কাগজি মুদ্রার
রর. বাজার ও শহরের
ররর. বৃহদায়তন উৎপাদনের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৯. কেনা-বেচার কাজ সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়- (অনুধাবন)
র. প্রাগৈতিহাসিক যুগে
রর. মধ্য যুগে
ররর. আধুনিক যুগে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫০. আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
র. কাগজি মুদ্রার প্রচলন
রর. শিল্প বিপ্লব
ররর. প্রযুক্তির উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫১. পণ্য-দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
ক আত্মকর্মসংস্থান খ চাকরি গ সেবালয় গ ব্যবসায়
৫২. পণ্য দ্রব্যের ক্রয়-বিক্রয়ের কার্য যথার্থভাবে সম্পাদনের জন্য কয়টি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? (জ্ঞান)
ক ৩ খ ৪ গ ৫ ঘ ৬
৫৩. আধুনিক ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
ক ২ খ ৩ গ ৪ ঘ ৫
৫৪. উৎপাদনের বাহন কোনটি? (অনুধাবন)
ক শিল্প খ বাণিজ্য গ প্রত্যক্ষ সেবা ঘ পরিবহন
৫৫. মাকসুদ বাঁশ ও বেত দিয়ে ঝুঁড়ি, খেলনা ও সোফা তৈরি করেন। এটির মাধ্যমে তিনি ব্যবসায়ের কোন শাখার কাজ করেন? (প্রয়োগ)
ক শিল্প খ বাণিজ্য গ প্রত্যক্ষ সেবা ঘ পরোক্ষ সেবা
৫৬. জনাব পলাশ সাহেব সিলেট থেকে উন্নতমানের কমলা সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কমলার জুস তৈরি করেন। জনাব পলাশের জুস তৈরি কিসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
ক বাণিজ্যের খ শিল্পের গ পণ্য বিনিময়ের ঘ পরিবহনের
৫৭. প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার-উপযোগী পণ্যে পরিণত করাকে কী বলে? (জ্ঞান)
ক ব্যবসায় খ বাণিজ্য গ প্রত্যক্ষ সেবা ঘ শিল্প
৫৮. শিল্পকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
ক ৩ খ ৪ গ ৫ ঘ ৬
৫৯. কোন শিল্পের উৎপাদন সামগ্রী পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়? (জ্ঞান)
ক প্রজনন খ নিষ্কাশন গ নির্মাণ ঘ উৎপাদন
৬০. জনাব মেহেদী নিজের খামারে মুরগির ডিম থেকে বাচ্চা সংগ্রহ করেন। এখান থেকে তিনি ছোট-বড় বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। জনাব মেহেদী কোন শিল্পের সাথে জড়িত? (প্রয়োগ)
ক উৎপাদন শিল্প খ সেবা শিল্প গ প্রজনন শিল্প ঘ নির্মাণ শিল্প
৬১. নিচের কোনটি প্রজনন শিল্পের অন্তর্গত? (অনুধাবন)
ক নার্সারি খ সেতু নির্মাণ গ খনিজ শিল্প ঘ বস্ত্র শিল্প
৬২. ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন কোন শিল্পের অন্তর্গত? (অনুধাবন)
ক প্রজনন খ উৎপাদন গ নিষ্কাশন ঘ সেবা
৬৩. রিনা কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে ঝিনুক সংগ্রহ করে পর্যটকদের নিকট বিক্রয় করে। এটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
ক প্রজনন শিল্পের খ সেবা শিল্পের
গ নিষ্কাশন শিল্পের ঘ নির্মাণ শিল্পের
৬৪. নিচের কোনটি নিষ্কাশন শিল্প? (অনুধাবন)
ক হ্যাচারি খ খনিজ শিল্প গ রাস্তাঘাট নির্মাণ ঘ বস্ত্র শিল্প
৬৫. যাত্রাবাড়ী ফ্লাইওভার তৈরি কোন শিল্পের আওতাধীন? (অনুধাবন)
ক নিষ্কাশন খ সেবা গ নির্মাণ ঘ উৎপাদন
৬৬. রাস্তা-ঘাট তৈরি কোন শিল্পের অন্তর্গত? (অনুধাবন)
ক সেবা খ প্রজনন গ উৎপাদন ঘ নির্মাণ
৬৭. শ্রম ও যন্ত্রের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করে কোন শিল্প? (জ্ঞান)
ক উৎপাদন শিল্প খ নির্মাণ শিল্প গ নিষ্কাশন শিল্প ঘ সেবা শিল্প
৬৮. কোন শিল্পের উৎপাদন সামগ্রী পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়? (জ্ঞান)
ক প্রজনন খ নিষ্কাশন গ নির্মাণ ঘ উৎপাদন
৬৯. বস্ত্র শিল্প কোন শিল্পের অন্তর্গত? (অনুধাবন)
ক নিষ্কাশন খ উৎপাদন গ নির্মাণ ঘ সেবা
৭০. মানুষের জীবন যাত্রাকে সহজ ও আরামদায়ক করে কোন শিল্প? (জ্ঞান)
ক উৎপাদন শিল্প খ সেবা শিল্প গ প্রজনন শিল্প ঘ খনিজ শিল্প
৭১. ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা কোন শিল্পের অন্তর্গত? (অনুধাবন)
ক প্রজনন শিল্প খ নিষ্কাশন শিল্প গ উৎপাদন শিল্প ঘ সেবাশিল্প
৭২. মোবাইল ফোন কোম্পানি কোন ধরনের শিল্প? (জ্ঞান)
ক সংযোজন খ নির্মাণ গ উৎপাদন ঘ সেবা
৭৩. শিল্পে উৎপাদিত পণ্য বা সেবাসামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর কার্যাবলিকে কী বলে? (জ্ঞান)
ক শিল্প খ বাণিজ্য গ প্রত্যক্ষ সেবা ঘ সেবা শিল্প
৭৪. শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর ক্ষেত্রে সংঘটিত বাধা দূর করে কোনটি? (অনুধাবন)
ক বাণিজ্য খ পরিবহন গ বিজ্ঞাপন ঘ গুদামজাতকরণ
৭৫. মালিকানা সংক্রান্ত বাধা দূর করে কোনটি? (অনুধাবন)
ক গুদামজাতকরণ খ পরিবহন গ পণ্য বিনিময় ঘ বিমা
৭৬. আধুনিককালে ব্যবসায় টু ব্যবসায় বলে অভিহিত করা হয় কোনটিকে? (জ্ঞান)
ক বাণিজ্যকে খ ব্যাংককে গ বিমাকে ঘ বিজ্ঞাপনকে
৭৭. ব্যবসায়ের স্বত্বগত বাধা দূর করে কোনটি? (অনুধাবন)
ক বিমা খ পণ্য বিনিময় গ পরিবহন ঘ বিজ্ঞাপন
৭৮. ঞৎধফব কী? (জ্ঞান)
ক পণ্য ক্রয় খ পণ্য বিক্রয় গ রূপান্তর ঘ পণ্য বিনিময়
৭৯. মি. রায়হান তার পুরাতন মোটর সাইকেলটি বিক্রি করে মালিকানা সংক্রান্ত বাধা দূর করতে বাণিজ্যের কোন উপাদানের সহায়তা নিবেন? (প্রয়োগ)
ক বিজ্ঞাপন খ পরিবহন গ পণ্য বিনিময় ঘ বিমা
৮০. নিচের কোনটি স্থানগত বাধা দূর করে? (অনুধাবন)
ক পরিবহন খ গুদামজাতকরণ
গ বিমা ঘ বিনিময় মাধ্যম
৮১. ব্যবসায়ের সময়গত বাধা দূর করে কোনটি? (জ্ঞান)
ক গুদামজাতকরণ খ বিমা গ ব্যাংকিং ঘ পরিবহন
৮২. এক সময়ের পণ্য অন্য সময়ে ভোগ করতে কোনটির সহায়তা প্রয়োজন? (অনুধাবন)
ক পরিবহন খ গুদামজাতকরণ গ মোড়কিকরণ ঘ বিজ্ঞাপন
৮৩. ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা কোনটি? (জ্ঞান)
ক শিল্প খ বাণিজ্য গ প্রত্যক্ষ সেবা ঘ উৎপাদন
৮৪. অর্থসংক্রান্ত বাধা দূর করে কোনটি? (জ্ঞান)
ক পরিবহন খ ব্যাংকিং গ বিজ্ঞাপন ঘ গুদামজাতকরণ
৮৫. কোনটি ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে? (জ্ঞান)
ক পরিবহন খ বিজ্ঞাপন গ ব্যাংকিং ঘ বিমা
৮৬. আরেফিন সিদ্দিক একজন বস্ত্র ব্যবসায়ী। করটিয়া থেকে কাপড় আনতে তিনি নানা ঝুঁকির সম্মুখীন হন। এক্ষেত্রে কোনটির মাধ্যমে তার ঝুঁকি দূর করা সম্ভব? (প্রয়োগ)
ক বিমা খ ব্যাংকিং সেবা গ পণ্য বিনিময় ঘ পরিবহন
৮৭. ব্যবসায়ের ক্ষেত্রে তথ্যগত বাধা দূর করা যায় কোনটির মাধ্যমে? (অনুধাবন)
ক পণ্য বিনিময় খ পরিবহন গ ব্যাংকিং ঘ বিজ্ঞাপন
৮৮. স্বাধীন পেশায় নিয়োজিত ব্যক্তির অর্থ উপার্জনকে কী বলে? (জ্ঞান)
ক পরোক্ষ সেবা খ প্রত্যক্ষ সেবা গ সেবা ঘ উৎপাদন
৮৯. ডাক্তার, উকিল প্রভৃতি কোন ধরনের পেশা? (অনুধাবন)
ক স্বাধীন পেশা খ পরাধীন পেশা গ প্রত্যক্ষ পেশা ঘ পরোক্ষ পেশা
৯০. জনাব হাসান ডাক্তার হয়ে মানুষের কাছে সেবক হিসেবে পরিচিতি পেলেন। তিনি কেমন পেশায় নিয়োজিত? (প্রয়োগ)
ক স্বাধীন পেশায় খ পরাধীন পেশায়
গ আত্মকর্মসংস্থানে ঘ পরোক্ষ পেশায়
৯১. নিচের কোনটি প্রত্যক্ষ সেবা? (অনুধাবন)
ক আইনবৃত্তি খ হ্যাচারি গ বস্ত্রশিল্প ঘ খনিজ শিল্প
৯২. অডিট ফার্ম কোন ধরনের ব্যবসায়ের মধ্যে পড়ে? (জ্ঞান)
ক প্রত্যক্ষ সেবা খ পরোক্ষ সেবা
গ শিল্প ঘ বাণিজ্য
৯৩. আধুনিক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা কোনটি? (জ্ঞান)
ক শিল্প খ বাণিজ্য
গ প্রত্যক্ষ সেবা ঘ প্রত্যক্ষ বিনিময়
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৪. পণ্য বিনিময় সংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
র. ক্রয়
রর. বিক্রয়
ররর. উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৫. প্রজনন শিল্পের উদাহরণ হচ্ছে- (অনুধাবন)
র. নার্সারি
রর. রাস্তাঘাট নির্মাণ
ররর. হ্যাচারি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৬. সেবা শিল্পের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
র. গ্যাস উৎপাদন ও বিতরণ
রর. ব্যাংকিং
ররর. পণ্য রপ্তানি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৭. পণ্য ক্রয় বিক্রয় কার্য সমাধানের ক্ষেত্রে দেখা দিতে পারে (অনুধাবন)
র. অর্থগত সমস্যা
রর. ঝুঁকিগত সমস্যা
ররর. তথ্যগত সমস্যা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৮. ব্যবসায় কার্যক্রমের উদ্ভব ঘটে- (অনুধাবন)
র. অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে
রর. লেনদেনকে ঘিরে
ররর. সংস্কৃতিকে ঘিরে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৯. যেকোনো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে যদি- (অনুধাবন)
র. জীবিকা নির্বাহের জন্য করা হয়
রর. মুনাফা অর্জনের জন্য করা হয়
ররর. বিনোদনের জন্য করা হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০০. সেবা কর্ম বিক্রি করে অর্থ উপার্জন করে- (অনুধাবন)
র. ডাক্তার
রর. উকিল
ররর. প্রকৌশলী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০১. প্রত্যক্ষ সেবার উদাহরণ- (অনুধাবন)
র. আইন চেম্বার
রর. অডিট ফার্ম
ররর. ডাক্তারি ক্লিনিক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৪ ও ১০৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রনি তার গ্রামের নাইট স্কুলে বয়স্কদের শিক্ষা দিয়ে থাকেন। এছাড়া তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দুটি পুকুরে মাছের চাষ করেন।
১০২. জনাব রনি শিক্ষা প্রদান করে কোন ধরনের কাজ করেন? (প্রয়োগ)
ক মানবাধিকার খ সামাজিক গ সেবা ঘ শিল্প
১০৩. রনি কোন ধরনের শিল্পের কাজ করেন? (প্রয়োগ)
ক উৎপাদন শিল্প খ বুনন শিল্প গ প্রজনন শিল্প ঘ ব্যবসায়
ব্যবসায়ের গুরুত্ব
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৪. ব্যবসায় কোন ধরনের কর্মকাণ্ড? (জ্ঞান)
ক ব্যক্তিগত খ পারিবারিক গ অর্থনৈতিক ঘ সামাজিক
১০৫. ব্যবসায়ের মাধ্যমে কোনটি সম্ভব হয়? (অনুধাবন)
ক ডাক্তারি সেবা প্রদান খ অর্থনৈতিক উন্নয়ন
গ আইন প্রণয়ন ঘ সামাজিক কাঠামোর পরিবর্তন
১০৬. বর্তমান বিশ্বে কোনটির গুরুত্ব অপরিসীম? (জ্ঞান)
ক প্রত্যক্ষ সেবা খ দ্রব্য বিনিময় গ বাজার ব্যবস্থা ব্যবসায়
১০৭. কোনটির মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান সম্ভব হবে? (অনুধাবন)
ক বিনিময় প্রথার খ ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের
গ ব্যবসায়ের ঘ প্রত্যক্ষ সেবার
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিং অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন ও উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি: MCQ ফিন্যান্স ও ব্যাংকিং (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিং অনুধাবন-জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিং নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর (PDF)
১০৮. কোনটির মাধ্যমে গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটানো যাবে? (অনুধাবন)
ক কাঁচামাল সদ্ব্যবহারের খ মুলধনের প্রাচুর্যতার
গ ব্যবসায়ের ঘ সামাজিক কর্মকাণ্ডের
১০৯. সংস্কৃতির বিনিময় ঘটার কারণ কী? (অনুধাবন)
ক পণ্যদ্রব্যের আদান-প্রদান খ শিল্পের বিকাশ
গ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘ সৃজনশীল কাজের উন্নয়ন
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১০. ব্যবসায় বিশেষ অবদান রেখে চলছে- (অনুধাবন)
র. অর্থনৈতিক উন্নয়নে
রর. সামাজিক উন্নয়নে
ররর. রাজনৈতিক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১১. ব্যবসায়ের ফলে- (অনুধাবন)
র. সঞ্চয় বৃদ্ধি পায়
রর. মূলধন গঠিত হয়
ররর. জাতীয় আয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১২. ব্যবসায় উন্নয়ন ঘটায়- (অনুধাবন)
র. গবেষণার
রর. সৃজনশীল কাজের
ররর. শিল্পের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।