দুর্বা ডেস্ক :: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বিশেষ ফ্লাইটটি ১০৬ যাত্রী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৮টা ১৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জানান, এখন থেকে সপ্তাহে ৩ দিন সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের বিশেষ ফ্লাইট চলবে। দিনগুলো হলো মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার। এসব ফ্লাইটে যারা যাবে, তারা সবাই আটকে পড়া প্রবাসী শ্রমিক।
বিমানবন্দরেরেএক সূত্র থেকে জানা যায়, প্রথম দিন ঢাকা ছেড়ে গেছে মাত্র ৪ টি বিশেষ ফ্লাইট। দ্বিতীয় দিন গেছে ১২টি এবং গতকাল (সোমবার) তৃতীয় দিনে গেছে ২০টি ফ্লাইট। আর অল্প কিছু যাত্রী নিয়ে গতকাল দেশে এসেছে ১৯টি বিশেষ ফ্লাইট।