MCQ ফ্রি PDF যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি

MCQ ফ্রি PDF যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি

যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠনের প্রকারভেদ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. কোম্পানি সংগঠন কয় প্রকার? (জ্ঞান)
ক দুই খ তিন গ চার ঘ পাঁচ

২. শ্রাবণী ও জরিনা বেগম দুজন মিলে কোম্পানি গঠন করলেন। কোম্পানিটি কোন ধরনের? (প্রয়োগ)
ক প্রাইভেট লি. খ পাবলিক লি. গ সরকারি ঘ বিদেশি

৩. কোন কোম্পানির শেয়ার হস্তান্তর অধিকার সীমিত? (জ্ঞান)
ক প্রাইভেট লি. খ পাবলিক লি. গ দেশীয় ঘ বিদেশি

৪. কোন কোম্পানির সদস্যরা শুধু নিজেরাই শেয়ার ক্রয় করতে পারেন? (জ্ঞান)
ক পাবলিক লি. কো. খ প্রাইভেট লি. কো.
গ বিদেশি কো. ঘ দেশি কো.

৫. প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কতজন? (জ্ঞান)
ক ২ জন খ ৩ জন গ ৫ জন ঘ ৭ জন

৬. মি. সাকিব ও তার ৫ বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করে। এখন তারা ব্যবসায়টি কোম্পানিতে রূপান্তরিত করতে চায়। তবে শেয়ারের মালিকানা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে তাদের গঠিত নতুন সংগঠন কাঠামোটি কী হিসেবে বিবেচিত হবে? (উচ্চতর দক্ষতা)

ক প্রাইভেট লি. কোম্পানি খ সংবিধিবদ্ধ কোম্পানি
গ পাবলিক লি. কোম্পানি ঘ সমবায় প্রতিষ্ঠান

৭. ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী একই পরিবারের পাঁচ সদস্য মিলে একটি ব্যবসায়ের নিবন্ধন করান। তাদের ব্যবসায়টি কোন ধরনের? (প্রয়োগ)
ক একমালিকানা খ অংশীদারি
গ প্রাইভেট লি. কোম্পানি ঘ পাবলিক লি. কোম্পানি

৮. শেয়ার বিক্রি করতে পারে কোন কোম্পানি? (জ্ঞান)
ক প্রাইভেট খ পাবলিক গ সরকারি ঘ অনিবন্ধিত

৯. ঋণপত্র বিক্রি করতে পারে কোন কোম্পানি? (জ্ঞান)
ক প্রাইভেট খ পাবলিক গ সরকারি ঘ অনিবন্ধিত

১০. কোন ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে শেয়ার মালিকানা হস্তান্তরযোগ্য এবং সদস্যদের দায় সীমাবন্ধ? (জ্ঞান)
ক সমবায় সমিতি খ প্রাইভেট লিমিটেড কোম্পানি
গ পাবলিক লিমিটেড কোম্পানি ঘ অসীম দায়সম্পন্ন কোম্পানি

১১. পাবলিক লিমিটেড কোম্পানির অনন্য বৈশিষ্ট্য হলো কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক শেয়ার হস্তান্তরযোগ্যতা খ দায়
গ সম্পদ ঘ আবেদন

১২. কোন কোম্পানি বিবরণপত্র প্রচারের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ক্রয়ের জন্য আহ্বান জানাতে পারে? (জ্ঞান)
ক অংশীদারি ব্যবসায় খ পাবলিক লিমিটেড
গ প্রাইভেট লিমিটেড ঘ একমালিকানা ব্যবসায়

১৩. সানরাইজ কোম্পানির সদস্য সংখ্যা ৬০ জন। কোম্পানিটি কোন ধরনের? (প্রয়োগ)
ক প্রাইভেট খ পাবলিক গ দেশীয় ঘ বিদেশি

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪. প্রাইভেট লিমিটেড কোম্পানির আয়তন ক্ষুদ্র হয় কারণ (অনুধাবন)

র. সদস্য সংখ্যা কম হওয়ায়
রর. মূলধন সীমিত হওয়ায়
ররর. চাহিদা কম থাকায়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১৫. পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে যথোপযুক্ত উক্তি হলো (উচ্চতর দক্ষতা)
র. নিবন্ধিত হওয়ার পর এর কার্যারম্ভ করার কোনো বাধা থাকে না

রর. সর্বনিম্ন সদস্য সংখ্যা ৭ জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কোম্পানির শেয়ার দ্বারা সীমাবদ্ধ
ররর. শেয়ার ও ডিবেঞ্চার ক্রয়ের জন্য জনসাধারণের উদ্দেশ্যে প্রসপেক্টাস প্রচার করতে হয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬. বৃহদায়তন কর্মসংস্থান সৃষ্টি করে? (অনুধাবন)
ক একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ সমবায় সংগঠন ঘ কোম্পানি সংগঠন

১৭. উন্নত প্রযুক্তিসমৃদ্ধ শিল্প কারখানা গড়ে তুলতে উপযুক্ত সংগঠন কোনটি?
(অনুধাবন)
ক একমালিকানা খ অংশীদারি গ কোম্পানি ঘ সমবায়

১৮. কোন ধরনের ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠার জন্য বিশাল পরিমাণ মূলধন প্রয়োজন হয়? (অনুধাবন)
ক একমালিকানা খ অংশীদারি গ কোম্পানি ঘ সমবায়

১৯. কোন ব্যবসায় প্রতিষ্ঠানে একসাথে অধিক লোকের কর্মসংস্থান হয়? (জ্ঞান)
ক অংশীদারি খ যৌথ মূলধনী গ রাষ্ট্রীয় ঘ সমবায়

২০. জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে বেকার সমস্যা প্রকট। মজুরি ও বেতন ভিত্তিক অধিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানটি গঠন করা যেতে পারে? (অনুধাবন)
ক একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান খ অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান

যৌথ মূলধনী ব্যবসায় প্রতিষ্ঠান ঘ সমবায় ব্যবসায় প্রতিষ্ঠান
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

২১. কোম্পানি সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা হলো (অনুধাবন)
র. অর্থনৈতিক উন্নয়ন রর. কর্মসংস্থান বৃদ্ধি
ররর. আন্তর্জাতিক সম্পর্ক

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

২২. যৌথ মূলধনী সংগঠন (অনুধাবন)
র. বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে

রর. শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে
ররর. সদস্যদের জন্য অসীম দায় সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

২৩. একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের তুলনায় যৌথ মূলধনী ব্যবসায়েÑ (অনুধাবন)
র. দায় অসীম রর. ঝুঁকি বেশি
ররর. আয় বেশি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

কোম্পানির গঠন প্রক্রিয়া
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৪. কোম্পানি গঠনের প্রক্রিয়াগুলো কীভাবে সম্পাদিত হয় (অনুধাবন)
ক ধারাবাহিকভাবে খ এলোমেলোভাবে
গ স্বাভাবিকভাবে ঘ ইচ্ছে মতো

২৫. কোম্পানি গঠনের প্রাথমিক পর্যায় কোনটি? (জ্ঞান)
ক উদ্যোগ গ্রহণ খ দলিলপত্র প্রণয়ন
গ নিবন্ধন ঘ কার্যারম্ভ

২৬. কোম্পানি গঠনের গুরুত্বপূর্ণ দলিল কয়টি? (জ্ঞান)
ক ২টি খ ৩টি গ ৪টি ঘ ৫টি

২৭. কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ থাকে কোন দলিলে? (অনুধাবন)
ক স্বারকলিপি খ পরিমেল নিয়মাবলি
গ নিবন্ধনপত্র ঘ লাইসেন্স

২৮. নিবন্ধন অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হয় কিসের বিনিময়ে? (জ্ঞান)
ক ফি খ ঘুষ গ সম্পদ ঘ গহনা

২৯. নিবন্ধনপত্র পাওয়ার পর কোন কোম্পানি কাজ শুরু করতে পারে? (জ্ঞান)
ক প্রাইভেট খ পাবলিক
গ সমবায় ঘ বিশেষ

৩০. পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভপত্র প্রয়োজন কেন? (অনুধাবন)
ক কাজ শুরু করতে খ দুর্নীতি করতে
গ বিজ্ঞাপন দিতে ঘ শেয়ার ছাড়তে

৩১. যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন প্রদান করেন কে? (জ্ঞান)
ক নিবন্ধক খ ঢাকা স্টক এক্সচেঞ্জ
গ জেলা প্রশাসক ঘ সরকার

৩২. মি. রয় একটি স্টিল কোম্পানি গঠনের জন্য নিবন্ধনপত্র সংগ্রহ করেছেন। কিন্তু তিনি কোম্পানির কার্যক্রম করার জন্য তার কোনটি দরকার? (প্রয়োগ)

ক স্মারকলিপি খ পরিমেল নিয়মাবলি
গ কার্যারম্ভের অনুমতিপত্র ঘ প্রত্যয়নপত্র

৩৩. কোম্পানির মূল দলিল কোনটি? (জ্ঞান)
ক স্বারকলিপি খ পরিমেল নিয়মাবলি
গ ট্রেড লাইসেন্স ঘ ট্রেড মার্ক

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *