MCQ (PDF) নবম-দশম শ্রেণি:ফিন্যান্স ও ব্যাংকিং
অর্থায়নের শ্রেণিবিভাগ ¡ পৃষ্ঠা-৪
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. অর্থায়নের শ্রেণিবিভাগের মূল বিষয় কোনটি? (জ্ঞান)
ক সরকারি অর্থায়ন খ পারিবারিক অর্থায়ন
গ আন্তর্জাতিক অর্থায়ন ঘ কারবারি অর্থায়ন
২. পরিবারের অসংখ্য ব্যয়ের মধ্য থেকে আগে কোনটি করা প্রয়োজন? (অনুধাবন)
ক কম গুরুত্বপূর্ণ ব্যয়গুলো আগে পূরণ করা
খ অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো আগে পূরণ করা
গ ছোট অংকের ব্যয়গুলো আগে পূরণ করা
ঘ বড় অংকের ব্যয়গুলো আগে পূরণ করা
৩. পরিবারের নিয়মিত ব্যয়সমূহ কীভাবে নির্ধারণ করা হয়? (অনুধাবন)
ক পরিবারের চাহিদার সাথে সংগতি রেখে
খ পরিবারের আয়ের সাথে সংগতি রেখে
গ পরিবারের সদস্য সংখ্যার সাথে সংগতি রেখে
ঘ পরিবারের সঞ্চয়ের সাথে সংগতি রেখে
৪. নিয়মিত আয়ের সাথে সংগতি রেখে কোনটি নির্ধারণ করা হয়? (জ্ঞান)
ক মূলধন বাজেট খ নিয়মিত ব্যয়
গ বাৎসরিক খরচ ঘ পারিবারিক বাজেট
৫. সরকারের অর্থায়নের জন্যে কোনটি থাকা দরকার? (অনুধাবন)
ক অর্থ ব্যবস্থাপনা খ পরিকল্পনা ব্যবস্থাপনা
গ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ঘ উৎপাদন ব্যবস্থাপনা
৬. আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, প্রাইজবন্ড, ট্রেজারি বিল ইত্যাদি কী? (জ্ঞান)
ক পারিবারিক অর্থায়নের উৎস খ সরকারি অর্থায়নের উৎস
গ আন্তর্জাতিক অর্থায়নের উৎস ঘ ব্যবসায়িক অর্থায়নের উৎস
৭. সরকারি অর্থায়নের উৎস কোনগুলো? (অনুধাবন)
ক আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, বেতন
খ আয়কর আত্মউদ্যোগ, সঞ্চয়পত্র
গ প্রাইজবন্ড, ট্রেজারি বিল, গিফট ট্যাক্স
ঘ বেতন, সঞ্চয়পত্র, আমদানি শুল্ক
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি:ফিন্যান্স ও ব্যাংকিং MCQ (PDF)
- উত্তর ডাউনলোড করুন> PDF নবম-দশম শ্রেণি:ফিন্যান্স ও ব্যাংকিং‘র গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন> PDF এসএসসি‘অর্থনীতি: অনুধাবন ও জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
- উত্তর ডাউনলোড করুন> PDF এসএসসি‘অর্থনীতির বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> এসএসসি‘ দ্বিতীয় অধ্যায়।। অর্থনীতির বর্ণনামূলক প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> এসএসসি‘ দ্বিতীয় অধ্যায়।। অর্থনীতির সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(PDF)
৮. সরকারি অর্থায়নে প্রথম কোন কাজটি করা হয়? (প্রয়োগ)
ক তহবিলের উৎস নির্ধারণ খ তহবিলের পরিমাণ নির্ণয়
গ ব্যয়ের পরিমাণ নির্ণয় ঘ বৈদেশিক ঋণের উৎস নির্ণয়
৯. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)
ক মুনাফা অর্জন খ ব্যবসায় সম্প্রসারণ
গ সমাজকল্যাণ ঘ স্থায়ী সম্পত্তি ক্রয়
১০. কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি? (অনুধাবন)
ক ব্যবসায় অর্থায়নে খ আন্তর্জাতিক অর্থায়নে
গ পারিবারিক অর্থায়নে ঘ সরকারি অর্থায়নে
১১. IDB-এর অধীনে কোন ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে? (জ্ঞান)
ক কুটির শিল্প খ রাসায়নিক শিল্প
গ ক্ষুদ্র শিল্প ঘ বাণিজ্যিক শিল্প
১২. ওউই-এর পূর্ণরূপ কোনটি? (জ্ঞান)
- ক International Development Board
- খ Islamic Development Board
- গ Islamic Development Bank
- ঘ International Development Bank
১৩. সরকারি ও বেসরকারি সহযোগিতার অর্থায়ন প্রকল্পকে কী বলে? (জ্ঞান)
ক ADB খ IDB
গ PPP ঘ BCIC
১৪. কোন ধরনের অর্থায়নে আমদানি ও রপ্তানি খাত বিচার বিশ্লেষণ করা হয়? (অনুধাবন)
ক পারিবারিক খ আন্তর্জাতিক
গ অব্যবসায়ী প্রতিষ্ঠানের ঘ ব্যাংকিং
১৫. আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা কোন ধরনের অর্থায়নের কাজ? (প্রয়োগ)
ক ব্যবসায় অর্থায়ন খ সরকারি অর্থায়ন
গ আন্তর্জাতিক অর্থায়ন ঘ পারিবারিক অর্থায়ন
১৬. শফিক সাহেব বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি নিচের কোন কাজটি করে থাকেন? (উচ্চতর দক্ষতা)
ক তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের আয়কর নির্ধারণ করেন
খ অগ্রাধিকার ভিত্তিতে পারিবারিক ব্যয় নির্বাহ করেন
গ প্রয়োজন অনুযায়ী কারবারের অর্থসংস্থান করেন
ঘ আমদানি-রপ্তানি খাতগুলো বিচার বিশ্লেষণ করেন
১৭. আমাদের দেশে প্রতিবছর বাণিজ্য ঘাটতি দেখা দেয় কেন? (অনুধাবন)
ক রপ্তানি হতে আমদানি বেশি করায়
খ আমদানি হতে রপ্তানি বেশি করায়
গ বিপুল পরিমাণে বিভিন্ন সামগ্রী রপ্তানি করায়
ঘ পণ্য রপ্তানির ক্ষেত্রে অধিক বিধিনিষেধ থাকায়
১৮. যমুনা সেতুর মতো কোনো বড় প্রকল্পের অর্থায়নে কোন উৎসটি সবচেয়ে উপযুক্ত? (প্রয়োগ)
ক সরকারি তহবিল খ ব্যাংক ঋণ
গ PPP ঘ বৈদেশিক ঋণ
১৯. বাণিজ্য ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি? (অনুধাবন)
ক রেমিটেন্স খ বৈদেশিক ঋণ
গ বৈদেশিক সাহায্যে ঘ আয়কর
২০. নিচের কোনটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান? (অনুধাবন)
ক দর্জি দোকান খ এতিমখানা
গ সোনালী ব্যাংক ঘ বাটা কোম্পানি
২১. অমুনাফাভোগী প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের উদ্দেশ্য না থাকলেও অর্থায়নের প্রয়োগ রয়েছে কেন? (উচ্চতর দক্ষতা)
ক যথাযথ বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ প্রয়োজনে
খ প্রতিষ্ঠান পরিচালনায় অর্থের সদ্ব্যবহার প্রয়োজনে
গ ব্যবসায়িক পণ্য ক্রয়ে অর্থায়ন প্রয়োজনে
ঘ প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধির জন্য অর্থায়ন প্রয়োজনে
২২. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন করা হয় কীভাবে? (অনুধাবন)
ক পণ্য বিক্রয় দ্বারা মুনাফা অর্জন করে
খ সেবা বিক্রয় দ্বারা অর্থ উপার্জন করে
গ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান সংগ্রহ করে
ঘ সরকারের নিকট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে
২৩. অব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্থায়ন প্রয়োজন কেন? (অনুধাবন)
ক বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করতে
খ মুনাফার উদ্দেশ্যে লাভজনক খাতে বিনিয়োগ করতে
গ প্রতিষ্ঠানের বিভিন্ন ঝুঁকি কমাতে
ঘ প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে নানাবিধ কার্য সম্পাদনে
২৪. অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোথায় ব্যবহার করা হয়? (প্রয়োগ)
ক অব্যবসায়ী প্রতিষ্ঠানে খ সরকারি প্রতিষ্ঠানে
গ পরিবারে ঘ ব্যবসায় প্রতিষ্ঠানে
২৫. মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে কী বলে? (জ্ঞান)
ক অব্যবসায়ী প্রতিষ্ঠান খ সমবায় প্রতিষ্ঠান
গ ধর্মীয় প্রতিষ্ঠান ঘ ব্যবসায় প্রতিষ্ঠান
২৬. একটি প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্যে যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে কী বলে? (অনুধাবন)
ক পারিবারিক অর্থায়ন খ অব্যবসায়ী অর্থায়ন
গ সরকারি অর্থায়ন ঘ ব্যবসায় অর্থায়ন
২৭. অর্থায়ন কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ? (জ্ঞান)
ক সরকারি প্রতিষ্ঠান খ বেসরকারি প্রতিষ্ঠান
গ ব্যবসায় প্রতিষ্ঠান ঘ সকল প্রতিষ্ঠান
২৮. বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবার প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)
ক একমালিকানা খ যৌথমালিকানা
গ অংশীদারি ঘ সমবায়
২৯. ব্যবসায় লোকসান হলে ব্যক্তিগত সম্পত্তি হতে ক্ষতিপূরণ করা হয় কোন ব্যবসায়ে? (জ্ঞান)
ক কোম্পানি খ সমবায়
গ একমালিকানা ঘ যৌথমূলধনী
৩০. একমালিকানা ব্যবসায়ের দায়-দেনা কীভাবে পরিশোধ করা হয়? (অনুধাবন)
ক ঋণপত্র বিক্রি করে
খ সদস্যদের থেকে চাঁদা সংগ্রহ করে
গ অংশীদারদের ব্যক্তিগত সম্পত্তি দ্বারা
ঘ মালিকের ব্যক্তিগত সম্পত্তি দ্বারা
৩১. একমালিকানা কারবারি প্রতিষ্ঠানের জনপ্রিয়তা লাভের কারণ কোনটি? (অনুধাবন)
ক মালিক একা মূলধন বিনিয়োগ করে
খ মালিক স্বাধীনভাবে ব্যবসায় পরিচালনা করে
গ মালিক একা সমস্ত মুনাফা ভোগ করে
ঘ মালিক যাবতীয় ঝুঁকি ও দায়দায়িত্ব বহন করে
৩২. অংশীদারি ব্যবসায়ের মূল উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
ক নিজস্ব তহবিল বিনিয়োগ করে মুনাফা অর্জন
খ শেয়ার বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়ন
গ সংগৃহীত তহবিল মানবকল্যাণে দান করা
ঘ অর্জিত মুনাফা একা ভোগ করা
৩৩. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক? (জ্ঞান)
ক যৌথ মূলধনী খ একমালিকানা
গ অংশীদারি ঘ সমবায় সমিতি
৩৪. কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নে প্রক্রিয়া ভিন্ন হয়? (উচ্চতর দক্ষতা)
ক একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ সমবায় ব্যবসায় ঘ যৌথ মূলধনী ব্যবসায়
৩৫. কোন প্রতিষ্ঠানকে সরকারি অনুমোদন দেওয়ার আগে বিচার বিশ্লেষণের প্রয়োজন হয়? (অনুধাবন)
ক কোম্পানি সংগঠন খ অংশীদারি
গ যৌথ মূলধনী ঘ একমালিকানা
৩৬. কোম্পানির বড় অংকের কাক্সিক্ষত মূলধন কীভাবে সংগ্রহ করা হয়? (অনুধাবন)
ক সদস্যদের কাছ থেকে চাঁদা তুলে
খ মূলধনকে ছোট অংকের শেয়ার হিসেবে বিক্রি করে
গ অংশীদারদের কাছ থেকে মূলধন সংগ্রহ করে
ঘ জনসাধারণের কাছে ঋণপত্র বিক্রি করে
৩৭. কোম্পানিসমূহ বড় অঙ্কের প্রয়োজনীয় মূলধন ছোট ছোট অঙ্কের শেয়ারে বিভক্ত করে কার নিকট বিক্রি করে? (অনুধাবন)
ক ব্যবস্থাপক খ পরিচালনা পর্ষদ
গ সরকারি কর্মচারি ঘ ক্ষুদ্র বিনিয়োগকারী
৩৮. যৌথ মূলধনী কোম্পানির ডিবেঞ্চার হোল্ডাররা আসলে কী? (অনুধাবন)
ক শেয়ার মালিক খ শেয়ার বিক্রেতা
গ ব্যবসায়ের অংশীদার ঘ ঋণপত্রের মালিক
৩৯. কোম্পানি বিনিয়োগকারীদের নিকট শেয়ার বিক্রি করে বিনিময়ে কী প্রদান করে? (জ্ঞান)
ক ডিভিডেন্ড খ বন্ড
গ ডিবেঞ্চার ঘ সুদ
৪০. কোম্পানিসমূহ ডিবেঞ্চার হোল্ডারদের নির্দিষ্ট হারে কী প্রদান করে? (জ্ঞান)
ক সম্পদ খ সুদ
গ লভ্যাংশ ঘ বন্ড
৪১. কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে আবর্তিত হয়? (অনুধাবন)
ক সে দেশের সরকার ও রাজনীতিকে কেন্দ্র করে
খ সে দেশের সরকার ও অর্থনীতিকে কেন্দ্র করে
গ সে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে
ঘ সে দেশের সঙ্গে বিদেশের সম্পর্ককে কেন্দ্র করে
৪২. রূপালী ব্যাংক কোন ধরনের ব্যাংক? (অনুধাবন)
ক কেন্দ্রীয় ব্যাংক খ ইসলামিক ব্যাংক
গ আন্তর্জাতিক ব্যাংক ঘ বাণিজ্যিক ব্যাংক
৪৩. ন্যাশনাল ব্যাংক আমদানিকারিদের নিকট থেকে ক্ষুদ্র তহবিল সংগ্রহ করে মেয়াদি জামানত সৃষ্টি করে। এক্ষেত্রে আমানতকারিকে ন্যাশনাল ব্যাংক কোনটি প্রদান করে? (প্রয়োগ)
ক শেয়ার খ বন্ড
গ ডিবেঞ্চার ঘ সুদ
৪৪. ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো কীভাবে মুনাফা অর্জন করে? (অনুধাবন)
ক প্রদেয় সুদের হার অপেক্ষা অধিক হারে ঋণ দিয়ে
খ প্রদেয় সুদের হার অপেক্ষা কম হারে ঋণ দিয়ে
গ পণ্য ও সেবা দ্রব্য ক্রয় বিক্রয় করে
ঘ বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে
৪৫. আকবর আলী প্রিমিয়ার সিমেন্টের ১০,০০০ শেয়ার ক্রয় করলেন। এখন প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির সাথে তার সম্পর্ক কিরূপ? (প্রয়োগ)
ক একজন মালিক খ একজন ঋণদাতা
গ একজন ঋণ গ্রহীতা ঘ একজন ক্রেতা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৬. সরকারকে অর্থ ব্যয় করতে হয় (অনুধাবন)
র. রাস্তাঘাট উন্নয়নে
রর. সরকারি প্রতিষ্ঠানে
ররর. আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৭. সরকারের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় আয়ের উৎস হলো (অনুধাবন)
র. আয়কর
রর. আমদানি শুল্ক
ররর. ট্রেজারি বিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৮. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজকল্যাণ। তাই এরূপ অর্থায়নে- (উচ্চতর দক্ষতা)
র. আয়-ব্যয় সমান হতে পারে
রর. আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে
ররর. ব্যয় অপেক্ষা আয় বেশি হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৯. আন্তর্জাতিক অর্থায়নের জন্য বিচার বিশ্লেষণ করা হয় (অনুধাবন)
র. আমদানি খাত
রর. প্রাকৃতিক সম্পদ
ররর. রপ্তানি খাত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫০. বাংলাদেশে আমদানিকৃত পণ্যদ্রব্যগুলো হলো (অনুধাবন)
র. খাদ্যসামগ্রী
রর. পেট্রোলিয়াম
ররর. ওষুধ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫১. বাংলাদেশ হতে রপ্তানিকৃত পণ্যদ্রব্যগুলো হলো (অনুধাবন)
র. বিলাসবহুল দ্রব্য
রর. পাটজাত দ্রব্য
ররর. কৃষিজাত দ্রব্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫২. অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
র. মানবকল্যাণের সেবায় নিয়োজিত
রর. মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত
ররর. অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৩. ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে নিচের যে তথ্যগুলো সত্য (অনুধাবন)
র. বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনা
রর. অংশীদারি ব্যবসায় ক্ষতি বহনে ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ
ররর. যৌথ মূলধনী কোম্পানি মূলধন ছোট ঋণে বিভক্ত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৪. ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
র. ব্যবসায় প্রসার
রর. অর্থ সংগ্রহ
ররর. অর্থ ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৫. ব্যবসায়ে অর্থ সংগ্রহের ক্ষেত্রে উৎস হিসেবে ব্যবহৃত হয় (অনুধাবন)
র. স্বীয় মূলধন
রর. ঋণকৃত মূলধন
ররর. আন্তর্জাতিক তহবিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৬. বাংলাদেশে জনপ্রিয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো হলো (অনুধাবন)
র. একমালিকানা ব্যবসায়
রর. সমবায় সংগঠন
ররর. অংশীদারি ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৭. ক্ষুদ্র ও কুটির শিল্পে অন্তর্ভুক্ত অনুধাবন)
র. মুদি দোকান
রর. সেলুন
ররর. বুটিক শপ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৮. বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থিক প্রতিষ্ঠান হলো (অনুধাবন)
র. আইসিবি
রর. বাংলাদেশ গৃহনির্মাণ অর্থায়ন সংস্থা
ররর. বাংলাদেশ কৃষি ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
- উত্তর ডাউনলোড করুন> এসএসসি‘ দ্বিতীয় অধ্যায় ।। অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ (PDF)
- উত্তর ডাউনলোড করুন> এসএসসি‘র অর্থনীতি পরিচয় MCQ সেরা স্কুল ও সকল বোর্ড (PDF)
- উত্তর ডাউনলোড করুন> এসএসসি‘ প্রথম অধ্যায় ।। বর্ণনামূলক প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> এসএসসি‘ প্রথম অধ্যায় ।। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC ৩য় অধ্যায় পৌরনীতি আইন,স্বাধীনতা ও সাম্য পরিচিতি(PDF)
৫৯. শেয়ার ছাড়াও কোম্পানি বিনিয়োগের জন্য তহবিল সংগ্রহ করতে পারে (উচ্চতর দক্ষতা)
র. সম্পত্তি বিক্রির মাধ্যমে
রর. বন্ড বিক্রির মাধ্যমে
ররর. ডিবেঞ্চার বিক্রির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬০. ব্যাংকিং প্রতিষ্ঠানের মুনাফা হলো (অনুধাবন)
র. ধার্যকৃত ও প্রদেয় সুদের হারের পার্থক্য
রর. ব্যাংকিং প্রতিষ্ঠানের মূল লক্ষ্য
ররর. ব্যাংকিং প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬১. অর্থায়নের প্রয়োগ রয়েছে (অনুধাবন)
র. পরিবারে
রর. অব্যবসায়ী প্রতিষ্ঠানে
ররর. ব্যাংকিং প্রতিষ্ঠানে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১১৮ ও ১১৯ নং প্রশ্নের উত্তর দাও :
হানিফ সরকার চন্দনাইশ থানার বড় বাজারে একটি দর্জি দোকান দিয়েছেন। তিনি তার নিজস্ব তহবিল এবং বড় ভাইয়ের কাছ থেকে ঋণ নিয়ে দোকানের জন্য সেলাই মেশিন, সুই, সুতা, কাঁচি, বোতাম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করেন। দোকানের নৈমিত্তিক খরচগুলো মিটিয়ে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন।
৬২. হানিফ সরকারের দর্জি দোকানটি কোন ধরনের প্রতিষ্ঠান? (প্রয়োগ)
ক একমালিকানা প্রতিষ্ঠান খ অংশীদারি প্রতিষ্ঠান
গ যৌথ মূলধনী কোম্পানি ঘ সমবায় সমিতি
৬৩. হানিফ সরকারের ব্যবসায়ের প্রয়োজনীয় তহবিল গঠন করা যায় (উচ্চতর দক্ষতা)
র. মালিকের একক বিনিয়োগে
রর. অংশীদারদের যৌথ বিনিয়োগে
ররর. গ্রামীণ মহাজন থেকে গৃহীত ঋণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
কারবারি অর্থায়নের গুরুত্ব ¡ পৃষ্ঠা-৭
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৪. ব্যবসায় প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস করা যায় কীভাবে? (অনুধাবন)
ক ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে
খ উদ্যোক্তাদের শিক্ষিত করে
গ সুচিন্তিত ও সুদক্ষ অর্থায়ন নিশ্চিত করে
ঘ উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করে
৬৫. ব্যবসায় প্রতিষ্ঠানসমূহে নিত্যনৈমিত্তিক ঘটনা কোনটি? (জ্ঞান)
ক কর্মচারী সংকট খ কাঁচামাল সংকট
গ আর্থিক সংকট ঘ ব্যবস্থাপক সংকট
৬৬. ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ ঋণের জন্য আবেদন করলে কাক্সিক্ষত সময়ের মধ্যে তা পাওয়া অসম্ভব কেন? (প্রয়োগ)
ক অধিক হারে সুদের ব্যবস্থা থাকায়
খ প্রতিষ্ঠানের মুনাফা অনিশ্চিত হওয়ায়
গ আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত না হওয়ায়
ঘ আর্থিক স্বল্পতা থাকায়
৬৭. বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা সাধারণত কী হিসেবে বিবেচিত? (জ্ঞান)
ক অশিক্ষিত খ শিক্ষিত
গ স্বল্প শিক্ষিত ঘ অধিক শিক্ষিত
৬৮. উদ্যোক্তারা কেন আর্থিক ক্ষতির সম্মুখীন হয়? (অনুধাবন)
ক সঠিকভাবে ব্যবসায় গঠন করতে না পারায়
খ সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনায় অক্ষম থাকায়
গ প্রয়োজনীয় অর্থ সংকট থাকায়
ঘ ব্যবসায়ের লাভজনক খাত নির্বাচনে ব্যর্থ হওয়ায়
৬৯. সর্বোচ্চ মুনাফা অর্জনে কীভাবে সফলকাম হওয়া যায়? (অনুধাবন)
ক পরিকল্পনামাফিক অর্থের সদ্ব্যবহার করে
খ উৎপাদন খরচের পরিমাণ বাড়িয়ে
গ অধিক সুদে ঋণ গ্রহণ করে
ঘ কম মূল্যের দ্বারা বিক্রয় বাড়িয়ে
৭০. প্রতিযোগিতার বাজারে মুনাফা অর্জন করতে একজন ব্যবসায়ী নিচের কোন কাজটি করবে? (প্রয়োগ)
ক সর্বোচ্চ বিক্রয়মূল্য নির্ধারণ খ উৎপাদন ও বিক্রয় খরচ কমিয়ে দেবে
গ পরিকল্পনামাফিক অর্থের সদ্ব্যবহার ঘ যথাসম্ভব অধিক অর্থায়ন
৭১. একজন ব্যবসায়ী কীভাবে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থসংস্থান করতে পারবে? (প্রয়োগ)
ক কারখানা ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে
খ প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে
গ অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে
ঘ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে
৭২. জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে কোনটি? (জ্ঞান)
ক উৎপাদনমুখী বিনিয়োগ খ রক্ষণশীল বিনিয়োগ
গ সেবামূলক বিনিয়োগ ঘ আমদানিমুখী বিনিয়োগ
৭৩. মি. ফয়সাল একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। নতুন অর্ডার পাওয়ায় তার কাঁচামালের সরবরাহ প্রয়োজন। কিন্তু অর্থ সংকটের জন্য সে উপযুক্ত পরিমাণ কাঁচামাল কিনতে অপরাগ হয়। এ জন্য মি. ফয়সালের কোন ধারণা থাকা প্রয়োজন? (প্রয়োগ)
ক উৎপাদন সংক্রান্ত খ প্রকল্প সংক্রান্ত
গ পরিকল্পনা সংক্রান্ত ঘ অর্থায়ন সংক্রান্ত
৭৪. বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে মুনাফা অর্জন করার জন্য একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করতে হয়। এজন্য একজন ব্যবসায়ীর কোন জ্ঞান থাকা প্রয়োজন? (উচ্চতর দক্ষতা)
ক হিসাববিজ্ঞান বিষয়ক জ্ঞান খ অর্থ পরিকল্পনা বিষয়ক জ্ঞান
গ অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান ঘ ব্যাংকিং ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।