(PDF) এসএসসি‘র হিসাব বিজ্ঞান ২য় অধ্যায়:MCQ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭২. সাইফুল ইসলাম ঢাকা নীলক্ষেত এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে বইয়ের ব্যবসায় চালু করতে চান। প্রয়োজনীয় তহবিল সংগ্রহে তিনি উৎস হিসেবে ব্যবহার করতে পারেন (প্রয়োগ)
র. নিজস্ব সঞ্চয় রর. ব্যাংক ঋণ
ররর. ঋণ পত্র বিক্রয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৩. জনাব মামুন তার গ্রামে একটি তাঁতশিল্প প্রতিষ্ঠা করতে চান। এজন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে তিনি যে সকল ব্যাংকের সহায়তা নিতে পারেন (প্রয়োগ)
র. গ্রামীণ ব্যাংক
রর. সমবায় ব্যাংক
ররর. যুব উন্নয়ন ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৪. গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে লিয়াকত সাহেব তহবিলের চাহিদা পূরণ করতে পারবেন (প্রয়োগ)
র. স্বল্পমেয়াদি তহবিল
রর. মধ্যমেয়াদি তহবিল
ররর. দীর্ঘমেয়াদি তহবিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৫. স্বল্পমেয়াদি প্রতিষ্ঠানিক তহবিল উৎসের উদাহরণ হলো (অনুধাবন)
র. প্রাপ্য বিল বাট্টাকরণ
রর. প্রদেয় বিল
ররর. ক্ষুদ্র ঋণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৬. সুদমুক্ত স্বল্পমেয়াদি অর্থসংস্থানের উৎস হলো (অনুধাবন)
র. বাকিতে পণ্য ক্রয়
রর. বকেয়া মজুরি
ররর. ব্যাংক ওভার ড্রাফট
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৭. ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে সাধারণত (অনুধাবন)
র. গ্রামীণ ব্যাংক
রর. যুব উন্নয়ন ব্যাংক
ররর. সমবায় ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৮. ক্ষুদ্র ঋণ ব্যবহার করা হয় (অনুধাবন)
র. কুটির শিল্প ব্যবস্থাপনায়
রর. কৃষি উপাদান ক্রয়ে
ররর. হ্যাচারি বা খামার পরিচালনায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৯. বাণিজ্যিক পত্র বিক্রয় করে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে (অনুধাবন)
র. বাণিজ্যিক ব্যাংক
রর. বিমা কোম্পানি
ররর. পেনশন তহবিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮০. অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস হলো (অনুধাবন)
র. বাণিজ্যিক পত্র
রর. গ্রাম্য মহাজন
ররর. ক্ষুদ্র ঋণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান ২য় অধ্যায়:MCQ (PDF)
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC হিসাব বিজ্ঞান ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান ২য় অধ্যায় পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় বিভিন্ন স্কুলের নির্বাচিত MCQ(PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় Questions With Answer (PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় Questions With Answer
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান Questions With Answer MCQ
- উত্তর ডাউনলোড করুন>SSC হিসাব বিজ্ঞান Questions With Answer MCQ(PDF)
- উত্তর ডাউনলোড করুন>SSC হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায়‘ গুরুত্বপূর্ণ বিষয়াদির ধারণা (PDF)
১৮১. বিক্রেতা সাময়িক সময়ের জন্য অর্থসংস্থান করতে পারে (অনুধাবন)
র. ক্রেতা হতে অগ্রিম গ্রহণ করে
রর. মজুদ মাল বন্ধকিকরণ করে
ররর. গ্রাম্য মহাজনের নিকট হতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮২. গ্রাম্য মহাজনরা ঋণের ওপর সুদ গণনা করেন (অনুধাবন)
র. দিনভিত্তিক
রর. সপ্তাহভিত্তিক
ররর. মাসভিত্তিক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১৮৩ ও ১৮৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রায়হান জনাব ইমনের নিকট থেকে ১২,০০০ টাকার মাল বাকিতে ক্রয় করে তিন মাসে উক্ত মালের অর্থ পরিশোধ করবে এই অঙ্গীকার করে একটি দলিল প্রদান করলেন।
কিন্তু বিলের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আর্থিক সংকট দেখা দিলে জনাব ইমন উক্ত বিলটি কমার্স ব্যাংকে ৭% বাট্টায় ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করে নেন।
১৮৩. জনাব ইমন তার প্রাপ্য বিলটি কমার্স ব্যাংকে বাট্টায় ভাঙিয়ে নগদে কত টাকা পেয়েছেন? (প্রয়োগ)
ক ১১,১৬০ টাকা খ ১২,৮৪০ টাকা
গ ১২,২১০ টাকা ঘ ১১,৭৯০ টাকা
১৮৪. বিনিময় বিল ক্রেতা এবং বিক্রেতা উভয়ের নিকট স্বল্পমেয়াদি তহবিল উৎস হিসেবে গণ্য। কারণ এই বিলটি- (উচ্চতর দক্ষতা)
র. ক্রেতাকে ধারে ক্রয়ের সুবিধা প্রদান করে স্বল্পমেয়াদি অর্থায়ন করে
রর. বিক্রেতাকে বাট্টায় ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহে সহায়তা করে
ররর. বিক্রেতা এক বছরের মধ্যে বিলের অর্থ আদায় করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
মধ্যমেয়াদি অর্থসংস্থান ¡ পৃষ্ঠা-২০
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮৫. মধ্যমেয়াদি অর্থায়নের মেয়াদ- (জ্ঞান)
ক এক বছরের কম খ এক থেকে তিন বছর
গ এক থেকে পাঁচ বছর ঘ সর্বনিম্ন পাঁচ বছর
১৮৬. কারবারে মধ্যমেয়াদি অর্থসংস্থান করা হয় কেন? (অনুধাবন)
ক এক থেকে সাত বছর মেয়াদের জন্য
খ চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মিটাতে
গ বড় আকারের দীর্ঘমেয়াদি ব্যয় নির্বাহের জন্য
ঘ অর্থ আদান-প্রদান প্রক্রিয়াকে দ্রুততম ও সরল করতে
১৮৭. কোন তহবিল ব্যবহার করে ব্যবসায় চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটানো হয়? (জ্ঞান)
ক স্বল্পমেয়াদি তহবিল খ মধ্যমেয়াদি তহবিল
গ দীর্ঘমেয়াদি তহবিল ঘ অনির্দিষ্ট মেয়াদি তহবিল
১৮৮. কিসের বিপরীতে বাণিজ্যিক ব্যাংকগুলো মধ্যমেয়াদি ঋণ প্রদান করে? (জ্ঞান)
ক আমানত খ জামানত
গ সম্পদ ঘ দায়
১৮৯. বেশি পরিমাণে ঋণ প্রদান কোন ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ? (জ্ঞান)
ক সমবায় ব্যাংক খ শিল্প ব্যাংক
গ কেন্দ্রীয় ব্যাংক ঘ বাণিজ্যিক ব্যাংক
১৯০. বাণিজ্যিক ব্যাংকগুলো সিন্ডিকেশন প্রক্রিয়া ব্যবহার করে কেন? (অনুধাবন)
ক এককভাবে ছোট ঋণের ঝুঁকি গ্রহণ করতে
খ এককভাবে মধ্যম ঋণের ঝুঁকি গ্রহণ করতে
গ দলগতভাবে মধ্যম ঋণের ঝুঁকি গ্রহণ করতে
ঘ দলগতভাবে বড় ঋণের ঝুঁকি গ্রহণ করতে
১৯১. বড় আকারের ঋণ প্রদানের ঝুঁকি গ্রহণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কোন প্রক্রিয়াটি ব্যবহার করে? (প্রয়োগ)
ক কালেকশন প্রক্রিয়া খ সিন্ডিকেশন প্রক্রিয়া
গ ডিফারেনট্রেশন প্রক্রিয়া ঘ একমুলেশন প্রক্রিয়া
১৯২. কোন ব্যাংক সুদের হার নির্ধারণ ও ঋণের চাহিদা বিচার-বিশ্লেষণ করে? (অনুধাবন)
ক বাণিজ্যিক ব্যাংক খ কৃষি ব্যাংক
গ গ্রামীণ ব্যাংক ঘ বাংলাদেশ ব্যাংক
১৯৩. বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সুদের হার ও ঋণের চাহিদা বিচার বিশ্লেষণ করে কেন? (অনুধাবন)
ক প্রাপ্ত আমানতের সুদ ধার্য করতে
খ প্রদত্ত ঋণের সুদ ধার্য করতে
গ বিনিয়োগ খাত নির্বাচন করতে
ঘ আমানতকারীর যোগ্যতা নির্ধারণ করতে
১৯৪. বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো কোন কাজে নিয়োজিত আছে? (অনুধাবন)
ক ঋণ প্রদানের পাশাপাশি পরামর্শ ও প্রশিক্ষণ দানে
খ ঋণের চাহিদা বিচার-বিশ্লেষণ করে ঋণের সুদ নির্ধারণে
গ বিশেষ বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে ঋণ প্রদানে
ঘ স্বল্পমেয়াদে স্বল্প সুদে দরিদ্র ব্যক্তিদের ঋণ প্রদানে
১৯৫. নিচের কোনটি মধ্যমেয়াদি তহবিলের উৎস? (জ্ঞান)
ক ঋণ খ ঋণপত্র
গ লিজিং ঘ বেসরকারি প্রতিষ্ঠান
১৯৬. কোন এনজিও ব্যবসায় প্রতিষ্ঠানকে মধ্য মেয়াদি ঋণ প্রদান করে থাকে? (জ্ঞান)
ক প্রশিকা খ কারিতাস
গ আশা ঘ গ্রামীণ ব্যাংক
১৯৭. ব্র্যাক কোন ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)
ক বাণিজ্যিক ব্যাংক খ সরকারি সংস্থা
গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ঘ এনজিও প্রতিষ্ঠান
১৯৮. নিচের কোনটি মধ্যমেয়াদি তহবিলের উৎস? (জ্ঞান)
ক ঋণ খ ঋণপত্র
গ লিজিং ঘ মূলধনী বাজারের প্রতিষ্ঠান
১৯৯. নিচের কোনটি মূলধনী বাজারের প্রতিষ্ঠান? (অনুধাবন)
ক গ্রামীণ ব্যাংক খ মাইডাস ফাইন্যান্সিং
গ বাংলাদেশ ব্যাংক ঘ সাধারণ বিমা কর্পোরেশন
২০০. মধ্যমেয়াদি তহবিলের উৎস কত প্রকার? (জ্ঞান)
ক দুই খ তিন
গ চার ঘ পাঁচ
২০১. নিচের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশে এনজিও হিসেবে আইনগত সত্তা লাভ করে ব্যবসায় করছে? (প্রয়োগ)
ক কর্মসংস্থান ব্যাংক খ বিনিয়োগ ব্যাংক
গ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক ঘ ব্র্যাক ব্যাংক
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২০২. বাণিজ্যিক ব্যাংকে জামানত হিসেবে ব্যবহারযোগ্য (অনুধাবন)
র. চলতি মূলধন
রর. স্থায়ী মূলধন
ররর. স্থায়ী সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০৩. ইমরান তার চালের ব্যবসায় আরও সম্প্রসারণের উদ্দেশ্যে সোনালী ব্যাংক হতে ২ বছরের জন্য ১ লাখ টাকা ঋণ নিতে গেলে ব্যাংক কর্মকর্তা বলেন জামানত আবশ্যক। ইমরান জামানত হিসেবে ব্যবহার করতে পারে (প্রয়োগ)
র. মজুদ পণ্য
রর. চলতি মূলধন
ররর. স্থায়ী সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০৪. বেসরকারি প্রতিষ্ঠান ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রদান করে (অনুধাবন)
র. পরামর্শ
রর. প্রশিক্ষণ
ররর. তহবিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০৫. ব্যবসায় প্রতিষ্ঠানে সুবিধাজনক শর্তে মেয়াদি ঋণ দিয়ে থাকে (অনুধাবন)
র. শিল্প ব্যাংক
রর. কৃষি ব্যাংক
ররর. বাণিজ্যিক ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০৬. বিমা প্রতিষ্ঠান এক প্রকার (অনুধাবন)
র. মূলধনী প্রতিষ্ঠান
রর. বাণিজ্যিক প্রতিষ্ঠান
ররর. সেবামূলক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ২০৭ ও ২০৮ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আব্বাস ব্যবসায়ের প্রয়োজনে ‘মাইডাস’নামক প্রতিষ্ঠান হতে তিন বছর মেয়াদি ঋণ গ্রহণ করেন। প্রতিষ্ঠানটি তাকে ঋণ প্রদানের পাশাপাশি বিভিন্নভাবে ব্যবসায়ীক সহায়তাও প্রদান করেন।
২০৭. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কী ধরনের প্রতিষ্ঠান? (প্রয়োগ)
ক ব্যাংক খ শিল্প
গ এনজিও ঘ সরকারি
২০৮. প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য সেবাসমূহ- (উচ্চতর দক্ষতা)
র. প্রশিক্ষণ দান
রর. পরামর্শ দান
ররর. ঋণ দান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
দীর্ঘমেয়াদি তহবিল ¡ পৃষ্ঠা২১
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২০৯. দীর্ঘমেয়াদি তহবিলের বহিস্থ উৎস কয়টি? (জ্ঞান)
ক দুই খ তিন
গ চার ঘ পাঁচ
২১০. দীর্ঘমেয়াদি অর্থায়নের সর্বনিম্ন মেয়াদ কত? (জ্ঞান)
ক এক বছর খ দুই বছর
গ তিন বছর ঘ পাঁচ বছর
২১১. দীর্ঘমেয়াদি ঋণ নেওয়া হয় কেন? (অনুধাবন)
ক স্থায়ী বিনিয়োগের জন্য
খ চলতি খরচ মিটানোর জন্য
গ ব্যবসায়ের দৈনন্দিন খরচ নির্বাহের জন্য
ঘ কাঁচামাল ক্রয়ের জন্য
২১২. কখন ব্যাংকগুলো প্রতিষ্ঠানের আয়, সুনাম, স্থায়ী সম্পদ ইত্যাদি তথ্যাদি বিচার-বিশ্লেষণ করে থাকে? (অনুধাবন)
ক দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে খ স্বল্পমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে
গ মধ্যমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে ঘ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে
২১৩. স্থায়ী বিনিয়োগের জন্য কোন ধরনের ঋণ নেওয়া হয়? (জ্ঞান)
ক স্বল্পমেয়াদি ঋণ খ মধ্যমেয়াদি ঋণ
গ দীর্ঘমেয়াদি ঋণ ঘ ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
২১৪. দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে কোন ব্যয়টি নির্বাহ করা হয়? (জ্ঞান)
ক কাঁচামাল ক্রয় খ পরিচালন ব্যয়
গ দালানকোঠা নির্মাণ ঘ উৎপাদন ব্যয়
২১৫. নিচের কোনটি মালিকের তহবিল হিসেবে বিবেচিত হয়? (জ্ঞান)
ক শেয়ার বিক্রয়লব্ধ অর্থ খ ব্যাংক হতে সংগৃহীত ঋণ
গ ঋণপত্রের বিক্রয়লব্ধ অর্থ ঘ সঞ্চয়পত্রে বিনিয়োগকৃত অর্থ
২১৬. শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিল কী হিসেবে বিবেচিত হয়? (জ্ঞান)
ক মালিকের মূলধন খ মালিকের তহবিল
গ পাওনাদারের তহবিল ঘ মালিকের পাওনা
২১৭. শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহের সুবিধা কোনটি? (অনুধাবন)
ক শেয়ারের লভ্যাংশ করমুক্ত
খ শেয়ারের লভ্যাংশ প্রদান করা আবশ্যক নয়
গ বিলুপ্তির পূর্বে তহবিল পরিশোধ করতে হয় না
ঘ প্রতিষ্ঠানের প্রয়োজনে যে কোনো সময় সংগ্রহ করা যায়
২১৮. ব্যবসায় বিলুপ্ত না হওয়া পর্যন্ত পরিশোধের প্রয়োজন হয় না কোনটির? (অনুধাবন)
ক ঋণ খ ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
গ শেয়ার বিক্রয়লব্ধ অর্থ ঘ ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ
২১৯. শেয়ার বিক্রয় অপেক্ষা দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণের খরচ কম কেন? (অনুধাবন)
ক ঋণের সুদ মাসে কিন্তু লভ্যাংশ বছরে প্রদান করতে হয়
খ ঋণের সুদ করমুক্ত কিন্তু লভ্যাংশ করযোগ্য
গ লভ্যাংশ বাধ্যতামূলক কিন্তু ঋণের সুদ বাধ্যতামূলক
ঘ ঋণ বহিস্থ উৎস কিন্তু শেয়ার অভ্যন্তরীণ উৎস
২২০. কোনটিতে অপেক্ষাকৃত কম খরচ হয়? (জ্ঞান)
ক শেয়ার বিক্রয় খ স্বল্পমেয়াদি ঋণ
গ মধ্যমেয়াদি ঋণ ঘ দীর্ঘমেয়াদি ঋণ
২২১. নিলয় ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড কোম্পানিটি তার ব্যবসায়ে স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য নিচের কোন উৎস হতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করবে? (প্রয়োগ)
ক ক্ষুদ্র ঋণ খ লভ্যাংশ সমতাকরণ তহবিল
গ দীর্ঘমেয়াদি ঋণ ঘ ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
২২২. বড় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করে কেন? (অনুধাবন)
ক কারণ সংগৃহীত অর্থ দীর্ঘকাল ব্যবহারযোগ্য
খ কারণ সংগৃহীত অর্থ পরিশোধ করতে হয় না
গ কারণ এ ধরনের উৎস ব্যবহারে খরচ সর্বনিম্ন
ঘ কারণ এ ধরনের উৎস ব্যবহারে বাধ্যবাধকতা নেই
২২৩. দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে সংগৃহীত তহবিল সাধারণত কিরূপ হয়? (অনুধাবন)
ক স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি তহবিল অপেক্ষায় বড় হয়
খ স্বল্পমেয়াদি অপেক্ষা বড় ও মধ্যমেয়াদি অপেক্ষায় ছোট হয়
গ স্বল্পমেয়াদি অপেক্ষা ছোট ও মধ্যমেয়াদি অপেক্ষায় বড় হয়
ঘ স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি তহবিল অপেক্ষায় ছোট হয়
২২৪. করের বোঝা লাঘব করতে কোন উৎসটি ব্যবহার করা যায়? (জ্ঞান)
ক শেয়ার ইস্যু খ সঞ্চয়
গ ঋণ ঘ অবণ্টিত মুনাফা
২২৫. বড় আকারের ক্রয়ে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনটি প্রস্তুত করা হয়? (জ্ঞান)
ক Capital sheet খ Capital budgeting
গ Commercial Paper ঘ Debenture budgeting
২২৬. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ব্যবসায় প্রতিষ্ঠান যে প্রাক্কলন করে তা কী হিসেবে পরিচিত? (অনুধাবন)
ক ক্যাপিটাল বাজেটিং খ ঘাটতি বাজেটিং
গ উদ্বৃত্ত বাজেটিং ঘ সুষম বাজেটিং
২২৭. নিচের কোন ক্ষেত্রে বড় অংকের ঋণকে কেটে ছোট ছোট খণ্ডে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়? (জ্ঞান)
ক ঋণপত্র খ লিজিং
গ শেয়ার ইস্যু ঘ সঞ্চয়
২২৮. শেয়ারের বিকল্প কোনটি? (জ্ঞান)
ক ঋণ খ লিজিং
গ বিনিয়োগ ঘ ঋণপত্র
২২৯. ব্যবসায় মুনাফা না হলেও কাদের দেনা সর্বাগ্রে পরিশোধ করতে হয়? (অনুধাবন)
ক শেয়ারহোল্ডারদের খ ডিবেঞ্চার হোল্ডারদের
গ পাওনাদারদের ঘ অংশীদারদের
২৩০. ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়ন করা হলে আর্থিক ব্যবস্থাপকরা দক্ষতার সাথে অর্থ পরিকল্পনা করতে পারে কোন কারণে? (উচ্চতর দক্ষতা)
ক দীর্ঘমেয়াদে সংগৃহীত তহবিল ব্যবহার করা যায়
খ দীর্ঘমেয়াদে এর সুদের হার স্থির ও পূর্ব নির্ধারিত থাকে
গ দীর্ঘমেয়াদে তহবিল সংগ্রহ করা তুলনামূলকভাবে সহজ
ঘ ঋণপত্র বিক্রির মাধ্যমে স্থায়ী মূলধন সংগ্রহ করা হয়
২৩১. ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের মূল সুবিধা কোনটি? (জ্ঞান)
ক সুদের হার কম
খ ব্যবসায়ে লাভ না হলে সুদ দিতে হয় না
গ ইচ্ছে করলে সুদের হার কমানো যায়
ঘ দীর্ঘমেয়াদে সুদের হার স্থির থাকে
২৩২. নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলের উৎস? (জ্ঞান)
ক বাণিজ্যিক পত্র খ গ্রাম মহাজন
গ লিজিং ঘ ক্ষুদ্রঋণ
২৩৩. কোনো সম্পত্তি লিজ নেয়ার মাধ্যমে কোনটি অর্জিত হয়? (জ্ঞান)
ক সম্পত্তির মালিকানা খ সম্পত্তি ব্যবহারের অধিকার
গ সম্পত্তি নিয়ন্ত্রণের অধিকার ঘ সম্পত্তি বিক্রয়ের অধিকার
২৩৪. নতুন প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি তহবিলের প্রয়োজন পূরণে কোন উৎসটি অধিকতর যুক্তিসংগত? (উচ্চতর দক্ষতা)
ক শেয়ার ইস্যু খ অবণ্টিত মুনাফা
গ জমাতিরিক্ত উত্তোলন ঘ লিজিং
২৩৫. লিজ গ্রহণ কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য উত্তম? (জ্ঞান)
ক বড় কোম্পানি খ যাদের পুঁজির পরিমাণ বেশি
গ নতুন অথবা ছোট প্রতিষ্ঠান ঘ পুরাতন অথবা বড় প্রতিষ্ঠান
২৩৬. ফাইন আর্টস কোম্পানি ৫ বছরের জন্য শান্তা লিজিং ফার্মের নিকট থেকে একটি কলম উৎপাদনকারী মেশিন লিজ নিলে উক্ত মেশিনটির মেরামত ও রক্ষণাবেক্ষণ দায়িত্ব কার ওপর থাকবে? (প্রয়োগ)
ক বাবুল ট্রান্সপোর্ট কোম্পানির খ শান্তা লিজিং ফার্মের
গ বিমা প্রতিষ্ঠানের ঘ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের
২৩৭. লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে- (জ্ঞান)
ক লিজ গ্রহীতা খ লিজিং কোম্পানি
গ লিজের মধ্যস্থতাকারী ঘ লিজ অনুমোদনকারী
২৩৮. জনাব আহসান তার প্রতিষ্ঠানের জন্য রূপালী ব্যাংকের নিকট থেকে ৭ বছরের জন্য ২ কোটি টাকা ঋণ নিয়েছেন। উক্ত ঋণের মাধ্যমে জনাব আহসান তার প্রতিষ্ঠানে কোন ধরনের অর্থায়ন করেছেন? (প্রয়োগ)
ক অভ্যন্তরীণ অর্থায়ন খ স্বল্পমেয়াদি অর্থায়ন
গ মধ্যমেয়াদি অর্থায়ন ঘ দীর্ঘমেয়াদি অর্থায়ন
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৩৯. নিপুন বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি। এই কোম্পানিটি দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহে ব্যবহার করতে পারে (প্রয়োগ)
র. বাণিজ্যিক পত্র
রর. ঋণপত্র
ররর. শেয়ার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গরর ও ররর ঘ র, রর ও ররর
২৪০. দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে ঋণদাতা প্রতিষ্ঠান বিবেচনা করে (অনুধাবন)
র. ঋণ গ্রহীতার আয়
রর. ঋণ গ্রহীতার সুনাম
ররর. ঋণ গ্রহীতার বর্তমান ঋণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪১. সাত্তার ইন্টারন্যাশনাল লিমিটেড একটি নতুন প্রতিষ্ঠিত কোম্পানি। এই কোম্পানির পক্ষে যেসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা সম্ভব নাও হতে পারে (প্রয়োগ)
র. লিজিং
রর. দীর্ঘমেয়াদি ঋণ
ররর. শেয়ার ও ডিবেঞ্চার বিক্রয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪২. সুনীল চন্দ্র একটি আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠান চালু করতে চান। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি তহবিলের চাহিদা পূরণে তিনি- (উচ্চতর দক্ষতা)
র. বাকিতে কাঁচামাল ক্রয় করতে পারেন
রর. মূল্যবান মেশিনারি লিজ নিতে পারেন
ররর. প্রতিষ্ঠানের জন্য বিল্ডিং ভাড়া নিতে পারেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪৩. এসএসবি বেভারেজ কোম্পানি শেয়ার ও ডিবেঞ্চার বিক্রি করে ৫ কোটি টাকা সংগ্রহ করল। এই অর্থ কোম্পানি ব্যয় করবে- (উচ্চতর দক্ষতা)
র. প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি তহবিলের চাহিদা পূরণে
রর. প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় নির্বাহে
ররর. প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পদ অর্জনে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪৪. দীর্ঘমেয়াদি তহবিলের উৎস ব্যবহার করা হয় (অনুধাবন)
র. ভূমি ক্রয়ে
রর. দালানকোঠা ক্রয়ে
ররর. যন্ত্রপাতি ক্রয়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪৫. ঋণপত্রের বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
র. ঋণপত্রে সুদের হার নির্দিষ্ট থাকে
রর. ঋণগ্রহীতা সুদ দিতে বাধ্য থাকে
ররর. ৫ বছর থেকে যে কোনো সময়ের জন্য ঋণ নেয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪৬. লিজিং-এর মাধ্যমে অর্থায়নের সুবিধা হলো (অনুধাবন)
র. প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদি ঋণ নেওয়ার প্রয়োজন হয় না
রর. সঞ্চিতি তহবিল ব্যবহারের প্রয়োজন হয় না
ররর. লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান: চতুর্থ অধ্যায়‘সৃজনশীল প্রশ্ন ও সমাধান (PDF)
- উত্তর ডাউনলোড করুন> ৯ম–১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান: চতুর্থ অধ্যায়‘ প্রশ্নের উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> ৯ম–১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান:৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান:লেনদেনের ধারণা গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC হিসাব বিজ্ঞান:অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭টি(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:বহুনির্বাচনি 28টি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
২৪৭. লিজিং কোম্পানি লিজ প্রদান করে (অনুধাবন)
র. ব্যয়বহুল মেশিন সংগ্রহে
রর. যন্ত্রপাতি ক্রয়ে
ররর. যানবাহন ক্রয়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ২৪৮ ও ২৪৯ নং প্রশ্নের উত্তর দাও :
জহিরুল ইসলাম নর্থসাউথ ইউনিভার্সিটিতে এমবিএ পড়ছেন।
পড়াশোনার পাশাপাশি তিনি শেয়ারের ব্যবসায় করেন। সাম্প্রতিককালে শেয়ারবাজারে শেয়ার মূল্যের অব্যাহত দরপতনের কারণে বিনিয়োগের বিকল্প খাতের খোঁজ করছেন। তার বন্ধু নাজমুল হোসেন তাকে ঋণপত্র ক্রয়ের পরামর্শ দেন। নাজমুল হোসেন ঋণপত্রকে শেয়ারের বিকল্প মনে করেন।
২৪৮. জহিরুল ইসলাম শেয়ার ও ঋণপত্রের বিকল্প হিসেবে কোনটি ক্রয় করতে পারেন? (প্রয়োগ)
ক প্রাপ্য বিল খ প্রদেয় বিল
গ বাণিজ্যিক পত্র ঘ ব্যবসায়িক পত্র
২৪৯. নাজমুল হোসেন যে দুইটি তহবিল উৎসকে সমপর্যায়ের মনে করেন সেগুলো- (উচ্চতর দক্ষতা)
র. দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস
রর. ছোট ছোট লটে বিভক্ত করে বিক্রি করা হয়
ররর. নির্দিষ্ট আয় নিশ্চিত থাকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।