(PDF) এসএসসি‘র হিসাব বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায় নিয়োজিত দীননাথ চক্রবর্তী মাঝে মাঝে অর্থ সংকুলানকল্পে বিভিন্ন উৎস হতে অল্প সময়ের জন্য অর্থের সংস্থান করতেন।
কিন্তু বর্তমানে তিনি তার ব্যবসা প্রসার করে এতদসঙ্গে তাঁতবস্ত্রের ও ব্যবসা শুরু করতে মনস্থির করেছেন এবং এ প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি ১০০টি মেশিনসহ দীর্ঘ ১০ বছরের জন্য নেয়ার লক্ষ্যে কাজ করছেন।
ক. অর্থায়নের উৎসকে মূলত কয় ভাগে ভাগ করা যায়?
খ. ব্যবসা সম্প্রসারণে সঞ্চিতি তহবিলের ভূমিকাটি ব্যাখ্যা কর।
গ. বর্তমানে দীননাথ চক্রবর্তী সাধারণত ব্যবসাক্ষেত্রে কোন ধরনের তহবিলের সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন?
ঘ. তুমি কি মনে কর যে ব্যবসা সম্প্রসারণ আর্থিক সহায়তাকল্পে দীননাথ চক্রবর্তীর অন্যান্য উৎসেরও শরণাপন্ন হতে হবে-উত্তরের পক্ষে যুক্তি দাও।
- উত্তর ডাউনলোড করুন> (PDF) এসএসসি‘র হিসাব বিজ্ঞান ২য় অধ্যায়:MCQ
- উত্তর ডাউনলোড করুন>SSC হিসাব বিজ্ঞান ২য় অধ্যায়:MCQ (PDF)
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC হিসাব বিজ্ঞান ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান ২য় অধ্যায় পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় বিভিন্ন স্কুলের নির্বাচিত MCQ(PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় Questions With Answer (PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় Questions With Answer
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান Questions With Answer MCQ
- উত্তর ডাউনলোড করুন>SSC হিসাব বিজ্ঞান Questions With Answer MCQ(PDF)
- উত্তর ডাউনলোড করুন>SSC হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায়‘ গুরুত্বপূর্ণ বিষয়াদির ধারণা (PDF)
১নং প্রশ্নের উত্তর
ক. অর্থায়নের উৎসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়।
খ. অবণ্টিত মুনাফার যে অংশ ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ করার জন্য একটি তহবিলে আলাদা করে রাখা হয় তাকে সঞ্চিত তহবিল বলে।
এই তহবিল ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ একটি উৎস হিসেবে বিবেচিত হয়। ব্যবসায় সম্প্রসারণ ছাড়াও ভবিষ্যতের কোনো আর্থিক বিপর্যয় মোকাবিলায় এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা ব্যবসায় সম্প্রসারণে সহায়ক।
গ. বর্তমানে জামদানি ব্যবসায়ী দীননাথ চক্রবর্তী তার ব্যবসায় সম্প্রসারণের আর্থিক সমস্যা লিজিং এর মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। লিজিং দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অভিনব পদ্ধতি। যন্ত্রপাতি বা অন্য সম্পত্তি ক্রয় না করে নির্দিষ্ট হারে ভাড়ার বিনিময়ে ব্যবহার করার অধিকার লাভ করাকে লিজিং বলে।
উদ্দীপকে দীননাথ চক্রবর্তীর ব্যবসায়ের আকার যখন ছোট ছিল তখন তিনি বিভিন্ন স্বল্পমেয়াদি উৎস হতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে তার আর্থিক সমস্যা মোকাবিলা করতে পারতেন। কিন্তু বর্তমানে তিনি তার জামদানি ব্যবসায়ের পাশাপাশি তাঁতবস্ত্রের ব্যবসায় শুরু করতে চাচ্ছেন বলে তার দীর্ঘমেয়াদি অর্থায়ন প্রয়োজন।
তাই তিনি নারায়ণগঞ্জের একটি পুরাতন ফ্যাক্টরি ১০০টি মেশিনসহ ১০ বছরের জন্য লিজ নিতে চাচ্ছেন। কারণ কারখানাটি লিজ নিলে কারখানা স্থাপন ও মেশিন কেনা বাবদ তার যে অর্থ ব্যয় হতো তা সাশ্রয় হবে। সেক্ষেত্রে উক্ত অর্থ দ্বারা তিনি তার ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন।
ঘ. ব্যবসায় সম্প্রসারণ আর্থিক সহায়তাকল্পে দীননাথ চক্রবর্তীকে অন্যান্য উৎসেরও শরণাপন্ন হতে হবে বলে আমি মনে করি। কারণ একটি উৎস হতে তহবিল সংগ্রহ করে বৃহদাকার ব্যবসায় গঠন বা পরিচালনা করা যায় না।
উদ্দীপকের জামদানি ব্যবসায়ী দীননাথ চক্রবর্তী বর্তমানে তার ব্যবসায় সম্প্রসারণ করে তাঁতবস্ত্রের ব্যবসায় শুরু করতে চান। এজন্য তার প্রচুর অর্থায়নের অর্থের প্রয়োজন দেখা দেয়। ব্যবসায় সম্প্রসারণের জন্য তিনি লিজিং-এর মাধ্যমে অর্থসংস্থান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু ব্যবসাটি সম্প্রসারিত হওয়ার পর তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্যও অর্থের প্রয়োজন হবে। সেক্ষেত্রে তার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করার প্রয়োজন হতে পারে। তহবিল সংগ্রহ করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের জন্য তাকে বিভিন্ন এনজিও’র শরণাপন্ন হতে পাবে।
ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ক্রেতা থেকে অগ্রিম গ্রহণের মাধ্যমে তার স্বল্পমেয়াদি অর্থসংস্থানেরও প্রয়োজন হতে পারে। সুতরাং ব্যবসায় সম্প্রসারণে আর্থিক সহায়তাকল্পে দীননাথ চক্রবর্তীকে লিজিং এর পাশাপাশি অন্যান্য উৎসেরও শরণাপন্ন হতে হবে বলে আমি মনে করি।
প্রশ্ন-২ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর শফিক আর লেখাপড়া করতে পারেনি। পরবর্তী সময়ে কোথাও চাকরি না পেয়ে চামড়াশিল্পের উপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করতে উৎসাহিত হয়। আর্থিক সমস্যা নিরসনে তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন।
ক. অর্থ আদান-প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া কোনটি?
খ. কোন অর্থায়ন এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল হিসাবে গণ্য হয়? ব্যাখ্যা কর।
গ. শফিককে সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? বর্ণনা কর।
ঘ. শফিকের মতো যুবসমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কী ভূমিকা পালন করতে পারে? আলোচনা কর।
২নং প্রশ্নের উত্তর
ক. অর্থ আদান-প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া হলো স্বল্পমেয়াদি অর্থায়ন।
খ. মধ্যমেয়াদি অর্থায়ন এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল হিসেবে গণ্য হয়। মধ্যমেয়াদি তহবিল দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠানের চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মিটানো হয়।
বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, এনজিও প্রভৃতি প্রতিষ্ঠান হতে কারবারি প্রতিষ্ঠানগুলো মধ্যমেয়াদি তহবিল সংগ্রহ করে থাকে। এরূপ তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ অপেক্ষা বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ হতে কম হয়।
গ. শফিককে সাহায্যকারী আর্থিক প্রতিষ্ঠানটি হলো একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত্ব খাতে গড়ে ওঠে দেশের বিশেষ বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে নিয়োজিত থাকে। যেমন : কৃষি ব্যাংক কৃষি খাতে, শিল্প ব্যাংক শিল্পখাতে ঋণ প্রদান করে থাকে।
উদ্দীপকে শফিক চাকরি না পেয়ে চামড়া শিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় করতে উৎসাহিত হয়। শফিকের চামড়া শিল্প বিশেষ খাত হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শিল্প খাতের উন্নয়নে নিয়োজিত দেশের বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান শিল্প ব্যাংক শফিককে সাহায্য করেছে।
প্রতিষ্ঠানটি তাকে ব্যবসায় শুরু ও পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহে অপেক্ষাকৃত সুবিধাজনক শর্তে মেয়াদি ঋণ দিয়েছে যাতে করে সে দেশের সুষম অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সুতরাং শফিক তার ব্যবসায়ের আর্থিক সমস্যা নিরসনে সরকারি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের সুবিধা পেয়েছে।
ঘ. মধ্যমেয়াদি অর্থায়নের অন্যতম একটি উৎস হলো বেসরকারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান দেশের বেকার যুবকদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকার আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ, পরামর্শ এবং আর্থিক সহায়তা প্রদান করে যাতে তারা ব্যবসায় করে নিজেদের স্বনির্ভর করে তুলতে পারে। উদ্দীপকে নবম শ্রেণিতে উত্তীর্ণ শফিক কোথাও চাকরি না পেয়ে চামড়া শিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় করতে উৎসাহিত হয়।
আর্থিক সমস্যা নিরসনে সে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেয়। বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক, মাইডাস, গ্রামীণ ব্যাংক উল্লেখযোগ্য।
এসব প্রতিষ্ঠান শফিকের মতো বেকার যুবকদের আত্মনির্ভরশীল করতে প্রয়োজনীয় তহবিল সরবরাহের পাশাপাশি তাদেরকে শিল্পস্থাপন ও পরিচালনা বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে শিল্পকারখানা প্রতিষ্ঠায় উৎসাহিত করে।
শিল্পকারখানা প্রতিষ্ঠার পর তারা যাতে সুষ্ঠুভাবে শিল্পপ্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারে সেজন্যও তাদেরকে সহজ শর্তে ঋণ সরবরাহ করে।
সুতরাং বলা যায়, শফিকের মতো যুবসমাজকে স্বনির্ভর করতে তাদেরকে প্রয়োজনীয় তহবিল, প্রশিক্ষণ, পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সহায়তা প্রদান করছে।
অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-৩ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
স্বল্পশিক্ষিত চম্পা সেলাইয়ের কাজ শিখে দর্জি ব্যবসায়ের প্রতি উৎসাহিত হলো। সেলাই মেশিন কেনার জন্য সে সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৭ বছরে পরিশোধযোগ্য আর্থিক সহায়তা গ্রহণ করে। অন্যান্য সহায়তার জন্য সে স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়। [স. বো. ’১৫]
ক. স্বল্পমেয়াদি অর্থায়নের প্রধান উৎস কী?
খ. অবণ্টিত মুনাফা কী? ব্যাখ্যা কর।
গ. চম্পা কোন ধরনের অর্থায়ন উৎস থেকে আর্থিক সহায়তা গ্রহণ করে? বর্ণনা কর।
ঘ. চম্পার মত উদ্যোক্তাদের স্বর্নিভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা মূল্যায়ন কর।
৩নং প্রশ্নের উত্তর
ক. স্বল্পমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে জামানতবিহীন ব্যাংক ঋণ প্রধান উৎস।
খ. নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে ব্যবসায়ে বিনিয়োগ করা হয় তাকে অবণ্টিত মুনাফা বলে।
কোম্পানি প্রতিবছর যে পরিমাণ মুনাফা অর্জন করে তা শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করতে পারে আবার জমাও রাখতে পারে। অর্থায়নের সকল উৎসের মধ্যে অবণ্টিত মুনাফাই শুধুমাত্র একমালিকানা অংশীদারি ও কোম্পানি সকল সংগঠনের জন্য প্রযোজ্য।
গ. চম্পা বহিস্থ তহবিলের দীর্ঘমেয়াদি অর্থায়ন উৎস থেকে আর্থিক সহায়তা গ্রহণ করে। দীর্ঘমেয়াদি অর্থায়নের মেয়াদ হচ্ছে ৫ বছর থেকে ঊর্ধ্বে যেকোনো সময়কাল পর্যন্ত। দীর্ঘমেয়াদি তহবিল ঋণের মাধ্যমে গৃহীত হলে চুক্তি অনুসারে পরিশোধ করতে হয়।
উদ্দীপকের স্বল্পশিক্ষিত চম্পা সেলাইয়ের কাজ শিখে দর্জি ব্যবসায়ের প্রতি উৎসাহিত হয়েছে। কিন্তু এরূপ স্থায়ী কাজের জন্য তার নিকট পর্যাপ্ত পরিমাণে মূলধন নেই। এক্ষেত্রে সে সেলাই মেশিন কেনার জন্য সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৭ বছরে পরিশোধযোগ্য আর্থিক সহায়তা নিয়েছে। এরূপ অর্থায়নের মাধ্যমে সংগৃহীত তহবিলের অস্কার সাধারণত স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি
উৎসের তুলনায় বড় হয়, ফলে এই তহবিল বিভিন্ন স্থায়ী সম্পত্তি যেমন : ভূমি, দালানকোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের জন্য ব্যবহৃত হয়। আর এরূপ তহবিল ঋণের মাধ্যমে গৃহীত হলে তা চুক্তি মোতাবেক পরিশোধ করতে হয়। অর্থাৎ চম্পা যে অর্থায়নের উৎস থেকে মূলধন সংগ্রহ করেছে তার বৈশিষ্ট্য অনুযায়ী বলা যায় এটি দীর্ঘমেয়াদি অর্থায়ন উৎস।
ঘ. চম্পার মত উদ্যোক্তাদের স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মধ্যমেয়াদি অর্থায়নের অন্যতম একটি উৎস হলো বেসরকারি প্রতিষ্ঠান। যেমন : মাইডাস, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক প্রভৃতি প্রতিষ্ঠান এনজিও হিসেবে আইনগত সত্তা লাভ করে যুবসমাজ ও নারীদের বিভিন্ন ধরনের সহায়তা করে।
উদ্দীপকের স্বল্পশিক্ষিত চম্পার দর্জি ব্যবসায়ের সেলাই মেশিন ক্রয়ের জন্য সরকারি আর্থিক প্রতিষ্ঠান সহায়তা প্রদান করেছে। এরূপ অর্থায়নকৃত ঋণ ৭ বছরে মধ্যে সে পরিশোধ করে দিবে। তিনি তার ব্যবসায়ের জন্য আর্থিক সহায়তা ছাড়া অন্যান্য সহযোগিতার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়েছে।
কারণ এরূপ এনজিও এবং ব্যবসায় প্রতিষ্ঠান আর্থিক সহায়তা ছাড়া পরামর্শ দান, প্রশিক্ষণ দান, দক্ষতা বৃদ্ধিকরণ প্রভৃতি ব্যাপারে ব্যক্তি ও ব্যবসায় প্রতিষ্ঠানকে সাহায্য করে থাকে।
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান: চতুর্থ অধ্যায়‘সৃজনশীল প্রশ্ন ও সমাধান (PDF)
- উত্তর ডাউনলোড করুন> ৯ম–১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান: চতুর্থ অধ্যায়‘ প্রশ্নের উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> ৯ম–১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান:৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান:লেনদেনের ধারণা গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC হিসাব বিজ্ঞান:অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭টি(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:বহুনির্বাচনি 28টি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
উদ্দীপকের চম্পা তার আর্থিক সমস্যা নিরসন করেছে সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে। আর এছাড়া সে সরকারি আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেয়।
এরূপ প্রতিষ্ঠান থেকে সে তার ব্যবসায়ের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ পাবে যার মাধ্যমে সে দক্ষতা বৃদ্ধি করতে পারবে। এভাবেই বিভিন্ন ধরনের সহায়তা দানের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান যুবসমাজ ও নারীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠতে সাহায্য করে।
সুতরাং বলা যায়, বেসরকারি প্রতিষ্ঠানগুলো চম্পার মত উদ্দ্যোক্তাদের স্বনির্ভর করার ক্ষেত্রে মধ্যমেয়াদি ঋণ প্রদান ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমেও সহায়তা দিয়ে থাকে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।