(PDF) SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় Questions With Answer>>
১০৭. বাংলাদেশ হতে রপ্তানিকৃত পণ্যদ্রব্যগুলো হলো (অনুধাবন)
র. বিলাসবহুল দ্রব্য
রর. পাটজাত দ্রব্য
ররর. কৃষিজাত দ্রব্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৮. অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
র. মানবকল্যাণের সেবায় নিয়োজিত
রর. মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত
ররর. অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৯. ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে নিচের যে তথ্যগুলো সত্য (অনুধাবন)
র. বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনা
রর. অংশীদারি ব্যবসায় ক্ষতি বহনে ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ
ররর. যৌথ মূলধনী কোম্পানি মূলধন ছোট ঋণে বিভক্ত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১০. ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
র. ব্যবসায় প্রসার
রর. অর্থ সংগ্রহ
ররর. অর্থ ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান Questions With Answer MCQ
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান Questions With Answer MCQ(PDF)
- উত্তর ডাউনলোড করুন>SSC হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায়‘ গুরুত্বপূর্ণ বিষয়াদির ধারণা (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান: চতুর্থ অধ্যায়‘সৃজনশীল প্রশ্ন ও সমাধান (PDF)
- উত্তর ডাউনলোড করুন> ৯ম-১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান: চতুর্থ অধ্যায়‘ প্রশ্নের উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> ৯ম-১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান:৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান:তৃতীয় অধ্যায় দু’তরফা দাখিলা পদ্ধতি
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান:গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১১. ব্যবসায়ে অর্থ সংগ্রহের ক্ষেত্রে উৎস হিসেবে ব্যবহৃত হয় (অনুধাবন)
র. স্বীয় মূলধন
রর. ঋণকৃত মূলধন
ররর. আন্তর্জাতিক তহবিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১২. বাংলাদেশে জনপ্রিয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো হলো (অনুধাবন)
র. একমালিকানা ব্যবসায়
রর. সমবায় সংগঠন
ররর. অংশীদারি ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৩. ক্ষুদ্র ও কুটির শিল্পে অন্তর্ভুক্ত (অনুধাবন)
র. মুদি দোকান
রর. সেলুন
ররর. বুটিক শপ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৪. বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থিক প্রতিষ্ঠান হলো (অনুধাবন)
র. আইসিবি
রর. বাংলাদেশ গৃহনির্মাণ অর্থায়ন সংস্থা
ররর. বাংলাদেশ কৃষি ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৫. শেয়ার ছাড়াও কোম্পানি বিনিয়োগের জন্য তহবিল সংগ্রহ করতে পারে (উচ্চতর দক্ষতা)
র. সম্পত্তি বিক্রির মাধ্যমে
রর. বন্ড বিক্রির মাধ্যমে
ররর. ডিবেঞ্চার বিক্রির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৬. ব্যাংকিং প্রতিষ্ঠানের মুনাফা হলো (অনুধাবন)
র. ধার্যকৃত ও প্রদেয় সুদের হারের পার্থক্য
রর. ব্যাংকিং প্রতিষ্ঠানের মূল লক্ষ্য
ররর. ব্যাংকিং প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৭. অর্থায়নের প্রয়োগ রয়েছে (অনুধাবন)
র. পরিবারে
রর. অব্যবসায়ী প্রতিষ্ঠানে
ররর. ব্যাংকিং প্রতিষ্ঠানে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১১৮ ও ১১৯ নং প্রশ্নের উত্তর দাও :
হানিফ সরকার চন্দনাইশ থানার বড় বাজারে একটি দর্জি দোকান দিয়েছেন। তিনি তার নিজস্ব তহবিল এবং বড় ভাইয়ের কাছ থেকে ঋণ নিয়ে দোকানের জন্য সেলাই মেশিন,
সুই, সুতা, কাঁচি, বোতাম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করেন। দোকানের নৈমিত্তিক খরচগুলো মিটিয়ে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন।
১১৮. হানিফ সরকারের দর্জি দোকানটি কোন ধরনের প্রতিষ্ঠান? (প্রয়োগ)
ক একমালিকানা প্রতিষ্ঠান খ অংশীদারি প্রতিষ্ঠান
গ যৌথ মূলধনী কোম্পানি ঘ সমবায় সমিতি
১১৯. হানিফ সরকারের ব্যবসায়ের প্রয়োজনীয় তহবিল গঠন করা যায় (উচ্চতর দক্ষতা)
র. মালিকের একক বিনিয়োগে
রর. অংশীদারদের যৌথ বিনিয়োগে
ররর. গ্রামীণ মহাজন থেকে গৃহীত ঋণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
কারবারি অর্থায়নের গুরুত্ব ¡ পৃষ্ঠা-৭
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২০. ব্যবসায় প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস করা যায় কীভাবে? (অনুধাবন)
ক ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে
খ উদ্যোক্তাদের শিক্ষিত করে
গ সুচিন্তিত ও সুদক্ষ অর্থায়ন নিশ্চিত করে
ঘ উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করে
১২১. ব্যবসায় প্রতিষ্ঠানসমূহে নিত্যনৈমিত্তিক ঘটনা কোনটি? (জ্ঞান)
ক কর্মচারী সংকট খ কাঁচামাল সংকট
গ আর্থিক সংকট ঘ ব্যবস্থাপক সংকট
১২২. ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ ঋণের জন্য আবেদন করলে কাক্সিক্ষত সময়ের মধ্যে তা পাওয়া অসম্ভব কেন? (প্রয়োগ)
ক অধিক হারে সুদের ব্যবস্থা থাকায়
খ প্রতিষ্ঠানের মুনাফা অনিশ্চিত হওয়ায়
গ আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত না হওয়ায়
ঘ আর্থিক স্বল্পতা থাকায়
১২৩. বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা সাধারণত কী হিসেবে বিবেচিত? (জ্ঞান)
ক অশিক্ষিত খ শিক্ষিত
গ স্বল্প শিক্ষিত ঘ অধিক শিক্ষিত
১২৪. উদ্যোক্তারা কেন আর্থিক ক্ষতির সম্মুখীন হয়? (অনুধাবন)
ক সঠিকভাবে ব্যবসায় গঠন করতে না পারায়
খ সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনায় অক্ষম থাকায়
গ প্রয়োজনীয় অর্থ সংকট থাকায়
ঘ ব্যবসায়ের লাভজনক খাত নির্বাচনে ব্যর্থ হওয়ায়
১২৫. সর্বোচ্চ মুনাফা অর্জনে কীভাবে সফলকাম হওয়া যায়? (অনুধাবন)
ক পরিকল্পনামাফিক অর্থের সদ্ব্যবহার করে
খ উৎপাদন খরচের পরিমাণ বাড়িয়ে
গ অধিক সুদে ঋণ গ্রহণ করে
ঘ কম মূল্যের দ্বারা বিক্রয় বাড়িয়ে
১২৬. প্রতিযোগিতার বাজারে মুনাফা অর্জন করতে একজন ব্যবসায়ী নিচের কোন কাজটি করবে? (প্রয়োগ)
ক সর্বোচ্চ বিক্রয়মূল্য নির্ধারণ খ উৎপাদন ও বিক্রয় খরচ কমিয়ে দেবে
গ পরিকল্পনামাফিক অর্থের সদ্ব্যবহার ঘ যথাসম্ভব অধিক অর্থায়ন
১২৭. একজন ব্যবসায়ী কীভাবে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থসংস্থান করতে পারবে? (প্রয়োগ)
ক কারখানা ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে
খ প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে
গ অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে
ঘ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে
১২৮. জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে কোনটি? (জ্ঞান)
ক উৎপাদনমুখী বিনিয়োগ খ রক্ষণশীল বিনিয়োগ
গ সেবামূলক বিনিয়োগ ঘ আমদানিমুখী বিনিয়োগ
১২৯. মি. ফয়সাল একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। নতুন অর্ডার পাওয়ায় তার কাঁচামালের সরবরাহ প্রয়োজন। কিন্তু অর্থ সংকটের জন্য সে উপযুক্ত পরিমাণ কাঁচামাল কিনতে অপরাগ হয়। এ জন্য মি. ফয়সালের কোন ধারণা থাকা প্রয়োজন? (প্রয়োগ)
ক উৎপাদন সংক্রান্ত খ প্রকল্প সংক্রান্ত
গ পরিকল্পনা সংক্রান্ত ঘ অর্থায়ন সংক্রান্ত
১৩০. বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে মুনাফা অর্জন করার জন্য একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করতে হয়। এজন্য একজন ব্যবসায়ীর কোন জ্ঞান থাকা প্রয়োজন? (উচ্চতর দক্ষতা)
ক হিসাববিজ্ঞান বিষয়ক জ্ঞান খ অর্থ পরিকল্পনা বিষয়ক জ্ঞান
গ অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান ঘ ব্যাংকিং ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩১. প্রতিযোগিতামূলক মুক্ত বাজার ব্যবস্থায় মুনাফা অর্জনের জন্য বিশেষ গুরুত্বের সাথে অর্থায়ন করতে হয় (অনুধাবন)
র. সরকারি প্রতিষ্ঠানকে
রর. বেসরকারি প্রতিষ্ঠানকে
ররর. আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩২. সুচিিহ্নত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর (উচ্চতর দক্ষতা)
র. মুনাফা বৃদ্ধি পায়
রর. শেয়ারহোল্ডার হ্রাস পায়
ররর. ঝুঁকি হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৩. অনগ্রসর ব্যাংক ব্যবস্থার কারণে ব্যবসায়ীদের অর্থ সংকট হতে উদ্ভুত সমস্যা মোকাবিলায় (উচ্চতর দক্ষতা)
র. পরিকল্পনামাফিক আয়কর কমানোর ব্যবস্থা করতে হয়
রর. পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে হয়
ররর. সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৪. বাংলাদেশের ক্ষুদ্র প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য (প্রয়োগ)
র. উদ্যোক্তারা স্বল্পশিক্ষিত
রর. আর্থিক অব্যবস্থাপনা
ররর. মুনাফার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৫. বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করলে (প্রয়োগ)
র. কোম্পানির দায় বৃদ্ধি পায়
রর. শেয়ারহোল্ডারদের অধিকার প্রতিষ্ঠা পায়
ররর. কোম্পানির স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
কারবারি অর্থায়নের নীতি ¡ পৃষ্ঠা-৮
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৬. নগদ তহবিলের সাথে কোনটির বিপরীত সম্পর্ক বিদ্যমান? (জ্ঞান)
ক মুনাফা খ ব্যবসায়িক কার্যক্রম
গ তারল্য ঘ ঝুঁকি
১৩৭. নিচের কোন বাক্যটি সঠিক? (অনুধাবন)
ক নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান
খ নগদ ও মুনাফার মধ্যে সহায়ক সম্পর্ক বিদ্যমান
গ নগদ অর্থ ও মুনাফার মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান
ঘ নগদ অর্থ ও মুনাফার মধ্যে কোনো সম্পর্ক নেই
১৩৮. নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়। আবার মুনাফা বৃদ্ধি-কল্পে বেশি বিনিয়োগ করা হলে কোনটি হয়? (উচ্চতর দক্ষতা)
ক ঝুঁকি বৃদ্ধি খ তারল্য বৃদ্ধি
গ তারল্যে ঘাটতি ঘ মুনাফা হ্রাস
১৩৯. একজন মুদি দোকানি যদি তার প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থের একটা বিরাট অংশ ব্যাংকে রেখে দেয় তাহলে কোনটি ঘটবে? (প্রয়োগ)
ক মুনাফা কমে যাবে খ নগদ অর্থ বেড়ে যাবে
গ তারল্য ঘাটতি দেখা দিবে ঘ দীর্ঘমেয়াদি মূলধন বেড়ে যাবে
১৪০. কারবারের তারল্য বজায় রাখতে কোনটি প্রস্তুত করা প্রয়োজন? (প্রয়োগ)
ক আমদানি বাজেট খ রপ্তানি বাজেট
গ নগদ অর্থ প্রবাহের বাজেট ঘ বিনিয়োগ বাজেট
১৪১. নিয়ামত উল্লাহ তার দোকানের বিক্রয়লব্ধ অর্থের সমস্তটাই কাঁচামাল ক্রয়ে ব্যয় করেন।এতে তার ব্যবসায়ে কোনটি হবে? (প্রয়োগ)
ক নগদ অর্থ হ্রাস পাবে
খ মুনাফা প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি পাবে
গ তারল্য বজায় থাকবে
ঘ তারল্য ঘাটতি দেখা দিবে
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান:লেনদেনের ধারণা গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC হিসাব বিজ্ঞান:অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭টি(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:বহুনির্বাচনি 28টি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
১৪২. শাহীন তার ছোট ভাই শামীমকে তার কারবার পরিচালনার দায়িত্ব দিলেন এবং অর্থায়নে ঝুঁকির ধারণা বুঝিয়ে দিলেন। তিনি শামীমকে সর্বদা মুনাফা বৃদ্ধির চেষ্টা করতে নিষেধ করলেন কেন? (উচ্চতর দক্ষতা)
ক অধিক মুনাফা ব্যবসায়িক শত্রু সৃষ্টি করে বলে
খ অধিক মুনাফা হলে অধিক কর দিতে হয় বলে
গ মুনাফা বৃদ্ধির সাথে সাথে ঝুঁকি বৃদ্ধি পায় বলে
ঘ মুনাফা বৃদ্ধিতে অধিক বিনিয়োগ প্রয়োজন হয় বলে
১৪৩. উপযুক্ততার নীতি অনুসারে কোনটি সঠিক? (অনুধাবন)
ক স্বল্পমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা
খ দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা
গ স্থায়ী মূলধন দিয়ে প্রতিষ্ঠানকে চালিয়ে রাখা
ঘ স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন সরবরাহ করা
১৪৪. ব্যবসায় প্রতিষ্ঠানে চলতি মূলধন কেন প্রয়োজন? (অনুধাবন)
ক প্রতিষ্ঠানের দালানকোঠা নির্মাণের জন্য
খ প্রতিষ্ঠানের মেশিন ক্রয় করার জন্য
গ প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য
ঘ প্রতিষ্ঠানের জন্য জমি ক্রয় করতে
১৪৫. স্থায়ী ব্যয় নির্বাহ করতে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়? (জ্ঞান)
ক মধ্যমেয়াদি খ দীর্ঘমেয়াদি
গ স্বল্পমেয়াদি ঘ অনির্দিষ্ট মেয়াদি
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।