(PDF) SSC হিসাব বিজ্ঞান:অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
SSC হিসাব বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা: আজ হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান এর অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর জেনে নেওয়ার চেষ্টা করবো। এছাড়া ফ্রি পিডিএফ ফাইলসহ দেওয়া হলো। সুবিধা মতো পড়ার জন্য নিচে লিংক দেওয়া আছে। প্রয়োজনে ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
(PDF) SSC হিসাব বিজ্ঞান:অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
Luca Pacioli (1445–1517)
লুকা প্যাসিওলি একজন ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক ছিলেন। ১৪৯৪ খ্রিষ্টাব্দে তিনি সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা নামে একটি গ্রন্থ লিখেন। এই গ্রন্থে সর্বপ্রথম হিসাব রক্ষণের মূলনীতি “দু’তরফা দাখিলা” ব্যাখ্যা করা হয়।
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সেলিম খান ব্রাদার্সের দৈনন্দিন আর্থিক লেনদেনগুলো প্রতিষ্ঠানের হিসাবের বইতে যথাযথভাবে লিপিবদ্ধ করেন। এছাড়াও
তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে ১৫,০০০ টাকা পর্যন্ত ব্যয় করার ক্ষমতা রাখেন। আগামী মাসে প্রতিষ্ঠানের প্রয়োজনে তাকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে বলে তিনি ধারণা করছেন।
৬০. জনাব সেলিম খান ব্রাদার্সে মূলত কোন কাজটি করেন? (প্রয়োগ)
ক হিসাব সংরক্ষণ খ নগদ সংরক্ষণ
গ ব্যয় নির্বাহ ঘ আর্থিক অবস্থা নিরূপণ
৬১. উপরিউক্ত পরিস্থিতিতে জনাব সেলিমের জন্য কোন পদক্ষেপটি গ্রহণ করা অধিক যুক্তিযুক্ত? (উচ্চতর দক্ষতা)
ক আয় বৃদ্ধি করা খ ব্যয় নিয়ন্ত্রণ করা
গ মালিকের সাথে আলোচনা করা ঘ নিজে খরচ করার সিদ্ধান্ত নেয়া
হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬২. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি? (জ্ঞান)
ক ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করা
খ সঠিকভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করা
গ ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করা
ঘ প্রতারণা ও জালিয়াতি রোধ করা
৬৩. লাভক্ষতির পরিমাণ নির্ণয় করার প্রয়োজনীয়তা কোনটি? (অনুধাবন)
ক ব্যবসায়ের স্থায়ী সম্পদের পরিমাণ জানা
খ ব্যবসায়ের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭টি(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:বহুনির্বাচনি 28টি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:রোস্তম‘র অনুধাবনমূলক-দক্ষতাস্তরের প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:সোহরাব রোস্তম এর সৃজনশীল প্রশ্ন ও উত্তর
গ ব্যবসায়ের মূলধন কাঠামো সম্পর্কে ধারণা লাভ করা
ঘ ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা
৬৪. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
ক লেনদেনসমূহ সুষ্ঠুভাবে সম্পাদন করা
খ লেনদেনসমূহ সঠিকভাবে লিপিবদ্ধ করা
গ লেনদেন সম্পাদনে সচেতনতা অবলম্বন করা
ঘ লেনদেনসমূহ দীর্ঘদিন মনে রাখা
৬৫. প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ কীভাবে লিপিবদ্ধ করতে হবে? (অনুধাবন)
ক লেনদেন সম্পাদিত হওয়ার সাথে সাথে
খ লেনদেন সংরক্ষণকারীর সুবিধা মতো
গ সুবিধাজনক পদ্ধতি ব্যবহার করে
ঘ সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে
৬৬. কীভাবে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়? (অনুধাবন)
ক লেনদেন লিপিবদ্ধ করে খ ক্রয়-বিক্রয়ের পরিমাণ নির্ণয় করে
গ লাভ-ক্ষতি নির্ণয় করে ঘ রেওয়ামিল প্রস্তুত করে
৬৭. ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করার জন্য কোনটি প্রয়োজন? (অনুধাবন)
ক যাবতীয় ক্রয় ও বিক্রয় সঠিকভাবে লিপিবদ্ধ করা
খ যাবতীয় লেনদেনসমূহ সুষ্ঠুভাবে সম্পাদন করা
গ সুনির্দিষ্ট পদ্ধতিতে সম্পদ ক্রয় করা
ঘ যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করা
৬৮. জনাব মোহন তার ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে চায়। এজন্য তাকে কী করতে হবে? (অনুধাবন)
ক সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব নির্ণয় খ মোট মুনাফা নির্ণয়
গ নিট মুনাফা নির্ণয় ঘ মোট সম্পত্তি ও মোট দায় নির্ণয়
৬৯. প্রতিষ্ঠানের কাক্সিক্ষত ফলাফল কীভাবে অর্জন করা যায়? (অনুধাবন)
ক আয় বৃদ্ধি করে খ মুনাফা বৃদ্ধি করে
গ ব্যয় নিয়ন্ত্রণ করে ঘ ব্যয়খাতসমূহ লিপিবদ্ধ করে
৭০. হিসাববিজ্ঞান কীভাবে ব্যবসায়ের ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে? (অনুধাবন)
ক যাবতীয় আয় সঠিকভাবে লিপিবদ্ধ করে
খ যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করে
গ যাবতীয় প্রতারণা ও জালিয়াতি রোধ করে
ঘ যাবতীয় খরচ সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করে
৭১. সুষ্ঠুভাবে হিসাব না রাখলে কোনটি করা অসম্ভব? (অনুধাবন)
ক ব্যক্তি ও পারিবারিক জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ
খ সুষ্ঠুভাবে সমাজে জীবনধারণ করা
গ সমাজ জীবনে সংঘটিত সমস্যাসমূহের সমাধান
ঘ ব্যবসায়ের লাভক্ষতি ও আর্থিক অবস্থা নির্ণয়
৭২. কর, ভ্যাট, আয়কর নির্ণয়ের জন্য কোন বিষয়ক জ্ঞানের প্রয়োজন হয়? (অনুধাবন)
ক বাণিজ্য নীতিমালা খ আমদানি-রপ্তানি নীতি
গ হিসাববিজ্ঞান ঘ অর্থনীতি
৭৩. ব্যবসায়ের মুনাফা বা ক্ষতির পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা প্রয়োজন? (অনুধাবন)
ক লেনদেনের জাবেদা বই খ লেনদেনের খতিয়ান হিসাব
গ বিশদ আয় বিবরণী ঘ আর্থিক অবস্থার বিবরণী
৭৪. জনাব মজিদ তার ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে চান। এ জন্য তাকে কোনটি নির্ণয় করতে হবে? (প্রয়োগ)
ক বিক্রয়ের পরিমাণ খ সম্পত্তির পরিমাণ
গ লাভ-ক্ষতির পরিমাণ ঘ মূলধনের পরিমাণ
৭৫. ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করার জন্য কোনটি প্রয়োজন হয়? (অনুধাবন)
ক যাবতীয় ক্রয় ও বিক্রয় সঠিকভাবে লিপিবদ্ধ করা
খ যাবতীয় লেনদেনসমূহ সুষ্ঠুভাবে সম্পাদন করা
গ সুনির্দিষ্ট পদ্ধতিতে লেনদেন শ্রেণিবিন্যাস করা
ঘ যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করা
৭৬. প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কীভাবে নেওয়া যায়? (অনুধাবন)
ক একাধিক আর্থিক বছরের বিবরণীর তুলনামূলক বিশ্লেষণ করে
খ চলতি বছরের আর্থিক বিবরণী প্রস্তুত করে
গ দক্ষ ব্যবস্থাপকদের দ্বারা পরিকল্পনা প্রণয়ন করে
ঘ প্রতিষ্ঠানের সম্পত্তির উপর বিশেষ গুরুত্ব প্রদান করে
৭৭. প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা অর্জন করতে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
ক বিক্রয় বৃদ্ধি খ ব্যয় বৃদ্ধি গ মূলধন বৃদ্ধি ঘ অপচয় রোধ
৭৮. কোনো প্রতিষ্ঠান তার উপর ধার্যকৃত কর, শুল্ক, আয়কর প্রভৃতি যথাযথভাবে পরিশোধ করছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় কীভাবে? (অনুধাবন)
ক মুনাফা নির্ণয় করে খ হিসাব পর্যালোচনা করে
গ সম্পত্তি নির্ণয় করে ঘ মূলধন নির্ণয় করে
৭৯. আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাববিজ্ঞানের কী? (জ্ঞান)
ক প্রধান উদ্দেশ্য খ মহৎ উদ্দেশ্য
গ বিশেষ উদ্দেশ্য ঘ একমাত্র উদ্দেশ্য
৮০. প্রতিষ্ঠানের আয়কর নির্ধারণের জন্য কোনটি প্রয়োজন? (জ্ঞান)
ক আয় ব্যয় নির্ণয় খ হিসাব সংরক্ষণ
গ মুনাফা নির্ণয় ঘ আর্থিক অবস্থা বিশ্লেষণ
৮১. আর্থিক সচ্ছলতা অর্জন করা যায় কীভাবে? (অনুধাবন)
ক ব্যয় নিয়ন্ত্রণ করে খ ধর্মীয় অনুশাসন মেনে চলে
গ সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঘ সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে
৮২. জলিল একজন পাইকারি ব্যবসায়ী। ব্যবসায়ে চলতি মূলধনের প্রয়োজনে ব্যাংক ঋণ নিতে ইচ্ছুক। এক্ষেত্রে তার কী করা প্রয়োজন? (প্রয়োগ)
ক আয় নির্ণয় করা খ ব্যয় নির্ণয় করা
গ সঠিক হিসাব রাখা ঘ সম্পদ ও দায় বৃদ্ধি করা
৮৩. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় হয় কীভাবে? (অনুধাবন)
ক প্রতিষ্ঠানিক লেনদেনের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে
খ অনুদান প্রাপ্তির সঠিক হিসাব রাখার মাধ্যমে
গ অর্থ প্রাপ্তি-প্রদানের সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে
ঘ হিসাব সংরক্ষণে নিরীক্ষক নিয়োগের মাধ্যমে
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:মার্চেন্ট অব শেক্সপিয়ার‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:মার্চেন্ট অব শেক্সপিয়ার‘বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৪. আয়কর, মূল্য সংযোজন কর ও ব্যক্তিগত আয়কর প্রদানের জন্য ব্যবহার করা হয় কোনটি? (জ্ঞান)
ক হিসাববিজ্ঞানের জ্ঞান খ আমদানি রপ্তানির নীতি
গ ব্যবসায় বাণিজ্য নীতিমালা ঘ সাধারণ শিক্ষার জ্ঞান
৮৫. সরকারের রাজস্ব আদায় এবং তা বিভিন্ন উন্নয়নমূলক খাতে ব্যবহার করার ক্ষেত্রে কোনটি সহায়ক ভূমিকা পালন করে? (জ্ঞান)
ক হিসাবরক্ষক খ কর আদায়কারী গ হিসাববিজ্ঞান ঘ ব্যাংক
৮৬. সুন্দর-সুশৃঙ্খল ও মিত্যব্যয়ী জীবন গঠনে কোনটি প্রয়োজন? (জ্ঞান)
ক হিসাব রাখা খ গবেষণা করা
গ ব্যয় হ্রাস করা ঘ দু’তরফা দাখিলা পদ্ধতি
৮৭. সরকারের বিভিন্ন কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনে হিসাববিজ্ঞান কী ধরনের ভূমিকা পালন করে? (জ্ঞান)
ক মুখ্য খ সহায়ক
গ প্রধান ঘ বিশ্লেষণমূলক
৮৮. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে কোনটির বিকল্প নেই? (জ্ঞান)
ক হিসাব সচেতনতা বৃদ্ধির খ জবাবদিহিতার সৃষ্টির
গ মূল্যবোধ সৃষ্টির ঘ হিসাববিজ্ঞানের
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।