(PDF) SSC হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার প্রশ্নোত্তর

(PDF) SSC হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার প্রশ্নোত্তর

SSC হিসাব বিজ্ঞান বিভাগের  প্রিয় শিক্ষার্থীরা: আজ হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান এর বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার প্রশ্নোত্তর জেনে নেওয়ার চেষ্টা করবো। এছাড়া  ফ্রি পিডিএফ ফাইলসহ দেওয়া হলো। সুবিধা মতো পড়ার জন্য নিচে লিংক দেওয়া আছে। প্রয়োজনে ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।

(PDF) SSC হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার প্রশ্নোত্তর

Luca  Pacioli (14451517)

লুকা প্যাসিওলি একজন ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক ছিলেন। ১৪৯৪ খ্রিষ্টাব্দে তিনি সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা নামে একটি গ্রন্থ লিখেন। এই গ্রন্থে সর্বপ্রথম হিসাব রক্ষণের মূলনীতি “দু’তরফা দাখিলা” ব্যাখ্যা করা হয়।

হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬২. হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি? (জ্ঞান)
ক ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করা

খ সঠিকভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করা
গ ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করা
ঘ প্রতারণা ও জালিয়াতি রোধ করা

৬৩. লাভক্ষতির পরিমাণ নির্ণয় করার প্রয়োজনীয়তা কোনটি? (অনুধাবন)
ক ব্যবসায়ের স্থায়ী সম্পদের পরিমাণ জানা

খ ব্যবসায়ের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা
গ ব্যবসায়ের মূলধন কাঠামো সম্পর্কে ধারণা লাভ করা
ঘ ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা

৬৪. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
ক লেনদেনসমূহ সুষ্ঠুভাবে সম্পাদন করা

খ লেনদেনসমূহ সঠিকভাবে লিপিবদ্ধ করা
গ লেনদেন সম্পাদনে সচেতনতা অবলম্বন করা
ঘ লেনদেনসমূহ দীর্ঘদিন মনে রাখা

৬৫. প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ কীভাবে লিপিবদ্ধ করতে হবে? (অনুধাবন)
ক লেনদেন সম্পাদিত হওয়ার সাথে সাথে
খ লেনদেন সংরক্ষণকারীর সুবিধা মতো

গ সুবিধাজনক পদ্ধতি ব্যবহার করে
ঘ সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে

৬৬. কীভাবে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়? (অনুধাবন)
ক লেনদেন লিপিবদ্ধ করে খ ক্রয়-বিক্রয়ের পরিমাণ নির্ণয় করে
গ লাভ-ক্ষতি নির্ণয় করে ঘ রেওয়ামিল প্রস্তুত করে

৬৭. ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করার জন্য কোনটি প্রয়োজন? (অনুধাবন)
ক যাবতীয় ক্রয় ও বিক্রয় সঠিকভাবে লিপিবদ্ধ করা

খ যাবতীয় লেনদেনসমূহ সুষ্ঠুভাবে সম্পাদন করা
গ সুনির্দিষ্ট পদ্ধতিতে সম্পদ ক্রয় করা
ঘ যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করা

৬৮. জনাব মোহন তার ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে চায়। এজন্য তাকে কী করতে হবে? (অনুধাবন)
ক সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব নির্ণয় খ মোট মুনাফা নির্ণয়
গ নিট মুনাফা নির্ণয় ঘ মোট সম্পত্তি ও মোট দায় নির্ণয়

৬৯. প্রতিষ্ঠানের কাক্সিক্ষত ফলাফল কীভাবে অর্জন করা যায়? (অনুধাবন)
ক আয় বৃদ্ধি করে খ মুনাফা বৃদ্ধি করে
গ ব্যয় নিয়ন্ত্রণ করে ঘ ব্যয়খাতসমূহ লিপিবদ্ধ করে

৭০. হিসাববিজ্ঞান কীভাবে ব্যবসায়ের ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে? (অনুধাবন)
ক যাবতীয় আয় সঠিকভাবে লিপিবদ্ধ করে

খ যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করে
গ যাবতীয় প্রতারণা ও জালিয়াতি রোধ করে
ঘ যাবতীয় খরচ সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করে

৭১. সুষ্ঠুভাবে হিসাব না রাখলে কোনটি করা অসম্ভব? (অনুধাবন)
ক ব্যক্তি ও পারিবারিক জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ

খ সুষ্ঠুভাবে সমাজে জীবনধারণ করা
গ সমাজ জীবনে সংঘটিত সমস্যাসমূহের সমাধান
ঘ ব্যবসায়ের লাভক্ষতি ও আর্থিক অবস্থা নির্ণয়

৭২. কর, ভ্যাট, আয়কর নির্ণয়ের জন্য কোন বিষয়ক জ্ঞানের প্রয়োজন হয়? (অনুধাবন)
ক বাণিজ্য নীতিমালা খ আমদানি-রপ্তানি নীতি
গ হিসাববিজ্ঞান ঘ অর্থনীতি

৭৩. ব্যবসায়ের মুনাফা বা ক্ষতির পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা প্রয়োজন? (অনুধাবন)
ক লেনদেনের জাবেদা বই খ লেনদেনের খতিয়ান হিসাব
গ বিশদ আয় বিবরণী ঘ আর্থিক অবস্থার বিবরণী

৭৪. জনাব মজিদ তার ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে চান। এ জন্য তাকে কোনটি নির্ণয় করতে হবে? (প্রয়োগ)
ক বিক্রয়ের পরিমাণ খ সম্পত্তির পরিমাণ
গ লাভ-ক্ষতির পরিমাণ ঘ মূলধনের পরিমাণ

৭৫. ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করার জন্য কোনটি প্রয়োজন হয়? (অনুধাবন)
ক যাবতীয় ক্রয় ও বিক্রয় সঠিকভাবে লিপিবদ্ধ করা

খ যাবতীয় লেনদেনসমূহ সুষ্ঠুভাবে সম্পাদন করা
গ সুনির্দিষ্ট পদ্ধতিতে লেনদেন শ্রেণিবিন্যাস করা
ঘ যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করা

৭৬. প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কীভাবে নেওয়া যায়? (অনুধাবন)
ক একাধিক আর্থিক বছরের বিবরণীর তুলনামূলক বিশ্লেষণ করে
খ চলতি বছরের আর্থিক বিবরণী প্রস্তুত করে

গ দক্ষ ব্যবস্থাপকদের দ্বারা পরিকল্পনা প্রণয়ন করে
ঘ প্রতিষ্ঠানের সম্পত্তির উপর বিশেষ গুরুত্ব প্রদান করে

৭৭. প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা অর্জন করতে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
ক বিক্রয় বৃদ্ধি খ ব্যয় বৃদ্ধি গ মূলধন বৃদ্ধি ঘ অপচয় রোধ

৭৮. কোনো প্রতিষ্ঠান তার উপর ধার্যকৃত কর, শুল্ক, আয়কর প্রভৃতি যথাযথভাবে পরিশোধ করছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় কীভাবে? (অনুধাবন)
ক মুনাফা নির্ণয় করে খ হিসাব পর্যালোচনা করে
গ সম্পত্তি নির্ণয় করে ঘ মূলধন নির্ণয় করে

৭৯. আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাববিজ্ঞানের কী? (জ্ঞান)
ক প্রধান উদ্দেশ্য খ মহৎ উদ্দেশ্য
গ বিশেষ উদ্দেশ্য ঘ একমাত্র উদ্দেশ্য

৮০. প্রতিষ্ঠানের আয়কর নির্ধারণের জন্য কোনটি প্রয়োজন? (জ্ঞান)
ক আয় ব্যয় নির্ণয় খ হিসাব সংরক্ষণ
গ মুনাফা নির্ণয় ঘ আর্থিক অবস্থা বিশ্লেষণ

৮১. আর্থিক সচ্ছলতা অর্জন করা যায় কীভাবে? (অনুধাবন)
ক ব্যয় নিয়ন্ত্রণ করে খ ধর্মীয় অনুশাসন মেনে চলে
গ সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঘ সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে

৮২. জলিল একজন পাইকারি ব্যবসায়ী। ব্যবসায়ে চলতি মূলধনের প্রয়োজনে ব্যাংক ঋণ নিতে ইচ্ছুক। এক্ষেত্রে তার কী করা প্রয়োজন? (প্রয়োগ)
ক আয় নির্ণয় করা খ ব্যয় নির্ণয় করা
গ সঠিক হিসাব রাখা ঘ সম্পদ ও দায় বৃদ্ধি করা

৮৩. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় হয় কীভাবে? (অনুধাবন)
ক প্রতিষ্ঠানিক লেনদেনের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে

খ অনুদান প্রাপ্তির সঠিক হিসাব রাখার মাধ্যমে
গ অর্থ প্রাপ্তি-প্রদানের সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে
ঘ হিসাব সংরক্ষণে নিরীক্ষক নিয়োগের মাধ্যমে

৮৪. আয়কর, মূল্য সংযোজন কর ও ব্যক্তিগত আয়কর প্রদানের জন্য ব্যবহার করা হয় কোনটি? (জ্ঞান)
কহিসাববিজ্ঞানের জ্ঞান খ আমদানি রপ্তানির নীতি
গ ব্যবসায় বাণিজ্য নীতিমালা ঘ সাধারণ শিক্ষার জ্ঞান

৮৫. সরকারের রাজস্ব আদায় এবং তা বিভিন্ন উন্নয়নমূলক খাতে ব্যবহার করার ক্ষেত্রে কোনটি সহায়ক ভূমিকা পালন করে? (জ্ঞান)
ক হিসাবরক্ষক খ কর আদায়কারী গ হিসাববিজ্ঞান ঘ ব্যাংক

৮৬. সুন্দর-সুশৃঙ্খল ও মিত্যব্যয়ী জীবন গঠনে কোনটি প্রয়োজন? (জ্ঞান)
ক হিসাব রাখা খ গবেষণা করা
গ ব্যয় হ্রাস করা ঘ দু’তরফা দাখিলা পদ্ধতি

৮৭. সরকারের বিভিন্ন কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনে হিসাববিজ্ঞান কী ধরনের ভূমিকা পালন করে? (জ্ঞান)
ক মুখ্য খ সহায়ক
গ প্রধান ঘ বিশ্লেষণমূলক

৮৮. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে কোনটির বিকল্প নেই? (জ্ঞান)
ক হিসাব সচেতনতা বৃদ্ধির খ জবাবদিহিতার সৃষ্টির
গ মূল্যবোধ সৃষ্টির ঘ হিসাববিজ্ঞানের

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৮৯. হিসাব না রাখলে অসম্ভব (অনুধাবন)
র. ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করা

রর. ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরূপণ করা
ররর. অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯০. হিসাববিজ্ঞানের মূল বিষয় হচ্ছে (অনুধাবন)
র. সংঘটিত লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ

রর. লেনদেনের ফলাফল নির্ণয়
ররর. আর্থিক অবস্থা নিরূপণ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯১. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো (অনুধাবন)
র. লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতিতে লিপিবদ্ধ করা

রর. ব্যবসায়ের আর্থিক ফলাফল নির্ণয় করা
ররর. ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরূপণ করা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯২. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করতে প্রয়োজন (অনুধাবন)
র. প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ নির্ণয় করা

রর. প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ নির্ণয় করা
ররর. প্রতিষ্ঠানের মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯৩. হিসাববিজ্ঞানের মাধ্যমে সম্ভব হয় (অনুধাবন)
র. ব্যয় নিয়ন্ত্রণ

রর. প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধ
ররর. সম্পদ, দায় ও মালিকানা স্বত্ত্বের পরিমাণ নির্ণয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯৪. ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ দ্বারা ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি রোধ করা যায়- (অনুধাবন)
র. প্রতিষ্ঠানের প্রতারণা

রর. প্রতিষ্ঠানের জালিয়াতি
ররর. মুনাফা জাতীয় খরচ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯৫. ব্যবসায়ের লাভ-ক্ষতি নিরূপণ সম্ভব হয় (অনুধাবন)
র. যাবতীয় আয় লিপিবদ্ধকরণের মাধ্যমে

রর. যাবতীয় ব্যয় লিপিবদ্ধকরণের মাধ্যমে
ররর. যাবতীয় দায় লিপিবদ্ধকরণের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯৬. সিরাজুল ইসলাম গত বছর সিজস্ব মূলধন বিনিয়োগ করে একটি একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। তিনি তার প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করেছেন। তাই চাইলে এখন তিনি তার ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করেতে নির্ণয় করতে পারবেন- (প্রয়োগ)
র. সম্পদের পরিমাণ

রর. দায়ের পরিমাণ
ররর. মালিকানা স্বত্বের পরিমাণ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯৭. লিয়াকত হোসেন তার ব্যবসায়ের যাবতীয় হিসাব বই সুষ্ঠুভাবে সংরক্ষণ করেন। তাই বইগুলো তাকে সাহায্য করে (প্রয়োগ)
র. ঋণ গ্রহণে
রর. পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণে
ররর. ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯৮. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান (অনুধাবন)
র. স্কুল
রর. হাসপাতাল
ররর. আলেয়া মাদ্রাসা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯৯. সরকারের রাজস্ব আয়সমূহ ব্যয় করা হয় (অনুধাবন)
র. জনকল্যাণে
রর. সরকারি উন্নয়নমূলক কাজে
ররর. বেসরকারি কাজে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১০০. সরকারের রাজস্ব আয়সমূহ হলো (অনুধাবন)
র. আয়কর
রর. ভ্যাট
ররর. শুল্ক

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

Download Free PDF

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *