SSC:ফিন্যান্স ও ব্যাংকিং নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর (PDF)

SSC:ফিন্যান্স ও ব্যাংকিং নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর (PDF)

বিভিন্ন স্কুলের নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর

জনাব ইশতিয়াক একজন স্বল্পশিক্ষিত যুবক। তিনি তার বাড়ির কাছেই থানা শহরে একটি মুদির দোকান দেন। তিনি কঠোর পরিশ্রম ও সততা দ্বারা তার ব্যবসায় প্রতিষ্ঠানটি একটি লাভজনক পর্যায়ে নিয়ে এসেছেন। বর্তমানে তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠনটি সম্প্রসারণের কথা ভাবছেন। [শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি]

ক. সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কী?
খ. ব্যবসায় অর্থায়ন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
গ. জনাব ইশতিয়াকের মতো ব্যবসায়ীরা কীভাবে তাদের ব্যবসায়ে অর্থায়ন করতে পারে? বর্ণনা কর।
ঘ. ইশতিয়াকের ব্যবসায় প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য কোন ধরনের অর্থায়ন যুক্তিযুক্ত বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।

সৃজনশীল উত্তর
ক. সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হলো সমাজকল্যাণ।
খ. ব্যবসায়ের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন। এই উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবসায়ী বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করে সর্বোত্তম লাভজনক প্রকল্পে ব্যয় করে।

অর্থায়ন ব্যবসায়ীদের সংগৃহীত অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে সর্বোচ্চ মুনাফা অর্জনে সাহায্য করে। তাই ব্যবসায় অর্থায়ন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ।

গ. জনাব ইশতিয়াকের মত ব্যবসায়ীরা নিজস্ব তহবিল, আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব থেকে ঋণ ও ব্যাংক ঋণের মাধ্যমে তাদের ব্যবসায়ে অর্থায়ন করতে পারে।

একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান গঠন ও পরিচালনায় অপেক্ষাকৃত স্বল্প তহবিল প্রয়োজন হয়। তাই মালিক সহজেই নিজস্ব সঞ্চয় থেকে অর্থায়ন করতে পারে। এরূপ ব্যবসায়ের জন্য বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন স্বল্পমেয়াদি ঋণের অন্যতম উৎস। তাছাড়া প্রয়োজনের সময় বাণিজ্যিক ব্যাংক থেকে সুদের হারের বিনিময়ে ঋণগ্রহণ করে এরূপ ব্যবসায়ে অর্থায়ন করা যায়।

উদ্দীপকের জনাব ইশতিয়াক নিজস্ব মূলধন দ্বারা বাড়ির কাছেই থানা শহরে একটি মুদি দোকান স্থাপন করেছেন। তারপর দোকানটিকে তিনি তার কঠোর পরিশ্রম ও সততা দ্বারা লাভজনক পর্যায়ে নিয়ে এসেছেন। তার একক মালিকানায় প্রতিষ্ঠিত পরিচালিত মুদি দোকানটি একটি একমালিকানা ব্যবসায় সংগঠন।

তাই জনাব ইশতিয়াকের মতো ব্যবসায়ীরা সাধারণত নিজস্ব তহবিল দ্বারাই ব্যবসায়ের অর্থায়ন করেন। তবে প্রয়োজনবোধে তারা নিজস্ব মূলধন ছাড়াও ব্যাংক থেকে ঋণ ও আত্মীয় স্বজনের নিকট থেকে ঋণ গ্রহণ করে তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়ন করতে পারেন। সেক্ষেত্রে ব্যবসায়িক ঋণ পরিশোধে তাদের ব্যক্তিগত সম্পদ দায়বদ্ধ থাকবে।

ঘ. ইশতিয়াকের ব্যবসায় প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থায়ন করা যুক্তিযুক্ত হবে।
ব্যবসায়ের জন্য অর্থের প্রয়োজন। আর এ অর্থ সংগ্রহ করাকেই অর্থসংস্থান বলা হয়। অর্থসংস্থান যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজ। জনাব ইশতিয়াক নিজ বাড়ির পাশে থানা শহরে মুদি দোকান দেন।

তিনি কঠোর পরিশ্রম ও সততা দ্বারা তার ব্যবসায় প্রতিষ্ঠানটি লাভজনক পর্যায়ে এনেছেন। এ পর্যায়ে তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠানটি সম্প্রসারণ করতে চাচ্ছেন। ব্যবসায় সম্প্রসারণের জন্য তার অর্থায়ন প্রয়োজন। এ জন্য আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণগ্রহণ করে অর্থায়ন করা ভালো হবে।

জনাব ইশতিয়াক সাময়িক সময়ের জন্য পারিবারিক অর্থায়নের উৎসকে কাজে লাগাতে পারেন। তাই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক রয়েছে যেগুলো ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে বড় ধরনের অর্থ সংগ্রহের উৎস হিসেবে বিবেচিত হয়। এসব আর্থিক প্রতিষ্ঠান থেকে ইশতিয়াক দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহ করতে পারে।

সুতরাং বলা যায়, ইশতিয়াকের ব্যবসায় সম্প্রসারণের জন্য বাণিজ্যিক ব্যাংক থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণগ্রহণ করাই অধিক যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি।

সৃজনশীল প্রশ্ন-১৫
দুই বন্ধু সুমন ও সুজন একুশে বই মেলায় বইয়ের স্টল দেন। সুমন তার দোকানে শুধু ইসলামি বই বিক্রি করেন। সুজন ইসলামি বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস ও কবিতার বই বিক্রি করেন। [খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

ক. চলতি মূলধন কী?
খ. বাংলাদেশের আমদানি-রপ্তানি সম্পর্কে ধারণা দাও।

গ. সুমনের মধ্যে কোন জ্ঞানের অভাব রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘পণ্য বৈচিত্র্যায়ণ নীতির কারণেই সুজনের দোকানে ক্রেতা সমাগম বেশি’ ব্যাখ্যা কর।

সৃজনশীল উত্তর
ক. ব্যবসায়ের নিয়মিত কার্যাবলি পরিচালনায় যে মূলধন প্রয়োজন তাকে চলতি মূলধন বলে।
খ. বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর দেশ।

প্রতিবছর বিপুল পরিমাণে খাদ্যসামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ওষুধ, পেট্রোলিয়াম ইত্যাদি বিভিন্ন দেশ হতে আমদানি করা হয়। অপরপক্ষে বাংলাদেশ হতে পাট ও পাটজাতদ্রব্য, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করা হচ্ছে। রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর বিরাট অংকের বাণিজ্য ঘাটতি দেখা যায়।

গ. সুমনের মধ্যে অর্থায়ন বিষয়ক জ্ঞানের অভাব রয়েছে। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন থেকে শুরু করে বিলুপ্তি পর্যন্ত প্রতিটি স্তরে অর্থের প্রয়োজন। অর্থায়ন বিষয়ক জ্ঞান প্রয়োগ করে যেকোনো ব্যক্তি তার ব্যবসায়ের আর্থিক ব্যবস্থাপনার কাজ সঠিকভাবে সম্পাদন করতে পারবেন। ফলে ব্যবসায়ের সামগ্রিক পরিকল্পনা সুচারুরূপে প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব হবে।

উদ্দীপকে সুমন ও সুজন দুই বন্ধু একুশে বই মেলায় বইয়ের স্টল দেন। সুমন তার দোকানে শুধুমাত্র ইসলামি বই বিক্রয় করেন এবং সুজন ইসলামি বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস ও কবিতায় বই বিক্রয় করেন।

এই কারণে সুমনের তুলনায় সুজনের বিক্রয়ের পরিমাণ বেশি। এক্ষেত্রে সুমনের অর্থায়ন বিষয়ক জ্ঞানের অভাবে এরূপ ঘটনা ঘটেছে। ব্যবসায় পরিচালনার জন্য তাকে বিভিন্ন অর্থায়ন বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে। যার মাধ্যমে তিনি তার ব্যবসায় বৈচিত্রকরণ, সম্প্রসারণ ও বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করতে পারেন।

ঘ. পণ্য বৈচিত্র্যায়ণ নীতির কারণেই সুজনের দোকানে ক্রেতা সমাগম বেশি হয়েছে। ব্যবসায়ীরা এই নীতি অনুসরণ করলে তাদের কারবারি পণ্যে বৈচিত্র্য আসে। ফলে ক্রেতারা একই দোকান থেকে তাদের একাধিক চাহিদা পূরণ করতে সক্ষম হয়।
প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করে।

ফলে ব্যবসায়কে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয়। এই ঝুঁকিগুলো বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। ব্যবসায়ের পণ্য যদি বিভিন্ন ও বৈচিত্র্যপূর্ণ হয়, তাহলে বিক্রয় বৃদ্ধি পায় এবং ঝুঁকি বণ্টিত হয়ে যায়। উদ্দীপকের সুমন ও সুজন দুই বন্ধু একুশের বই মেলায় বইয়ের স্টল দেন।

সুজন তার স্টলে ইসলামি বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস ও কবিতার বই বিক্রয় করেন। তার স্টলটি বৈচিত্রকরণের জন্য ক্রেতার সংখ্যা বেশি হওয়ায় বিক্রয়ের পরিমাণও বেশি।

তাছাড়া তহবিল বিনিয়োগের ক্ষেত্রে সুজন পণ্য বৈচিত্র্যপূর্ণ হওয়ার কারণে ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত ও হ্রাস পেয়েছে।
সুতরাং বলা যায়, সুজনের বইয়ের স্টলে বিভিন্ন ধরনের বই বিক্রয় করা হচ্ছে বিধায় ক্রেতারা একই জায়গা থেকে একাধিক বই কেনার সুবিধা পেতে স্টলটিতে ভিড় করছে।

সৃজনশীল প্রশ্নব্যাংক
আনোয়ার একজন মুদি দোকানদার। ব্যবসায়িক লেনদেনে সততার পরিচয় দেওয়ায় সকলের নিকট সে বিশ্বাসভাজন ব্যক্তি। গঞ্জের মহাজনদের নিকট থেকে পণ্যদ্রব্য সংগ্রহ করে।

তার দোকানে বিক্রয়ের পরিমাণ পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। তাই গত মাসে সে তার ব্যবসা সম্প্রসারণ করেছে। এ জন্য সে এখন কিছুটা আর্থিক সংকটে আছে। মহাজনরা তার সমস্যা বুঝতে পেরে তাকে বাকিতে পণ্যদ্রব্য সরবরাহ করে সাহায্য করেছে। পণ্যদ্রব্য বিক্রি করে সে মহাজনদের পাওনা পরিশোধ করবে।

ক. WTO-এর পূর্ণরূপ কী?
খ. পারিবারিক অর্থায়ন বলতে কী বোঝ?

গ. আনোয়ার অর্থায়নের কোন নীতি অনুসরণ করলে আর্থিক সংকটের সম্মুখীন হতো না?
ঘ. ‘মহাজনের নিকট থেকে বাকিতে পণ্যদ্রব্য ক্রয় আনোয়ারের অর্থায়ন সিদ্ধান্তের অন্তর্গত’- বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্নব্যাংক

আঞ্জুমানে মুফিদুল ইসলাম একটি সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মূল কাজ হচ্ছে সমাজে যারা সুবিধা বঞ্চিত, দরিদ্র তাদের সেবা দেয়া। যেমন : বেওয়ারিশ লাশ দাফন করা, অসুস্থ রোগীদের বিনা খরচে পরিবহনের ব্যবস্থা করা ইত্যাদি। বাংলাদেশ একটি দরিদ্র দেশ।

এ দেশের অধিকাংশ মানুষ নানাবিধ অর্থনৈতিক সমস্যায় জড়িত। এ প্রতিষ্ঠান সমাজের উচ্চবিত্তদের কাছ থেকে অনুদান, জাকাত প্রভৃতির অর্থ সংগ্রহ করে এবং তা সামাজিক কাজে ব্যয় করে। যেমন : অ্যাম্বুলেন্স ক্রয়, এতিমদের জন্য আবাসন ব্যবস্থা করা ইত্যাদি।

ক. অর্থায়ন কী?
খ. অর্থায়ন ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ কেন?
গ. আঞ্জুমানে মুফিদুল ইসলাম তার অর্জিত অর্থ কীভাবে সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করে? ব্যাখ্যা কর।

ঘ. সুষ্ঠু অর্থায়ন প্রক্রিয়া আঞ্জুমানে মুফিদুল ইসলামের মতো একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারে- এ ব্যাপারে তোমার মতামতের পক্ষে যুক্তি দেখাও।

সৃজনশীল প্রশ্নব্যাংক
জনাব আরিফুল ইসলামের পরিবারের ২০১৫ সালের আর্থিক বিবরণী।
ক. কাকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আবর্তিত হয়?

খ. বাণিজ্য ঘাটতি বলতে কী বোঝ?
গ. জনাব আরিফুলের গাড়ি ক্রয়ের অর্থায়ন প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. ভবিষ্যতে স্থায়ী সম্পদ অর্জনে জনাব আরিফুলের অর্থায়ন কীভাবে হতে পারে বলে মনে হয়? বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্নব্যাংক– আল-আরাফা একটি বহুজাতিক পণ্যের আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠান। কোম্পানিটি সম্প্রতি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। বাজারে টিকে থাকার জন্য কোম্পানিটিকে কঠিন প্রতিযোগিতায় অংশ নিতে হচ্ছে। উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও সম্প্রসারণ করতে তাকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে কোম্পানিটি বাজারে শেয়ার বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ক. কোন ধরনের প্রতিষ্ঠান অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করে?
খ. সরকারি অর্থায়ন অলাভজনক কেন? ব্যাখ্যা কর।

গ. আল-আরাফা কোম্পানির শেয়ার বিক্রয় কোন ধরনের সিদ্ধান্ত? বর্ণনা কর।
ঘ. আল-আরাফা কোম্পানি তহবিল সংগ্রহে শেয়ার বিক্রয়ের সিদ্ধান্তটি কতটা যুক্তিসংগত? বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্নব্যাংক জহির সাহেব তার একটি স্থায়ী সম্পদ বিক্রি করে একটি দর্জির দোকান স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এর পাশাপাশি তিনি পরিবারের জন্য একটি রেফ্রিজারেটর ক্রয় করার সিদ্ধান্ত নিলেন।

তিনি চিন্তা করে দেখলেন যে, দর্জির দোকানের জন্য তাকে কিছু সেলাই মেশিন, আসবাবপত্র কিনতে হবে। এছাড়াও কিছু আনুষঙ্গিক ব্যয় রয়েছে। তাছাড়া দৈনন্দিন ব্যয় এবং ব্যবসায় থেকে প্রত্যাশিত আয়ও তিনি বিবেচনা করলেন। কিন্তু তিনি সঠিক ব্যয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না।

ক. আয় সিদ্ধান্ত কী?
খ. অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয় কেন?

গ. জহির সাহেবকে সঠিক ব্যয় সিদ্ধান্ত গ্রহণের জন্য যে সকল বিষয় বিবেচনা করতে হবে তা নির্দেশ কর।
ঘ. জহির সাহেবের গৃহীত দুটি সিদ্ধান্তে একই অর্থায়ন পরিকল্পনা কার্যকরী হবে কি না তা বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্নব্যাংক: মি. হুমায়ন চুয়াডাঙ্গা নিউ মার্কেটের একজন কাপড় বিক্রেতা। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপড় ও লুঙ্গি ক্রয় করেন, কিন্তু এতে আশানুরূপ মুনাফা অর্জন না হওয়ায় তিনি পুনরায় নগদ অর্থ দিয়ে শীতের মৌসুমভিত্তিক কাপড় ক্রয় করেন এবং তা বিক্রি করে পূর্বের কাক্সিক্ষত মুনাফা অর্জন করেন।

ক. অউই কোন ধরনের ঋণ প্রদান করে?
খ. তহবিল সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

গ. মি. হুমায়ন শীতবস্ত্র ক্রয়ে কোন নীতি অনুসরণ করেছেন? বর্ণনা কর।
ঘ. ব্যবসায়ের ক্ষতি পুষিয়ে নেয়ার ক্ষেত্রে জনাব হুমায়ন এর পরিকল্পনা কিরূপ ছিল? আলোচনা কর।

সৃজনশীল প্রশ্নব্যাংক: মি. সুলতান আহমদ তার কয়েকজন বন্ধু মিলে ‘চায়না বাংলা’ নামে একটি ডিপার্টমেন্টাল স্টোরের মাধ্যমে অংশীদারি ব্যবসায় পরিচালনা করছেন। তিনি ব্যবসার ক্ষেত্রে নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক সম্বন্ধে সচেতন। এছাড়াও চলতি মূলধনের ওপর তিনি বেশি জোর দেন।

ক. অর্থায়নের উৎস কয়টি?
খ. নগদ অর্থ যত বেশি জমা থাকবে মুনাফা তত কম হবে। উক্তিটি ব্যাখ্যা কর।

গ. মি. সুলতান আহমদের নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক সম্বন্ধে সচেতনতা কোন ধরনের নীতির অন্তর্গত? বর্ণনা কর।
ঘ. মি. সুলতান আহমেদ কেন চলতি মূলধনের ওপর গুরুত্ব দেন তা অর্থায়নের নীতি দ্বারা যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্নব্যাংক: সুমন একটি বাজারে দোকান ভাড়া নিয়ে মুদির দোকান দিয়েছে। তার সততা ব্যবসায়িক দক্ষতা ও লেনদেন দেখে বিভিন্ন পণ্য সরবরাহকারী এখন তাকে বাকিতে মাল সরবরাহ করে।

দোকানের মালিক দোকানটি বিক্রয় করতে চাওয়ায় সে দোকানটি কেনার চিন্তা-ভাবনা করে। ব্যাংক থেকে ঋণ নিতে চাইলে ব্যাংক তাকে ঋণ দেয়া যাবে না বলে জানায়। তাই সে দোকানটি না কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ক. আমদানি বিশ্লেষিত হয় কোন অর্থায়নে?
খ. তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন উৎস জনপ্রিয় ব্যাখ্যা কর।

গ. সুমনের বাকিতে মাল ক্রয় সময়ের ভিত্তিতে অর্থসংস্থানের কোন উৎস হিসেবে গণ্য? বর্ণনা কর।
ঘ. সুমনের দোকান না কেনার যৌক্তিকতা তুলে ধর।

সৃজনশীল প্রশ্নব্যাংক: রনি ও জনি দুইজনেই বিনিয়োগ করতে আগ্রহী। রনি অগ্রাধিকারের ভিত্তিতে নির্দিষ্ট আয় করতে চায়। তবে সে ঝুঁকি নিতে রাজি নয়। জনি বেশি ঝুঁকি নিতে রাজি আছে যদি অধিক আয়ের সম্ভাবনা থাকে।

ক. নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়া যায় কোন খাতে?
খ. সাধারণ শেয়ার বিনিয়োগকারীরা কীভাবে কোম্পানিকে নিয়ন্ত্রণ করে?

গ. জনাব রনির জন্য কোন বিনিয়োগ খাত উপযোগী বর্ণনা কর।
ঘ. রনি ও জনির কাক্সিক্ষত বিনিয়োগ খাতের মধ্যে কোন খাত অধিক লাভজনক? তোমার মতামত দাও।

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *