SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ সমবায় সমিতির প্রকারভেদ MCQ
সমবায় সমিতির প্রকারভেদ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. বাংলাদেশের সমবায় বিধি কত সালের? (জ্ঞান)
ক ২০০১ খ ২০০৩ গ ২০০৪ ঘ ২০১০
২. রবিউল একজন রাজমিস্ত্রি। তিনি কোন সমবায় সমিতির সদস্য হবেন? (প্রয়োগ)
ক কৃষক সমবায় খ শ্রমজীবী সমবায়
গ তাঁতি সমবায় ঘ হকার্স সমবায়
৩. শাহীন ১৯৭১ সালের স্বাধনিতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি তার সহযোগীদের নিয়ে একটি সমিতি গঠন করতে চান। তিনি কোন ধরনের সমবায় সমিতি গঠন করতে পারবেন? (প্রয়োগ)
ক আহত সমবায় সমিতি খ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
গ কল্যাণমুখী সমবায় সমিতি ঘ মুক্তিযোদ্ধা সমবায় সমিতি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪. সমবায় সমিতি মূলত (অনুধাবন)
র. স্বল্পবিত্ত লোকদের সংগঠন
রর. নিম্নবিত্ত লোকদের সংগঠন
ররর. বিত্তহীন লোকদের সংগঠন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
- উত্তর ডাউনলোড করুন> ফ্রি PDF এসএসসি‘র ব্যবসায় উদ্যোগ MCQ
- উত্তর ডাউনলোড করুন> MCQ ফ্রি PDF যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি
- উত্তর ডাউনলোড করুন> SSC অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের প্রশ্নোত্তর MCQ ফ্রি PDF
- উত্তর ডাউনলোড করুন>ফ্রি PDF অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের প্রশ্নোত্তর MCQ
- উত্তর ডাউনলোড করুন> ফ্রি PDF বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> ফ্রি PDF MCQ একমালিকানার ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ
৫. সমাজের বিভিন্ন পেশার মানুষ সমবায় সমিতি গঠন করছেÑ (অনুধাবন)
র. নিজেদের উদ্যোগে
রর. সরকারি পৃষ্ঠপোষকতায়
ররর. সমাজ সেবায় আত্মনিয়োগের লক্ষ্যে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪০ ও ৩৪১ নং প্রশ্নের উত্তর দাও :
জেলেপাড়ার ২০ জন জেলে মাছের ন্যায্যমূল্য পাওয়ার জন্য একটি সমবায় সমিতি গঠন করল। সংগঠনটি নিবন্ধন করে তারা কার্যক্রম চালু করতে চাইল।
৬. জেলেপাড়ার সমবায় সমিতিটি কোন প্রকৃতির? (প্রয়োগ)
ক কৃষক সমবায় সমিতি খ মৎস্যজীবী সমবায় সমিতি
গ বিত্তহীন সমবায় সমিতি ঘ যুব সমবায় সমিতি
৭. উক্ত সমবায় সমিতিটি নিবন্ধনের জন্য করণীয় (উচ্চতর দক্ষতা)
র. যথাযথভাবে আবেদনপত্র পূরণ
রর. ৩০০ টাকার ট্রেজারি চালান
ররর. কমপক্ষে ২০ হাজার টাকা পরিশোধিত শেয়ার মূলধন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
সমবায় সমিতির গঠন প্রক্রিয়া
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮. সমবায় সমিতি গঠনের প্রক্রিয়া কয়টি? (জ্ঞান)
ক ২টি খ ৩টি গ ৪টি ঘ ৫টি
৯. সমবায় সংগঠন গঠনের প্রথম ধাপ কোনটি? (জ্ঞান)
ক উদ্যোগ গ্রহণ খ নিবন্ধন গ বিজ্ঞাপন ঘ কার্যারম্ভ
১০. প্রাথমিক সমবায়ে ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কত? (জ্ঞান)
ক ২ জন খ ৪ জন গ ৬ জন ঘ ৮ জন
১১. সমবায়ের উপবিধি তৈরি করে কে? (জ্ঞান)
ক সরকার খ নিবন্ধন গ কর্মচারী ঘ ব্যবস্থাপনা কমিটি
১২. সমবায় সমিতি গঠনে উদ্যোগ গ্রহণকৃত কমিটির প্রধান কাজ কোনটি? (অনুধাবন)
ক উপবিধি তৈরি খ শেয়ার ক্রয় করা
গ মূলধন সংগ্রহ করা ঘ নিবন্ধনপত্র সংগ্রহ করা
১৩. সমবায় সমিতি সসীম দায় বিশিষ্ট হলে নামের শেষে কী যুক্ত করতে হয়? (জ্ঞান)
ক প্রাইভেট খ মেসার্স গ পাবলিক ঘ লিমিটেড
১৪. সমবায় সমিতি কৃত্রিম সত্তা হওয়ায় সকল কাজের বৈধতার জন্য কী প্রয়োজন হয়? (অনুধাবন)
ক পরিচালকদের স্বাক্ষর
খ সমবায় অফিসের সিল
গ সমিতির নিজ সিলমোহর ও নাম
ঘ সকল সদস্যদের মতামত সংবলিত স্বাক্ষর
১৫. নিবন্ধনের জন্য প্রস্তাবিত উপআইনের কয় কপি জমা দিতে হয়? (জ্ঞান)
ক ১ কপি খ ২ কপি গ ৩ কপি ঘ ৪ কপি
১৬. সমবায় সমিতি গঠন করতে ট্রেজারি চালান করতে হবে কত টাকার? (প্রয়োগ)
ক ১০০ টাকার খ ৩০০ টাকার
গ ১৫০ টাকার ঘ ৫,০০০ টাকার
১৭. ভূমিহীনদের জন্য সরকারি কর্মসূচির আওতায় প্রাথমিক সমবায় সমিতি গঠিত হলে এজন্য ট্রেজারি চালান হবে কত টাকার? (প্রয়োগ)
ক ১০০ টাকা খ ১,০০০ টাকা
গ ৫০ টাকা ঘ ২,০০০ টাকা
১৮. ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে কত টাকার পরিশোধিত মূলধন থাকতে হবে? (জ্ঞান)
ক এক লক্ষ খ দশ লক্ষ
গ এক কোটি ঘ দশ কোটি
১৯. সোহান তার বন্ধুদের নিয়ে একটি সমবায় সমিতি গঠনের জন্য সমবায় অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করল। আবেদনপত্রে কোন বিষয়টি অনুল্লিখিত থাকবে? (প্রয়োগ)
ক সমিতির সদস্যদের নাম খ সমিতির ধরন/প্রকৃতি
গ সমিতির সিলমোহরের নমুনা ঘ উদ্যোক্তাদের স্বাক্ষর
২০. সমবায় সমিতি কখন কার্যারম্ভ করতে পারে? (জ্ঞান)
ক উদ্যোগ গ্রহণ করার পর
খ উপবিধি সমবায় বিভাগে দাখিল করার পর
গ কমিশনারের অনুমতি নেয়ার পর
ঘ নিবন্ধনপত্র পাবার পর
২১. ব্যবসায় শুরু করার পূর্বে সমবায় সমিতির লাইসেন্স সংগ্রহ করার কারণ কী? (অনুধাবন)
ক সদস্যদের দায়িত্ব বণ্টন করতে
খ কার্যারম্ভের অনুমতিপত্রের জন্য
গ ব্যবসায়ের আইনগত বৈধতা প্রদানের জন্য
ঘ কাঁচামাল সংগ্রহের জন্য
২২. সমবায় সমিতি আইনগত অস্তিত্ব পায় কখন থেকে? (জ্ঞান)
ক শুরু থেকে খ নিবন্ধনপত্র পেলে
গ আবেদন করলে ঘ কার্যারম্ভপত্র পেলে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৩. উপবিধিতে উল্লেখ থাকে (অনুধাবন)
র. সমিতির নাম রর. মূলধনের পূর্ণ বিবরণ
ররর. উদ্যোক্তাদের নাম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪. সমবায় সমিতি গঠনে নিবন্ধনের আবেদনপত্রের সাথে জমা দিতে হয় (অনুধাবন)
র. সমিতির সিলমোহরের নমুনা
রর. উপবিধির তিন কপি
ররর. সমিতির সদস্যদের নাম ঠিকানা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৫. সমবায় সমিতিতে আবেদনপত্রের সাথে ট্রেজারি চালানের মূল্য হবে (অনুধাবন)
র. ভূমিহীনদের নিয়ে গঠিত প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে ৫০ টাকা
রর. কেন্দ্রীয় সমবায় সমিতির ক্ষেত্রে ১,০০০ টাকা
ররর. জাতীয় সমিতির ক্ষেত্রে ৫,০০০ টাকা।
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬. সমবায় সংগঠনের সত্তার স্বরূপ হলো- (অনুধাবন)
র. কৃত্রিম রর. স্বতন্ত্র
ররর. সত্তা নেই
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৭. সমবায় উপবিধিতে উল্লেখ থাকবে (প্রয়োগ)
র. সমিতির নাম রর. সমিতির উদ্দেশ্য
ররর. মূলধনের বিবরণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৮. নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে সমবায় সমিতিকে প্রদান করা হয় (অনুধাবন)
র. নিবন্ধন নম্বর
রর. সিলযুক্ত ২ কপি উপবিধি
ররর. জরিমানাপত্র
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
সমবায় সমিতির মূলনীতি
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৯. সমবায়ের প্রধান নীতি কোনটি? (জ্ঞান)
ক সততা খ ঘৃণা গ একতা ঘ অধ্যবসায়
৩০. ‘‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ দ্বারা কী বোঝানো হয়? (উচ্চতর দক্ষতা)
ক পারস্পরিক সহযোগিতা খ ঘৃণা
গ শৃঙ্খলা ঘ অধ্যাবসায়
৩১. সমবায়ে সকলের ভোটাধিকারের ক্ষমতা কেমন থাকে? (অনুধাবন)
ক সমান খ এলোমেলো গ অসমান ঘ কম-বেশি
৩২. জনাব রহিম কলাপাড়া গ্রামের কৃষক। তিনি অন্যান্য কৃষকদের নিয়ে একটি সমবায় সমিতি গঠন করলেন। তিনি সমবায় সমিতির কোন ধরনের নীতি পালন করেন? (প্রয়োগ)
ক সমমনা খ সমপেশা
গ অর্থনৈতিক সাম্যতা ঘ সহমর্মিতা
৩৩. কোন ব্যবসায়ের প্রধান লক্ষ্য সদস্যদের কল্যাণ সাধন? (জ্ঞান)
ক একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ যৌথ মূলধনী কোম্পানি ঘ সমবায় সমিতি
৩৪. বিভিন্ন ধর্ম ও গোত্রের ১০ জন নিম্ন আয়ের কৃষক নিজেদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে একটি সমবায় সমিতি গঠন করল। এখানে কোন নীতিটি বেশি ভূমিকা রাখছে? (প্রয়োগ)
ক নিরপেক্ষতা খ সততা গ একতা ঘ সাম্য
৩৫. সমবায় সমিতি কোন মূলনীতির ওপর প্রতিষ্ঠিত? (জ্ঞান)
ক একতা খ সাম্য গ সহযোগিতা ঘ সততা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৬. সমবায়ের নীতিমালা হলো (অনুধাবন)
র. গণতন্ত্র রর. সততা
ররর. মিতব্যয়িতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৭. সমবায়ের সাম্য নীতি দ্বারা প্রতিফলিত হয় (উচ্চতর দক্ষতা)
র. সমান অবস্থান রর. সমান অংশগ্রহণ
ররর. স্বজনপ্রীতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৮. সমবায়ের সাফল্যের চাবিকাঠি হিসেবে বিবেচিত হয় (উচ্চতর দক্ষতা)
র. পারস্পরিক সহযোগিতা রর. ঘৃণা
ররর. সহমর্মিতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৯. সমবায়ের মৌলিক আদর্শ হলো- (অনুধাবন)
র. গণতান্ত্রিক মূল্যবোধ রর. গণতান্ত্রিক চেতনা
ররর. দুর্নীতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
বাংলাদেশে সমবায় ব্যবসায়ের সমস্যা ও সম্ভাবনা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪০. বাংলাদেশের মানুষ কাদের দ্বারা বঞ্চনার স্বীকার হচ্ছে? (জ্ঞান)
ক শিল্পপতি খ দালাল শ্রেণি
গ কৃষক ঘ শিক্ষক
৪১. বাংলাদেশে কত ভাগ লোক কৃষিকাজ করে? (জ্ঞান)
ক ৮০ ভাগ খ ৮৫ ভাগ
গ ৯০ ভাগ ঘ ১০০ ভাগ
৪২. বাংলাদেশের কৃষিজীবী, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উপযুক্ত ক্ষেত্র কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক একমালিকানা সংগঠন খ কোম্পানি সংগঠন
গ দুর্নীতির সুযোগ ঘ সমবায় সংগঠন
৪৩. রেজওয়ান একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যে উপযুক্ত সংগঠন কোনটি? (প্রয়োগ)
ক একমালিকানা সংগঠন খ সমবায় সমিতি
গ অংশীদারি সংগঠন ঘ যৌথ মূলধনী সংগঠন
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৪. ক্ষুদ্র ও কুটির শিল্পের উদাহরণ হলো (অনুধাবন)
র. বাঁশ ও বেত শিল্প রর. মৃৎ শিল্প
ররর. হস্ত শিল্প
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৫. কৃষিক্ষেত্রে বাংলাদেশের মূল সমস্যা হলো- (উচ্চতর দক্ষতা)
র. প্রাচীন চাষাবাদ পদ্ধতি রর. মূলধনের স্বল্পতা
ররর. খণ্ড খণ্ড জমি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৬. স্বাধীনতার পর থেকে সমবায় সংগঠনের অবদান হলো (অনুধাবন)
র. জাতীয় উন্নয়ন রর. স্বকর্মসংস্থান
ররর. পুঁজিবাদ রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৭. বাংলাদেশের সমবায় আন্দোলন গতিশীল করতে প্রয়োজন (অনুধাবন)
র. সরকারি পৃষ্ঠপোষকতা রর. উপযুক্ত প্রশিক্ষণ
ররর. ব্যাপক প্রচারণা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৮. রাষ্ট্রীয় ব্যবসায়ের মালিক কে? (জ্ঞান)
ক সরকার খ নায়েব গ সচিব ঘ মন্ত্রী
৪৯. রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠা করা হয় কেন? (অনুধাবন)
ক জনকল্যাণের জন্য খ মুনাফা অর্জনের জন্য
গ কর প্রদানের জন্য ঘ বিদেশি সাহায্যের জন্য
- উত্তর ডাউনলোড করুন> একমালিকানার ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহর MCQ ফ্রি PDF
- উত্তর ডাউনলোড করুন> ফ্রি PDF একমালিকানার ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহর MCQ
- উত্তর ডাউনলোড করুন> PDF SSC চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় MCQ
- উত্তর ডাউনলোড করুন> SSC চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন>SSC আত্মকর্মসংস্থানের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (ফ্রি পিডিএফ)
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫০. রাষ্ট্রীয় ব্যবসায়ের স্বরূপ হলো- (অনুধাবন)
র. সরকার কর্তৃক গঠিত
রর. সরকার কর্তৃক পরিচালিত
ররর. সরকার কর্তৃক নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫১. রাষ্ট্রীয়ভাবে ব্যবসায় প্রতিষ্ঠার উদ্দেশ্য (অনুধাবন)
র. অধিক শিল্পায়ন
রর. সম্পদের সুষম বণ্টন
ররর. মুদ্রা ও ব্যাংকিং ব্যবসায় নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫২. অস্ত্র নির্মাণ শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণ হলোÑ (অনুধাবন)
র. দেশরক্ষা রর. নিরাপত্তা
ররর. মুনাফা অর্জন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৩. রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন সরবরাহ করে কে? (জ্ঞান)
ক সরকার খ আমলা
গ রাজনীতিবিদ ঘ রাষ্ট্রদূত
৫৪. সরকার জনগণের নিকট থেকে রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন সংগ্রহ করতে পারেন কীভাবে? (অনুধাবন)
ক শেয়ার বিক্রি করে খ চাঁদা আদায় করে
গ কর আদায় করে ঘ ঋণপত্র ক্রয় করে
৫৫. রাষ্ট্রীয় ব্যবসায়ে কোন ধরনের অস্তিত্ব বিদ্যমান? (অনুধাবন)
ক চিরন্তন খ অস্থায়ী
গ ক্ষণস্থায়ী ঘ মধ্যমেয়াদি
৫৬. বাংলাদেশ বিমান একটি রাষ্ট্রীয় ব্যবসায়। এটির লাভ কোথায় জমা হবে? (প্রয়োগ)
ক সরকারি তহবিলে খ কেন্দ্রীয় ব্যাংকে
গ সমবায় সমিতিতে ঘ বাণিজ্যিক ব্যাংকে
৫৭. বাংলাদেশ পর্যটন সংস্থা একটি রাষ্ট্রীয় ব্যবসায়। এ ব্যবসায়ের লাভ হলে তা কোন কাজে ব্যয় হবে? (প্রয়োগ)
ক সরকারি ভ্রমণে খ মন্ত্রীদের পর্যটন খাতে
গ বিনিয়োগ খাতে ঘ জনকল্যাণে
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।