SSC হিসাববিজ্ঞান ২য় অধ্যায় অনুবাধ-জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

SSC হিসাববিজ্ঞান ২য় অধ্যায় অনুবাধ-জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

অনুশীলনের জন্য দক্ষতাস্তরের প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ তহবিলের উৎস নির্বাচন কোন ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত?
উত্তর : তহবিলের উৎস নির্বাচন তহবিল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

প্রশ্ন ॥ ২ ॥ কোনটি বিক্রি করে কোম্পানি দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহ করে?
উত্তর : শেয়ার ও ঋণপত্র বিক্রি করে কোম্পানি দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহ করে।

প্রশ্ন ॥ ৩ ॥ মালিকের সঞ্চিত মুনাফা কোন ধরনের তহবিল?
উত্তর : মালিকের সঞ্চিত মুনাফা অভ্যন্তরীণ তহবিল।

প্রশ্ন ॥ ৪ ॥ কোন ধরনের কোম্পানি শেয়ারবাজারে শেয়ার বিক্রি করতে পারে না?
উত্তর : প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ারবাজারে শেয়ার বিক্রি করতে পারে না।

প্রশ্ন ॥ ৫ ॥ অগ্রাধিকার শেয়ার তহবিল সংগ্রহের কোন ধরনের উৎস?
উত্তর : অগ্রাধিকার শেয়ার তহবিল সংগ্রহের বহিস্থ উৎস।

প্রশ্ন ॥ ৬ ॥ বিনিময় বিল কোথায় বাট্টা করে নগদ অর্থ সংগ্রহ করা যায়?
উত্তর : বিনিময় বিল বাণিজ্যিক ব্যাংকে বাট্টা করে নগদ অর্থ সংগ্রহ করা যায়।

প্রশ্ন ॥ ৭ ॥ ব্যাংক কোন মেয়াদে জামানতবিহীন ঋণ প্রদান করে?
উত্তর : ব্যাংক স্বল্পমেয়াদে জামানতবিহীন ঋণ প্রদান করে।

প্রশ্ন ॥ ৮ ॥ কোন ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম জামানত হিসেবে কাজ করে?
উত্তর : বাণিজ্যিক পত্র বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম জামানত হিসেবে কাজ করে।

প্রশ্ন ॥ ৯ ॥ গ্রাম্য মহাজনরা প্রদত্ত ঋণের ওপরে কী ভিত্তিক সুদ গণনা করে?
উত্তর : গ্রাম্য মহাজনরা প্রদত্ত ঋণের ওপরে দিনভিত্তিক, সপ্তাহভিত্তিক অথবা মাসভিত্তিক সুদ গণনা করে।

প্রশ্ন ॥ ১০ ॥ লিজকৃত সম্পত্তির মালিকানা কার নিকট থাকে?
উত্তর : লিজকৃত সম্পত্তির মালিকানা লিজিং কোম্পানির নিকট থাকে।

প্রশ্ন ॥ ১১ ॥ অভ্যন্তরীণ তহবিল কী?
উত্তর : ব্যবসায় মালিক তার সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসার প্রয়োজনে বিনিয়োগ করে তাই অভ্যন্তরীণ তহবিল।

প্রশ্ন ॥ ১২ ॥ যৌথ মূলধনী ব্যবসায়ের অভ্যন্তরীণ তহবিল কী?
উত্তর : যৌথ মূলধনী ব্যবসায় শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে তহবিল সংগৃহীত হয়, সেটিই তার অভ্যন্তরীণ তহবিল।

প্রশ্ন ॥ ১৩ ॥ প্রাইভেট লিমিটেড কোম্পানি কার নিকট শেয়ার বিক্রয় করে।
উত্তর : প্রাইভেট লিমিটেড কোম্পানি নির্বাচিত শেয়ার মালিকদের নিকট শেয়ার বিক্রয় করে।

প্রশ্ন ॥ ১৪ ॥ অর্জিত মুনাফা কী?
উত্তর : উপার্জিত আয় হতে উৎপাদন সৃষ্টির খরচ, বিক্রয় খরচ ইত্যাদি খরচগুলো বাদ দিলে যে অর্থ বাকি থাকে সেটিই প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা।

প্রশ্ন ॥ ১৫ ॥ চাহিবামাত্র প্রদেয় ঋণ কী?
উত্তর : ঋণগ্রহীতা যদি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে ঋণ পরিশোধের অঙ্গীকার না করে ব্যাংক চাওয়ামাত্রই ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করে তাই চাহিবামাত্র প্রদেয় ঋণ।

প্রশ্ন ॥ ১৬ ॥ ক্ষুদ্র ঋণ কী?
উত্তর : কৃষিনির্ভর ও ক্ষুদ্র কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের জন্য যে ঋণ প্রদান করা হয় তাই ক্ষুদ্র ঋণ।

প্রশ্ন ॥ ১৭ ॥ মজুদ মালের অর্থসংস্থান কী?
উত্তর : কোনো প্রতিষ্ঠান অর্থসংস্থানের জন্য কোনো স্বনামধন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে তার মজুদ পণ্য জামানত বা বন্ধক রেখে ঋণ গ্রহণ করাকে মজুদ মালের অর্থসংস্থান বলা হয়।

প্রশ্ন ॥ ১৮ ॥ বাণিজ্যিক ব্যাংক জামানত হিসেবে কী গ্রহণ করে?
উত্তর : বাণিজ্যিক ব্যাংক জামানত হিসেবে চলতি মূলধন বা স্থায়ী সম্পত্তি গ্রহণ করে।

প্রশ্ন ॥ ১৯ ॥ ঋণপত্র কী?
উত্তর : যে ক্ষেত্রে বড় অংকের ঋণ কেটে ছোট ছোট খণ্ডে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়, তাই ঋণপত্র।

প্রশ্ন ॥ ২০ ॥ লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির কী জড়িত?
উত্তর : লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ অবণ্টিত মুনাফা বলতে কী বোঝ?
উত্তর : একটি আর্থিক বছরে কোম্পানি যে পরিমাণ নিট মুনাফা অর্জন করে কোম্পানি চাইলে তার সম্পূর্ণ অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করতে পারে অথবা কিছু অংশ বণ্টন করে অবশিষ্ট অংশ জমা রাখতে পারে অথবা সম্পূর্ণ অংশ জমা রেখে কারবারে বিনিয়োগ করতে পারে। নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাকে অবণ্টিত মুনাফা বলে।

প্রশ্ন ॥ ২ ॥ দীর্ঘমেয়াদি অর্থায়নের দুইটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : দীর্ঘমেয়াদি অর্থায়নের দুইটি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো-

১. দীঘমেয়াদি অর্থায়নে স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য বড় আকারের তহবিল সংগ্রহ করা হয়।
২. ঋণের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন করা হলে চুক্তি মোতাবেক তা পরিশোধ করতে হয়।

প্রশ্ন ॥ ৩ ॥ প্রতিষ্ঠানের অর্থায়নে মজুদপণ্য কীভাবে ব্যবহার করা যায়?
উত্তর : প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি অর্থসংস্থানের জন্য মজুদপণ্য ব্যবহার করা যায়। যে কোনো প্রতিষ্ঠান তার সাময়িক আর্থিক সংকট নিরসনের জন্য কোনো স্বনামধন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে তার মজুদপণ্য জামানত বা বন্ধক রেখে ঋণ গ্রহণ করতে পারে। এ ধরনের অর্থসংস্থানের ক্ষেত্রে ঋণের অর্থ ফেরত না দেয়া পর্যন্ত মজুদপণ্যের ওপর ঋণদাতার নিয়ন্ত্রণ ও অধিকার বজায় থাকে।

প্রশ্ন ॥ ৪ ॥ বাণিজ্যিক ব্যাংকগুলো কীভাবে প্রদত্ত ঋণের সুদ ধার্য করে?
উত্তর : বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণ জামানতের বিপরীতে মধ্যম মেয়াদের জন্য ঋণ প্রদান করে থাকে। ঋণ প্রদানের পূর্বে বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক দ্বারা নির্ধারিত সুদের হার ও ঋণের চাহিদা বিচার-বিশ্লেষণ করে প্রদত্ত ঋণের সুদ ধার্য করে।

প্রশ্ন ॥ ৫ ॥ জামানত সম্পর্কে ব্যাখ্যা কর।
উত্তর : ঋণ গ্রহণের জন্য জামানত প্রদান করা আবশ্যক। ঋণ গ্রহণের সময় ঋণ প্রদানকারীকে নিশ্চয়তা প্রদানের জন্য যে সম্পদ বা দলিল গচ্ছিত রাখা হয় তাকে জামানত বলা হয়।

প্রশ্ন ॥ ৬ ॥ ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ কোন ধরনের অর্থসংস্থানের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর : ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ স্বল্পমেয়াদি অর্থসংস্থানের অন্তর্ভুক্ত। অনেক সময় বিশ্বস্ত ও স্থায়ী ক্রেতারা ভবিষ্যৎ ক্রয়ের মোট মূল্যের সম্পূর্ণ বা কিছু অংশ অগ্রিম প্রদান করে। ফলে বিক্রেতা এই অর্থ ব্যবহার করে সাময়িক সময়ের জন্য অর্থসংস্থান করতে পারে।

প্রশ্ন ॥ ৭ ॥ স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস হিসেবে বাণিজ্যিক পত্রের ব্যাখ্যা দাও।
উত্তর : কারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভসহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই বাণিজ্যিক পত্র বিক্রয় করে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ে জামানত হিসেবে কাজ করে।

সাধারণত যে সকল ব্যক্তির সাময়িক সময়ের জন্য কিছু অব্যবহার্য অর্থ থাকে, তারা শেয়ারবাজারে বিনিয়োগের বিকল্প হিসেবে এই বাণিজ্যিক পত্র ক্রয় করে।

প্রশ্ন ॥ ৮ ॥ জামানত বলতে কী বোঝায়?
উত্তর : ঋণ গ্রহণের জন্য জামানত প্রদান করা আবশ্যক। ঋণ গ্রহণের সময় ঋণ প্রদানকারীকে নিশ্চয়তা প্রদানের জন্য যে সম্পদ বা দলিল গচ্ছিত রাখা হয় তাকে জামানত বলে হয়। ঋণদাতা গ্রাহককে প্রদত্ত অর্থের নিরাপত্তা বৃদ্ধির জন্য মূলত এ জামানত গ্রহণ করে। জামানত ব্যক্তিক, অব্যক্তিক দুই ধরনের হতে পারে।

প্রশ্ন ॥ ৯ ॥ সিন্ডিকেশন প্রক্রিয়া বলতে কী বোঝায়?
উত্তর : যে প্রকিয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো বড় অঙ্কের ঋণ প্রদান করে তাকে সিদণ্ডকেশন প্রক্রিয়া বলে। এক্ষেত্রে অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক একত্র হয়ে একটি বিশেষ খাতে বেশি পরিমাণে ঋণ প্রদান করে। এভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো বড় অঙ্কের ঋণ প্রদানের সাথে জড়িত ঝুঁকি নিজের মধ্যে বণ্টন করে নেয়।

প্রশ্ন ॥ ১০ ॥ তহবিল সংগ্রহে বাহ্যিক উৎসগুলো বেশি জনপ্রিয় কেন?
উত্তর : তহবিল সংগ্রহে বাহ্যিক উৎসগুলো বেশি জনপ্রিয় হবার কারণ, বাহ্যিক উৎস থেকে তহবিল সংগ্রহ করা হলে ব্যবসায় প্রতিষ্ঠানের প্রয়োজনে বড় পরিমাণের তহবিল সংগ্রহ করা সম্ভব হয়। ঋণের সুদ করযোগ্য নয় আবার ঋণের মাধ্যমে অর্থায়ন করা হলেও প্রদেয় করের পরিমাণ কম হয়।

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *