SSC হিসাববিজ্ঞান ৪থ অধ্যায় সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
চতুর্থ অধ্যায়
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন
(Michel Prada (1940)
মিশেল প্রাডা আন্তর্জাতিক হিসাবমান প্রণয়নকারী সংস্থা ও IFRS-এর বর্তমান চেয়ারম্যান।
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
লেনদেনের শ্রেণিবিভাগ
ব্যবসায়ের সকল লেনদেন দুই ভাগে বিভক্ত : (১) মূলধন জাতীয় লেনদেন ও (২) মুনাফা জাতীয় লেনদেন।
মূলধন জাতীয় লেনদেন
যে সমস্ত লেনদেনের ফল বর্তমান বছরেই শেষ হয়ে যায় না অর্থাৎ ফল অধিক সময় ধরে ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় লেনদেন বলে।
এই ধরনের লেনদেন প্রধানত দুই প্রকার (১) মূলধন জাতীয় প্রাপ্তি/আয় এবং (২) মূলধন জাতীয় ব্যয়। (১) মূলধন জাতীয় প্রাপ্তি / আয় : যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় ধরে ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে।
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাববিজ্ঞান ২য় অধ্যায় অনুবাধ-জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান ২য় অধ্যায় বিভিন্ন স্কুল-ব্যাংক‘র প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) এসএসসি‘র হিসাব বিজ্ঞান ২য় অধ্যায় অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) এসএসসি‘র হিসাব বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) এসএসসি‘র হিসাব বিজ্ঞান ২য় অধ্যায়:MCQ
- উত্তর ডাউনলোড করুন>SSC হিসাব বিজ্ঞান ২য় অধ্যায়:MCQ (PDF)
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC হিসাব বিজ্ঞান ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান ২য় অধ্যায় পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় বিভিন্ন স্কুলের নির্বাচিত MCQ(PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় Questions With Answer (PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় Questions With Answer
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান Questions With Answer MCQ
যেমন : মালিক কর্তৃক ব্যবসায়ে মূলধন আনয়ন, ব্যাংক হতে ঋণগ্রহণ, স্থায়ী সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ ইত্যাদি। পক্ষান্তরে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তিরই একটা অংশ। নিয়মিত ব্যবসায়িক আয় ছাড়া অন্যান্য আয়কে মূলধন জাতীয় আয় বলা হয়। যেমন : স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ।
(২) মূলধন জাতীয় ব্যয় : যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় ধরে ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। স্থায়ী সম্পদ (জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি) ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ যেমন : সম্পদ ক্রয়ের আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় প্রভৃতি মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য।
মুনাফা জাতীয় লেনদেন
যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদি সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংঘটিত হয় তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। এ ধরনের লেনদেন প্রধানত দুই প্রকার (১) মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় (২) মুনাফা জাতীয় ব্যয়।
(১) মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় : যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয়, যা দ্বারা প্রতিষ্ঠানের দৈনন্দিন যাবতীয় ব্যয় মেটানো হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় প্রাপ্তি বলে। যেমন : পণ্য বিক্রয়লব্ধ অর্থ, বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন ইত্যাদি।
মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় একই অর্থবোধক মনে হলেও পার্থক্য বিদ্যমান। অর্থাৎ মুনাফা জাতীয় প্রাপ্তির সম্পূর্ণ অর্থই একটি নির্দিষ্ট সময়ের মুনাফা জাতীয় আয় হয় না। ধরা যাক হিসাবকাল ২০১৪ তে ভাড়া পাওয়া গেল ৫০,০০০ টাকা কিন্তু এর মধ্যে ১০,০০০ টাকা আগামী বছরের। এক্ষেত্রে ২০১৪ সালের মুনাফা জাতীয় প্রাপ্তি ৫০,০০০ টাকা এবং মুনাফা জাতীয় আয় ৪০,০০০ টাকা।
(২) মুনাফা জাতীয় ব্যয় : ব্যবসায়ের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। যেমন : পণ্য ক্রয়, ভাড়া, বেতন, বিজ্ঞাপন খরচ, মজুরি ইত্যাদি।
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পার্থক্যকরণের প্রয়োজনীয়তা । একজন ব্যক্তি বা ব্যবসায়ীকে প্রতিবছর বা নির্দিষ্ট সময় শেষে ব্যবসায়িক লেনদেনের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে হয়।
এ সকল আর্থিক ফলাফল ও অবস্থা জানার জন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে বিশদ আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়।
বিশদ আয় বিবরণী হতে ব্যবসায়ের লাভ বা ক্ষতির পরিমাণ, মালিকানা স্বত্ব বিবরণী থেকে ব্যবসায় হতে মালিকের পাওনার পরিমাণ এবং আর্থিক অবস্থার বিবরণী হতে সম্পদ ও দায়ের পরিমাণ জানা যায়। আর এসব বিবরণী সঠিকভাবে প্রস্তুত করার জন্য মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সঠিকভাবে চিহ্নিত করা প্রয়োজন।
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব
শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের ভিত্তিতে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে ব্যবসায়ের লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়। অপরদিকে শুধুমাত্র মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করা হয়।
এই দুই ধরনের লেনদেন সঠিকভাবে আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ করা না হলে কখনই ব্যবসায়ের প্রকৃত লাভ-ক্ষতি এবং সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ জানা যাবে না।
- উত্তর ডাউনলোড করুন>SSC হিসাব বিজ্ঞান Questions With Answer MCQ(PDF)
- উত্তর ডাউনলোড করুন>SSC হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায়‘ গুরুত্বপূর্ণ বিষয়াদির ধারণা (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান: চতুর্থ অধ্যায়‘সৃজনশীল প্রশ্ন ও সমাধান (PDF)
- উত্তর ডাউনলোড করুন> ৯ম–১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান: চতুর্থ অধ্যায়‘ প্রশ্নের উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> ৯ম–১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান:৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান:লেনদেনের ধারণা গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC হিসাব বিজ্ঞান:অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭টি(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:বহুনির্বাচনি 28টি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছরসমূহে সুবিধা পাওয়া যায় বলেই এই ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। অত্যাধিক বিজ্ঞাপন ব্যয়, প্রাথমিক খরচাবলি, গবেষণা ব্যয়, কারখানা স্থানান্তর খরচ, পণ্যের গবেষণা খরচ ও উন্নয়ন ব্যয় ইত্যাদি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।