SSC হিসাব বিজ্ঞান:বহুনির্বাচনি 28টি প্রশ্নোত্তর(PDF)
SSC হিসাব বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা: আজ হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান এর অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর জেনে নেওয়ার চেষ্টা করবো। এছাড়া ফ্রি পিডিএফ ফাইলসহ দেওয়া হলো। সুবিধা মতো পড়ার জন্য নিচে লিংক দেওয়া আছে। প্রয়োজনে ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
SSC হিসাব বিজ্ঞান:বহুনির্বাচনি 28টি প্রশ্নোত্তর(PDF)
Luca Pacioli (1445–1517)
লুকা প্যাসিওলি একজন ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক ছিলেন। ১৪৯৪ খ্রিষ্টাব্দে তিনি সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা নামে একটি গ্রন্থ লিখেন। এই গ্রন্থে সর্বপ্রথম হিসাবরক্ষণের মূলনীতি “দু’তরফা দাখিলা” ব্যাখ্যা করা হয়।
অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. হিসাব বিজ্ঞান
ক সমাজের একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে
খ উৎপাদন ব্যবস্থার আলোচনা করে
গ পণ্য ক্রয় এবং বিক্রয়ের হিসাব রাখে
ঘ যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব রাখে, শ্রেণিবিভাগ করে এবং ব্যাখ্যা করে
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:বহুনির্বাচনি 28টি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:রোস্তম‘র অনুধাবনমূলক-দক্ষতাস্তরের প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:সোহরাব রোস্তম এর সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২. কিসে ব্যবসায় প্রতিষ্ঠানের কাক্সিক্ষত ফলাফল অর্জন সম্ভব?
ক সম্পদ ক্রয়ের ফলে খ সঠিক সিদ্ধান্ত নিলে
গ ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে ঘ পণ্য ক্রয়ের দ্বারা
৩. একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী
র. মালিক রর. ব্যবস্থাপক
ররর. ঋণ প্রদানকারী ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪. বিজ্ঞান ও প্রযুক্তি
ক হিসাব রক্ষণকে সংকুচিত করে
খ হিসাব রক্ষণকে ব্যয়বহুল করে তুলে
গ হিসাব রক্ষণের গতি রোধ করে
ঘ হিসাব রক্ষণের উন্নতি ঘটায়
৫. হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়?
ক হিসাব ব্যবস্থা খ তথ্য ব্যবস্থা গ নিরীক্ষা ব্যবস্থা ঘ বিবরণী ব্যবস্থা
৬. হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো-
ক মালিক খ শেয়ারহোল্ডার
গ ঋণ প্রদানকারী ঘ অভ্যন্তরীন নিরীক্ষক
৭. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণÑ
র. শিক্ষা প্রতিষ্ঠান
রর. বিজ্ঞাপনী সংস্থা
ররর. সামাজিক সংঘ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮. হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হল
র. আর্থিক ফলাফল নির্ণয়
রর. ব্যয় নিয়ন্ত্রণ
ররর. আর্থিক অবস্থা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯. একটি প্রতিষ্ঠান সমাজ ও পরিবেশের প্রতি অবদান রাখে
র. পণ্য তৈরিতে বিদেশী কাঁচামাল ব্যবহার করে
রর. পণ্য তৈরিতে দেশী কাঁচামাল ব্যবহার করে
ররর. গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিম্নের তথ্য থেকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :
ডা: রাকিব হাসান তার ক্লিনিকের আর্থিক লেনদেনের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করেন। বছর শেষে তার ব্যক্তিগত কর নির্ধারণ প্রক্রিয়া সহজ ও স্বল্প সময়ে সম্ভব হয়। ফলে আয়কর কর্তৃপক্ষ তার হিসাব নিকাশ রাখার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন।
১০. অর্থের আদান প্রদান সঠিকভাবে লিপিবদ্ধ করা কিসের উদ্দেশ্য?
ক ব্যবসায়ের খ দেনা-পাওনার
গ হিসাব লিপিবদ্ধকরণের ঘ হিসাববিজ্ঞানের
১১. ডা: রাকিব হাসানের ক্লিনিকের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করলে সহায়ক হবেÑ
র. বিক্রয় বৃদ্ধিতে রর. মূল্যবোধ সৃষ্টিতে
ররর. কর নির্ধারণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২. নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা হচ্ছে
ক আয় বুঝে ব্যয় করা খ দায়িত্ববোধের বিকাশ
গ মূল্যবোধ সৃষ্টি ঘ জবাবদিহিতা
১৩. কোনটি সুষ্ঠুভাবে সরকারের রাজস্ব আদায়ে সহায়ক ভূমিকা রাখে?
ক ব্যবস্থাপনা খ হিসাব নিরীক্ষণ গ হিসাববিজ্ঞান ঘ পরিকল্পনা
১৪. হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য
ক ব্যয় নিয়ন্ত্রণ খ লেনদেন লিপিবদ্ধকরণ
গ ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ ঘ ফলাফল নির্ণয়
১৫. হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কী?
ক ব্যয় হ্রাস খ প্রতারণা ও জালিয়াতি রোধ
গ লাভক্ষতির পরিমাণ নির্ধারণ ঘ আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ
১৬. সরকারের আয়ের উৎস কোনটি?
ক বেতন খ বাড়িভাড়া গ অফিস ভাড়া ঘ ভ্যাট
১৭. আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কোথায়?
ক ইংল্যান্ডে খ ভারতবর্ষে গ ইতালিতে ঘ আমেরিকায়
১৮. হিসাব বিজ্ঞানকে কী বলা হয়?
ক ব্যবসায়ের চালিকাশক্তি খ ব্যবসায়ের ভাষা
গ ব্যবসায়ের চাবি ঘ ব্যবসায়ের দর্পণ
১৯. হিসাব বিজ্ঞানের ইতিহাস কেমন?
ক একটি নতুন বিষয় খ একটি পুরানো বিষয়
গ একটি আধুনিক বিষয় ঘ প্রাচীন ও বৈচিত্র্যময়
২০. হিসাব তথ্যাবলি প্রতিষ্ঠানের কোন কাজটিতে সাহায্য করে?
ক মুনাফা অর্জনে খ সিদ্ধান্ত গ্রহণে
গ মূলধন সংগ্রহে ঘ সুনাম অর্জনে
২১. প্রতিষ্ঠানের কাক্সিক্ষত ফলাফল অর্জন করা সম্ভব হয় কিসের মাধ্যমে?
ক দায় হ্রাসের খ ব্যয় নিয়ন্ত্রণের
গ মালিকানাস্বত্ব বৃদ্ধির ঘ প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে
২২. হিসাব বিজ্ঞান কী?
ক তথ্য ব্যবস্থা খ গণনা ব্যবস্থা
গ দু’তরফা দাখিলা ঘ একতরফা দাখিলা
২৩. নাজনীন ফুড প্রোডাক্টস পণ্য বিক্রয়ের ওপর ভ্যাট প্রদান করে থাকেন। সরকারের এ ভ্যাট আদায়ের ক্ষেত্রে সহায়ক হিসাবে কাজ করে নিচের কোনটি?
ক ব্যবস্থাপনা খ অর্থনীতি
গ হিসাববিজ্ঞান ঘ ফিন্যান্স এন্ড ব্যাংকিং
২৪. হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি?
ক লেনদেনসমূহ সঠিকভাবে লিপিবদ্ধকরণ
খ ব্যয় হ্রাস এবং প্রতারণা ও জালিয়াতি রোধকরণ
গ আর্থিক তথ্যাদির তুলনামূলক বিশ্লেষণ
ঘ আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়
২৫. ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী
র. কর্মকর্তা-কর্মচারী
রর. মালিক ও ব্যবস্থাপক
ররর. হিসাব নিরীক্ষক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো
র. মালিক রর. ব্যবস্থাপক ররর. শ্রমিক
নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ র ও রর ঘ রর ও ররর
২৭. সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে
র. ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
রর. অপব্যয় রোধ হয়
ররর. আর্থিক সচ্ছলতা অর্জন হয়
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:মার্চেন্ট অব শেক্সপিয়ার‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:মার্চেন্ট অব শেক্সপিয়ার‘বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৮. একটি ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী
র. ঋণ প্রদানকারী রর. সরকার
ররর. পাওনাদার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।