SSC হিসাব বিজ্ঞান:সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭টি(PDF)
SSC হিসাব বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা: আজ হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান এর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর জেনে নেওয়ার চেষ্টা করবো। এছাড়া ফ্রি পিডিএফ ফাইলসহ দেওয়া হলো। সুবিধা মতো পড়ার জন্য নিচে লিংক দেওয়া আছে। প্রয়োজনে ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
SSC হিসাব বিজ্ঞান:সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭টি(PDF)
Luca Pacioli (1445–1517)
লুকা প্যাসিওলি একজন ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক ছিলেন। ১৪৯৪ খ্রিষ্টাব্দে তিনি সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা নামে একটি গ্রন্থ লিখেন। এই গ্রন্থে সর্বপ্রথম হিসাব রক্ষণের মূলনীতি “দু’তরফা দাখিলা” ব্যাখ্যা করা হয়।
হিসাব বিজ্ঞানের ধারণা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৯. হিসাব বিজ্ঞান কী? (জ্ঞান)
ক একটি বস্তু খ একটি পণ্য গ একটি প্রক্রিয়া ঘ একটি লেনদেন
৩০. হিসাববিজ্ঞান পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কী সম্পাদন করা যায়? (জ্ঞান)
ক অনার্থিক কার্যাবলি খ আর্থিক কার্যাবলি
গ ব্যবস্থাপনা কার্যাবলি ঘ সামাজিক কার্যাবলি
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:বহুনির্বাচনি 28টি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:রোস্তম‘র অনুধাবনমূলক-দক্ষতাস্তরের প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:সোহরাব রোস্তম এর সৃজনশীল প্রশ্ন ও উত্তর
৩১. কোন শাস্ত্র ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করে? (জ্ঞান)
ক হিসাববিজ্ঞান খ ব্যবস্থাপনা গ অর্থনীতি ঘ বিপণন
৩২. হিসাববিজ্ঞান বিষয়ের মাধ্যমে ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণের ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের কী নির্ণয় করা যাবে? (জ্ঞান)
ক কাঠামোগত পরিবর্তন খ আর্থিক অবস্থার পরিবর্তন
গ ব্যবসায়ের মালিকানা পরিবর্তন ঘ সামাজিক অবস্থার পরিবর্তন
৩৩. হিসাববিজ্ঞানকে কী বলা হয়? (জ্ঞান)
ক ব্যবসায়ের ভাষা খ ব্যবসায়ের অজ্ঞতা
গ ব্যবসায়ের পরিভাষা ঘ ব্যবসায়ের চালিকাশক্তি
৩৪. হিসাববিজ্ঞানকে কেন ব্যবসায় প্রতিষ্ঠানের ভাষা বলা হয়? (অনুধাবন)
ক প্রতিষ্ঠানের সম্ভাব্য লেনদেন জানা যায় বলে
খ প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ জানা যায় বলে
গ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা জানা যায় বলে
ঘ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায় বলে
৩৫. কোনটি ব্যতিত আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন? (জ্ঞান)
ক নির্দিষ্ট কৌশল ও মান খ নির্দিষ্ট মান ও পদ্ধতি
গ নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল ঘ নির্দিষ্ট অর্থ ও মানদণ্ড
৩৬. ব্যক্তি, প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে কী পরিলক্ষিত হয়? (জ্ঞান)
ক ধারে সম্পর্কিত ঘটনা খ ঐতিহাসিক ঘটনা
গ অর্থ সম্পর্কিত ঘটনা ঘ পারিবারিক ঘটনা
৩৭. যেখানে সংঘটিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব ও ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক সমাজবিজ্ঞান খ হিসাববিজ্ঞান গ ব্যবস্থাপনা ঘ অর্থনীতি
৩৮. প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ কোনটিতে দৃষ্টি আরোপ করেন? (জ্ঞান)
ক সুষ্ঠু অর্থায়নের উপর খ হিসাব তথ্যের উপর
গ আর্থিক সচ্ছলতার উপর ঘ পারিবারিক তথ্যের উপর
৩৯. হিসাব বিবরণী ও প্রতিবেদন প্রস্তুতের জন্য কোনটির উপর জ্ঞান থাকা প্রয়োজন? (অনুধাবন)
ক হিসাববিজ্ঞান খ হিসাবরক্ষণ
গ হিসাবচক্র ঘ লেনদেন লিপিবদ্ধকরণ
৪০. কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক কার্যাবলি হিসেবে চিিহ্নত হবে? (অনুধাবন)
ক পণ্য ক্রয়ে অর্ডার দেওয়া খ পণ্যের গুণগতমান রক্ষা করা
গ বেতন প্রদানে চুক্তি করা ঘ দেনাদার হতে আদায় করা
৪১. আর্থিক তথ্যাবলি প্রতিষ্ঠানকে কোন ক্ষেত্রে সাহায্য করে থাকে? (অনুধাবন)
ক আর্থিক সিদ্ধান্ত গ্রহণে খ জালিয়াতি করতে
গ জবাবদিহিতা হ্রাস করতে ঘ কর ফাঁকি দিতে
৪২. মি. সরকার নাভানা গ্রুপে সিনিয়র হিসাবরক্ষক। তিনি বিভিন্ন ধরনের আর্থিক কার্যাবলি শ্রেণিবদ্ধকরণের পর সঠিক হিসাব বইতে লিপিবদ্ধকরণ করেন। তিনি নিচের কোন লেনদেনটি হিসাবের খাতায় অন্তর্ভুক্ত করবেন না? (প্রয়োগ)
ক কর্মচারীদের বেতন প্রদান ৫,০০০ টাকা
খ দেনাদারের নিকট হতে আদায় ৫,০০,০০০ টাকা
গ পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান ২,০০,০০০ টাকা
ঘ সম্পদ ক্রয় ৫,০০,০০০ টাকা
৪৩. হিসাববিজ্ঞান কোনটি করে? (অনুধাবন)
ক উদ্দেশ্যকে বিশ্লেষণ করে খ উৎপত্তি সম্পর্কে ধারণা দেয়
গ আর্থিক লেনদেন লিপিবদ্ধ করে ঘ তথ্যের ব্যবহারকারীদের শনাক্ত করে
৪৪. ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলির ফলাফল জানার জন্য কোনটি পাঠ করা আবশ্যক? (অনুধাবন)
ক ব্যবস্থাপনা খ অর্থায়ন গ অর্থনীতি ঘ হিসাববিজ্ঞান
৪৫. অনেক দিন সব ধরনের লেনদেন কীভাবে মনে রাখা যায়? (জ্ঞান)
ক বাজারজাতকরণের সাহায্যে খ অর্থায়নের সাহায্যে
গ হিসাববিজ্ঞানের সাহায্যে ঘ ব্যবস্থাপনার সাহায্যে
৪৬. ‘বায়োফার্মা লি.’ ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি নিবন্ধিত কোম্পানি। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষকে হিসাব সম্পর্কে অবহিত করার তাগিদে কোম্পানি একজন চার্টার্ড একাউন্টেট নিয়োগ দেয়। চাটার্ড একাউন্টেন্ট প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষকে হিসাব সম্পর্কে অবহিত করতে কোনটি প্রস্তুত করবেন? (প্রয়োগ)
ক ক্রয় বই খ খতিয়ান বই গ নগদান বই ঘ আর্থিক প্রতিবেদন
৪৭. হিসাববিজ্ঞান কীভাবে আর্থিক লেনদেনসমূহের প্রভাব ও ফলাফল নির্ণয় করে? (অনুধাবন)
ক সংরক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে খ শনাক্তকরণ ও সংরক্ষণের মাধ্যমে
গ লিপিবদ্ধকরণ ও শ্রেণিবদ্ধকরণের মাধ্যমে
ঘ লিপিবদ্ধকরণ ও ব্যাখ্যাকরণের মাধ্যমে
৪৮. জনাব ইউনুস তার প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেনগুলো সুষ্ঠুভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ, শ্রেণিবদ্ধ ও বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করলেন। এ জন্য তিনি কোন বিষয়ের উপর দক্ষ ছিলেন? (উচ্চতর দক্ষতা)
ক ব্যবসায় পরিচালনায় খ হিসাববিজ্ঞানে
গ গণিত শাস্ত্রে ঘ পরিকল্পনায়
৪৯. হিসাববিজ্ঞান আর্থিক লেনদেনসমূহ সংরক্ষণ ও পর্যালোচনা করে কী আকারে বিভিন্ন পক্ষের নিকট উপস্থাপন করে? (জ্ঞান)
ক আইনি দলিল খ স্থায়ী দলিল গ প্রতিবেদন ঘ ঐচ্ছিক দলিল
৫০. হিসাববিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠানের কোন অবস্থার পরিবর্তন নির্ণয় করা যায়? (জ্ঞান)
ক সাম্প্রদায়িক খ আর্থিক গ রাজনৈতিক ঘ ভবিষ্যৎ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫১. আর্থিক কার্যাবলি হলো (অনুধাবন)
র. দেনাদার হতে আদায়
রর. খরচ পরিশোধ
ররর. পণ্য ক্রয় ও বিক্রয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫২. হিসাববিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে প্রস্তুত করা যায় (অনুধাবন)
র. হিসাবের বিভিন্ন বিবরণী
রর. হিসাবের প্রতিবেদন
ররর. মালিকের ব্যক্তিগত দলিলপত্র
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৩. হিসাববিজ্ঞান শাস্ত্রে আলোচিত হয় (অনুধাবন)
র. আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাব
রর. আর্থিক ফলাফল নির্ণয়ের পদ্ধতি
ররর. আর্থিক অবস্থা বিশ্লেষণের কৌশল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৪. হিসাববিজ্ঞান হচ্ছে (অনুধাবন)
র. একটি বিজ্ঞান
রর. ব্যবসায়ের ভাষা
ররর. লেনদেন লিপিবদ্ধ করার কলাকৌশল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:মার্চেন্ট অব শেক্সপিয়ার‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:মার্চেন্ট অব শেক্সপিয়ার‘বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৫. সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে জানা যায় (অনুধাবন)
র. কারবারের লাভ-ক্ষতি
রর. কারবারের সর্বাঙ্গীন আর্থিক অবস্থা
ররর. মোট দায় ও মোট সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৬. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায় (অনুধাবন)
র. হিসাবের বিভিন্ন বিবরণীর মাধ্যমে
রর. লেনদেন জাবেদাভুক্তকরণের মাধ্যমে
ররর. হিসাবের প্রতিবেদন প্রস্তুতের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৭. হিসাববিজ্ঞান পাঠ করলে হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় (অনুধাবন)
র. খরচ পরিশোধ
রর. সম্পদ ক্রয় ও বিক্রয়
ররর. ব্যবসায়ের সকল লেনদেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৮. নিরালা কোম্পানিতে পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় ১০,০০০ টাকা, পরিবহন খরচ ৫০০ টাকা, মজুরি প্রদান ৫,০০০ টাকা, ভাড়া প্রদান ৩,০০০ টাকা করা হয়েছে। কোম্পানির হিসাবরক্ষক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের সময় জানাতে পারবে (প্রয়োগ)
র. পণ্য ক্রয় সম্পর্কিত তথ্য
রর. খরচ সম্পর্কিত তথ্য
ররর. পাওনাদারের দেনা সম্পর্কিত তথ্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৯. হিসাব বিজ্ঞান আর্থিক ফলাফল নির্ণয় করে থাকে- (অনুধাবন)
র. লেনদেন সম্পাদনের মাধ্যমে
রর. লেনদেন সংরক্ষণের মাধ্যমে
ররর. লেনদেন পর্যালোচনার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।