SSC হিসাব বিজ্ঞান: চতুর্থ অধ্যায়‘সৃজনশীল প্রশ্ন ও সমাধান (PDF)
SSC হিসাব বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা: আজ হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান এর চতুর্থ অধ্যায়‘ নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও সমাধান সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করবো। এছাড়া ফ্রি পিডিএফ ফাইলসহ দেওয়া হলো। সুবিধা মতো পড়ার জন্য নিচে লিংক দেওয়া আছে। প্রয়োজনে ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।
চতুর্থ অধ্যায়
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন
নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও সমাধান
প্রশ্ন-১৮ মি ঋতু একজন সফল ব্যবসায়ী। ২০১৪ সালের মার্চ মাসে তার ব্যবসায়ের নিম্নোক্ত লেনদেনগুলো হয়েছে
মার্চ- ১ : নগদে মাল ক্রয় ২,০০০ টাকা
” ৩ : নগদে পণ্য বিক্রয় ১২,০০০ টাকা
” ৫ : ব্যবসায়ের প্রয়োজনে আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা
” ৬ : দোকান ভাড়া প্রদান ৩,০০০ টাকা
ক. ঋতুর ব্যবসায়ের নগদ উদ্বৃত্তের পরিমাণ কত?
খ. উপর্যুক্ত লেনদেনগুলো হিসাব সমীকরণের কোন উপাদানে কী পরিবর্তন এনেছে তা দেখাও।
গ. ঋতুর মার্চ মাসের লেনেদনগুলো কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর।
- উত্তর ডাউনলোড করুন> ৯ম-১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান: চতুর্থ অধ্যায়‘ প্রশ্নের উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> ৯ম-১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান:৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান:তৃতীয় অধ্যায় দু’তরফা দাখিলা পদ্ধতি
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান:গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান:লেনদেনের ধারণা গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার প্রশ্নোত্তর
প্রশ্ন-১৯ মি. রামিম ২০১২ সালের ১ জানুয়ারি ৫০,০০০ টাকার নগদ ও ২৫,০০০ টাকার আসবাবপত্র এবং ২০,০০০ টাকার ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।
জানুয়ারি ৬ : ধারে পণ্য ক্রয় করেন ১২,০০০ টাকা
জানুয়ারি ১০ : বাকিতে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা।
জানুয়ারি ১৫ : পণ্য বিক্রয় করে ৫,০০০ টাকার একটি চেক পাওয়া গেল।
জানুয়ারি ১৮ : বিক্রীত মাল ফেরত পাওয়া গেল ২,০০০ টাকা।
জানুয়ারি ২০ : বেতন প্রদান করা হলো ২,০০০ টাকা।
জানুয়ারি ২২ : পৌরকর পরিশোধ করা হলো ২,৫০০ টাকা।
জানুয়ারি ২৫ : আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো ১,০০০ টাকা।
ক. মি. রামিমের প্রারম্ভিক মূলধন কত? ২
খ. ২০১২ সালের ৩১ জানুয়ারি তারিখে মি. রামিমের মূলধনের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. ১৫ থেকে ২৫ তারিখ পর্যন্ত লেনদেনগুলোর ডেবিট-ক্রেডিট নির্ণয় কর। ৪
প্রশ্ন -২০ মি তাজরিনা খান ২০১২ সালের ১ জানুয়ারি ফটোকপির ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো নি¤œরূপ
জানুয়ারি ১ : মূলধন আনয়ন নগদ ২,০০,০০০ টাকা, ফটোকপির মেশিন ৪,০০,০০০ টাকার এবং অফিস সরঞ্জাম ১০,০০০ টাকা।
জানুয়ারি ৪ : তিনি ২,০০০ টাকা দিয়ে একটি দেয়াল ঘড়ি ক্রয় করেন।
জানুয়ারি ১১ : রবি এন্টারপ্রাইজের নিকট থেকে কাগজ ক্রয় ২,০০০ টাকা।
জানুয়ারি ১৯ : স্টেশনারী সামগ্রী বিক্রয় ২,০০০ টাকা।
জানুয়ারি ২৪ : কম্পিউটার ক্রয় ৪০,০০০ টাকা।
জানুয়ারি ২৬ : বেতন প্রদান ৭,০০০ টাকা।
ক. মাস শেষে তাজরিনা খানের মোট অফিস সরঞ্জামের পরিমাণ কত? ২
খ. মাস শেষে তাজরিনা খানের স্বত্বাধিকারের পরিমাণ কত? ৪
গ. ১১ থেকে ২৬ তারিখ পর্যন্ত লেনদেনগুলোর হিসাব আধুনিক পদ্ধতিতে শ্রেণিব্যাস কর।
প্রশ্ন -২১ ল্ফ মি. জাকারিয়া এর প্রতিষ্ঠানে ২০১০ সালের জুন মাসের লেনদেনগুলো ছিল নি¤œরূপ :
জুন ১ : ৫০,০০০ টাকা নিয়ে কারবার শুরু।
জুন ৫ : আসবাবপত্র ক্রয় ২৫,০০০ টাকা।
জুন ১০ : শিক্ষানবিস ভাতা প্রদান ২,০০০ টাকা।
জুন ১৫ : ভাড়া প্রাপ্তি ২,০০০ টাকা।
জুন ৩০ : বেতন প্রদান ১,০০০ টাকা।
ক. উপর্যুক্ত তথ্যের আলোকে সম্পদ হ্রাসের পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত তথ্যের আলোকে হিসাবের মূল সমীকরণের ঊ এর পরিমাণ নির্ণয় কর।
গ. উপর্যুক্ত লেনদেনগুলোর কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর।
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC হিসাব বিজ্ঞান:অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭টি(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:বহুনির্বাচনি 28টি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
প্রশ্ন -২২ মি হাসান অ্যান্ড সন্স এর স্বত্বাধিকারী ২০১০ সালের ১ জানুয়ারি তারিখে একটি ব্যবসায় চালু করেন। জানুয়ারি মাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নি¤েœ দেওয়া হলো :
জানুয়ারি ১ : মূলধন বিনিয়োগ ৫,০০,০০০ টাকা যার মধ্যে ব্যাংকে জমা রয়েছে ২,০০,০০০ টাকা।
জানুয়ারি ৫ : বাকিতে স্টিল ক্রয় ৫০ টন ৩,০০,০০০ টাকা।
জানুয়ারি ৮ : বিএসআরএমকে ৪০ টন রড ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো।
জানুয়ারি ১২ : স্টিল বিক্রয় করা হলো ৬,০০,০০০ টাকা যার ৫০% ধারে।
জানুয়ারি ১৫ : পাওনাদারকে প্রদান ২,০০,০০০ টাকা।
জানুয়ারি ২০ : ছেলের পড়াশোনার খরচ প্রদান ১০,০০০ টাকা।
জানুয়ারি ৩০ : ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ৫০,০০০ টাকা।
ক. হাসান এন্ড সন্স এর প্রকৃত দায়ের পরিমাণ কত?
খ. হাসান এন্ড সন্স এর মোট সম্পত্তির ওপর মালিকের দাবির পরিমাণ নির্ণয় কর।
গ. লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব ছকের সাহায্যে দেখাও।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।