SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় বিভিন্ন স্কুলের নির্বাচিত MCQ(PDF) বিভিন্ন স্কুলের নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২১৬.তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে কী বলা হয়? [রাজউক উত্তরা মডেল কলেজ] ক ব্যয় সিদ্ধান্ত খ বিনিয়োগ সিদ্ধান্ত গ আয় সিদ্ধান্ত ঘ লভ্যাংশ সিদ্ধান্ত ২১৭.সরকারি অর্থায়নে আয়ের উৎস কোনটি? [রাজউক উত্তরা মডেল কলেজ] ক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খ ট্রেজারির বিল গ সেতু ঘ সরকারি হাসপাতাল ২১৮.কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে? [রাজউক উত্তরা মডেল কলেজ] ক সরকারি অর্থায়নে খ ব্যবসায় অর্থায়নে গ আন্তর্জাতিক অর্থায়নে ঘ পারিবারিক অর্থায়নে ২১৯.বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান? [আইডিয়াল স্কুল এন্ড কলেজ] ক সামাজিক প্রতিষ্ঠান খ সাধারণ প্রতিষ্ঠান গ পারিবারিক প্রতিষ্ঠান ঘ বিনোদনমূলক প্রতিষ্ঠান ২২০.তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলা হয়?[আইডিয়াল স্কুল এন্ড কলেজ] ক বিপণন খ ব্যাংকিং গ ব্যবস্থাপনা ঘ অর্থায়ন ২২১.ব্যবসায়ে তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কোনটি?[আইডিয়াল স্কুল এন্ড কলেজ] ক অর্থায়ন খ জাতীয় উন্নয়ন গ সামাজিক মর্যাদা বৃদ্ধি ঘ মুনাফা অর্জন ২২২.কম্পিউটার অধ্যায়ের সূচনা হয়-[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ] ক ১৯৫০ এর দশকে খ ১৯৬০ এর দশকে গ ১৯৭০ এর দশকে ঘ ১৯৮০ এর দশকে ২২৩.মুনাফা বৃদ্ধির সাথে সাথে অর্থায়নে কোনটি বাড়ে?[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ] ক আয় খ ব্যয় গ বিক্রয় ঘ ঝুঁকি
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় Questions With Answer (PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় Questions With Answer
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান Questions With Answer MCQ
- উত্তর ডাউনলোড করুন>SSC হিসাব বিজ্ঞান Questions With Answer MCQ(PDF)
- উত্তর ডাউনলোড করুন>SSC হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায়‘ গুরুত্বপূর্ণ বিষয়াদির ধারণা (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান: চতুর্থ অধ্যায়‘সৃজনশীল প্রশ্ন ও সমাধান (PDF)
- উত্তর ডাউনলোড করুন> ৯ম–১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান: চতুর্থ অধ্যায়‘ প্রশ্নের উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> ৯ম–১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান:৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২৪.ব্যবসায়ের পণ্য যদি বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে-[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ] ক সব ধরনের ক্রেতা আকৃষ্ট করতে পারে খ ব্যাংক ঋণ বেশি পাবে গ ঝুঁকি বণ্টিত হয়ে যায় ঘ ঝুঁকি বেড়ে যায় ২২৫.যৌথমুলধনী প্রতিষ্ঠানের মালিক কে?[খুলনা জিলা স্কুল] ক শেয়ারহোল্ডার খ ঋণপত্র ক্রেতা গ ডিবেঞ্চার হোল্ডার ঘ বন্ড ক্রেতা ২২৬.জাতীয় আয় বৃদ্ধির প্রত্যক্ষ ভূমিকা রাখে কোনটি? [খুলনা জিলা স্কুল] ক উৎপাদনমুখী বিনিয়োগ খ আমদানি মুখী বিনিয়োগ গ রক্ষণশীল বিনিয়োগ ঘ সেবামূলক বিনিয়োগ ২২৭. মুনাফা বৃদ্ধির জন্য বিনিয়োগ বেশি করা হলে কোনটি হয়?[খুলনা জিলা স্কুল ক তারল্য বৃদ্ধি খ তারল্য ঘাটতি গ তারল্য শূন্য ঘ তারল্য উদ্বৃত্ত ২২৮.একটি পরিবারের আয়ের উৎস কোনটি? [ফরিদপুর জিলা স্কুল] ক চাকরি খ গ্যাস বিল গ বিদ্যুৎ বিল ঘ স্কুলের বিল ২২৯.IDB এর পূর্ণ নাম কী? [ফরিদপুর জিলা স্কুল] ক Investment Demand Bank খ Islamic Development Bank গ Inverstment Demand Bank ঘ Income Demand Bank
২৩০. ব্যাংকসমূহের মুনাফা হলো- [ফরিদপুর জিলা স্কুল]
ক ঋণ গ্রহীতার জন্য ধার্যকৃত সুদ
খ আমানত
গ আমানতকারিকে প্রদেয় সুদের হার
ঘ দুই ধরনের সুদের পার্থক্য
২৩১. আধুনিক অর্থায়নের বৈশিষ্ট্য কোনটি? [ফরিদপুর জিলা স্কুল]
ক মূলধন বাজারের অগ্রাধিকার খ দীর্ঘমেয়াদি বিনিয়োগ
গ বিক্রয় বৃদ্ধি ঘ ব্যয় হ্রাস
২৩২. আমদানি ও রপ্তানি খাত নিয়ে যে অর্থায়ন আলোচনা করে তাকে কী বলা হয়? [যশোর জিলা স্কুল]
ক পারিবারিক অর্থায়ন খ সরকারি অর্থায়ন
গ আন্তর্জাতিক অর্থায়ন ঘ ব্যবসায় অর্থায়ন
২৩৩. বেশি বিনিয়োগ করা হলে কী হয়? [ফরিদপুর জিলা স্কুল]
ক তারল্য ঘাটতি হয় খ তারল্য ঘাটতি দূর হয়
গ মুনাফা কমে যায় ঘ মুনাফা বেড়ে যায়
২৩৪. World Trade Qrganization কত সালে আত্মপ্রকাশ করে? [যশোর জিলা স্কুল]
ক ১৯৮০ খ ১৯৯০
গ ১৯৯৫ ঘ ২০০০
২৩৫. অর্থায়ন কোন দশকে অংক নির্ভর হয়ে পড়ে? [যশোর জিলা স্কুল]
ক ১৯৬০-১৯৭০ খ ১৯৭০-০৯৮০
গ ১৯৮০-১৯৯০ ঘ ১৯৯০-২০০০
২৩৬. আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করেন? [যশোর জিলা স্কুল]
ক দুই ধরনের খ তিন ধরনের
গ চার ধরনের ঘ পাঁচ ধরনের
২৩৭. রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কার অধীন? [পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর]
ক BSTI খ BCIC
গ WASA ঘ UNDP
২৩৮. পাবলিক লি. কোম্পানির অর্থসংস্থানের মূল উৎস- [পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর]
ক ঋণপত্র বিক্রি খ শেয়ার বিক্রি
গ সঞ্চিতি মুনাফা ঘ অনুদান
২৩৯. অর্থায়ন কী নিয়ে কাজ করে? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা]
ক প্রকল্প ব্যবস্থাপনা খ তহবিল ব্যবস্থাপনা
গ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ঘ উৎপাদন ব্যবস্থাপনা
২৪০. অর্থায়নের আয়ের সাথে কোনটির সংগতি থাকা বাঞ্ছনীয়? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা]
ক প্রয়োজনীয় মূলধন খ সংগ্রহীত ঋণের
গ ব্যয়ের সঠিক সময়ের ঘ যথার্থ পরিকল্পনা
২৪১. মি. বাতেন মোবাইল সার্ভিসিং-এর দোকান দিতে চান। তার ব্যবসায়ের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার জন্য কোথা থেকে তহবিল নির্বাহ করবেন? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা]
ক সরকারি তহবিল থেকে খ আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে
গ নিজস্ব তহবিল থেকে ঘ আন্তর্জাতিক তহবিল থেকে
২৪২. বাণিজ্য ঘাটতি পূরণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা]
ক রেমিটেন্স খ বৈদেশিক ঋণ
গ বৈদেশিক সাহায্য ঘ আয়কর
২৪৩. কোনটির জন্য চলতি মূলধন দরকার হয় না? [খুলনা সরকারি বালিকা বিদ্যালয়]
ক কাঁচামাল ক্রয় খ শ্রমিকের মজুরি প্রদান
গ মেশিন ক্রয় ঘ ভাড়া প্রদান
২৪৪. আন্তর্জাতিক অর্থায়ন কী? [বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক উন্নয়ন ও অনুন্নয়ন অর্থ ব্যয় খ আমদানি ও রপ্তানি বিষয়
গ ব্যবসায়ে অর্থায়ন ঘ দাতব্য স্থানে অর্থ ব্যবস্থাপনা
২৪৫. বৃহৎ প্রকল্পের অর্থায়ন করে কীভাবে? [বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক বৈদেশিক সাহায্য খ ppp-এর মাধ্যমে
গ বেসরকারি ও সরকারি সহায়তায় ঘ সারচার্জ আরোপ করে
২৪৬. কোনটি সঠিক? [বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক নগদ অর্থ ও মুনাফার মধ্যে কোনো সম্পর্ক নেই
খ নগদ অর্থ বেশি রাখলে মুনাফা বেশি হয়
গ নগদ অর্থ কম রাখলে মুনাফা বেশি হয়
ঘ ব্যবসায়ে নগদ অর্থ বেশি রাখা হলে ক্ষতি বেশি হয়
২৪৭. আয় সিদ্ধান্ত কী? [বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক তহবিল সংগ্রহ প্রক্রিয়া খ তহবিল ব্যবহার প্রক্রিয়া
গ লভ্যাংশ প্রদান ব্যবস্থা ঘ উৎপাদন ব্যবস্থাপনা
২৪৮. সরকারি ব্যয়ের খাত নয় কোনটি? [ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়]
ক রাস্তাঘাট খ আয়কর
গ প্রতিরক্ষা ঘ সরকারি হাসপাতাল
২৪৯. কোন দশকে অর্থায়নের ক্ষেত্রে গাণিতিক বিশ্লেষণ কাজে লাগানো হয়? [ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়]
ক ১৯৩০ খ ১৯৪০
গ ১৯৫০ ঘ ১৯৬০
২৫০. যুক্তরাষ্ট্রের চরম মন্দাবস্থা শুরু হয় কখন? [বগুড়া জিলা স্কুল]
ক কুড়ির দশকে খ ত্রিশের দশকে
গ চল্লিশের দশকে ঘ পঞ্চাশের দশকে
২৫১. শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতাব্দীতে? [কুমিল্লা জিলা স্কুল]
ক ষষ্ঠদশ খ সপ্তদশ
গ অষ্টাদশ ঘ ঊনবিংশ
২৫২. কোন প্রবণতা যুক্তরাষ্ট্রে যথেষ্ট সফলতা পায়নি? [কুমিল্লা জিলা স্কুল]
ক পুনর্গঠন খ একত্রীকরণ
গ বিবর্তন ঘ বিনিয়োগ মূল্যায়ন
২৫৩. পণ্য বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় কেন [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর]
ক দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায়
খ তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করায়
গ নিজস্ব মূলধন বিনিয়োগের সুযোগ থাকায়
ঘ ব্যবসায়-বাণিজ্যের কার্য পরিধি বৃদ্ধি পাওয়ায়
২৫৪. আমাদানি ও রপ্তানি খাত নিয়ে যে অর্থায়ন আলোচনা করে তাকে কী বলা হয়? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর]
ক পারিবারিক অর্থায়ন খ সরকারি অর্থায়ন
গ আন্তর্জাতিক অর্থায়ন ঘ ব্যবসায় অর্থায়ন
২৫৫. মালিক পক্ষের অধিকার প্রতিষ্ঠিত হয় কীভাবে? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর]
ক ব্যবসায়ের নিজস্ব ও বিশেষায়িত অর্থনীতির ওপর ভিত্তি করে
খ সংগৃহীত মূলধনের পরিমাণের ওপর ভিত্তি করে
গ শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলের ওপর ভিত্তি করে
ঘ অর্থসংস্থান ও আর্থিক বিবরণী তৈরির ওপর ভিত্তি করে
২৫৬. বাংলাদেশের অর্থনীতিতে ভিন্ন ভিন্ন খাতের উন্নয়নে সর্বশেষ ভূমিকা রাখছে [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ]
ক. বাংলাদেশ গৃহনির্মাণ অর্থায়ন সংস্থা
খ. বাংলাদেশ কৃষি ব্যাংক
গ. বাংলাদেশ যুব ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
গ র ও রর ঘ রর ও ররর
২৫৭. কোনটির কারণে ব্যবসায়-বাণিজ্যের পরিধি বৃদ্ধি পেয়েছে- [ফরিদপুর জিলা স্কুল]
র. সভ্যতার ক্রমবিকাশ
রর. প্রযুক্তির উন্নয়ন
ররর. রাজনৈতিক পটভূমি পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৫৮. অর্থায়ন বলতে বোঝায় [ফরিদপুর জিলা স্কুল]
র. তহবিল সংগ্রহ
রর. তহবিল পরিকল্পনা
ররর. তহবিল সংক্রান্ত পরিকল্পনা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৫৯. আয়ের সাথে কিসের সংগতি করা প্রয়োজন [যশোর জিলা স্কুল]
র. ব্যয়ের
রর. সঞ্চয়ের
ররর. বিনিয়োগের
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬০. অর্থায়নের অন্তর্ভুক্ত কাজগুলো হলো [পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর]
র. তহবিল সংগ্রহ
রর. তহবিল ব্যবস্থাপনা
ররর. তহবিলের উৎকৃষ্ট ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬১. বাংলাদেশে আমদানিকৃত পণ্যদ্রব্যগুলো হলো-[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা]
র. খাদ্য সামগ্রী
রর. ঔষধ
ররর. পেট্রোলিয়াম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬২. সম্পর্কগুলো লক্ষ কর- [বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
র. চলতি মূলধন স্বল্প >মেয়াদি তহবিল
রর. বিক্রয়লব্ধ অর্থ>চলতি মূলধন
ররর. চলতি মূলধন>মজুরি, কাঁচামাল ক্রয় ইত্যাদি ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬৩. সরকারি অর্থায়নের জন্য প্রযোজ্য হলো [বগুড়া জিলা স্কুল]
র. মূল লক্ষ্য সমাজকল্যাণ
রর. সাধারণত অলাভজনক হয়
ররর. আয় অপেক্ষা ব্যয় বেশি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬৪. শিল্পবিপ্লবের পর উৎপাদন কৌশলের পরিবর্তন- [কুমিল্লা জিলা স্কুল]
র. জটিলতর হয়
রর. বিশেষায়িত হয়
ররর. বিভাজিত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৬৫. ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নকে ব্যবহার করা হয় (অনুধাবন)
র. মূল চালিকা শক্তি হিসেবে
রর. তহবিল সংগ্রহ ও বিনিয়োগ প্রক্রিয়া হিসেবে
ররর. অর্থ ব্যবস্থাপনার সহায়ক প্রক্রিয়া হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬৬. প্রতিযোগিতামূলক বাজারে মুনাফা অর্জন করতে (অনুধাবন)
র. পরিকল্পিতভাবে অর্থ সংস্থান করতে হয়
রর. লাভজনক খাতে বিনিয়োগ করতে হয়
ররর. উৎপাদন খরচ ন্যূনতম রাখতে হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬৭. অর্থায়নের ধারণা সহায়তা করে (অনুধাবন)
র. সুষ্ঠুভাবে পরিবার পরিচালনার ক্ষেত্রে
রর. আমদানি ও রপ্তানি খাতগুলো বিচার-বিশ্লেষণে
ররর. স্বল্প পুঁজি বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জনে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬৮. জনাব আরিফুল একজন মুদি দোকানদার। অর্থায়ন বিষয়ক জ্ঞান থাকায় তিনি (অনুধাবন)
র. কারবারি পণ্যে বৈচিত্র্য আনার চেষ্টা করেন
রর. প্রতিষ্ঠান পরিচালনায় স্বল্প মেয়াদি তহবিল ব্যবহার করেন
ররর. বিভিন্ন অনুদানের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬৯. অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে (অনুধাবন)
র. মুনাফা অর্জনের উদ্দেশ্যকে সফল করতে
রর. দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবা নিশ্চিত করতে
ররর. নিয়মিত আয়ের সাথে অনিয়মিত ব্যয়ের সংগতি বিধানে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান:লেনদেনের ধারণা গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC হিসাব বিজ্ঞান:অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭টি(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:বহুনির্বাচনি 28টি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
২৭০. বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো (অনুধাবন)
র. যথেষ্ট সুসংঘটিত
রর. অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে
ররর. আর্থিক অব্যবস্থাপনায় ক্ষতির সম্মুখীন হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ২৭১ ও ২৭২ নং প্রশ্নের উত্তর দাও :
মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় জনাব তৌফিকের একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনায় তিনি অর্থায়ন বিষয়ক জ্ঞান প্রয়োগ করেন। ফলে প্রতিবছর তিনি কাক্সিক্ষত মুনাফা অর্জন করতে সক্ষম হন।
২৭১. ব্যবসায়িক পণ্য নির্বাচনে জনাব তৌফিক কোন নীতি অনুসরণ করেছেন? (প্রয়োগ)
ক উপযুক্ততার নীতি খ রক্ষণশীলতার নীতি
গ তারল্য বনাম মুনাফা নীতি ঘ কারবারের বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন
২৭২. প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপকের ভূমিকা পালনের ক্ষেত্রে জনাব তৌফিককে নিতে হয় (উচ্চতর দক্ষতা)
র. অর্থায়ন সিদ্ধান্ত
রর. বিনিয়োগ সিদ্ধান্ত
ররর. সঞ্চয় সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।