SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর (PDF)

SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর (PDF)

প্রশ্ন নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও,
মিরাজ অর্থায়ন বিষয়ক মাস্টার্সে পড়ার পাশাপাশি তার কলেজের পাশে একটি দোকান ভাড়া নিয়ে বইয়ের ব্যবসায় চালু করার সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু তার নিজস্ব সঞ্চয় ব্যবসায় শুরু করার জন্য খুবই অপ্রতুল। তাই তিনি অর্থায়নের ব্যাপারে পরামর্শ নিতে তার বড় চাচার নিকট যান। বড় চাচা রূপালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি মিরাজকে রূপালী ব্যাংক থেকে ৫ বছরের জন্য ৫০,০০০ টাকা ঋণ নিয়ে দিলেন। মিরাজ উক্ত টাকা নিজস্ব সঞ্চয়ের সাথে যোগ করে মূলধন গঠন করে ব্যবসায় শুরু করলেন।

ক. অর্থায়ন কী নিয়ে কাজ করে?
খ. একমালিকানা কারবার বলতে কী বোঝায়?

গ. মিরাজের অর্থায়ন প্রক্রিয়াটি কোন ধরনের অর্থায়ন? বর্ণনা কর।
ঘ. মিরাজ তার ব্যবসায়ে অর্থায়নের জন্য আর কোনো উৎসের সাহায্য গ্রহণ করতে পারে বলে তুমি মনে কর?

৭নং প্রশ্নের উত্তর
ক. অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে।
খ. একক মালিকানায় প্রতিষ্ঠিত ছোট আকারের ব্যবসায় সংগঠনকে একমালিকানা কারবার বলা হয়। এ ধরনের ব্যবসায়

প্রতিষ্ঠানে তহবিল সংগ্রহের উৎস হলো মালিক নিজস্ব তহবিল, মুনাফা, আত্মীয়-স্বজন থেকে গৃহীত ঋণ, ব্যাংক অথবা গ্রামীণ মহাজন থেকে সুদের ভিত্তিতে গৃহীত ঋণ কারবারে লাভ হলে মালিক একা ভোগ করে এবং লোকসান হলে মালিক একা বহন করে। এ ধরনের কারবারের যাবতীয় দায়দেনার জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ থাকে।

গ. মিরাজের অর্থায়ন প্রক্রিয়াটি হলো ব্যবসায় অর্থায়ন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে ব্যবসায় প্রতিষ্ঠান বলা হয়। আর ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করা হয় তাকে ব্যবসায় অর্থায়ন বলে।

উদ্দীপকের মিরাজ মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি নিয়ে নিজস্ব মূলধন ও ব্যাংক ঋণ দ্বারা মূলধন গঠন করে একটি একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেছেন। তাই উক্ত প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ ও বিনিয়োগের ক্ষেত্রে তিনি যে অর্থায়ন প্রক্রিয়াটি ব্যবহার করেছেন তা ব্যবসায় অর্থায়ন প্রক্রিয়া।

ঘ. মিরাজ আত্মীয়স্বজন, আর্থিক প্রতিষ্ঠান, সুদের ব্যবসায়ীদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে তার ব্যবসায়ে অর্থায়ন করতে পারেন। উদ্দীপকে মিরাজের প্রতিষ্ঠিত ব্যবসায় সংগঠনটি একটি একমালিকানা ব্যবসায় সংগঠন। তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিল গঠনে নিজস্ব সঞ্চয় ও ব্যাংক ঋণ ব্যবহার করেছেন।

এ ধরনের ব্যবসায় সংগঠনে প্রয়োজনীয় তহবিল সাধারণত মালিক নিজেই সরবরাহ করে থাকে। তবে বিভিন্ন উৎস হতে এই তহবিল সংগ্রহ করা যেতে পারে। মিরাজ তার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কোনো আত্মীয়, পরিচিত ব্যক্তি বা বন্ধুর থেকে ঋণ নিয়ে ব্যবসায়ের জন্য তহবিল সংগ্রহ করতে পারেন।

এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ গৃহ নির্মাণ অর্থায়ন সংস্থা, বাংলাদেশ কৃষি ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করে থাকে। তাই মিরাজ তার ব্যবসায় প্রতিষ্ঠানের

দীর্ঘমেয়াদি তহবিলের চাহিদা পূরণে এ ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাহায্য নিতে পারেন।
সুতরাং বলা যায়, মিরাজ তার ব্যবসায়ের তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য বিভিন্ন শ্রেণির অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করতে পারেন।

প্রশ্ন নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
জনাব তৌহিদ একজন সরকারি কর্মচারি। পরিবারের আয় বৃদ্ধি করার জন্য তিনি চাকরির পাশাপাশি ব্যবসায় করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ব্যবসায় শুরু করার জন্য প্রয়োজনীয় মূলধন তার নেই।

তাই অর্থায়নের বিভিন্ন উৎস সম্পর্কে ধারণা নিতে তিনি বেশ কিছু অর্থায়ন বিষয়ক বই পড়েন। বই পড়ার পর তার মনে হলো তিনি ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করতে পারেন। কিন্তু ব্যাংক ঋণের জন্য আবেদন করলে ব্যাংক তাকে উপযুক্ত জামানত ছাড়া ঋণ প্রদানে অস্বীকৃতি জানায়।

ক. আয় সিদ্ধান্ত বলতে কোন প্রক্রিয়াকে বোঝায়?
খ. ব্যবসায় প্রতিষ্ঠানে কীভাবে অর্থের আগমন ও নির্গমন প্রবাহ সৃষ্টি হয়?

গ. অর্থায়ন বিষয়ক জ্ঞান জনাব তৌহিদকে কোন কোন ক্ষেত্রে সাহায্য করবে? ব্যাখ্যা কর।
ঘ. ‘ব্যাংক জামানতের অভাবে জনাব তৌহিদ ঋণ প্রদানে অস্বীকৃতি জানায়’-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

৮নং প্রশ্নের উত্তর
ক. আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়।
খ. ব্যবসায় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এই উদ্দেশ্য অর্জনে সকল ব্যবসায় প্রতিষ্ঠান তার বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সবচেয়ে কাক্সিক্ষত উৎস থেকে সংগ্রহ করে এবং পণ্য বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করে।

ফলে ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থের আগমন ও নির্গমনের প্রবাহ সৃষ্টি হয়।
গ. অর্থায়ন বিষয়ক জ্ঞান ব্যবসায় সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনাব তৌহিদকে সাহায্য করবে।
অর্থ হলো ব্যবসায় প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন থেকে শুরু করে বিলুপ্তি পর্যন্ত প্রতিটি স্তরে অর্থের প্রয়োজন।

উদ্দীপকে জনাব তৌহিদ চাকরির পাশাপাশি ব্যবসায় করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই অর্থায়ন বিষয়ক জ্ঞান প্রয়োগ করে তিনি তার ব্যবসায়ের আর্থিক ব্যবস্থাপনার কাজ সঠিকভাবে সম্পাদন করতে পারবেন। ফলে ব্যবসায়ের সামগ্রিক পরিকল্পনা সুচারুরূপে প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব হবে।

ব্যবসায় পরিচালনা করার জন্য তাকে বিভিন্ন স্থায়ী সম্পত্তি ক্রয় করতে হবে। এসব স্থায়ী সম্পত্তি সুলভ মূল্যে ক্রয়ের ক্ষেত্রেও অর্থায়ন বিষয়ক জ্ঞান তাকে সাহায্য করবে। তাছাড়া ব্যবসায় চালু করার পর তা সম্প্রসারণের ক্ষেত্রে তিনি অর্থায়ন বিষয়ক জ্ঞান প্রয়োগ করতে পারবেন।

ঘ. ব্যাংক ব্যবসায় প্রতিষ্ঠা, পরিচালনা ও সম্প্রসারণ কার্যে ব্যবসায়ীদের সহায়তা করার জন্য বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে। তবে যে কেউ ঋণের জন্য ব্যাংকে আবেদন করলেই ব্যাংক তাকে ঋণ মঞ্জুর করে না। ব্যাংক ঋণ প্রদানের পূর্বে আবেদনকারী সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। উক্ত তথ্য বিশ্লেষণ করে ব্যাংক যদি ঋণের অর্থ ফেরত পাবার নিশ্চয়তা পায় তবেই ব্যাংক আবেদনকারীকে ঋণ সরবরাহ করে।

উদ্দীপকে ব্যবসায় প্রতিষ্ঠা করার জন্য জনাব তৌহিদের মধ্যমেয়াদি ঋণের প্রয়োজন। আর মধ্য মেয়াদি ঋণ ব্যাংক উপযুক্ত জামানতের বিপরীতে মঞ্জুর করে থাকে। কোনো কারণে ঋণ গ্রহীতা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হয় তাহলে ব্যাংক জামানতকৃত সম্পত্তি বিক্রি করে ঋণের টাকা আদায় করে নেয়।

তাই জনাব তৌহিদকে মধ্যমেয়াদি ঋণ গ্রহণের জন্য উপযুক্ত জামানত জমা রাখতে বলা হয়। কিন্তু তার পক্ষে উপযুক্ত জামানত রাখা সম্ভব ছিল না। সুতরাং বলা যায়, ব্যাংক জামানতের অভাবে ঋণ দেওয়া ঝুঁকিপূর্ণ মনে করায় জনাব তৌহিদকে ঋণ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে।

প্রশ্ন নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
জনাব ফরিদ একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা। তিনি তার মাসিক উপার্জন বৃদ্ধি করার লক্ষ্যে তার এলাকায় একটি ডিপার্টমেন্টাল স্টোর চালু করেছেন।

দীর্ঘদিন ব্যাংকিং কার্যাবলিতে নিযুক্ত থাকায় নগদ অর্থ এবং মুনাফার মধ্যে বিদ্যমান সম্পর্কটি তিনি বেশ ভালো বোঝেন। এছাড়া ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে তিনি চলতি মূলধনের ওপর অধিক জোর দেন এবং অর্থায়নের সকল নীতি যথাযথভাবে অনুসরণ করেন বলে প্রতিবছর তিনি বেশ ভালো পরিমাণ মুনাফা অর্জন করতে সক্ষম হন।

ক. চচচ কী?
খ. কীভাবে মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণ করা যায়?
গ. জনাব ফরিদের নগদ অর্থ এবং মুনাফার মধ্যে বিদ্যমান সম্পর্ক অর্থায়নের কোন নীতির অন্তর্গত? বর্ণনা কর।
ঘ. জনাব ফরিদের জন্য ব্যবসায়ের চলতি ব্যয় নির্বাহে চলতি মূলধন অধিক উপযুক্ত-বিশ্লেষণ কর।

৯নং প্রশ্নের উত্তর
ক. চচচ হলো চঁনষরপ চৎরাধঃব চধৎঃহবৎংযরঢ়.
খ. ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়। সংগৃহীত তহবিলের সাথে মূলধন ব্যয় জড়িত থাকে, যা ব্যবসায়ের অর্জিত মুনাফা হতে পরিশোধ করা হয়। তাই যদি ন্যূনতম ব্যয়ে তহবিল সংগ্রহ করা সম্ভব হয় সেক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণ করা যায়।

গ. জনাব ফরিদের নগদ অর্থ এবং মুনাফার মধ্যে বিদ্যমান সম্পর্ক অর্থায়নের তারল্য বনাম মুনাফানীতির অন্তর্গত।
উদ্দীপকের জনাব ফরিদ ইচ্ছে করলে তাদের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ সম্পূর্ণটাই কাঁচামাল ক্রয় ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়

নির্বাহের কথা চিন্তা করে নিজের কাছে রেখে দিতে পারেন অথবা সেই বিক্রয়লব্ধ অর্থের কিছুটা কাঁচামাল ক্রয় ও অন্যান্য আনুষঙ্গিক খরচ নির্বাহের জন্য রেখে বাকিটা কোনো ব্যাংকের একাউন্টে জমা রাখতে পারেন, যা থেকে পরবর্তী সময়ে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া সম্ভব।

এক্ষেত্রে তাকে সিদ্ধান্ত নিতে হবে নগদ অর্থ কী পরিমাণে নিজের কাছে রাখলে তা দ্বারা দৈনন্দিন প্রয়োজন সুষ্ঠুভাবে মিটানো সম্ভব। তিনি যদি নগদ অর্থ বেশি পরিমাণে নিজের কাছে রেখে দেন তাহলে ব্যাংক হতে প্রাপ্য মুনাফার পরিমাণ কমে যাবে।

আবার তিনি যদি ব্যাংকে বেশি পরিমাণ অর্থ জমা রাখেন তাহলে ব্যবসায়ের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় নগদ অর্থের ঘাটতি ব্যবসায়ের সুষ্ঠু পরিচালনাকে ব্যাহত করবে। তাই তাকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য বজায় রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হবে।

ঘ. জনাব ফরিদের জন্য ব্যবসায়ের চলতি ব্যয় নির্বাহের জন্য চলতি মূলধন ব্যবহার করাই অধিক যুক্তিযুক্ত।
স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটি নীতি। একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চালিয়ে রাখার জন্য যে নিত্যনৈমিত্তিক অর্থের প্রয়োজন পড়ে, সেটিই চলতি মূলধন।

যেমন : কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদি। উদ্দীপকের জনাব ফরিদ নিজের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য চলতি মূলধনের উপর অধিক জোর দিয়েছেন। কারণ চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এর প্রাপ্যও কম হয়, ফলে এটি স্বল্পমেয়াদি উৎস থেকে সংগ্রহ করা যায়।

তিনি তার ব্যবসায়ের বিক্রয়লব্ধ অর্থ দিয়ে চলতি মূলধন ব্যবস্থাপনা করে থাকেন। বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন অর্থায়ন প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, ডিবেঞ্চার হোল্ডার ইত্যাদি উৎসগুলো দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করে থাকে। দীর্ঘমেয়াদি উৎস থেকে তহবিল সংগ্রহ করলে ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে অধিক হারে সুদ প্রদান করতে হয়।

ব্যবসায়ের চলতি ব্যয় নির্বাহের জন্য যদি দীর্ঘমেয়াদি উৎস হতে অর্থ সংগ্রহ করা হয়, তবে উপার্জিত আয় হতে ঋণের সুদ পরিশোধ করা অসম্ভব হয়ে যায়। সুতরাং বলা যায়, জনাব ফরিদ তার নিজস্ব অভিজ্ঞতার আলোকে ব্যবসায়ের ক্ষেত্রে অর্থায়নের নীতি অনুসরণের মাধ্যমে, ব্যবসায়ের প্রাণ চলতি মূলধনসমূহকে সঠিক পর্যায়ে রাখেন। তাই তার ব্যবসায়ের জন্য চলতি মূলধনই যুক্তিযুক্ত।

প্রশ্ন১০ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
আশরাফুল ইসলাম চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি তার সঞ্চয় দিয়ে একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন। উক্ত এতিমখানায় এতিম শিশুদের বিনামূল্যে খাওয়া এবং পড়াশোনার ব্যবস্থা রয়েছে।

প্রতিষ্ঠানটিতে দিন দিন এতিম শিশুদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে গিয়ে তিনি আর্থিক সংকটের সম্মুখীন হন। তাই তিনি প্রতিষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিভিন্ন উৎস হতে সাহায্য গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

ক. কোন দশকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণ প্রবণতা শুরু হয়?
খ. তহবিলের উৎস বলতে কী বোঝ?

গ. আশরাফুল ইসলামের প্রতিষ্ঠিত এতিমখানাটি কোন ধরনের প্রতিষ্ঠান? বর্ণনা কর।
ঘ. আশরাফুল ইসলাম তার প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে অর্থায়নের কোন কোন উৎস হতে সাহায্য গ্রহণ করতে পারেন বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

১০নং প্রশ্নের উত্তর
ক. ১৯৩০-এর পূর্ববর্তী দশকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণ প্রবণতা শুরু হয়।
খ. যে সকল উৎস হতে ব্যবসায় স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের জন্য মূলধন বা তহবিল প্রয়োজন। যে সকল উৎস থেকে এ মূলধন বা তহবিলের যোগান আসে সেগুলোকে তহবিলের উৎস বলা হয়।

যেমন : মালিকের মূলধন, ব্যবসায়ের অবণ্টিত মুনাফা, ব্যাংক ঋণ, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, গ্রাম্য মহাজন, মূলধন বাজারের প্রতিষ্ঠান ইত্যাদি।

গ. আশরাফুল ইসলামের প্রতিষ্ঠিত এতিমাখানাটি একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান। অব্যবসায়ী প্রতিষ্ঠান দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ বা অর্থের সমতুল্য পণ্য বা সেবার প্রয়োজন এবং সেই অর্থের দক্ষ ব্যবস্থাপনাও প্রয়োজন।

এক্ষেত্রে অর্থায়নের ভূমিকা হলো অর্থ ও অর্থের সমতুল্য সম্পদ সংগ্রহের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্দেশ্যকে সফল করা। উদ্দীপকের আশরাফুল ইসলাম সমাজসেবামূলক কাজ করার জন্য চাকরি থেকে অবসর নেওয়ার পর এতিমখানা প্রতিষ্ঠান করেন।

তার এই এতিমখানায় শিশুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে তিনি আর্থিক সংকটে পড়েন। পরবর্তীতে এতিমখানায় বিভিন্ন অনুদানের মাধ্যমে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে তিনি এতিমদের বিভিন্ন উন্নয়নে ব্যয় করে থাকেন।

সুতরাং, এতিমখানার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের উৎস চিহ্নিতকরণ এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে এর যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করাই তার এই এতিমখানার অর্থায়নের মূল উদ্দেশ্য।

ঘ. আশরাফুল ইসলাম তার এতিমখানার অর্থায়নে বিভিন্ন বিত্তবান ব্যক্তি এবং দেশি-বিদেশি আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠানের সাহায্য গ্রহণ করতে পারেন।

সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে যা মানবকল্যাণে দরিদ্র বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। এসব প্রতিষ্ঠানকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয় যায় মূল লক্ষ্য মুনাফা অর্জন নয় বরং মানবকল্যাণ।

তাই এসব প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য অনুদান বা চাঁদা সংগ্রহের মাধ্যমে তহবিল গঠন করা হয়। উদ্দীপকের আশরাফুল ইসলাম তার সঞ্চয় দিয়ে অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে একটি এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। এরূপ প্রতিষ্ঠানের অর্থায়নে উদ্যোক্তার সরবরাহকৃত তহবিল মুখ্য তহবিল হিসেবে ব্যবহৃত হয়।

কিন্তু দিন দিন এতিমখানায় শিশুদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তার সরবরাহকৃত তহবিল দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ায় তিনি অন্যান্য উৎস হতে তহবিল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের তহবিল উৎস বেশ সংকীর্ণ।

তিনি চাইলেই প্রতিষ্ঠানটির পরিচালনা ব্যয় নির্বাহের জন্য ব্যাংক ঋণ বা অন্য কোনো ধরনের ঋণ গ্রহণ করতে পারবেন না। তাই এতিমখানার অর্থায়নে তিনি তার নিজস্ব তহবিল ছাড়া বিভিন্ন অনুদানের ওপর নির্ভর করতে পারেন।

সুতরাং, এতিমখানাটি পরিচালনার জন্য আশরাফুল ইসলাম বিভিন্ন বিত্তবান ব্যক্তি, সরকারি তহবিল এবং বিদেশি আর্থিক সহায়তাদানকারী প্রতিষ্ঠান হতে অনুদান সংগ্রহের ব্যবস্থা করতে পারেন।

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :îপ্রশ্ন-১১
পরাগের একটি মুদি দোকান রয়েছে। পাঁচ বছর আগে তিনি যখন দোকানটি চালু করেছিলেন তখন তার আশেপাশে তেমন বড় কোনো দোকান বা ডিপার্টমেন্টাল স্টোর ছিল না। তাই তার দোকানে প্রচুর বিক্রি হতো।

কিন্তু গত একবছরে তার দোকানের পাশে দুইটি ডিপার্টমেন্টাল স্টোর ও পাঁচটি বড় মুদি দোকান চালু হওয়ায় তার দোকানের বিক্রয় তুলনামূলকভাবে কমে গেছে। দোকানের বিক্রয় বৃদ্ধি করার জন্য তিনি দোকানে কোমল পানীয় ও মিষ্টি জাতীয় খাবার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দোকানের জন্য একটি রেফ্রিজারেটর ক্রয়েরও সিদ্ধান্ত নিয়েছেন।

ক. আন্তর্জাতিক অর্থায়নে কী নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়?
খ. ব্যবসায়ের বৈচিত্রকরণ নীতিটি ব্যাখ্যা কর।

গ. পরাগকে রেফ্রিজারেটরে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে কোন বিষয়টি বিবেচনায় আনতে হবে? বর্ণনা কর।
ঘ. রেফ্রিজারেটর ক্রয়ের ব্যাপারে পরাগকে অর্থায়ন ও বিনিয়োগ সিদ্ধান্ত ছাড়া আর কী সিদ্ধান্ত নিতে হবে বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

১১নং প্রশ্নের উত্তর
ক. আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়।
খ. ঝুঁকি হ্রাস করার জন্য একই ব্যবসায়ে বিভিন্ন প্রকার পণ্য বিক্রয় করার নীতিকে বৈচিত্রকরণ নীতি বলা হয়। ব্যবসায়ের ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত থাকে।

ব্যবসায়ের বৈচিত্রকরণ নিশ্চিত করতে পারলে ঝুঁকি বণ্টনও নিশ্চিত হয়। তাই ঝুঁকি বণ্টনের মাধ্যমে সফলতা নিশ্চিত করতে ব্যবসায়ের বৈচিত্র্যকরণ প্রয়োজন।

গ. পরাগকে রেফ্রিজারেটারে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে রেফ্রিজারেটর ব্যবহারের ফলে মুনাফার পরিমাণ যেন রেফ্রিজারেটরের ক্রয়মূল্য অপেক্ষা বেশি হয় সে দিকে লক্ষ রাখতে হবে।

বিনিয়োগের মূল লক্ষ্য মুনাফা অর্জন করা। কোন খাতে বিনিয়োগ করলে কম ঝুঁকিতে অধিক লাভ করা যাবে সে সিদ্ধান্ত গ্রহণ করাকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে। উদ্দীপকের পরাগের রেফ্রিজারেটরটি যদি আগামী ১০ বছর ব্যবহার করা যাবে বলে মনে করা হয় তাহলে রেফ্রিজারেটরে বিনিয়োগ সিদ্ধান্তটির জন্য আগামী ১০ বছরে পানীয় ও মিষ্টি জাতীয় খাবার বিক্রয় থেকে যে অর্থের

আগমন ঘটবে তার সাথে রেফ্রিজারেটরে ক্রয়মূল্য তুলনা করতে হবে। অর্থাৎ আগামী ১০ বছরে খাবারের দাম কী পরিমাণ বৃদ্ধি পাবে এবং কী পরিমাণ বিক্রয় হবে তা বিবেচনা করেই কেবল আগামী ১০ বছরের বিক্রয়লব্ধ নগদ প্রবাহ বের করা সম্ভব। এক্ষেত্রে পরাগকে নগদ প্রবাহ হতে মুনাফার পরিমাণ নির্ণয়ের জন্য বিক্রয়লব্ধ অর্থ থেকে উক্ত পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয় খরচ বাদ দিতে হবে।

ঘ. রেফ্রিজারেটর ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পরাগকে অর্থায়ন ও বিনিয়োগ সংক্রান্ত ছাড়া চলতি বিনিয়োগ সিদ্ধান্ত, তারল্য সিদ্ধান্ত এবং প্রাপ্য প্রদান সিদ্ধান্ত নিতে হবে।

ভবিষ্যতে কোনো পণ্যের দাম বা বিক্রয়ের পরিমাণ কত হবে তা সঠিকভাবে অনুমান করার জন্য একজন ব্যবসায়ীকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হয়। তাকে এক্ষেত্রে কাঁচামাল কী পরিমাণে ক্রয় করতে হবে এবং কোথা থেকে সেই অর্থ আসবে তা বিবেচনায় রাখতে হবে, এটি চলতি বিনিয়োগ সিদ্ধান্ত।

পরিবহন খরচ, আপ্যায়ন খরচ এ ধরনের কিছু খরচ আছে যা দৈনন্দিন প্রয়োজন মিটানোর জন্য লাগতে পারে সেক্ষেত্রে কতটুকু অর্থ নগদ রাখা উচিত সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। ব্যবসায় পরিচালনার জন্য তাকে বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহের প্রয়োজন হতে পারে,

সেজন্য পাওনাদারের প্রাপ্য প্রদান করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন পড়ে। উদ্দীপকে পরাগ তার মুদি দোকানের বিক্রয় বৃদ্ধি করার লক্ষ্যে দোকানে পানীয় ও মিষ্টি জাতীয় খাবার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। আর দোকানে এ ধরনের পণ্য সংরক্ষণ করতে তিনি একটি রেফ্রিজারেটর ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এক্ষেত্রে তাকে অর্থায়ন ও বিনিয়োগ সিদ্ধান্ত ছাড়াও দোকানের কাঁচামাল ক্রয়ে অর্থ সংগ্রহের উৎস চি‎িহ্নতকরণ, দৈনন্দিন প্রয়োজন নির্বাহের জন্য তহবিল সংগ্রহ এবং যাদের থেকে তহবিল সংগ্রহ করা হবে তাদের প্রাপ্য প্রদান করার সিদ্ধান্ত নিতে হবে।
সুতরাং, পরাগকে রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে অর্থায়ন ও বিনিয়োগ সিদ্ধান্তের পাশাপাশি চলতি বিনিয়োগ, নগদ অর্থ জমা, পাওনাদারের প্রাপ্য প্রদান ইত্যাদি বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে।

প্রশ্ন১২ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
বাংলাদেশ ফ্যাশন হাউজ একটি পোশাক রপ্তানিকারী প্রতিষ্ঠান। জনাব হামিদ গত বছর উক্ত প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন।

প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা তার দায়িত্ব। তিনি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তহবিলের পরিমাণ নির্ণয় করে উক্ত তহবিল সংগ্রহের উৎসসমূহ চিহ্নিত করেন। উক্ত তহবিলের উৎসসমূহ থেকে তহবিল সংগ্রহ করে তার যথাযথ ব্যবহার নিশ্চিত করাও তার দায়িত্বের অন্তর্ভুক্ত।

তাই তিনি তার আর্থিক পরিকল্পনা অনুযায়ী চিহ্নিত তহবিলের উৎসসমূহ থেকে তহবিল সংগ্রহপূর্বক তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে প্রতিষ্ঠানের উৎপাদন চাকাকে সচল রাখেন।

ক. কোন দশক থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়?
খ. আন্তর্জাতিক অর্থায়ন বলতে কী বোঝ?

গ. জনাব হামিদ কোন ধরনের কাজের সাথে জড়িত? বর্ণনা কর।
ঘ. বাংলাদেশ ফ্যাশন হাউজের উৎপাদন চাকা সচল রাখার ক্ষেত্রে জনাব হামিদের ভূমিকা মূল্যায়ন কর। ৪

১২নং প্রশ্নের উত্তর
ক. ১৯৬০-এর দশক থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়।
খ. একটি দেশের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের সাথে অন্য কোনো দেশের ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের বিভিন্ন আমদানি-রপ্তানি কার্য সম্পাদন করতে অর্থের যে আদান-প্রদান ঘটে তাকে আন্তর্জাতিক অর্থায়ন বলে।

বিশ্বায়নের এ যুগে প্রতিটি দেশই আন্তর্জাতিক অর্থায়নের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই এ অর্থায়নের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

গ. জনাব হামিদ বাংলাদেশ ফ্যাশন হাউজের আর্থিক ব্যবস্থাপক হিসেবে উক্ত প্রতিষ্ঠানের অর্থায়ন কাজের সাথে জড়িত।
আর্থিক ব্যবস্থাপকের অর্থায়ন কাজ হলো অর্থায়ন ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা।

অর্থায়ন সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। আর কোন খাতে বিনিয়োগ করলে কম ঝুঁকিতে অধিক লাভ করা যাবে সে সিদ্ধান্ত গ্রহণ করাকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে।

উদ্দীপকে বাংলাদেশ ফ্যাশন হাউজ পোশাক রপ্ততানিকারক একটি প্রতিষ্ঠান। আর্থিক ব্যবস্থাপক হিসেবে জনাব হামিদ প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করেন।

এছাড়া সংগৃহীত তহবিল কোন খাতে বিনিয়োগ করলে কম ঝুঁকিতে অধিক মুনাফা লাভ করা যাবে সে ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত তাকে গ্রহণ করতে হয়। কারণ বিনিয়োগের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা।

ঘ. বাংলাদেশ ফ্যাশন হাউজের জন্য অর্থায়নের ব্যবস্থা করে জনাব হামিদ উক্ত প্রতিষ্ঠানের উৎপাদন চাকাকে সচল রাখতে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন।

সুচিন্তিত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার ব্যবহারে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি হ্রাস এবং মুনাফা বৃদ্ধি পায়। মূলত ব্যবসায়িক সাফল্য অর্জনের জন্যই ব্যবসায় প্রতিষ্ঠানে পরিকল্পনামাফিক অর্থায়ন করা হয়।

উদ্দীপকে বাংলাদেশ ফ্যাশন হাউজ পোশাক রপ্তানিকারী প্রতিষ্ঠান বলে উক্ত প্রতিষ্ঠানের মূল আয় হলো পোশাক বিক্রয়। আর তাই উক্ত প্রতিষ্ঠানের প্রথম কাজ হলো বাজারের চাহিদা অনুযায়ী পোশাক উৎপাদন করা।

কারণ চাহিদা অনুযায়ী পোশাক উৎপাদন করতে না পারলে তা বিক্রয় করে মুনাফা অর্জন করা সম্ভব নয়। আর উৎপাদনের চাকাকে সচল রাখতে কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান, জ্বালানি ব্যয় নির্বাহ ইত্যাদি বিভিন্ন প্রকার আনুষ্ঠানিক কার্যাবলি সম্পাদন করতে অর্থায়ন অপরিহার্য।

ব্যবসায় প্রতিষ্ঠান নানা উৎস থেকে অর্থায়ন করতে পারে। বাংলাদেশ ফ্যাশন হাউজের অর্থায়নের গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করেন জনাব হামিদ। তিনি প্রতিষ্ঠানের প্রয়োজনে কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ হবে, কোথায়, কীভাবে তা বিনিয়োগ করা হলে ব্যবসায়ের সর্বোচ্চ মুনাফা অর্জিত হবে সে সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেন।

সুতরাং বলা যায়, জনাব হামিদ বাংলাদেশ ফ্যাশন হাউজের জন্য বিভিন্ন উৎস হতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে উক্ত তহবিল উৎপাদন কাজে ব্যয় করে প্রতিষ্ঠানের উৎপাদনের চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রশ্ন১৩ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
রয়েল গ্রুপ বাংলাদেশের একটি সফল ব্যবসায় প্রতিষ্ঠানের নাম। আর্থিক ব্যবস্থাপনায় দক্ষ এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ২২ বছর ধরে অত্যন্ত সফলতার সাথে উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠানটি সাম্প্রতিককালে নারায়ণগঞ্জের বিসিক এলাকায় একটি নতুন উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে রয়েল গ্রুপ বিনিয়োগ ব্যাংক থেকে ১০ বছরের জন্য ২ কোটি টাকার ঋণ গ্রহণ করে।

ক. ডঞঙ-এর পূর্ণরূপ কী?
খ. ১৯৭০-এর দশকে অর্থায়নে কী ধরনের পরিবর্তন ঘটেছে?

গ. উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করার জন্য রয়েল গ্রুপের কোন ধরনের মূলধনের প্রয়োজন? বর্ণনা কর।
ঘ. রয়েল গ্রুপের ব্যবসায়িক কর্মকাণ্ডে বিনিয়োগ ব্যাংক হতে গৃহীত ঋণের প্রভাব বিশ্লেষণ কর।

১৩নং প্রশ্নের উত্তর
ক. ডঞঙ এর পূর্ণরূপ হলো ডড়ৎষফ ঞৎধফব ঙৎমধহরুধঃরড়হ.
খ. ১৯৭০-দশকে কম্পিউটার অধ্যায়ের যাত্রা শুরু হয়, যা শুধু উৎপাদন কৌশল নয়, কারবারি অর্থায়নকেও পাল্টে দেয়। এ সময় অর্থায়ন অংকনির্ভর হয়ে ওঠে।

বেশির ভাগ আর্থিক সিদ্ধান্ত জটিল অংকনির্ভর হওয়ায় কম্পিউটারের মাধ্যমে তা সুচারুরূপে সম্পাদন করার প্রবণতা জনপ্রিয়তা পায়। কম্পিউটার ব্যবহার করে ঝুঁকি ধারণা অনেক সঠিকভাবে পরিমাপ ও ব্যবস্থাপনা করা সম্ভব হয়। এ সময় মূলধনী কাঠামোর সনাতন ধারণাও অনেক জটিল ও অংকনির্ভর হয়।

গ. উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করার জন্য রয়েল গ্রুপের স্থায়ী মূলধন প্রয়োজন। যে কোনো উৎপাদন কারখানার মেয়াদ সাধারণত পাঁচ বছরের অধিক হয়ে থাকে। তাই এ ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য যে মূলধন প্রয়োজন তার ব্যবহার কালও পাঁচ বছরের অধিক হয়ে থাকে।

আর পাঁচ বছরের অধিক মেয়াদের জন্য যে মূলধন সংগ্রহ ও বিনিয়োগ করা হয় তাকে স্থায়ী মূলধন বলে। স্থায়ী মূলধন স্থায়ী উদ্দেশ্য অর্জনে ব্যবহৃত হয়। উদ্দীপকে উৎপাদন কারখানা প্রতিষ্ঠা রয়েল গ্রুপের একটি স্থায়ী উদ্দেশ্য।

তাছাড়া রয়েল গ্রুপ বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ হিসেবে বেশ বড় অংকের তহবিল সংগ্রহ করেছে। তাই ঋণের মেয়াদ, তহবিল সংগ্রহের উদ্দেশ্য, তহবিলের পরিমাণ ইত্যাদি বিচারে উৎপাদন কারখানা প্রতিষ্ঠার জন্য রয়েল গ্রুপের দীর্ঘমেয়াদি মূলধনের প্রয়োজনীয়তা লক্ষ করা যায়। অর্থাৎ স্থায়ী উদ্দেশ্য অর্জনের জন্য রয়েল গ্রুপের দীর্ঘমেয়াদি মূলধন প্রয়োজন।

ঘ. রয়েল গ্রুপের ব্যবসায়িক কর্মকাণ্ডে বিনিয়োগ ব্যাংক হতে গৃহীত ঋণ ইতিবাচক প্রভাব ফেলবে।
দেশের সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংকগুলো মানুষের ক্ষুদ্র তহবিলকে সংগ্রহ করে বিভিন্ন মেয়াদি আমানত সৃষ্টি করে এবং আমানতকারীকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে।

আবার এই তহবিল হতে ব্যাংকগুলো বিভিন্ন ব্যবসায়ের উদ্যোক্তাদের ঋণ প্রদান করে থাকে। উদ্দীপকে রয়েল গ্রুপ বিনিয়োগ ব্যাংক থেকে স্থায়ী মূলধন সংগ্রহ করেছে। এর ফলে প্রতিষ্ঠানটির তারল্য সংকটের আশঙ্কা দূর হয়েছে।

ঋণ গ্রহণের সুযোগ না পেলে প্রতিষ্ঠানটিকে উৎপাদন কারখানাটি প্রতিষ্ঠায় যে পরিমাণ নগদ অর্থ ব্যয় করতে হতো, এখন সেই অর্থ অন্য কোনো লাভজনক প্রকল্পে বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবে।

তাছাড়া রয়েল গ্রুপ বিনিয়োগ ব্যাংক হতে স্থায়ী মূলধন সংগ্রহ করায় ঋণের উক্ত অর্থ প্রতিষ্ঠানটিকে দীর্ঘমেয়াদে পরিশোধ করতে হবে। ফলে প্রতিষ্ঠানটি তার নিয়মিত আয় হতে ঋণের অর্থ পরিশোধ করার সুযোগ পাবে।

সুতরাং, বিনিয়োগ ব্যাংক হতে স্থায়ী মূলধন সংগ্রহ করায় দীর্ঘমেয়াদি উদ্দেশ্য অর্জনের পাশাপাশি রয়েল গ্রুপ দীর্ঘমেয়াদে আর্থিক সুবিধা অর্জন করতে পারবে।

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *