SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় Questions With Answer (PDF)

SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় Questions With Answer (PDF)

১৪৬. কারবারের জন্য মেশিন ক্রয়ে কোনটি প্রয়োজন? (জ্ঞান)
ক নগদ তহবিল খ ব্যাংকে জমাকৃত অর্থ
গ বিনিয়োগকৃত অর্থ ঘ দীর্ঘমেয়াদি ঋণ

১৪৭. চলতি মূলধনের উৎস কোনটি? (জ্ঞান)
ক ব্যাংক ঋণ খ বিক্রয়লব্ধ অর্থ
গ মালিকের মূলধন ঘ দীর্ঘমেয়াদি ঋণ

১৪৮. চলতি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের উৎস ব্যবহার করা হয়? (অনুধাবন)
ক স্বল্পমেয়াদি খ দীর্ঘমেয়াদি
গ মধ্যমেয়াদি ঘ অনিয়মিত আয়

১৪৯. বরকত আলী তার দর্জি দোকানের দৈনন্দিন খরচগুলো স্বল্পমেয়াদি তহবিল দিয়ে নির্বাহ করেন। তিনি অর্থায়নের কোন নীতি অনুসরণ করেন? (উচ্চতর দক্ষতা)
ক তারল্য নীতি খ মুনাফা নীতি
গ উপযুক্ততার নীতি ঘ বৈচিত্র্যায়ণ নীতি

১৫০. কারবারের ঝুঁকি হ্রাস করতে কোন কাজটি করা দরকার? (অনুধাবন)
ক মুনাফানীতির সর্বোচ্চ প্রয়োগ খ সঠিক আয় সিদ্ধান্ত গ্রহণ
গ কারবারের বৈচিত্র্যায়ণ ঘ সঠিক ব্যয় সিদ্ধান্ত প্রয়োগ

১৫১. কারবারের জন্য বৈচিত্র্যপূর্ণ পণ্য বা সেবা সুবিধাজনক কেন? (অনুধাবন)
ক অধিক মুনাফা লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়

খ কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়
গ স্বল্প চলতি মূলধন প্রয়োজন হয়
ঘ অর্থায়ন করা সহজ হয়

১৫২. কারবারের পণ্য বা সেবা বৈচিত্র্যপূর্ণ হলে কারবারের কী হয়? (অনুধাবন)
ক ঝুঁকি বৃদ্ধি পায় খ ঝুঁকি হ্রাস পায়
গ ঝুঁকি একই থাকে ঘ মুনাফা হ্রাস পায়

১৫৩. প্রতিটি প্রতিষ্ঠান কীভাবে মুনাফা অর্জনের চেষ্টা করে? (অনুধাবন)
ক অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে
খ নিশ্চিত ঝুঁকিকে কেন্দ্র করে

গ নিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে
ঘ অনিশ্চিত বিনিয়োগকে কেন্দ্র করে

১৫৪. কামাল তার দোকানে আগে শুধুমাত্র চাল বিক্রি করতেন। এ বছর তিনি তার কারবারি পণ্যে বৈচিত্র্যায়ণ করলেন। কামাল কোন কাজটি করেছে? (উচ্চতর দক্ষতা)
ক কারবারে নতুন মূলধন যোগ করেছে

খ কারবারের আয়তন বৃদ্ধি করেছে
গ চাল ছাড়াও অন্যান্য দ্রব্য বিক্রি শুরু করেছে
ঘ অধিক মুনাফা অর্জন করেছে

১৫৫. ডিপার্টমেন্টাল স্টোর থেকে পণ্য ক্রয়ের সুবিধা কোনটি? (অনুধাবন)
ক কম দামে অনেক পণ্যদ্রব্য কেনা যায়
খ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস একই সাথে পাওয়া যায়

গ উন্নতমানের পণ্যদ্রব্য পাওয়া যায়
ঘ অধিক পছন্দসই জিনিস কেনা যায়

১৫৬. আকবর হোসেন তার দোকানে আগে টেকস্ট বুক বিক্রি করতেন। এবার তিনি টেকস্ট বুকের পাশাপাশি গল্পের বই, ধর্মীয় বই, বিভিন্ন শিক্ষণীয় বই বিক্রি শুরু করেছেন। এর ফলে তার ব্যবসায়ে কী হয়েছে? (প্রয়োগ)
ক বৈচিত্র্যায়ণ খ ঝুঁকি বৃদ্ধি
গ মুনাফা বৃদ্ধি ঘ বিক্রয় কেন্দ্রীভূত

১৫৭. শীতের হাওয়া বইতে শুরু করলে বস্ত্র বিতানের মালিক দেলোয়ার হোসেন তার দোকানের পণ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। তার দোকানে নিচের কোন পণ্যটি তোলা সবচেয়ে যুক্তিযুক্ত হবে? (প্রয়োগ)
ক সুতি কাপড় খ গায়ের চাদর
গ বেড সিট ঘ রেশমি পোশাক

১৫৮. জনাব রায়হান কাক্সিক্ষত উৎস থেকে কারবারের প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে সর্বোত্তম প্রকল্পে বিনিয়োগ করেছেন। এজন্য তিনি কোন কাজটি করেছিলেন? (উচ্চতর দক্ষতা)
ক শেয়ার বিক্রয়
খ পণ্য বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণ

গ আমদানি-রপ্তানি খাত বিশ্লেষণ
ঘ মানব কল্যাণের ক্ষেত্র নির্ণয়

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫৯. ব্যবসায় অর্থায়ন ব্যবস্থাপনা বলতে বোঝায় (অনুধাবন)
র. প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ করা

রর. স্বল্প ও দীর্ঘমেয়াদে তহবিল বিনিয়োগ করা
ররর. তহবিল বণ্টন সংক্রান্ত ব্যবস্থাপনা করা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

(অনুধাবন)-১৬০. ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সকল নীতিমালা পরিলক্ষিত হয় তা হলো
র. ঝুঁকি পরিহার নীতি

রর. উপযুক্ততার নীতি
ররর. তারল্য বনাম মুনাফানীতি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

১৬১. কারবারি অর্থায়নের একটি অন্যতম নীতি হলো তারল্য বনাম মুনাফা নীতি। এই নীতি অনুযায়ী- (উচ্চতর দক্ষতা)
র. নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক

রর. মুনাফা বৃদ্ধিকল্পে অধিক বিনিয়োগে তারল্য ঘাটতি হয়
ররর. নগদ অর্থ বেশি রাখলে মুনাফা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

(অনুধাবন)-১৬২. উপযুক্ততার নীতির মূল বৈশিষ্ট্য হলো
র. স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন সরবরাহ করা

রর. দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা
ররর. দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন সরবরাহ করা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

১৬৩. দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে (অনুধাবন)
র. বিনিয়োগ ব্যাংক

রর. বাণিজ্যিক ব্যাংক
ররর. ডিবেঞ্চার হোল্ডারা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

(অনুধাবন)-১৬৪. তহবিল বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ী পণ্য বৈচিত্র্যপূর্ণ হলে
র. ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হয়

রর. ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পায়
ররর. ব্যবসায়ের ঝুঁকি বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি ¡ পৃষ্ঠা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৫. আর্থিক ব্যবস্থাপক কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে? (জ্ঞান)
ক ২ খ ৩
গ ৪ ঘ ৫

১৬৬. আয় সিদ্ধান্তের অপর নাম কী? (জ্ঞান)
ক ব্যয় সিদ্ধান্ত খ বিনিয়োগ সিদ্ধান্ত
গ মুনাফা সিদ্ধান্ত ঘ অর্থায়ন সিদ্ধান্ত

১৬৭. তহবিল সংগ্রহের ভিন্ন উৎস নির্বাচন ও এ সকল উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করাকে কী বলে? (অনুধাবন)
ক বিনিয়োগ সিদ্ধান্ত খ নীতিগত সিদ্ধান্ত
গ পরিকল্পিত সিদ্ধান্ত ঘ অর্থায়ন সিদ্ধান্ত

১৬৮. সাধারণত শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে কারা? (জ্ঞান)
ক ক্ষুদ্র কোম্পানি খ মাঝারি কোম্পানি
গ বৃহৎ কোম্পানি ঘ অতি ক্ষুদ্র কোম্পানি

১৬৯. মালিকপক্ষের অধিকার প্রতিষ্ঠিত হয় কীভাবে? (উচ্চতর দক্ষতা)
ক ব্যবসায়ের নিজস্ব ও বিশেষায়িত অর্থনীতির ওপর ভিত্তি করে
খ সংগৃহীত মূলধনের পরিমাণের ওপর ভিত্তি করে

গ শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলের ওপর ভিত্তি করে
ঘ অর্থসংস্থান ও আর্থিক বিবরণী তৈরির ওপর ভিত্তি করে

১৭০. কোনো প্রতিষ্ঠানের ঋণের দায় ও মালিকানা স্বত্বের মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টিতে কোনটির প্রয়োগ আবশ্যক? (প্রয়োগ)
ক সঠিক ব্যয় সিদ্ধান্ত খ সঠিক অর্থায়ন সিদ্ধান্ত
গ বিনিয়োগ সিদ্ধান্ত ঘ মূলধন সিদ্ধান্ত

১৭১. একটি প্রতিষ্ঠান ঋণের দায় ও মালিকানা স্বত্বের মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টিতে সফল হয় কীভাবে? (উচ্চতর দক্ষতা)
ক শেয়ার বিক্রির মাধ্যমে খ নগদ অর্থের ব্যবস্থাপনার মাধ্যমে
গ নিজস্ব তহবিল সংগ্রহের মাধ্যমে ঘ সঠিক অর্থায়ন সিদ্ধান্তের মাধ্যমে

১৭২. ইসমাইল একজন মুদি দোকানদার। মুদি দোকানের জন্য সে নতুন আসবাবপত্র, রেফ্রিজারেটর, ফ্যান ইত্যাদি ক্রয় করে। ইসমাইলের ক্রয়কৃত সামগ্রীগুলোর জন্য অর্থ ব্যয় কোন ধরনের সিদ্ধান্ত? (প্রয়োগ)

ক আয় সিদ্ধান্ত খ বিনিয়োগ সিদ্ধান্ত
গ অর্থায়ন সিদ্ধান্ত ঘ পরিকল্পনামাফিক সিদ্ধান্ত

১৭৩. বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে কিসের পরিকল্পনা করতে হয়? (অনুধাবন)
ক লাভ-ক্ষতি খ আদেশ-নির্দেশ
গ নির্দেশনা-নিয়ন্ত্রণ ঘ অর্থের আগমন-নিগর্মন

১৭৪. জনাব হাসান বিভিন্ন উৎস হতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে একটি মুদি দোকান দিলেন। ফলে তার ব্যবসায়ে আগমন ও নির্গমন প্রবাহ সৃষ্টি হয়। এই প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করার জন্য কোনটি প্রয়োজন? (উচ্চতর দক্ষতা)
ক নগদান খ বিজ্ঞান
গ অর্থায়ন ঘ পরিকল্পনা

১৭৫. জনাব আকাশ তার জেনারেল স্টোরের জন্য একটি রেফ্রিজারেটর ক্রয় করবেন বলে মনস্থির করেছেন। এটা কী ধরনের সিদ্ধান্ত? (প্রয়োগ)
ক আয় সিদ্ধান্ত খ অর্থায়ন সিদ্ধান্ত
গ বিনিয়োগ সিদ্ধান্ত ঘ উপযোগ সিদ্ধান্ত

১৭৬. দর্জি দোকানের সেলাই মেশিন ক্রয় কোন ধরনের সিদ্ধান্ত? (অনুধাবন)
ক ব্যয় সিদ্ধান্ত খ প্রকল্প সিদ্ধান্ত
গ পরিকল্পিত সিদ্ধান্ত ঘ অর্থায়ন সিদ্ধান্ত

১৭৭. নগদ প্রবাহ হতে কী নির্ণয় করা হয়? (অনুধাবন)
ক পণ্য বিক্রয়ের পরিমাণ খ মুনাফার পরিমাণ
গ কাঁচামালের পরিমাণ ঘ শেয়ারের পরিমাণ

১৭৮. বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে কোনটি নির্ধারণ করতে হয়? (উচ্চতর দক্ষতা)
ক নগদ প্রবাহ খ লভ্যাংশ
গ পণ্যের মূল্য ঘ আর্থিক বিবরণী

১৭৯. কীভাবে নগদ প্রবাহ নির্ধারণ করা হয়? (অনুধাবন)
ক উৎপাদন খরচ থেকে বিক্রয়লব্ধ অর্থ বাদ দিয়ে

খ উৎপাদন খরচ থেকে অন্যান্য খরচ বাদ দিয়ে
গ বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে
ঘ উৎপাদন খরচের সাথে অন্যান্য খরচ যোগ করে

১৮০. কাঁচামাল ক্রয়ের জন্য অর্থ সংগ্রহের সিদ্ধান্তকে কী বলে? (জ্ঞান)
ক বিনিয়োগ সিদ্ধান্ত খ স্থায়ী বিনিয়োগ সিদ্ধান্ত
গ অর্থায়ন সিদ্ধান্ত ঘ চলতি বিনিয়োগ সিদ্ধান্ত

১৮১. নিচের কোনটি শেয়ারবাজারে শেয়ার মূল্য বৃদ্ধিতে সহায়তা করে না? (জ্ঞান)
ক ঋণের হার খ মুনাফার হার
গ গ্রাহক সেবা ঘ সুনাম

১৮২. পরিকল্পনামাফিক তথ্য সংগ্রহ করতে হয় কেন? (অনুধাবন)
ক উৎপাদন প্রক্রিয়াকে অব্যবহৃত রাখতে

খ ক্রয় প্রক্রিয়াকে তরান্বিত করতে
গ বিক্রয় প্রক্রিয়াকে অব্যহত রাখতে
ঘ বিজ্ঞাপন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮৩. উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ সিদ্ধান্ত হবে (অনুধাবন)
র. কারখানা নির্মাণের জন্য খরচ

রর. বিদ্যুৎ বিলের জন্য খরচ
ররর. মেশিন ক্রয়ের জন্য খরচ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

(প্রয়োগ)-১৮৪. উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদনমুখী মেশিন ক্রয়, কারখানা নির্মাণের খরচ ইত্যাদি সিদ্ধান্ত হলো
র. অর্থায়ন সিদ্ধান্ত

রর. ব্যয় সিদ্ধান্ত
ররর. বিনিয়োগ সিদ্ধান্ত

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

১৮৫. মি. শুভ একজন আর্থিক ব্যবস্থাপক। তাকে পরিচালনা পর্ষদ আগামী দশ বছরের বিক্রয়লব্ধ নগদ প্রবাহ তৈরি করতে আদেশ দেন। এমতাবস্থায় মি. শুভ নগদ প্রবাহ তৈরি করতে পারবেন (প্রয়োগ)
র. পণ্যের মূল্য কী হবে তা থেকে

রর. পণ্য কী পরিমাণ বিক্রয় হবে তা থেকে
ররর. পণ্যের কী পরিমাণ অবচয় হবে তা থেকে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

১৮৬. আর্থিক ব্যবস্থাপকের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো (অনুধাবন)
র. ব্যাংক ঋণের মাধ্যমে সংগৃহীত তহবিল

রর. মালিকপক্ষের অধিকার প্রতিষ্ঠাকরণ
ররর. প্রত্যাশিত হারে মুনাফা অর্জন ও লভ্যাংশ বণ্টন

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১৮৭ ও ১৮৮ নং প্রশ্নের উত্তর দাও :
‘নিলীমা পাবলিক লি.’ কোম্পানির ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন প্রয়োজন। কোম্পানিটি শেয়ার বিক্রির মাধ্যমে সংগৃহীত মূলধন দিয়ে প্রতিষ্ঠানের জন্য দুটি মেশিন ক্রয় করে।

১৮৭. নিলীমা পাবলিক লি. এর শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করাকে কী বলা হয়? (প্রয়োগ)
ক আয় সিদ্ধান্ত খ ব্যয় সিদ্ধান্ত
গ বিনিয়োগ সিদ্ধান্ত ঘ মুনাফা সিদ্ধান্ত

১৮৮. বিনিয়োগ সিদ্ধান্ত যে কোনো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ- (উচ্চতর দক্ষতা)
র. পণ্যের মূল্য নির্ধারণ দুরূহ কাজ

রর. কারবারের বিক্রয় মূল্য নির্ণয় জটিল কাজ
ররর. ভবিষ্যতের পণ্য বিক্রয়ের পরিমাণ নির্ণয় দুরূহ কাজ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা ¡ পৃষ্ঠা১০
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮৯. অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স কোন কাজে নিয়োজিত ছিল? (জ্ঞান)
ক আর্থিক বিবরণীর বিচার-বিশ্লেষণের

খ বিক্রেতার মোট বিক্রয় হ্রাসকরণের
গ মুনাফা ও নগদ প্রবাহ বৃদ্ধিকরণের
ঘ তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্যকরণের

১৯০. কোথা থেকে অর্থায়নের প্রকৃতি ও আওতা সম্পর্কে ধারণা পাওয়া যায়? (জ্ঞান)
ক উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয় থেকে
খ আয় বা অর্থায়ন সিদ্ধান্ত থেকে

গ অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগ থেকে
ঘ অর্থায়নের ক্রমবিকাশের ধারা থেকে

১৯১. গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাপকদের প্রধান দায়িত্ব কী ছিল? (অনুধাবন)
ক নগদ প্রবাহ হতে মুনাফার পরিমাণ নির্ণয় করা
খ হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণপূর্বক ভবিষ্যৎ কার্যক্রম প্রণয়ন করা

গ মালিকপক্ষের অধিকার প্রতিষ্ঠা করা
ঘ তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য করা

১৯২. অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোনটি? (জ্ঞান)
ক যুক্তরাষ্ট্র খ জাপান
গ জার্মানি ঘ রাশিয়া

১৯৩. কোনটির প্রয়োগ ব্যর্থ হওয়ায় ত্রিশ দশকে যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দিয়েছিল? (প্রয়োগ)
ক বৈচিত্র্যায়ণ প্রবণতা খ একত্রীকরণ প্রবণতা
গ কেন্দ্রীভূতকরণ প্রবণতা ঘ সম্প্রসারণ প্রবণতা

১৯৪. যুক্তরাষ্ট্রে চরম মন্দাবস্থা শুরু হয় কখন? (জ্ঞান)
ক প্রথম দশকে খ পনেরো দশকে
গ পঁচিশের দশকে ঘ ত্রিশের দশকে

১৯৫. কোন দশক থেকে শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয়? (জ্ঞান)
ক ১৯২০-এর দশক খ ১৯৩০-এর দশক
গ ১৯৪০-এর দশক ঘ ১৯৫০-এর দশক

১৯৬. ব্যবসায় পরিচালনার তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে দেখা দেয় কোন সালে? (জ্ঞান)
ক ১৯৩০ খ ১৯৪০
গ ১৯৫০ ঘ ১৯৬০

১৯৭. অর্থায়নের সনাতন ধারা কোনটি? (জ্ঞান)
ক ১৯৪০-১৯৫০ দশক খ ১৯৫০-১৯৬০ দশক
গ ১৯৬০-১৯৭০ দশক ঘ ১৯৭০-১৯৮০ দশক

১৯৮. আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কত সালে? (জ্ঞান)
ক ১৯৪০ সালে খ ১৯৫০ সালে
গ ১৯৬০ সালে ঘ ১৯৭০ সালে

১৯৯. কারবারি অর্থায়নের নানা তত্ত্ব বিশ্লেষণ করেছেন কে? (জ্ঞান)
ক মার্টন মিলার খ জে. বি. সে
গ জুবের আলী ঘ ক্যানটিলন

২০০. হ্যারি মার্কোইজ, মার্টন মিলার, মডিগ্লিয়ানি নোবেল পুরস্কার লাভ করেন কোন দশকে? (জ্ঞান)
ক ১৯৩০-এর দশকে খ ১৯৫০-এর দশকে
গ ১৯৮০-এর দশকে ঘ ১৯৯০-এর দশকে

২০১. ১৯৭০-এর দশকে অর্থায়নের প্রধান উদ্দেশ্য কী ছিল? (অনুধাবন)
ক পণ্য বিক্রয়ের পরিমাণ ও পণ্যের মূল্য নির্ধারণ
খ মুনাফা ও নগদ প্রবাহ বৃদ্ধিকরণ

গ শেয়ারের বাজারদর সর্বাধিকরণ
ঘ ব্যবসায়ের বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন

২০২. ১৯৯০-এর দশকে হ্যারি মার্কোইজ কেন নোবেল পুরস্কার লাভ করেন। (জ্ঞান)
ক ক্রয়-বিক্রয় বিশ্লেষণের মাধ্যমে অর্থায়ন অগ্রগতির জন্য
খ আমদানি ও রপ্তানি বিশ্লেষণের মাধ্যমে অর্থায়ন অগ্রগতির জন্য

গ মুনাফা বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নের অগ্রগতির জন্য
ঘ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নের অগ্রগতির জন্য

২০৩. কোন দশকে বিশ্ববাণিজ্য সংস্থার আত্মপ্রকাশ হয়? (জ্ঞান)
ক ১৯৫০-এর দশক খ ১৯৬০-এর দশক
গ ১৯৮০-এর দশক ঘ ১৯৯০-এর দশক

২০৪. বিশ্ববাণিজ্য সংস্থার আত্মপ্রকাশের ফলে কী হয়? (অনুধাবন)
ক আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা হ্রাস পায়
খ শেয়ারের বাজারদর সর্বাধিকরণ হয়

গ মূলধনী কাঠামো অঙ্ক নির্ভর করে
ঘ দীর্ঘমেয়াদি বিনিয়োগ অত্যাধিক বৃদ্ধি পায়

২০৫. শিল্পবিপ্লবের পরে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষতা লাভ করে কীভাবে?
(অনুধাবন)
ক সঠিক অর্থায়ন সিদ্ধান্তের মাধ্যমে
খ কোম্পানিগুলোর শেয়ার বিক্রির মাধ্যমে

গ বিশেষায়িত ও বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে
ঘ ঋণের দায় ও মালিকানা স্বত্বের মাধ্যমে

২০৬. সমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ব্যবসায় বাণিজ্যের পরিধিকে বৃদ্ধি করেছে ফলে সৃষ্টি হয়েছে, (উচ্চতর দক্ষতা)
ক একমুখী প্রতিযোগিতা খ নানামুখী প্রতিযোগিতা
গ একচেটিয়া প্রতিযোগিতা ঘ মুনাফা অর্জন প্রতিযোগিতা

২০৭. অর্থায়নের সনাতন ধারণা অনুযায়ী মুনাফা সর্বোচ্চকরণের জন্য কোনটি করা প্রয়োজন? (অনুধাবন)
ক দীর্ঘমেয়াদি বিনিয়োগ বৃদ্ধি খ স্বল্পমেয়াদি বিনিয়োগ বৃদ্ধি
গ বিক্রয় কমানোর মাধ্যমে ব্যয় হ্রাস ঘ ব্যয় বৃদ্ধির মাধ্যমে বিক্রয় বৃদ্ধি

২০৮. কোনটি ব্যবহার করে বর্তমানে অর্থায়নের কাজ সুচারুভাবে সম্পাদন করা হয়? (প্রয়োগ)
ক কম্পিউটার খ ক্যালকুলেটর
গ গ্রাফপেপার ঘ টাইপ রাইটার মেশিন

২০৯. কোন দশকে কম্পিউটার অধ্যায়ের শুরু হয়? (জ্ঞান)
ক ১৯২০-১৯৩০ খ ১৯৫০-১৯৬০
গ ১৯৬০-১৯৭০ ঘ ১৯৭০-১৯৮০

২১০. ১৯৭০-এর দশকে কম্পিউটারের আবিষ্কার বিশেষ জনপ্রিয়তা পায় কেন? (প্রয়োগ)
ক মুনাফা বৃদ্ধি সর্বদা কাক্সিক্ষত হওয়ার জন্য
খ সুদূর প্রসারি পরিকল্পনার জন্য

গ আর্থিক হিসাবের জটিলতা নিরসনের জন্য
ঘ মুনাফা বৃদ্ধির সাথে ঝুঁকি বৃদ্ধির জন্য

২১১. মূলধনী কাঠামোর সনাতন ধারণা কেমন ছিল? (জ্ঞান)
ক অনেক সহজ ও অংকনির্ভর খ অনেক কঠিন ও সময়নির্ভর
গ অনেক জটিল ও অংকনির্ভর ঘ অনেক সহজ ও অংকনির্ভর

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১২. বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জানতে হবে (অনুধাবন)
র. অর্থায়ন সংক্রান্ত ধারণা

রর. নিজস্ব মূলধনের সংস্থান
ররর. অর্থের ব্যবহার

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

২১৩. ক্রমবিকাশের ধারায় অর্থায়নের কাজ হিসেবে যুক্ত হয় (অনুধাবন)
র. প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিবেদন তৈরি করা

রর. নগদ অর্থের ব্যবস্থাপনা করা
ররর. পণ্য বিক্রয়ের পরিমাণ ও পণ্যের মূল্য নির্ধারণ করা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

২১৪. ১৯৫০-১৯৬০ দশকে অর্থায়নের প্রধান কাজ (অনুধাবন)
র. মূলধনী বাজারের প্রকৃতি নির্ধারণ করা

রর. দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে বিক্রয় বৃদ্ধি করা
ররর. ব্যয় হ্রাস করে মুনাফা সর্বোচ্চকরণ করা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

২১৫. ১৯৭০-এর দশকে অর্থায়নের ক্রমোন্নয়নের ধারায় কী পরিবর্তন সাধিত হয়? (প্রয়োগ)
র. অংক নির্ভর হয়ে ওঠে

রর. ঝুঁকি সঠিকভাবে পরিমাপ ও ব্যবস্থাপনা
ররর. অর্থায়নের নানা তত্ত্ব বিশ্লেষণ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *