SSC হিসাব বিজ্ঞান ২য় অধ্যায় পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
দ্বিতীয় অধ্যায়
অর্থায়নের উৎস
Merton Howard Miller (1923 – 2000)
মার্টিন হোয়ার্ড মিলার অর্থায়নের বিভিন্ন উৎস এবং মূলধন ব্যয়ের ধারণা প্রদান করেন।
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
তহবিল উৎসের ধারণা
যেকোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য এবং দৈনন্দিন ব্যবসায় কার্য পরিচালনা করার জন্য যে তহবিলের প্রয়োজন হয় তার উৎস নির্বাচন অর্থায়ন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
বিভিন্ন উৎসের মধ্যে তুলনা করে একটি প্রতিষ্ঠানের জন্য তহবিলের উৎসের যে মিশ্রণটি সর্বোচ্চ সুবিধা প্রদানকারী ও ন্যূনতম খরচযুক্ত সেই মিশ্রণের উৎস থেকেই প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে।
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় বিভিন্ন স্কুলের নির্বাচিত MCQ(PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় Questions With Answer (PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় Questions With Answer
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান Questions With Answer MCQ
- উত্তর ডাউনলোড করুন>SSC হিসাব বিজ্ঞান Questions With Answer MCQ(PDF)
- উত্তর ডাউনলোড করুন>SSC হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায়‘ গুরুত্বপূর্ণ বিষয়াদির ধারণা (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান: চতুর্থ অধ্যায়‘সৃজনশীল প্রশ্ন ও সমাধান (PDF)
- উত্তর ডাউনলোড করুন> ৯ম–১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান: চতুর্থ অধ্যায়‘ প্রশ্নের উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> ৯ম–১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান:৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর
বিভিন্ন প্রকার তহবিলের উৎসের ধারণা
ব্যবসায় অর্থায়ন বলতে ব্যবসায় করার জন্য যে তহবিলের প্রয়োজন হয় তা সরবরাহ করাকে বোঝায়। ব্যবসায় গঠন, প্রকৃতি ও উদ্দেশ্যের ভিন্নতার কারণে নানারকম উৎস হতে প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে থাকে।
যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানে তহবিলের দুটি ভিন্ন উৎস থাকে। একটি মালিকপক্ষ অন্যটি ঋণদাতা। মালিকপক্ষের প্রদত্ত তহবিলকে অভ্যন্তরীণ ও ঋণদাতা প্রদত্ত তহবিলকে বহিস্থ তহবিল উৎস বলা হয়।
অভ্যন্তরীণ তহবিল
প্রতিষ্ঠানের মালিক তার সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসায়ের প্রয়োজনে বিনিয়োগ করে তাকেই অভ্যন্তরীণ তহবিল বলা হয়। অভ্যন্তরীণ উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা : ক. মালিকানাভিত্তিক ও খ. মুনাফাভিত্তিক।
ক. অভ্যন্তরীণ উৎসের মালিকানাভিত্তিক শ্রেণিবিভাগ
ভিন্ন ধরনের ব্যবসায় সংগঠনের অভ্যন্তরীণ তহবিলের প্রকৃতিও ভিন্ন হয়।
যেমন: একমালিকানা ব্যবসায়ে অভ্যন্তরীণ তহবিলের উৎস মালিকের নিজস্ব অর্থ বা অর্থ দ্বারা পরিমাপযোগ্য যেকোনো উৎপাদনের উপকরণ হতে পারে।
অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অংশীদারবৃন্দ যে তহবিল ব্যবসায়ে বিনিয়োগ করে তা স্বীয় মূলধন হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে তহবিল সংগ্রহ করে সেটি অভ্যন্তরীণ তহবিল হিসেবে বিবেচিত হয়।
খ. অভ্যন্তরীণ উৎসের মুনাফাভিত্তিক শ্রেণিবিভাগ
ব্যবসায় প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। এ উপার্জিত আয় হতে উৎপাদন সৃষ্টির খরচ, বিক্রয় খরচ ইত্যাদি খরচগুলো বাদ দিলে যে অর্থ বাকি থাকে সেটিই প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা।
এই মুনাফা থেকে ঋণের সুদ ও সরকারকে প্রদেয় ট্যাক্স বাদ দেয়ার পর বাকিটা বিভিন্নভাবে তহবিলের উৎস হিসেবে ব্যবহার করা যায়। মুনাফাভিত্তিক কয়েকটি উৎস হলো- ১. অবণ্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল, ২. লভ্যাংশ সমতাকরণ তহবিল ও ৩. বিধিবদ্ধ সঞ্চিতি।
বহিস্থ তহবিল
বহিস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস যেমন : ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করাকে বোঝায়। অগ্রাধিকার শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করাও তহবিল সংগ্রহের বহিস্থ উৎস হিসেবে পরিচিত।
ক. বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদি উৎস : স্বল্পমেয়াদি বলতে ১ বছরের কম সময়কে বোঝানো হয়। একটি প্রতিষ্ঠানের বেশির ভাগ অর্থায়ন মূলত স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করে থাকে। এ ধরনের উৎস দুই ধরনের হয়ে থাকে। যথা : ক. প্রাতিষ্ঠানিক, খ. অপ্রাতিষ্ঠানিক।
প্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদি উৎস
১. প্রাপ্য বিল বাট্টাকরণ, ২. প্রদেয় বিল, ৩. স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ, ৪. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ৫. ক্ষুদ্র ঋণ।
অপ্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদি উৎস
১. বাণিজ্যিক পত্র, ২. ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, ৩. গ্রাম্য মহাজন, ৪. মজুদ মাল বন্ধকিকরণ।
খ. বহিস্থ তহবিলের মধ্যমেয়াদি উৎস
এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদি অর্থায়ন হিসেবে পরিগণিত। একটি ব্যবসায় প্রতিষ্ঠান মধ্যমেয়াদি তহবিল ব্যবহার করে ব্যবসায়ের চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটায়। এই তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ হতে বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ হতে কম হয়। এর উৎসসমূহ হলো :
বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ; বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান,
বেসরকারি প্রতিষ্ঠান; আন্তর্জাতিক তহবিল।
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞান:লেনদেনের ধারণা গুরুত্বপূর্ণ বিষয়াদি
- উত্তর ডাউনলোড করুন>(PDF) SSC হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC হিসাব বিজ্ঞান:অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭টি(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:বহুনির্বাচনি 28টি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC হিসাব বিজ্ঞান:পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
গ. বহিস্থ তহবিলের দীর্ঘমেয়াদি উৎস
দীর্ঘমেয়াদি অর্থায়নের মেয়াদ হচ্ছে ৫ বছর থেকে ঊর্ধ্বে যেকোনো সময়কাল পর্যন্ত। দীর্ঘমেয়াদি তহবিল ঋণের মাধ্যমে গৃহীত হলে চুক্তি মোতাবেক পরিশোধ করতে হয়। এর উৎসসমূহ হলো-১. ঋণ, ২. ঋণপত্র, ৩. লিজিং।
উৎস্য নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ
প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহের উৎস নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন উৎসের মধ্যে সুবিধা-অসুবিধা বিশ্লেষণ, তহবিল সংগ্রহের খরচ, প্রতিষ্ঠানের প্রকৃতি, তহবিলের প্রয়োজনের ধরন ও উদ্দেশ্য ইত্যাদি বিবেচনায় আনতে হয়।
নিচে তহবিল উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ উল্লেখ করা হলো- ১. ব্যবসায়ের ধরন ২. জামানতযোগ্য সম্পত্তির অপ্রতুলতা ৩. অর্থায়নের প্রয়োজনের ধরন ৪. তহবিল উৎসের খরচ ৫. তহবিল উৎসের ঝুঁকি।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।