(PDF) SSC হিসাব বিজ্ঞান Questions With Answer MCQ

(PDF) SSC হিসাব বিজ্ঞান Questions With Answer MCQ

৫১. অর্থায়নের প্রক্রিয়া হলো (অনুধাবন)
র. তহবিলের উৎস নির্ধারণ

রর. তহবিলের সুষ্ঠু ব্যবহার
ররর. তহবিলের উপযোগিতা নির্ণয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫২. একটি মুদি দোকানের ক্ষেত্রে স্থায়ী খরচ হলো (অনুধাবন)
র. দোকানের আয়তন বৃদ্ধি করা

রর. রেফ্রিজারেটর ক্রয় করা
ররর. কর্মচারীর বেতন দেয়া

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৩. সুষ্ঠুভাবে পরিবার পরিচালনায় অর্থায়নের ধারণা সহায়তা করে (অনুধাবন)
র. পরিকল্পনা অনুযায়ী তহবিলের উৎস নির্ধারণ করতে
রর. তহবিল ব্যবহারের খাত বৃদ্ধি করতে
ররর. তহবিলের ব্যবস্থাপনা করতে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৪. সোনালি পাবলিক লি. কোম্পানি শেয়ারের মূল্য বৃদ্ধি করে তহবিল গঠন করতে চায়। কোম্পানিটির শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করতে পারে (প্রয়োগ)
র. গ্রাহক সেবা

রর. প্রতিষ্ঠানের সুনাম
ররর. মুনাফার হার

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৫৫ ও ৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
জুনায়েদ একজন মুদি দোকানদার। সে সুষ্ঠুভাবে অর্থায়ন করে। মাঝে মধ্যে সে বিক্রয়লব্ধ আয় হতে বিনিয়োগের তহবিল সংস্থান করতে পারে না। তাই তাকে বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করতে হয়। আবার স্থায়ী সম্পদ অর্জনের জন্য তার বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়।

৫৫. জুনায়েদ বড় অঙ্কের অর্থের প্রয়োজন কীভাবে পূরণ করতে পারে? (প্রয়োগ)
ক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে খ কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে
গ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ঘ আত্মীয়-স্বজনের মাধ্যমে

৫৬. জুনায়েদের তহবিল সংস্থানের উৎস হতে পারে (উচ্চতর দক্ষতা)
র. বন্ধু-বান্ধব

রর. ধারে পণ্য ক্রয়
ররর. নিজস্ব তহবিল

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

অর্থায়নের শ্রেণিবিভাগ ¡
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৫৭. অর্থায়নের শ্রেণিবিভাগের মূল বিষয় কোনটি? (জ্ঞান)
ক সরকারি অর্থায়ন খ পারিবারিক অর্থায়ন
গ আন্তর্জাতিক অর্থায়ন ঘ কারবারি অর্থায়ন

৫৮. পরিবারের অসংখ্য ব্যয়ের মধ্য থেকে আগে কোনটি করা প্রয়োজন? (অনুধাবন)
ক কম গুরুত্বপূর্ণ ব্যয়গুলো আগে পূরণ করা

খ অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো আগে পূরণ করা
গ ছোট অংকের ব্যয়গুলো আগে পূরণ করা
ঘ বড় অংকের ব্যয়গুলো আগে পূরণ করা

৫৯. পরিবারের নিয়মিত ব্যয়সমূহ কীভাবে নির্ধারণ করা হয়? (অনুধাবন)
ক পরিবারের চাহিদার সাথে সংগতি রেখে
খ পরিবারের আয়ের সাথে সংগতি রেখে

গ পরিবারের সদস্য সংখ্যার সাথে সংগতি রেখে
ঘ পরিবারের সঞ্চয়ের সাথে সংগতি রেখে

৬০. নিয়মিত আয়ের সাথে সংগতি রেখে কোনটি নির্ধারণ করা হয়? (জ্ঞান)
ক মূলধন বাজেট খ নিয়মিত ব্যয়
গ বাৎসরিক খরচ ঘ পারিবারিক বাজেট

৬১. সরকারের অর্থায়নের জন্যে কোনটি থাকা দরকার? (অনুধাবন)
ক অর্থ ব্যবস্থাপনা খ পরিকল্পনা ব্যবস্থাপনা
গ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ঘ উৎপাদন ব্যবস্থাপনা

৬২. আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, প্রাইজবন্ড, ট্রেজারি বিল ইত্যাদি কী? (জ্ঞান)
ক পারিবারিক অর্থায়নের উৎস খ সরকারি অর্থায়নের উৎস
গ আন্তর্জাতিক অর্থায়নের উৎস ঘ ব্যবসায়িক অর্থায়নের উৎস

৬৩. সরকারি অর্থায়নের উৎস কোনগুলো? (অনুধাবন)
ক আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, বেতন

খ আয়কর আত্মউদ্যোগ, সঞ্চয়পত্র
গ প্রাইজবন্ড, ট্রেজারি বিল, গিফট ট্যাক্স
ঘ বেতন, সঞ্চয়পত্র, আমদানি শুল্ক

৬৪. সরকারি অর্থায়নে প্রথম কোন কাজটি করা হয়? (প্রয়োগ)
ক তহবিলের উৎস নির্ধারণ খ তহবিলের পরিমাণ নির্ণয়
গ ব্যয়ের পরিমাণ নির্ণয় ঘ বৈদেশিক ঋণের উৎস নির্ণয়

৬৫. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)
ক মুনাফা অর্জন খ ব্যবসায় সম্প্রসারণ
গ সমাজকল্যাণ ঘ স্থায়ী সম্পত্তি ক্রয়

৬৬. কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি? (অনুধাবন)
ক ব্যবসায় অর্থায়নে খ আন্তর্জাতিক অর্থায়নে
গ পারিবারিক অর্থায়নে ঘ সরকারি অর্থায়নে

৬৭. ইঈওঈ-এর অধীনে কোন ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে? (জ্ঞান)
ক কুটির শিল্প খ রাসায়নিক শিল্প
গ ক্ষুদ্র শিল্প ঘ বাণিজ্যিক শিল্প

৬৮. ওউই-এর পূর্ণরূপ কোনটি? (জ্ঞান)

ক.International Development Board
খ.L Islamic Development Board
গ. Islamic Development Bank
ঘ.International Development Bank

৬৯. সরকারি ও বেসরকারি সহযোগিতার অর্থায়ন প্রকল্পকে কী বলে? (জ্ঞান)
ক ADB খ IDB
গ PPP ঘ BCIC

৭০. কোন ধরনের অর্থায়নে আমদানি ও রপ্তানি খাত বিচার বিশ্লেষণ করা হয়? (অনুধাবন)
ক পারিবারিক খ আন্তর্জাতিক
গ অব্যবসায়ী প্রতিষ্ঠানের ঘ ব্যাংকিং

৭১. আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা কোন ধরনের অর্থায়নের কাজ? (প্রয়োগ)
ক ব্যবসায় অর্থায়ন খ সরকারি অর্থায়ন
গ আন্তর্জাতিক অর্থায়ন ঘ পারিবারিক অর্থায়ন

৭২. শফিক সাহেব বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি নিচের কোন কাজটি করে থাকেন? (উচ্চতর দক্ষতা)
ক তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের আয়কর নির্ধারণ করেন

খ অগ্রাধিকার ভিত্তিতে পারিবারিক ব্যয় নির্বাহ করেন
গ প্রয়োজন অনুযায়ী কারবারের অর্থসংস্থান করেন
ঘ আমদানি-রপ্তানি খাতগুলো বিচার বিশ্লেষণ করেন

৭৩. আমাদের দেশে প্রতিবছর বাণিজ্য ঘাটতি দেখা দেয় কেন? (অনুধাবন)
ক রপ্তানি হতে আমদানি বেশি করায়
খ আমদানি হতে রপ্তানি বেশি করায়

গ বিপুল পরিমাণে বিভিন্ন সামগ্রী রপ্তানি করায়
ঘ পণ্য রপ্তানির ক্ষেত্রে অধিক বিধিনিষেধ থাকায়

৭৪. যমুনা সেতুর মতো কোনো বড় প্রকল্পের অর্থায়নে কোন উৎসটি সবচেয়ে উপযুক্ত? (প্রয়োগ)
ক সরকারি তহবিল খ ব্যাংক ঋণ
গ PPP ঘ বৈদেশিক ঋণ

৭৫. বাণিজ্য ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি? (অনুধাবন)
ক রেমিটেন্স খ বৈদেশিক ঋণ
গ বৈদেশিক সাহায্যে ঘ আয়কর

৭৬. নিচের কোনটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান? (অনুধাবন)
ক দর্জি দোকান খ এতিমখানা
গ সোনালী ব্যাংক ঘ বাটা কোম্পানি

৭৭. অমুনাফাভোগী প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের উদ্দেশ্য না থাকলেও অর্থায়নের প্রয়োগ রয়েছে কেন? (উচ্চতর দক্ষতা)
ক যথাযথ বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ প্রয়োজনে
খ প্রতিষ্ঠান পরিচালনায় অর্থের সদ্ব্যবহার প্রয়োজনে

গ ব্যবসায়িক পণ্য ক্রয়ে অর্থায়ন প্রয়োজনে
ঘ প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধির জন্য অর্থায়ন প্রয়োজনে

৭৮. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন করা হয় কীভাবে? (অনুধাবন)
ক পণ্য বিক্রয় দ্বারা মুনাফা অর্জন করে

খ সেবা বিক্রয় দ্বারা অর্থ উপার্জন করে
গ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান সংগ্রহ করে
ঘ সরকারের নিকট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে

৭৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্থায়ন প্রয়োজন কেন? (অনুধাবন)
ক বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করতে
খ মুনাফার উদ্দেশ্যে লাভজনক খাতে বিনিয়োগ করতে

গ প্রতিষ্ঠানের বিভিন্ন ঝুঁকি কমাতে
ঘ প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে নানাবিধ কার্য সম্পাদনে

৮০. অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোথায় ব্যবহার করা হয়? (প্রয়োগ)
ক অব্যবসায়ী প্রতিষ্ঠানে খ সরকারি প্রতিষ্ঠানে
গ পরিবারে ঘ ব্যবসায় প্রতিষ্ঠানে

৮১. মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে কী বলে? (জ্ঞান)
ক অব্যবসায়ী প্রতিষ্ঠান খ সমবায় প্রতিষ্ঠান
গ ধর্মীয় প্রতিষ্ঠান ঘ ব্যবসায় প্রতিষ্ঠান

৮২. একটি প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্যে যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে কী বলে? (অনুধাবন)
ক পারিবারিক অর্থায়ন খ অব্যবসায়ী অর্থায়ন
গ সরকারি অর্থায়ন ঘ ব্যবসায় অর্থায়ন

৮৩. অর্থায়ন কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ? (জ্ঞান)
ক সরকারি প্রতিষ্ঠান খ বেসরকারি প্রতিষ্ঠান
গ ব্যবসায় প্রতিষ্ঠান ঘ সকল প্রতিষ্ঠান

৮৪. বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবার প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)
ক একমালিকানা খ যৌথমালিকানা
গ অংশীদারি ঘ সমবায়

৮৫. ব্যবসায় লোকসান হলে ব্যক্তিগত সম্পত্তি হতে ক্ষতিপূরণ করা হয় কোন ব্যবসায়ে? (জ্ঞান)
ক কোম্পানি খ সমবায়
গ একমালিকানা ঘ যৌথমূলধনী

৮৬. একমালিকানা ব্যবসায়ের দায়-দেনা কীভাবে পরিশোধ করা হয়? (অনুধাবন)
ক ঋণপত্র বিক্রি করে
খ সদস্যদের থেকে চাঁদা সংগ্রহ করে

গ অংশীদারদের ব্যক্তিগত সম্পত্তি দ্বারা
ঘ মালিকের ব্যক্তিগত সম্পত্তি দ্বারা

৮৭. একমালিকানা কারবারি প্রতিষ্ঠানের জনপ্রিয়তা লাভের কারণ কোনটি? (অনুধাবন)
ক মালিক একা মূলধন বিনিয়োগ করে

খ মালিক স্বাধীনভাবে ব্যবসায় পরিচালনা করে
গ মালিক একা সমস্ত মুনাফা ভোগ করে
ঘ মালিক যাবতীয় ঝুঁকি ও দায়দায়িত্ব বহন করে

৮৮. অংশীদারি ব্যবসায়ের মূল উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
ক নিজস্ব তহবিল বিনিয়োগ করে মুনাফা অর্জন

খ শেয়ার বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়ন
গ সংগৃহীত তহবিল মানবকল্যাণে দান করা
ঘ অর্জিত মুনাফা একা ভোগ করা

৮৯. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক? (জ্ঞান)
ক যৌথ মূলধনী খ একমালিকানা
গ অংশীদারি ঘ সমবায় সমিতি

৯০. কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নে প্রক্রিয়া ভিন্ন হয়? (উচ্চতর দক্ষতা)
ক একমালিকানা ব্যবসায় খ অংশীদারি ব্যবসায়
গ সমবায় ব্যবসায় ঘ যৌথ মূলধনী ব্যবসায়

৯১. কোন প্রতিষ্ঠানকে সরকারি অনুমোদন দেওয়ার আগে বিচার বিশ্লেষণের প্রয়োজন হয়? (অনুধাবন)
ক কোম্পানি সংগঠন খ অংশীদারি
গ যৌথ মূলধনী ঘ একমালিকানা

৯২. কোম্পানির বড় অংকের কাক্সিক্ষত মূলধন কীভাবে সংগ্রহ করা হয়? (অনুধাবন)
ক সদস্যদের কাছ থেকে চাঁদা তুলে
খ মূলধনকে ছোট অংকের শেয়ার হিসেবে বিক্রি করে

গ অংশীদারদের কাছ থেকে মূলধন সংগ্রহ করে
ঘ জনসাধারণের কাছে ঋণপত্র বিক্রি করে

৯৩. কোম্পানিসমূহ বড় অঙ্কের প্রয়োজনীয় মূলধন ছোট ছোট অঙ্কের শেয়ারে বিভক্ত করে কার নিকট বিক্রি করে? (অনুধাবন)
ক ব্যবস্থাপক খ পরিচালনা পর্ষদ
গ সরকারি কর্মচারি ঘ ক্ষুদ্র বিনিয়োগকারী

৯৪. যৌথ মূলধনী কোম্পানির ডিবেঞ্চার হোল্ডাররা আসলে কী? (অনুধাবন)
ক শেয়ার মালিক খ শেয়ার বিক্রেতা
গ ব্যবসায়ের অংশীদার ঘ ঋণপত্রের মালিক

৯৫. কোম্পানি বিনিয়োগকারীদের নিকট শেয়ার বিক্রি করে বিনিময়ে কী প্রদান করে? (জ্ঞান)
ক ডিভিডেন্ড খ বন্ড
গ ডিবেঞ্চার ঘ সুদ

৯৬. কোম্পানিসমূহ ডিবেঞ্চার হোল্ডারদের নির্দিষ্ট হারে কী প্রদান করে? (জ্ঞান)
ক সম্পদ খ সুদ
গ লভ্যাংশ ঘ বন্ড

৯৭. কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে আবর্তিত হয়? (অনুধাবন)
ক সে দেশের সরকার ও রাজনীতিকে কেন্দ্র করে

খ সে দেশের সরকার ও অর্থনীতিকে কেন্দ্র করে
গ সে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে
ঘ সে দেশের সঙ্গে বিদেশের সম্পর্ককে কেন্দ্র করে

৯৮. রূপালী ব্যাংক কোন ধরনের ব্যাংক? (অনুধাবন)
ক কেন্দ্রীয় ব্যাংক খ ইসলামিক ব্যাংক
গ আন্তর্জাতিক ব্যাংক ঘ বাণিজ্যিক ব্যাংক

৯৯. ন্যাশনাল ব্যাংক আমদানিকারিদের নিকট থেকে ক্ষুদ্র তহবিল সংগ্রহ করে মেয়াদি জামানত সৃষ্টি করে। এক্ষেত্রে আমানতকারিকে ন্যাশনাল ব্যাংক কোনটি প্রদান করে? (প্রয়োগ)
ক শেয়ার খ বন্ড
গ ডিবেঞ্চার ঘ সুদ

১০০. ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো কীভাবে মুনাফা অর্জন করে? (অনুধাবন)
ক প্রদেয় সুদের হার অপেক্ষা অধিক হারে ঋণ দিয়ে

খ প্রদেয় সুদের হার অপেক্ষা কম হারে ঋণ দিয়ে
গ পণ্য ও সেবা দ্রব্য ক্রয় বিক্রয় করে
ঘ বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে

১০১. আকবর আলী প্রিমিয়ার সিমেন্টের ১০,০০০ শেয়ার ক্রয় করলেন। এখন প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির সাথে তার সম্পর্ক কিরূপ? (প্রয়োগ)
ক একজন মালিক খ একজন ঋণদাতা
গ একজন ঋণ গ্রহীতা ঘ একজন ক্রেতা

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০২. সরকারকে অর্থ ব্যয় করতে হয় (অনুধাবন)
র. রাস্তাঘাট উন্নয়নে

রর. সরকারি প্রতিষ্ঠানে
ররর. আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষায়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

১০৩. সরকারের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় আয়ের উৎস হলো (অনুধাবন)
র. আয়কর
রর. আমদানি শুল্ক
ররর. ট্রেজারি বিল

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

১০৪. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজকল্যাণ। তাই এরূপ অর্থায়নে- (উচ্চতর দক্ষতা)
র. আয়-ব্যয় সমান হতে পারে
রর. আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে
ররর. ব্যয় অপেক্ষা আয় বেশি হতে পারে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

১০৫. আন্তর্জাতিক অর্থায়নের জন্য বিচার বিশ্লেষণ করা হয় (অনুধাবন)
র. আমদানি খাত
রর. প্রাকৃতিক সম্পদ
ররর. রপ্তানি খাত

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

১০৬. বাংলাদেশে আমদানিকৃত পণ্যদ্রব্যগুলো হলো (অনুধাবন)
র. খাদ্যসামগ্রী
রর. পেট্রোলিয়াম
ররর. ওষুধ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *