ক্যালকুলেটর ছাড়া সহজ টেকনিক । ক্যালকুলেটর ছাড়া হিসাব করার সহজ টেকনিক । আধুনিক তথ্য প্রযুক্তির পৃথিবীতে সব কিছু যেমন সহজ হয়ে গেছে। ঠিক এমনি ভাবে মানুষগুলো প্রতিদিন নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে আবিস্কার করছেন। যোগ বিয়োগ করতে কত কিছু ব্যবহার করতেন। তবে এবার দেখে নিন মাত্র ৩ সেকেন্ডে একটি হিসাব সহজেই সমাধান করা সম্বাব।
13/5=2.6 (ক্যালকুলেটর ছাড়া মাত্র 3 সেকেন্ডে এটি সমাধান করা যায়)
# টেকনিক_01 :5 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 2 দিয়ে গুন করুন।তারপর ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিন।কাজ শেষ!
13*2=26, তারপর থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 2.6
213/5=42.6 (213*2=426)
0.03/5=0.006(0.03*2=0.06 যার এক ঘর আগে দশমিক বসালে হয় 0.006)
333333333/5=66666666.6(এই গুলো করতে আবার ক্যালকুলেটর লাগে নাকি!!)
12121212/5=2424242.4
এবার নিজে ইচ্ছেমত 5 দিয়ে যে কোন সংখ্যাকে ভাগ করে দেখুন,3.5 সেকেন্ডের বেশি লাগবে না!
এবারে ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 25 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক:
13/25=0.52 (ক্যালকুলেটর ছাড়া মাত্র 3 সেকেন্ডে এটিও সমাধান করা যায়)
# টেকনিক_2 :25 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 4 দিয়ে গুন করুন। তারপর ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিন।কাজ শেষ!
13*4=52
তারপর 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.52
210/25=8.40
0.03/25=0.0012
222222/25=8888.88
13121312/25=524852.48