প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবদলের নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও শেয়ার করার অভিযোগে মানিকগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (শুক্রবার ২৩ এপ্রিল) বিকেলে শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সম্পাদক মো. ইমরান চৌধুরী বাদী হয়ে শিবালয় থানায় মামলাটি দায়ের করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির সন্ধ্যায় মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

মামলায় সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল শেখ মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কুরুচিপূর্ণ ভিডিও ‘বুবুজান বুবুজান আপনি ভারত চলে যান’ শেয়ার করেন। ভিডিওটি শেয়ারের ফলে মাননীয় প্রধানমন্ত্রীর মান চরমভাবে ক্ষুণ্ণ হওয়াতে এলাকায় তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া এবং চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাষ্ট্রবিরোধী কাজের অংশ হিসেবে সব সময়ই তার ফেসবুক আইডিতে বাংলাদেশের সরকার প্রধানসহ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে আসছে।

মামলার বাদী মো. ইমরান চৌধুরী বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ভিডিও শেয়ার করায় ব্যথিত হয়েছি। এমন ভিডিও শেয়ারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি। এ ছাড়াও এ ধরনের কুরুচিপূর্ণ সরকার বিরোধী ভিডিও শেয়ার করায় দেশ ও জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই আমি একজন সচেতন নাগরিক হিসেবে এর সুষ্ঠু বিচার চেয়ে থানায় অভিযোগ করেছি।

এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, সন্ধ্যায় শেখ মানিকের নামে থানায় মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

ধীরে ধীরে খুলছে সরকারি চাকরির নিয়োগজট

স্টাফ রিপোর্টার :: করোনা নিয়ন্ত্রণে আসায় ধীরে খুলছে বিভিন্ন স্তরের সরকারি চাকরির নিয়োগজট। আগে থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *