স্টাফ রিপোার্টার :: বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৯ মে থেকে সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করবে। সংস্থাটি গতকাল (রোববার ২৩ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিমান বলছে, সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
তবে সৌদি আরবে যেতে যাত্রীদের আগে কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর জন্য হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য বিমানের যেকোনো সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
যাত্রীদের ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন বণ্টন করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট বা কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭–এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
এর আগে গত ২০ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট স্থগিত করে বিমান।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলেও এখানে ক্লিক করুন।