শনিবার সারপ্রাইজ দেবেন তাহসান, অপেক্ষায় মিথিলা!

বিনোদন ডেস্ক :: এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি ছিলেন তারা। সময়ের পরিক্রমায় পথচলা আলাদা হয়ে গেলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ঠিকই রয়ে গেছে তাদের মধ্যে। বলছি- গায়ক, অভিনেতা তাহসান খান ও তার সাবেক স্ত্রী, অভিনেত্রী, উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলার কথা।

গতকাল (বুধবার ১২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাহসানের একটি পোস্ট ও সেটির সাথে মিলিয়ে মিথিলার দেওয়া পাল্টা পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।

গতকাল (বুধবার ১২ মে) রাতে তাহসান তার ভেরিফায়েড পেজে লেখেন, ‘এই শনিবার রাতে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে।’

তাহসানের এই পোস্টের পরই মিথিলা তার ভেরিফায়েড পেজে লেখেন, ‘রিয়েলি!!? সারপ্রাইজের অপেক্ষায় থাকলাম।’

তাহসানের এমন পোস্টে মাত্র ২ ঘণ্টায় হাজার হাজার অনুসারী প্রতিক্রিয়া দেখিয়েছে, মন্তব্য করেছে। কেউ কেউ জানতে চেয়েছে, তাহসান আবার বিয়ে করতে চলেছে কিনা। কেউ কেউ এমনও লিখেছে, আলাদা হয়ে গেলেও তাহসান-মিথিলার রসায়নটা এখনও অটুট আছে!

তাহসানের সারপ্রাইজের জন্য মিথিলার মতো ভক্তদেরও শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

প্রসঙ্গত, তাহসান ও মিথিলা ২০০৬ সালের ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১১ বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তবে তাহসান এরপর আর বিয়ে করেননি।

 

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান বিনোদন ডেস্ক :: মডেলিং, উপস্থাপনা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *