এসএসসি: বিভিন্ন স্কুলের নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)

এসএসসি: বিভিন্ন স্কুলের নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)

বিভিন্ন স্কুলের নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সৃজনশীল প্রশ্ন
ইউনির্ভাস পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রি করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে। দক্ষ ব্যবস্থাপনা ও বিচারের জন্য স্বল্প সময়ে ব্যবসায় সফলতা লাভ করে।

প্রত্যাশিত মুনাফা অর্জিত হওয়ায় ভবিষ্যতের কথা চিন্তা করে মুনাফার একটি নির্দিষ্ট অংশ জমা রাখেন ইউনির্ভাস পাবলিক লিমিটেড ব্যবসায় সম্প্রসারণের চিন্তা ভাবনা করে।
[সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]

ক. অর্থায়নের সবচেয়ে দ্রুত ও সরল প্রক্রিয়া কোনটি?
খ. কোন ধরনের বিনিময় বিল ক্রেতার দৃষ্টিতে স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস ব্যাখ্যা কর।

গ. ইউনির্ভাস পাবলিক লিমিটেড কোম্পানি অর্থায়নের উৎসের প্রকারভেদটি আলোচনা কর।
ঘ. ইউনির্ভাস পাবলিক লিমিটেড কোম্পানি সম্প্রসারণে কোন উৎস থেকে অর্থায়ন করা যুক্তিযুক্ত? ব্যাখ্যা কর।

সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. অর্থায়নের সবচেয়ে দ্রুত ও সরল প্রক্রিয়া হলো স্বল্পমেয়াদি অর্থায়ন।
খ. প্রদেয় বিল ক্রেতার দৃষ্টিতে স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস। কারণ এর মাধ্যমে ক্রেতা একটা নির্দিষ্ট মেয়াদ শেষে তার ক্রীত পণ্যের মূল্য পরিশোধ করবে এই মর্মে অঙ্গীকার করে বিক্রেতার নিকট থেকে ধারে পণ্য ক্রয় করায় সুবিধা পায়।

কিন্তু সে যদি ধারে ক্রয়ের সুবিধা না পেত তাহলে নগদে পণ্য ক্রয় করতে তার অর্থের প্রয়োজন হতো, যার জন্য ব্যাংক থেকে ঋণ মিলে সুদসহ ফেরত দিতে হতো।

গ. ইউনির্ভাস পাবলিক লিমিটেড কোম্পানির অর্থায়নের উৎসটি হলো মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস।
ভিন্ন ধরনের কারবারি সংগঠনের অভ্যন্তরীণ তহবিলের প্রকৃ—িও ভিন্ন হয়। একমালিকানা কারবারে তহবিলের উৎস হিসেবে মালিকের নিজস্ব অর্থ ব্যবহার করে থাকে।

অংশীদারি প্রতিষ্ঠানগুলো সাধারণত অংশীদারবৃন্দ যে তহবিল কারবারে বিনিয়োগ করে তা স্বীয় মূলধন হিসাবে বিবেচিত হয়। পক্ষান্তরে প্রতিষ্ঠানটি যদি যৌথমূলধনী কারবার হয়, সে ক্ষেত্রে শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করে। উদ্দীপকে ইউনির্ভাস পাবলিক লিমিটেড কোম্পানিটি একটি যৌথমূলধনী কোম্পানি।

তাই প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রয় করে অর্থায়ন করেছে। শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হলে তা মালিকের তহবিল হিসাবে বিবেচিত হয় বলে ব্যবসা বিলুপ্ত না হওয়া পর্যন্ত পরিশোধের প্রয়োজন হয় না।

ফলে এই উৎস থেকে তহবিল সংগ্রহ করে দীর্ঘমেয়াদি অর্থায়ন করা সম্ভব। তবে শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করলে শেয়ারহোল্ডারদের কোম্পানি লাভের একটি অংশ লভ্যাংশ হিসাবে প্রদান করতে হয়।

ঘ. ইউনির্ভাস পাবলিক লিমিটেড কোম্পানি সম্প্রসারণের জন্য সঞ্চিতি তহবিল থেকে অর্থায়ন করা যুক্তিযুক্ত হবে।
নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে কারবারে বিনিয়োগ করা হয়, তা অবণ্টিত মুনাফা।

ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণ করার জন্য এই অবণ্টিত মুনাফা একটি তহবিলে আলাদা করে রাখলে তাকে বলা হয় সঞ্চিতি তহবিল। আবার ভবিষ্যতের কোনো আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য এই সঞ্চিতি তহবিল সৃষ্টি করা হয়।

উদ্দীপকে ইউনিভার্স প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবসায় সম্প্রসারণের জন্য বিভিন্ন উৎস হতে অর্থায়ন করতে পারে। তবে এই অর্থায়নের পূর্বে অবশ্যই উৎসসমূহের খরচ ও কারবারের প্রয়োজনীয়তা বিবেচনা করতে হবে। যেহেতু প্রতিষ্ঠানটি যৌথমুলধনী কোম্পানি তাই এর সম্প্রসারণের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রয়োজন।

এক্ষেত্রে কোম্পানিটি পুনরায় শেয়ার বিক্রয় করে অথবা ঋণ গ্রহণ করেও অর্থায়ন করতে পারে। কিন্তু উভয় ক্ষেত্রেই উৎসে খরচ রয়েছে। কিন্তু যদি প্রতিষ্ঠানটি তার সৃষ্ট সঞ্চিতি তহবিল হতে অর্থায়ন করে তবে কোনো উৎসে খরচ নেই এবং এই অর্থ যেকোনো মেয়াদে ব্যবহার করা যাবে। পক্ষান্তরে এই উৎস হতে অর্থ গ্রহণ না করলে তহবিলটির অর্থ অলসভাবে পরে থাকবে যা

কোম্পানিটির জন্য মোটেও কল্যাণকর নয়। উপযুক্ত আলোচনার সাপেক্ষে সহজেই বলা যায় ইউনির্ভাস পাবলিক লিমিটেড কোম্পানির সম্প্রসারণের জন্য সঞ্চিতি তহবিল ব্যবহার করাই অধিক যুক্তিযুক্ত হবে।

সৃজনশীল প্রশ্ন
ব্যবসায়ী সৈকত জানেন প্রতিষ্ঠানের অর্থ প্রয়োজন মিটানোর জন্য বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করতে হয়। তবে উৎস নির্বাচনের ক্ষেত্রে উৎসের সুবিধা-অসুবিধা বিবেচনা করা প্রয়োজন। কেননা একেক ধরনের প্রকল্প ও প্রয়োজনের প্রেক্ষিতে একেক ধরনের উৎস কার্যকর ভূমিকা পালন করে। [কুমিল্লা জিলা স্কুল]

ক. লিজিং কী?
খ. বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ?
গ. তহবিলের উৎস নির্বাচনের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনায় আনা প্রয়োজন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. তহবিল সংগ্রহের ক্ষেত্রে মি. সৈকতের চিন্তাধারা কতটা যুক্তিসংগত বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. লিজিং দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অভিনব পদ্ধতি।
খ. রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যেগুলো বিশেষ বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে নিয়োজিত থাকে। এসব প্রতিষ্ঠানেই বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

যেমন : কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক ইত্যাদি। এসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট খাতের কারবারি প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত সুবিধাজনক শর্তে মেয়াদি ঋণ দিয়ে থাকে।

গ. কারবারের জন্য তহবিলের সঠিক উৎস নির্বাচন করা মি. সৈকতের অর্থায়ন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
তহবিলের দক্ষ ব্যবস্থাপনার ওপর ব্যবসায়ের সাফল্য অনেকাংশে নির্ভর করে। তহবিল সংগ্রহ তহবিল ব্যবস্থাপনার একটি অন্যতম কার্যাবলি।

প্রতিষ্ঠানগুলো অর্থ প্রয়োজন মিটাবার জন্য বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করে। উৎস নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন উৎসের মধ্যে সুবিধা-অসুবিধা, বিচার-বিশ্লেষণ, তহবিল সংগ্রহের খরচ, প্রতিষ্ঠানের প্রকৃতি, তহবিলের প্রয়োজনের ধরন ও উদ্দেশ্য ইত্যাদি বিবেচনা করা প্রয়োজন। উদ্দীপকে মি. সৈকত একজন ব্যবসায়ী।

তিনি যদি তার প্রতিষ্ঠানের জন্য কোনো মূল্যবান যন্ত্রপাতি, মেশিনারিজ ইত্যাদি ক্রয় করতে চান, তবে দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থায়ন করতে পারেন। আর কাঁচামাল ক্রয়, মজুরি প্রদান, বাড়িভাড়া প্রদান ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদি উৎস হতে অর্থায়ন করা উপযুক্ত হবে।

তবে উৎস নির্বাচনের সময় তাকে উৎসে খরচ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা পাশাপাশি তহবিল উৎসের ঝুঁকিও বিবেচনা করতে হবে। তা না হলে ব্যবসায়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।

ঘ. তহবিল সংগ্রহের ক্ষেত্রে মি. সৈকতের চিন্তাধারা সম্পূর্ণ যুক্তিসংগত। উদ্দীপকে মি. সৈকতের মতে প্রতিষ্ঠানের অর্থ প্রয়োজন মিটানোর জন্য উৎস নির্বাচনের ক্ষেত্রে উৎসের সুবিধা-অসুবিধা বিবেচনা করা প্রয়োজন। কেননা একেক ধরনের প্রকল্প ও প্রয়োজনের প্রেক্ষিতে একেক ধরনের উৎস কার্যকর ভূমিকা পালন করে।

সৈকতের এই ধারণা একদম সঠিক। কারণ তহবিল উৎস নির্বাচনের ক্ষেত্রে উক্ত তহবিল ব্যবহার হতে অর্জিত আয় ও তহবিল সংগ্রহের খরচের মধ্যে তুলনামূলক সুবিধা-অসুবিধা বিচার-বিশ্লেষণ করে সেই উৎস থেকেই তহবিল সংগ্রহ করতে হবে যার খরচ নূন্যতম।

স্থায়ী সম্পত্তি যেমন : জমি, দালান-কোঠা ইত্যাদি ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ করা উচিত। আবার দীর্ঘমেয়াদি উৎসসমূহের মধ্যে ঐ উৎস নির্বাচন করতে হবে যার উৎসে খরচ কম এবং ঝুঁকিও কম। যদি চলতি সম্পত্তি বা কারবার পরিচালনার জন্য অর্থ তহবিলের প্রয়োজন হলে স্বল্পমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ যুক্তিযুক্ত।

কারণ এটি অর্থ আদান-প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া। এই সকল আলোচনা থেকে বোঝা যায় একেক ধরনের প্রয়োজনে এর উৎসও একেক রকম হয় এবং সব ধরনের উৎসের বৈশিষ্ট্য এক নয়। অতএব বলা যায় তহবিল সংগ্রহের ক্ষেত্রে মি. সৈকতের চিন্তাধারা যুক্তিসংগত।

সৃজনশীল প্রশ্ন
সাদ্দাম একজন মনিহারি দ্রব্য বিক্রেতা। নগদ অর্থের সংকট হলে তিনি মহাজনের নিকট থেকে বাকিতে মাল ক্রয় করেন এবং পরিশোধ করে দেন পরবর্তী সময়ে। [খুলনা জিলা স্কুল]

ক. বাণিজ্যিক পত্র কোন ধরনের স্বল্পমেয়াদি তহবিল?
খ. গ্রাম্য মহাজন কোন ধরনের অর্থায়ন? ব্যাখ্যা কর।

গ. সাদ্দাম মহাজনের নিকট থেকে কোন ধরনের ঋণ সংগ্রহ করছে? বর্ণনা কর।
ঘ. মহাজন কর্তৃক প্রদত্ত সুবিধা সাদ্দামের ব্যবসায়ের জন্য কতটা মঙ্গলজনক তা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. বাণিজ্যিকপত্র অপ্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদি তহবিল।
খ. গ্রাম্য মহাজন স্বল্পমেয়াদি অর্থায়ন। স্বল্প মেয়াদ বলতে এক বছরের কম সময়কে বোঝায়।

বহুকাল পূর্ব থেকেই গ্রামের বিত্তশীল ব্যক্তিরা স্বল্পমেয়াদে দরিদ্র ব্যক্তিদের ঋণ প্রদান করে আসছে। এদের সুদের হার খুব বেশি। আর নির্দিষ্ট সময়ে সুদাসল দিতে ব্যর্থ হলে মহাজনরা ঋণগ্রহীতাদের স্থাবর ও অস্থাবর দখল করে নেয়।

গ. সাদ্দাম মহাজনের নিকট থেকে স্বল্পমেয়াদি ঋণ সংগ্রহ করেছে। একটি প্রতিষ্ঠানের বেশির ভাগ অর্থায়ন মূলত স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করা হয়, যা এক বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে পরিশোধযোগ্য। উদ্দীপকের সাদ্দাম মনিহারি দ্রব্য বিক্রেতা।

তিনি তার ব্যবসায়ের পণ্য দ্রব্য ক্রয় করবেন। কিন্তু তিনি নগদ অর্থের সংকটের জন্য তিনি মহাজনের নিকট থেকে বাকিতে মাল ক্রয় করেন। বর্তমানকালে অধিকাংশ লেনদেন ধারে সম্পন্ন হয়। সাদ্দাম মহাজনের নিকট হতে ধারে ক্রয় করে, স্বল্পমেয়াদি অর্থায়নের ব্যবস্থা করেছেন।

পণ্য বিক্রয় করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে মহাজনের ঋণ পরিশোধ করতে হয়েছে। সুতরাং ব্যবসায়ের চলতি মূলধনের প্রয়োজন মেটাতে সাদ্দাম মহাজনের কাছ থেকে ধারে পণ্য ক্রয় করে ব্যবসায়ে স্বল্পমেয়াদি অর্থায়ন করেছে।

ঘ. মহাজন সাদ্দামকে ধারে মাল ক্রয়ের যে সুবিধা প্রদান করেছেন তা সাদ্দামের ব্যবসায়ের জন্য অত্যন্ত মঙ্গলজনক।
অনেক সময় বিশ্বস্ত ও স্থায়ী ক্রেতারা ভবিষ্যৎ ক্রয়ের মোট মূল্যের সম্পূর্ণ বা কিয়দাংশ অগ্রিম প্রদান করে ফলে বিক্রেতা সাময়িক সময়ের জন্য অর্থসংস্থান করতে পারে।

উদ্দীপকের সাদ্দাম মনিহারি দ্রব্যের বিক্রেতা। তার পক্ষে সর্বদা অভ্যন্তরীণ তহবিল ব্যবহার করে ব্যবসায় পরিচালনা করা সম্ভব নয়। তাই ব্যবসায়ের দৈনন্দিন কার্যাবলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাকে বিভিন্ন বহিস্থ তহবিল উৎসের সহায়তা নিতে হয়। তার মধ্যে মহাজনের নিকট থেকে বাকিতে মাল ক্রয় করা অন্যতম।

বাকিতে মাল ক্রয়ের মাধ্যমে সাদ্দাম তার ব্যবসায়ের পণ্য দ্রব্য ক্রয় করে সাময়িক সময়ের জন্য অর্থসংস্থান করতে পারে। কারণ তিনি যদি বাকিতে ক্রয় করায় সুবিধা না পেতেন তাহলে তাকে নগদে পণ্য ক্রয় করতে হতো।

যার জন্য ব্যাংক হতে ঋণ নিতে তাকে সুদসহ তা ফেরত দিতে হতো। সুতরাং মহাজন কর্তৃক সাদ্দামকে বাকিতে মাল ক্রয়ের প্রদত্ত সুবিধা তার ব্যবসায়ে স্বল্পমেয়াদি অর্থায়ন করেছে যা অত্যন্ত মঙ্গলজনক।

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *