নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর বসুরহাটের এডিশনাল এসপি ও ওসির বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ করেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, ১০ বার করে বলেছি, আমি ডিএস মর্যাদার। এরপরেও আমার গায়ে হাত দিয়েছে।
আজ (মঙ্গলবার ২০ এপ্রিল) দুপুর ১২টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এই অভিযোগ করেন।
লাইভে এসে কাদের মির্জা বলেন, পুলিশ আমার ৭ জন কর্মীকে গ্রেপ্তার করে নির্যাতন করে। সকালের দিকে খবর পেয়ে আমি তাদের দেখতে যাই। তাদের অবস্থা ভালো ছিল না। ফেরার পথে আমাদের ওপর আক্রমণ করেন এডিশনাল এসপি। তিনি আমার গায়ের হাত দিয়েছেন। ১০ বার করে বলেছি, আমি ডিএস মর্যাদার। তুমি আমার গায়ের ওপর হাত দিচ্ছো কেন? তিনি এরপরেও আমার গায়ে হাত দিয়েছে। এদিকে ওসি আমার সহকারি সাজুকে মারধর করেছে। তার মোবাইল কেড়ে নিয়েছে।
তিনি আরো বলেন, এরপর ফেরত আসার পথে এডিশনাল এসপি, ওসিসহ পুলিশ আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেছে।
তবে এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ জানিয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, কাদের মির্জা থানায় গিয়ে সরাসরি থানার হাজতের সামনে চলে যান। আমি শুধু তাকে বলেছি, আপনি ওসির রুমে আসেন। এছাড়া আর কোনো কথা হয়নি এবং কারো গায়ে হাত তোলাও হয়নি।