ব্যবসায় উদ্যোগের সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নর উত্তর (ফ্রি PDF)
সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নর উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ ইউরোপ ও আমেরিকায় শতকরা কত ভাগ একমালিকানা ব্যবসায় রয়েছে?
উত্তর : ইউরোপ ও আমেরিকার শতকরা ৮০ ভাগ ব্যবসায় একমালিকানা ব্যবসায়।
প্রশ্ন ॥ ২ ॥ একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কীসের ওপর নির্ভর করে?
উত্তর : একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের ইচ্ছার ওপর নির্ভরশীল।
প্রশ্ন ॥ ৩ ॥ বিশ্বের সবচেয়ে আদি ব্যবসায় সংগঠন বলা হয় কোন ব্যবসায়কে?
উত্তর : বিশ্বের সবচেয়ে আদি ব্যবসায় সংগঠন বলা হয় একমালিকানা ব্যবসায়কে।
প্রশ্ন ॥ ৪ ॥ কোন ব্যবসায় সংগঠনের উপযুক্ত ক্ষেত্র ব্যাপক?
উত্তর : একমালিকানা ব্যবসায় সংগঠনের উপযুক্ত ক্ষেত্র ব্যাপক।
প্রশ্ন ॥ ৫ ॥ অংশীদারি ব্যবসায়ের ভিত্তি কী?
উত্তর : অংশীদারি ব্যবসায়ের ভিত্তি হলো চুক্তি।
- উত্তর ডাউনলোড করুন> এসএসসি’র ব্যবসায় উদ্যোগের সৃজনশীল প্রশ্নসহ উত্তর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC ব্যবসায় উদ্যোগ সৃজনশীল প্রশ্নসহ উত্তর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ সৃজনশীল প্রশ্নসহ উত্তর
- উত্তর ডাউনলোড করুন> SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ
- উত্তর ডাউনলোড করুন> SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ সমবায় সমিতির প্রকারভেদ MCQ
প্রশ্ন ॥ ৬ ॥ বাংলাদেশের অংশীদারি ব্যবসায় কত সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত?
উত্তর : বাংলাদেশের অংশীদারি ব্যবসায় ১৯৩২ সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়।
প্রশ্ন ॥ ৭ ॥ ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন?
উত্তর : ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা ১০ জন।
প্রশ্ন ॥ ৮ ॥ অংশীদারি ব্যবসায়ে কয় ধরনের অংশীদার দেখতে পাওয়া যায়?
উত্তর : অংশীদারি ব্যবসায়ে ৬ ধরনের অংশীদার দেখতে পাওয়া যায়।
প্রশ্ন ॥ ৯ ॥ সীমিত অংশীদার কাকে বলে?
উত্তর : চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আইন অনুযায়ী সকল অংশীদারের সম্মতিতে কোনো নাবালক সুবিধা প্রদানের জন্য অংশীদার করা হলে তাকে সীমিত অংশীদার বলা হয়।
প্রশ্ন ॥ ১০ ॥ আচরণে অনুমতি অংশীদার কাকে বলে?
উত্তর : কোনো ব্যক্তি যদি ব্যবসায়ের অংশীদার না হয়েও মৌখিক কথাবার্তা, লেখা বা অন্য কোনো আচরণের দ্বারা নিজেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেন, তবে তাকে আচরণে অনুমতি অংশীদার বলে।
প্রশ্ন ॥ ১১ ॥ অংশীদারি আইনের বিধান অনুসারে কয়টি প্রক্রিয়ায় অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তি হতে পারে?
উত্তর : অংশীদারি আইনের বিধান অনুসারে ৬টি প্রক্রিয়ায় অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তি হতে পারে।
প্রশ্ন ॥ ১২ ॥ সর্বপ্রথম কত সালে কোথায় কোম্পানি আইন পাস হয়?
উত্তর : সর্বপ্রথম ১৮৪৪ সালে ব্রিটেনে কোম্পানি আইন পাস হয়।
প্রশ্ন ॥ ১৩ ॥ বর্তমানে বাংলাদেশের সকল কোম্পানি ব্যবসায় কত সালের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে?
উত্তর : বর্তমানে বাংলাদেশের সকল কোম্পানি ব্যবসায় ১৯৯৪ সালের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।
প্রশ্ন ॥ ১৪ ॥ কোম্পানির গঠন প্রক্রিয়া সাধারণত কয়টি ধারাবাহিক পর্যায়ে সম্পন্ন হয়?
উত্তর : কোম্পানির গঠন প্রক্রিয়া সাধারণত ৪টি ধারাবাহিক পর্যায়ে সম্পন্ন হয়।
প্রশ্ন ॥ ১৫ ॥ বিশ্বের সর্বপ্রথম প্রতিষ্ঠিত সমবায় সমিতিটির নাম কী?
উত্তর : বিশ্বের সর্বপ্রথম প্রতিষ্ঠিত সমবায় সমিতির নাম ‘রচডেল সমিতি’।
প্রশ্ন ॥ ১৬ ॥ ১৯৫৯ সালে সিভিল সার্ভিস কর্মকর্তা ড. আক্তার হামিদ খানের নেতৃত্বে প্রতিষ্ঠিত সমবায় সমিতির নাম কী?
উত্তর : ১৯৫৯ সালে সিভিল সার্ভিস কর্মকর্তা ড. আক্তার হামিদের নেতৃত্বে প্রতিষ্ঠিত সমবায় সমিতি হলো বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (ইঅজউ)।
প্রশ্ন ॥ ১৭ ॥ ২০০৯ সালের হিসাব মতে, বাংলাদেশে মোট কতটি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে?
উত্তর : ২০০৯ সালের হিসাব মতে, বাংলাদেশে মোট ১,৬৩,৪০৮টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে।
প্রশ্ন ॥ ১৮ ॥ কত সালের আইন অনুযায়ী দেশের সকল সমবায় সমিতি পরিচালিত হচ্ছে?
উত্তর : ১৯২১ সালের সমবায় আইন এবং ২০০৪ সালের সমবায় বিধিমালা অনুযায়ী পরিচালিত হয়।
প্রশ্ন ॥ ১৯ ॥ ২০০১ সালের সমবায় আইনে সমবায় সংগঠন গঠন করতে কয়টি পর্যায়ে গঠন প্রক্রিয়ায় সম্পন্ন হয়?
উত্তর : ২০০১ সালের সমবায় আইনের সমবায় সংগঠন তিনটি পর্যায়ে গঠন প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
প্রশ্ন ॥ ২০ ॥ রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য জনকল্যাণ।
প্রশ্ন ॥ ২১ ॥ বাংলাদেশ ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানায় প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান।
প্রশ্ন ॥ ২২ ॥ বাংলাদেশ বিমান কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : বাংলাদেশ বিমান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান।
প্রশ্ন ॥ ২৩ ॥ বাংলাদেশের সমবায় সমিতি আইন কত সালের?
উত্তর : বাংলাদেশের সমবায় সমিতি আইন ২০০১ সালের।
প্রশ্ন ॥ ২৪ ॥ সবচেয়ে জনপ্রিয় প্রাচীনতম ব্যবসায় সংগঠন কী?
উত্তর : সবচেয়ে জনপ্রিয় প্রাচীনতম সংগঠন হলো একমালিকানা ব্যবসায় সংগঠন।
প্রশ্ন ॥ ২৫ ॥ বাংলাদেশের কতভাগ ব্যবসায় সংগঠন একমালিকানা ভিত্তিক?
উত্তর : বাংলাদেশের শতকরা ৮৫ ভাগ ব্যবসায় সংগঠন একমালিকানা ভিত্তিক।
প্রশ্ন ॥ ২৬ ॥ কোন ব্যবসায়ের আইনগত পৃথক সত্তা নেই?
উত্তর : একমালিকানা ব্যবসায়ের আইনগত পৃথক সত্তা নেই।
সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নর উত্তর
প্রশ্ন ॥ ২৭ ॥ নামমাত্র অংশীদার কে?
উত্তর : যে অংশীদার ব্যবসায়ের স্বার্থে শুরু নিজের খ্যাতি বা সুনাম ব্যবহারের সুযোগ দেয় তাকে নামমাত্র অংশীদার বলে
প্রশ্ন ॥ ২৮ ॥ কোম্পানি ব্যবসায় কী?
উত্তর : মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় যৌথ সংগঠিত মূলধন দ্বারা যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে তাকে কোম্পানি ব্যবসায় বলে।
প্রশ্ন ॥ ২৯ ॥ প্রাথমিক সমবায় সমিতিতে ন্যূনতম কতজন সদস্য থাকতে হয়?
উত্তর : প্রাথমিক সমবায় সমিতিতে ন্যূনতম ২০ জন সদস্য থাকতে হয়।
- উত্তর ডাউনলোড করুন> ফ্রি PDF বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> ফ্রি PDF MCQ একমালিকানার ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ
- উত্তর ডাউনলোড করুন> একমালিকানার ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহর MCQ ফ্রি PDF
- উত্তর ডাউনলোড করুন> ফ্রি PDF এসএসসি‘র ব্যবসায় উদ্যোগ MCQ
- উত্তর ডাউনলোড করুন> MCQ ফ্রি PDF যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি
- উত্তর ডাউনলোড করুন> SSC অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের প্রশ্নোত্তর MCQ ফ্রি PDF
- উত্তর ডাউনলোড করুন>ফ্রি PDF অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের প্রশ্নোত্তর MCQ
প্রশ্ন ॥ ৩০ ॥ সমবায় পরিচালনার মুখ্য দলিলকে কী বলে?
উত্তর : সমবায় সমিতি পরিচালনার মুখ্য দলিলকে সমবায়ের উপবিধি বলে।
প্রশ্ন ॥ ৩১ ॥ বাংলাদেশ পর্যটন সংস্থা কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর : বাংলাদেশ পর্যটন সংস্থা বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে।
প্রশ্ন ॥ ৩২ ॥ কোন ব্যবসায়কে ব্যবসায় সংগঠনের মুরব্বি বলা হয়?
উত্তর : একমালিকানা ব্যবসায়কে ব্যবসায় সংগঠনের মুরব্বি বলা হয়।
প্রশ্ন ॥ ৩৩ ॥ বাংলাদেশে সমবায় কত সালের বিধিমালায় পরিচালিত হচ্ছে?
উত্তর : বাংলাদেশে সমবায় ২০০৪ সালের বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।