মাত্র ১৫ দিনে মেলছে ২০ লক্ষ টাকা পারসোনাল লোন! চলুন বিস্তারিত যেনে নেই ব্যাংকিং ডেস্ক থেকে ।। ডাচ বাংলা ব্যাংক লি: দিচ্ছেন মাত্র ১৫ দিনে ২০ লাখ টাকা পর্যন্ত পারসোনাল লোন সুবিধা।
আধুনিক বা ডিজিটাল ব্যাংকিং সুবিধার প্রদানকৃত ব্যাংকগুলোর মধ্যে ডাচ বাংলা ব্যাংক সব চেয় বেশী সুবিধা দিয়ে আসছেন।
এটা সবার কম-বেশী জানা আছে। ব্যাংকটি এবার ব্যক্তি বা পাসোনাল লোন প্রদানের জন্য নতুন একটি প্রজ্ঞাপন জারী করেন।
চলুন যেনেনি কিভাবে পেতে পারি ডাচ বাংলা ব্যাংক থেকে পাসোনাল লোন।
১ % প্রক্রিয়াকরণ ফি সম্বলিত একটি আকর্ষণীয় প্যাকেজ মাত্র। এটি ব্যাক্তিগত চাহিদাগুলি বিস্তৃত করার জন্য ব্যাক্তিগত ঋণ সুবিধা প্রদান করে।
মূল বৈশিষ্ট্য:
সর্বনিন্ম অর্থের পরিমাণ ৫০,০০০ টাকা, সর্বোচ্চ অর্থের পরিমাণ ২০,০০,০০০ টাকা।
নির্বাচিত হওয়ার যোগ্যতা:
বয়স ১৮-৭০ বছর ঋণের মেয়াদ বা অবসরের বয়স শেষ হওয়ার পূর্বে. নূন্যতম আয় প্রতিমাসে ২০,০০০ হাজার টাকা, জাতীয়তা বাংলাদেশী নাগরিক হতে হবে।
কতদিনে লোন পাবেন:
ডাচ বাংলা ব্যাংক আপনার লোনের আবেদন করার পর আবেদন পর্যালোচনা এবং ঋণ মঞ্জুর করার জন্য ১৫ থেকে ২০ দিন কর্মদিবস সময় নিবে।
মেয়াদকাল:
আরো পড়ুন: অগ্রণী ব্যাংক থেকে সহজেই মেলছে পার্সোনাল লোন
ঋণের মেয়াদ ১ বছর থেকে ৫ বছর।
পরিশোধের নিয়ম:
মাসিক কিস্তি।
আবেদন প্রার্থীর যোগ্যতা:
বেতনভোগী কর্মকর্তা, পেশাদারগণ (ডাক্তার, স্থপতি, প্রকৌশলী, চাটার্ড এ্যাবাউন্টেন্টস ইত্যাদি) ল্যান্ডলর্ড/ ল্যান্ড ল্যাডি, স্বনির্ভর ব্যাক্তি। পরিশোধের মেয়াদ: ৬০ মাস পর্যন্ত, শর্ত প্রয়োজ্য। ফি ও চার্জ: প্রক্রিয়াকরণ ফি ১% (ম্ঞ্জুরকৃত লোনের উপর), দ্রুত নিষ্পত্তি ফি ২% (অপরিশোধিত লোনের উপর) স্ট্যাম্প শুল্ক ফি ১২৫০ টাকা,
বিলম্বে পরিশোধ ফি:
সর্বোচ্চ তিনটি কিস্তি দেরীতে পরিশোধ করা যাবে, বাকি কিস্তিগুলোর জন্য জরিমানা আরোপ করা হবে। প্রয়োজনীয় দলিলপত্রাদি: লেটার অফ ইন্ট্রোডাকশন (চাকরীজিবীদের জন্য) বৈধ পাসপোর্ট/ যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ। ভোটার আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স এর কপি, বিজনেস কার্ড/অফিস আইডি, বেতন হিসাবের বিবরনী, টিএন্ডটি/মোবাইল ফোন/অন্যান্য ইউটিলিটি বিলের কপি, ট্যাক্স সার্টিফিকেট, সর্বশেষ ১ বছরের ব্যাংক হিসাব, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
আরও পড়ুন:২০ বছর মেয়াদে হোম লোন
উদ্দেশ্য: নিন্মোক্ত ব্যয় খরচ পূরণ করার জন্য, শিক্ষা, মেডিকেল, বিবাহ, ভ্রমণ, উৎসব, পেশাদারদের জন্য সরঞ্জাম এবং অফিস সেট আপ, ভোক্তাদের জন্য টেকসই লাইফস্টাইল পণ্য ক্রয়, এছাড়া যে কোন বৈধ উদ্দেশ্য। আরও পড়ুন:রূপালী ব্যাংক দিচ্ছে ৫% সুদে গৃহঋণ
আরও বিস্তারিত জানতে ডাচ বাংলা ব্যাংক এর লোন অফিসার বা ব্যাংকের ম্যানেজারের সাথে সরাসরি যোগাযোগ করুন। অথবা ব্যাংকের ওয়েবসাইটে ক্লিক করে বিস্তারিত জানুন।
প্রিয় পাঠক: আপনি কোন বিষয় জানতে আগ্রহী! কমেন্ট করে আমাদের জানান। এখন থেকে আপনার লেখাও প্রকাশিত হবে দুর্বা টিভিতে। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, কবিতা, উপন্যাস ও শিক্ষা ও আপনার জীবনের গল্পসহ যেকোন অভিজ্ঞতার বিষয় লিখুন আমাদের ঠিকানায়। আমরা তা আপনার নামেই প্রকাশ করবো।
ই-মেইল: DurbaTVOfficial@gmail.com