যে দ্বীপে পুরুষের প্রবেশ নিষেধ

জেনে নিন যে দ্বীপে পুরুষের প্রবেশ নিষেধ । পৃথিবীতে এমনও স্থান আছে যেখানে পুরুষের প্রবেশ নিষেধ। তেমনই একটি দ্বীপ আছে, যেটি নারীদের জন্য সংরক্ষিত। সেখানে শুধু নারীদেরই রাজত্ব। তারা ইচ্ছেমতো আনন্দ-উৎসবে সময় কাটান।



যে দ্বীপে পুরুষের প্রবেশ নিষেধ

বাল্টিক সাগরে ফিনল্যান্ডের উপকূলে অবস্থিত এই দ্বীপের নাম ‘সুপারশি আইল্যান্ড’। আর এই দ্বীপেই পুরুষের প্রবেশ নিষেধ। তবে কেন পুরুষরা সেখানে যেতে পারেন না?

আসলে এই পুরো দ্বীপটিই (৮.৪৭ একর) গত ২ বছর আগে কিনে নিয়েছেন মার্কিন এক নারী ব্যবসায়ী। যার নাম ক্রিস্টিনা রথ। আর তিনিই ওই দ্বীপে পুরুষ প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন। ক্রিস্টিনা নারীদের জন্য সংরক্ষিত একটি স্থান তৈরির চিন্তাভাবনা থেকেই এই দ্বীপ কেনেন। তিনি এই দ্বীপে নারীদের নিরাপত্তাসহ সব বিষয়েরই সুবিধা রেখেছেন।

ফিটনেস ও নিউট্রিশনের দিকেও যাতে নারীরা সেখানে ধ্যান রাখতে পারেন এজন্য সেখানে আছে সবরকম ব্যবস্থা। ক্রিস্টিনা দ্বীপটি কেনার পর সেখানে গড়ে তোলেন একটি রিসোর্ট। যেখানে আছে ৪ টি বড় বড় কেবিন। প্রতি কেবিনে ১০ জন করে নারী থাকতে পারবেন। আরো রয়েছে স্পাসহ সানবাথের ব্যবস্থা। এই দ্বীপে সময় কাটাতে চাইলে জনপ্রতি ৫ দিনের জন্য খরচ পড়ে ২ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত।

তবে শুধু টাকা দিলেই কিন্তু সুপারশি আইল্যান্ডে যাওয়ার অনুমতি মিলবে না। এর জন্য অনেকদিন আগে থেকেই বুকিং দিতে হয়য়। তারপর আবার দিতে হয় ইন্টারভিউ। সেখানে উত্তীর্ণ হলে তবেই যেতে পারবেন নারীদের জন্য সংরক্ষিত এই দ্বীপে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

বিশ্বের যে ৭ স্থান দেখা যায় মহাকাশ থেকে

বিশ্বের যে ৭ স্থান দেখা যায় মহাকাশ থেকে

জেনে নিন বিশ্বের যে ৭ স্থান দেখা যায় মহাকাশ থেকে। পৃথিবীর বিভিন্ন স্থানে অবাক করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *