জেনে নিন ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং সম্পর্কে। আসুন এ বিষয়ে আজকে আমরা আলোচনা করে বিস্তারিত জেনে নেই। বাইরে থেকে দেখতে একই রকম হলেও কিন্তু ভিতরে ভিতরে অনেকটা বদলে গেছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় মার্চের ১৩ তারিখ ১৯৮৩ সালে ঢাকাতে।
ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং কি
ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে কোনো গ্রাহক কিংবা নন গ্রাহক চাইলে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ইসলামী ব্যাংকের বিভিন্ন রকমের কার্যক্রম সম্পাদন করতে পারবেন ।
- আরো পড়ুন: অগ্রণী ব্যাংক থেকে লোন
- আরো পড়ুন: পল্লী সঞ্চয় ব্যাংক লোন
- আরো পড়ুন: ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন পাবেন
বাংলাদেশ ইসলামী ব্যাংক প্রযুক্তির যুগে ব্যাংকের না গিয়ে ব্যাংকিং সেবা প্রদান করছে । এখন আপনি ঘরে বসে দেশ-বিদেশ থেকে বিভিন্ন একাউন্ট খোলা থেকে নিয়ন্ত্রণ তার সবকিছু এখন হাতে স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে
ইসলামী ব্যাংক ব্যাংকিং সেবায় মাঝে আছে
Callfin , Cmr Booth , WhatsApp Banking, Facebook messenger Banking, internet banking , or ibanking, cash by Code , dual currency banking , khidma credit card , travel card , Hajj prepaid card , pos Terminal , SMS banking , mcash , phone helpline banking , এই সম্পূর্ণ কার্যক্রম আপনি ঘরে বেশি পেয়ে যাবেন।
ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং করলে কি ভালো হবে? কি সেবা পাব?
আপনি যদি ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং ব্যবহার করেন তাহলে যে সমস্ত সেবাসমূহ উপভোগ করতে পারবেন সে সম্পর্কে নিচে কিছু তথ্য দেয়া হলো।
- স্বল্প সময়ে কোন টাকা খরচ করা ছাড়া অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
- বিদেশ থেকে অর্থ প্রেরণ করতে পারবেন অথবা গ্রহণ করতে পারবেন
- নগদ টাকা জমা করতে পারবেন।
- আপনি চাইলে নগদ টাকা উত্তোলন করতে পারবেন।
- আপনার একাউন্টে ব্যালেন্স আছে সে ব্যালেন্সের অনুসন্ধান করতে পারবেন।
- পিন সেট আপ করতে পারবেন পিন পরিবর্তন করতে পারবেন।
- এটিএম থেকে ক্যাশ আউট করতে পারবেন।
- আপনি যে ট্রানজেকশন করছেন ট্রানজেকশনের মিনিটে জেনে নিতে পারবেন।
- বেতন ভাতা গ্রহণ করতে পারবেন।
- অনলাইনে ই-কমার্স লেনদেন করতে পারবেন।
- ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবেন।
- যেকোনো পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন।
উপরে উল্লেখিত সুযোগ সুবিধার মধ্যে আরো অনেক সুযোগ সুবিধা আছে।
ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং এর সুবিধা কিভাবে পাব?
ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সুযোগ -সুবিধা আপনি শুধুমাত্র তাদের অফিসিয়াল সফটওয়্যার অ্যাপস যেটাই বলেন না কেন তাদের অফিসিয়াল সফটওয়্যার এর মধ্যে আপনারা পাবেন।
ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং এর অ্যাপস কোথায় পাবো?
ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং এর অ্যাপস আপনারা নিচের লিঙ্কে পেয়ে যাবেন এবং আপনারা গুগল প্লে স্টোরে এম ক্যাশ লিখে চার্জ দিলে পেয়ে যাবেন। এবং সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনাদের যদি তাতেও কষ্ট হয় তাহলে নিচে লিঙ্ক দেয়া রয়েছে ঐখানে ক্লিক করে আপনি এমক্যাশ সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন।
মূলত ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং এর প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হলো তারা সবসময় এটা চাই যে নিরাপদে এবং সহজে গ্রাহকের কাছে ব্যাংকিং সেবা যেন পৌছে দেয়া যায়।
ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং এম ক্যাশ অ্যাপ কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
আপনি যদি ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং এর অ্যাপস এম ক্যাশ মোবাইল ব্যাংকিং অ্যাপ ডাউনলোড করতে চান। তাহলে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে MCASH নামে এই অ্যাপসটি প্রথমে ডাউনলোড করবেন। অথবা নিচে লিংক দেয়া রয়েছে।
এম ক্যাশ অ্যাপটি গুগল প্লে স্টোর অথবা উপরে উল্লেখিত লিংক থেকে ডাউনলোড করার পর। আপনারা অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর অ্যাপসটির উপরে কোন লেখা থাকবে হোম, এই হোম এ ক্লিক করবেন।
হুম এ ক্লিক করার পর সেখানে রেজিস্টার নামের একটি অপশন আসবে সে অপশনে ক্লিক করুন সে অপশনে ক্লিক করার পর সেখানে একটি নাম্বার চাইবে মানে আপনি যে নাম্বার দিয়ে একাউন্ট তৈরী করতে চান সেই নাম্বারটি সেখানে বসিয়ে দিন।
নাম্বারটি বসানোর পর আপনি রেজিস্টার এ ক্লিক করুন। রেজিস্টার এ ক্লিক করার পর আপনার কাছে একটি ওটিপি আসবে। মানে আপনি যে নাম্বার দিয়ে একাউন্টটি তৈরি করছেন। বা যে নাম্বারটি প্রথমে বসিয়ে দিয়েছেন সে নাম্বারে একটি মেসেজ যাবে সে মেসেজে একটি কোড থাকবে সেটি বসিয়ে দিন।
আপনার পিন নাম্বার সিলেট করে কনফার্ম করে নেওয়ার পরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের উপরের দিকের ছবি এবং নিচের দিকের ছবি আপলোড করে দিন। ন্যাশনাল আইডি কার্ডের ছবি আপলোড দেওয়ার পরবর্তী পেজে আপনার কাছ থেকে আরো কিছু ইনফরমেশন চাইবে। মানে যেগুলো কমন তথ্য সেগুলো চাইবে।
এবং আপনি যখন সমস্ত তথ্য যথাযথভাবে দিয়ে দিতে পারবেন। তখন আপনি এই অ্যাপসটির অ্যাক্সেস নিতে পারবেন। এবং আপনার এই অ্যাপসটির মাধ্যমে ইসলামী ব্যাংকের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
আমি আশাবাদী যে আপনারা এই আমার ইনফরমেশন এর মাধ্যমে অ্যাপসটি ভালোভাবে রেজিস্ট্রেশন করে একাউন্ট খুলতে পেরেছেন। যদি কোন ধরনের সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করতে পারেন।
গ্রাহকদের জন্য ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং
আপনি যদি ইসলামী ব্যাংক এর অ্যাকাউন্ট আগে তৈরি করা থাকে তাহলে আপনি চাইলে আরেকটি অ্যাপস ব্যবহার করার মাধ্যমে ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং এর কার্যক্রমের সঙ্গে সংযুক্ত হতে পারেন।
আপনাদের সুবিধার্থে নিচে অ্যাপটির লিঙ্ক দেয়া আছে আপনি যদি এই সেলফিন নামক অ্যাপটি ডাউনলোড করতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করুন । আর নয়তো আপনি যদি সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনারা ভালোভাবে গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
- আরো পড়ুন: প্রবাসী জীবনের এক করুণ গল্প
- আরো পড়ুন: প্রবাস জীবন: এক ভাইয়ের বাস্তাব ব্যর্থ জীবন থেকে নেওয়া
- আরো পড়ুন: অস্ট্রেলিয়ার প্যারেন্ট ভিসার নীতিমালা
উপরে উল্লেখিত লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেয়ার পরে আপনি চাইলে সিম্পল রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার ফোনের নাম্বারের মাধ্যমে। রেজিস্ট্রেশন করার পর আপনি চাইলে এই আইডিতে প্রবেশ করতে পারবেন এবং আপনার ব্যাংক একাউন্ট এড করে নিতে পারবেন এবং সমস্ত সুযোগ সুবিধা এখান থেকে আপনারা পেয়ে যাবেন।
ইসলামী ব্যাংক সেলফিন (Islami Bank selphin)
- ইনস্ট্যান্ট ভার্চুয়াল ভিসা প্রিপেইড কার্ড
- ব্রাঞ্চের সহায়তা ছাড়াই ব্যাংক একাউন্ট খোলা
- এনপিএসবি অ্যাপ এর মাধ্যমে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট ট্রান্সফার
- যেকোনো ব্যাংকের ভিসা মাস্টার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে টাকা এড এবং ট্রান্সপোর্ট
- সেলফিন ওয়ালেট টু সেলফিন ওয়ালেট ফান্ড ট্রান্সফার
- সরাসরি রেমিটেন্স/ স্পর্ট এর টাকা গ্রহণ
- এমক্যাশ টু ওয়ালেট / ওয়ালেট টু এম ক্যাশ টাকা এড এবং ট্রান্সফার
- ই-কমার্স পেমেন্ট/ কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট
- যেকোনো ব্যাংকের ভিসা/ মাস্টার কার্ডের বিল পরিশোধ
- ইসলামী ব্যাংক সি আর এম বুথ
- এক মেশিনে তাৎক্ষণিক নগদ জমা উত্তোলন
- যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট তাতখানিক ফান্ড ট্রান্সফার
- কার্ড ব্যতীত নগদ উত্তোলন
- খিদমাহ কার্ডের বিল প্রদান
ইসলামী ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং কি? (Islami Bank WhatsApp Banking)
+৮৮০১৩১৩০১৬২৫৯ এই নম্বরটির ফোনে সেভ করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে লিখে টেক্সট করলেই উপভোগ করতে পারেন বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা যেকোনো সময় যেকোনো স্থানে।
- তাৎক্ষণিক একাউন্ট ও কার্ড ব্যালেন্স
- কার্ড বা অ্যাকাউন্ট লেনদেনের মিনি স্টেটমেন্ট
- ইসলামী ব্যাংক প্রতিনিধির সাথে চ্যাট সুবিধা ও ব্যাংকের নিকটম শাখা- প্রশাখা এজেন্ট ব্যাংকিং আউটলেট এটিএম সিআরএম ভুথের অবস্থান জানা।
ইসলামী ব্যাংক ফেসবুক মেসেঞ্জার ব্যাংকিং (Islami Bank Facebook messenger Banking)
গ্রাহক ইসলামী ব্যাংকের ভেরিফাইড ফেসবুক পেজের মেসেঞ্জারে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন । যেকোন সময় যেকোন স্থান হতে । আপনি যেখানেই থাকুন না কেন আপনার সেখানে যদি এই ইন্টারনেট সংযোগ থাকে তাহলে আপনি সেই সেবাটি সেখানে বসে পেতে পারেন ।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।