(ফ্রি পিডিএফ) SSC আত্মকর্মসংস্থানের সৃজনশীল প্রশ্নের উত্তরসহ
সৃজনশীল প্রশ্ন
আব্দুল মান্নান অল্প শিক্ষিত একজন বেকার যুবক। তিনি যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে গবাদিপশু মোটাতাজাকরণের ওপর প্রশিক্ষণ নিয়ে একটি গবাদিপশুর খামার স্থাপন করেন। তিনি তার বাবার কাছ থেকে সামান্য পুঁজি নিয়ে এ কাজ শুরু করেন। এখন খামারটি থেকে তিনি বেশ লাভবান হচ্ছেন।
ক. যুব প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়?
খ. চাকরি বলতে কী বোঝায়?
গ. আব্দুল মান্নানের গবাদিপশুর খামার স্থাপন কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? বর্ণনা কর।
ঘ. আব্দুল মান্নানের মতো ব্যবসায় সফল ব্যক্তিরাই দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে-বিশ্লেষণ কর।
- উত্তর ডাউনলোড করুন> SSC আত্মকর্মসংস্থানের সৃজনশীল প্রশ্নের উত্তর (ফ্রি পিডিএফ)
- উত্তর ডাউনলোড করুন> MCQ SSC তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান এর (ফ্রি পিডিএফ)
- উত্তর ডাউনলোড করুন> MCQ SSC তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান এর (ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান এর MCQ (PDF)
- উত্তর ডাউনলোড করুন> (Download PDF ফ্রি) পদার্থবিজ্ঞান: সৃজনশীল প্রশ্নের উত্তরসহ
- উত্তর ডাউনলোড করুন> (Download PDF ফ্রি) পদার্থবিজ্ঞান:MCQ উত্তরসহ
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়।
খ. কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে চাকরি। চাকরি বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট পরিমাণ মজুরি বা বেতন
এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধার বিনিময়ে মেধা বা শ্রম প্রদান করা। নিরাপত্তা, নিয়মিত আয় প্রবাহ, উচ্চপদে প্রমোশন এবং নিয়মিত সুযোগ-সুবিধা থাকায় চাকরি সকলের নিকট আকর্ষণীয়।
গ. আব্দুল মান্নানের গবাদিপশুর খামার স্থাপনের কাজটি আত্ম-কর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত।
আত্মকর্মসংস্থান হচ্ছে মজুরি বা বেতনভিত্তিক চাকরির বিকল্প পেশার অন্যতম উপায়। আত্মকর্মসংস্থান বলতে নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে বোঝায়।
এ ধরনের কাজে আয়ের ধারাবাহিকতা অনিশ্চিত থাকলেও কারও কারও জন্য প্রচুর অর্থ উপার্জনের পথ সুগম করে দেয়। উদ্দীপকে আব্দুল মান্নান যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে গবাদিপশুর মোটাতাজাকরণের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে বাবার কাছ থেকে পুঁজি নিয়ে গবাদিপশুর খামার স্থাপন করেছেন।
এতে করে তার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিনি নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা করেছেন। সুতরাং, আব্দুল মান্নান নিজেই নিজের কর্মসংস্থান করেছেন বলে তার এ কাজটি আত্মকর্মসংস্থানমূলক কাজ।
ঘ. আব্দুল মান্নান আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে স্বাবলম্বী হয়েছেন যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করবে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। স্বল্পায়তনের এদেশটির জনসংখ্যা বিপুল। বিপুল এ জনসংখ্যার জন্য প্রয়োজনীয় কর্মক্ষেত্র এখানে অপ্রতুল।
এজন্য প্রয়োজন যথেষ্ট সংখ্যক দক্ষ ও সাহসী উদ্যোক্তা যারা কোনো ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে নিজেদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারবে এবং দেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। উদ্দীপকে আব্দুল মান্নান একজন সফল উদ্যোক্তা।
তিনি গবাদি পশু মোটাতাজাকরণের ওপর প্রশিক্ষণ নিয়ে স্বল্প পুঁজি, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তিনি জানতেন বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি সহজ নয়। এদেশে অনেক বেকার রয়েছে যাদের চাকরির ব্যবস্থা করা সরকারের পক্ষে সম্ভব নয়।
তাই তিনি নিজেই নিজের কর্মসংস্থানের মাধ্যমে নিজের অর্থনৈতিক সংকটাপন্ন অবস্থা দূর করতে সক্ষম হয়েছেন। আব্দুল মান্নানের মতো উদ্যোক্তারা আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের মাধ্যমে যেমন নিজের জীবিকা অর্জনের সুব্যবস্থা করতে পারেন
তেমনি এটির পরিধি বৃদ্ধি করে অন্যদের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। তার মতো সফল উদ্যোক্তারা নিয়মিত কর প্রদানের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে। সুতরাং, ‘আব্দুল মান্নানের মতো ব্যবসায় সফল ব্যক্তিরাই দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে, উক্তিটি যথার্থ।
সৃজনশীল প্রশ্ন
মনসুর স্নাতক পাস করে যোগ্যতা অনুসারে চাকরি না পেয়ে নিজেই নিজের কর্মসংস্থান করার চিন্তা করেন। তিনি নিজস্ব পুঁজি নিয়ে হাঁস-মুরগি পালন ও সবজি চাষ করার সিদ্ধান্ত নেন। এ কাজে তাকে সহায়তা করার জন্য ৫ জন কর্মী নিয়োগ করেন। কয়েক বছরের মধ্যেই তিনি সমাজের একজন সফল ব্যক্তি হিসেবে পরিচিতি পান।
ক. চাকরির বিকল্প পেশা কোনটি?
খ. অধিক উদ্যোক্তা প্রয়োজন কেন? ব্যাখ্য কর।
গ. মনসুর আত্মকর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে হাঁস মুরগি পালন ও সবজি চাষকে কেন বেছে নিয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. মনসুরকে কী একজন উদ্যোক্তা বলা যায়? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. চাকরির বিকল্প পেশা হলো আত্মকর্মসংস্থান।
খ. যে সমাজ ও দেশে উদ্যোক্তার সংখ্যা বেশি সে সমাজ ও দেশ তত বেশি উন্নত। উদ্যোক্তার সংখ্যা বেশি হলে তারা বেকারত্ব হ্রাস করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কর্মসংস্থান ও জাতীয় উৎপাদন বৃদ্ধির জন্য দেশে অধিক উদ্যোক্তা প্রয়োজন।
গ. সহজ উদ্যোগ এবং লাভজনক তা বিবেচনা করে মনসুর হাঁস-মুরগি পালন ও সবজি চাষের প্রকল্প বেছে নিয়েছেন।
আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের ওপর। অর্থাৎ আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো উপযুক্ত প্রকল্প বা ব্যবসায় বাছাই করা।
উদ্দীপকে মনসুর আত্মকর্মসংস্থানের কাজে হাঁস-মুরগি পালন ও সবজি চাষের ব্যবসায় বেছে নিয়েছেন। কেননা হাঁস-মুরগি পালন ও সবজি চাষে বেশি পুঁজির প্রয়োজন নেই।
তাই সামান্য পুঁজি নিয়েই তিনি এ দুটি প্রকল্প শুরু করতে পেরেছেন। হাঁস-মুরগি পালন ও সবজি চাষে তেমন অভিজ্ঞতার প্রয়োজন নেই। সামান্য প্রশিক্ষণ নিয়েই এটি শুরু করা যায়। এছাড়া প্রকল্প দুইটি লাভজনক। সারা বছরই হাঁস-মুরগি ও সবজির চাহিদা থাকে। এসব সুবিধা বিবেচনা করেই মনসুর আত্মকর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে হাঁস-মুরগির পালন ও সবজি বেছে নিয়েছেন।
ঘ. মনুসরকে একজন উদ্যোক্তা বলা যায় বলে আমি মনে করি।
নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থানে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকে না। কিন্তু আত্মকর্মসংস্থানকারী যখন অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তখন তিনি উদ্যোক্তায় পরিণত হন।
উদ্দীপকে মনসুর আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে হাঁস-মুরগি পালন ও সবজি চাষের প্রকল্প গ্রহণ করেন। তার এ কাজে সহায়তা করার জন্য ৫ জন কর্মী নিয়োগ করেন। তার এ আত্মকর্মসংস্থানের সাথে ব্যবসায় উদ্যোগের নিবিড় সম্পর্ক আছে।
একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখনই একজন উদ্যোক্তায় পরিণত হবেন যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ শুরু করেন। এক্ষেত্রে মনসুর তার প্রকল্প দুটির মাধ্যমে নিজের ছাড়া আরও ৫জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সুতরাং উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, মনসুর একজন সফল উদ্যোক্তা।
সৃজনশীল প্রশ্ন
রফিক ১০ বছর বয়স থেকেই তার পিতার ব্যবসায় দেখাশোনা করে আসছেন এবং যথেষ্ট দক্ষ হয়েছেন। সেজন্য তিনি তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকদের সঠিকভাবে পরিচালনা করতে সফল হয়েছেন। পিতার আদেশও তাকে অনুপ্রাণিত করেছে।
ক. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয় কয়টি?
খ. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্বাচনে সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. রফিক তার পিতার ব্যবসায় থেকে কোনটি অর্জন করেছেন? বর্ণনা কর।
ঘ. রফিকের ব্যবসায়ে সফলতার কারণটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয় ১৩টি।
খ. ব্যবসায় সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন। ব্যবসায়ে হাত দেয়ার পূবেই ব্যবসায়ের কাজ কখন এবং কীভাবে করা হবে তা অগ্রিম চিন্তা করে ঠিক করাই হচ্ছে পরিকল্পনা।
ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে দিকনির্দেশনা দলিল হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা প্রণয়ন যত বেশি হবে ব্যবসায় সফল হওয়ার নিশ্চয়তাও তত বেশি হবে। পরিকল্পনা অবশ্যই তথ্য ও উপাত্ত নির্ভর হতে হবে। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের অভিজ্ঞতা দিয়ে কর্মসংস্থানের চিন্তা করে।
গ. রফিক তার পিতার ব্যবসায় থেকে ব্যবসায় পরিচালনা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন। কোনো বিশেষ কাজ যথার্থভাবে সম্পাদন করার স্বার্থে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রয়োজন হয়। দক্ষতা উদ্যোক্তাকে সফল হতে সাহায্য করে।
উদ্দীপকে রফিক ১০ বছর বয়স থেকে পিতার ব্যবসায় দেখাশোনা করেন। এতে ব্যবসায় পরিচালনার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করে তিনি দক্ষ হবার সুযোগ পেয়েছেন। দক্ষতার বলেই তিনি তার ব্যবসায়কে সঠিকভাবে পরিচালিত করে সফলতা অর্জন করতে পেরেছেন।
ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে যেসব নানামুখী বাধার সম্মুখীন হতে হয় সেগুলো কীভাবে সহজে মোকাবিলা করা যায় তা তিনি পিতার ব্যবসায় থেকে শিখেছেন। তাছাড়া তিনি বাবার ব্যবসায় থেকে ব্যবসায় ব্যবস্থাপনার কৌশলও শিখেছেন।
ফলে তিনি তার ব্যবসায় সহজে পরিচালনা করে লাভবান হতে পেরেছেন। এসবের পাশাপাশি অভিজ্ঞ পিতার নির্দেশও তাকে সহায়তা করেছে। তাই বলা যায়, রফিক তার পিতার ব্যবসায় হতে ব্যবসায় পরিচালনার পূর্ব অভিজ্ঞতা অর্জন করেছেন।
ঘ. রফিকের ব্যবসায়ে সফলতার কারণটি হচ্ছে সঠিক ব্যবস্থাপনা। ব্যবসায়িক সাফল্যের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। কেননা সঠিক ব্যবস্থাপনা ব্যবসায়কে সঠিক পথে পরিচালিত করে।
উদ্দীপকে রফিক পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার ব্যবসায়ের সকল কর্মকর্তা ও কর্মীকে সঠিকভাবে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন। কর্মীদের যথাযথভাবে পরিচালনা করতে পারলে খরচ কম হয় এবং অধিক পণ্য উৎপন্ন করা যায়। এ গুণটির অভাবে অনেক ব্যবসায়ী তার ব্যবসায়ে সফলতা লাভ করতে ব্যর্থ হন।
রফিক তার পিতার ব্যবসায় পরিচালনার পূর্ব অভিজ্ঞতা দ্বারা অনুপ্রাণিত হয়ে যথাযথভাবে কর্মকর্তা ও কর্মচারীদের পরিচালনা করেন। অর্থাৎ সঠিক ব্যবস্থাপনা কৌশল প্রয়োগ করে তিনি সফল হতে পেরেছেন। পরিশেষে বলা যায়, রফিকের ব্যবসায় সক্ষমতার মূল কারণ অভিজ্ঞতালব্ধ সঠিক নির্দেশনা।
সৃজনশীল প্রশ্ন
স্থানীয় কাঁচামালের সহজপ্রাপ্যতা ও বাজারজাতকরণের কথা চিন্তা করে হান্নান সরকার কুষ্টিয়ার খাজানগর এলাকায় একটা মাটির টালি তৈরির কারখানা স্থাপন করেন। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ এবং স্থানীয় ও আমদানিকৃত উন্নত যন্ত্রপাতি যৌথভাবে ব্যবহার করায় তিনি তার ব্যবসায়ে সফলতা অর্জন করতে সক্ষম হন।
ক. ব্যবসায় পরিচালনায় দিক নির্দেশনার দলিল কোনটি?
খ. আত্মকর্মসংস্থানকারীর ব্যবস্থাপনা কলাকৌশল প্রয়োজন কেন?
গ. হান্নান সরকার মাটির টালি তৈরির কারখানা স্থাপনের ক্ষেত্রে কোন বিষয়টি বিবেচনা করেছেন? বর্ণনা কর।
ঘ. হান্নান সরকারের সফলতার কারণটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. ব্যবসায় পরিচালনায় দিকনির্দেশনার দলিল হলো ব্যবসায় পরিকল্পনা।
খ. সফলতা পেতে আত্মকর্মসংস্থানকারীর ব্যবস্থাপনা কলাকৌশল প্রয়োজন।
কারণ উদ্যোক্তার ব্যবস্থাপনা বিষয়ে উপযুক্ত কলাকৌশল ব্যবসায়ে সফলতা লাভে সহায়তা করে। আত্মকর্মসংস্থানকারী ব্যক্তিকে সীমিত সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে সাফল্য অর্জন করতে হয়। ব্যবস্থাপনা কলাকৌশল তাকে অযাচিত পরিস্থিতিতে দক্ষভাবে কাজ করতে সহায়তা করে।
গ. হান্নান সরকার মাটির টালি তৈরির কারখানা স্থাপনের ক্ষেত্রে ব্যবসায়ের স্থান নির্বাচন বিষয়টি বিবেচনা করেছেন।
যেকোনো ব্যবসায়ের স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা ব্যবসায়ের জন্য সঠিক স্থান নির্বাচনের ওপর অনেকটা নির্ভর করে।
তাই ব্যবসায়ের জন্য স্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতা, বাজারজাতকরণের সুবিধা, অবকাঠামোগত সুবিধা প্রভৃতি বিষয়ের প্রতি লক্ষ রাখা প্রয়োজন। উদ্দীপকের হান্নান সরকার স্থানীয় কাঁচামালের সহজলভ্যতা ও বাজারজাতকরণের সুবিধার কথা চিন্তা করে কুষ্টিয়ার খাজানগরে মাটির টালি কারখানা স্থাপন করেছেন।
অর্থাৎ তিনি ব্যবসায়ের জন্য সঠিক স্থান নির্বাচন করেছেন। আর যে কোনো ব্যবসায়ের স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক স্থানে ব্যবসায় স্থাপন করতে পারলে উদ্যোক্তা সহজেই তার ব্যবসায়ে সফলতা লাভ করতে পারেন। তাই তিনি স্থান নির্বাচনের বিষয়গুলো বিবেচনা করেই কুষ্টিয়ার খাজানগরে মাটির টালি তৈরির কারখানা স্থাপন করেছেন।
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:MCQ উত্তরসহ ( Download PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:অনুধাবনমূলক প্রশ্নের উত্তরসহ (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:তৃতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> পদার্থবিজ্ঞান:তৃতীয় অধ্যায় কোষ বিভাজন সম্পর্কিত (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> SSC পদার্থবিজ্ঞান:সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্নের উত্তর (PDF ফ্রি)
- উত্তর ডাউনলোড করুন> SSC পদার্থবিজ্ঞান:সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নের উত্তর (PDF ফ্রি)
ঘ. হান্নান সরকারের সফলতার কারণ হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ এবং স্থানীয় ও আমদানিকৃত উন্নত যন্ত্রপাতির যৌথ ব্যবহার। কোনো বিশেষ কাজ যথার্থভাবে সম্পাদন করার স্বার্থে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ করা প্রয়োজন। ব্যবসায় পরিচালনার জন্য যেসব কর্মী নিয়োগ করা হবে তাদেরকে অবশ্যই যোগ্যতাসম্পন্ন এবং স্বীয় কাজে দক্ষ হতে হবে।
তাছাড়া উৎপাদন প্রক্রিয়ার সঠিক প্রযুক্তি ব্যবহার এবং প্রয়োজনবোধে স্থানীয় ও আমদানিকৃত প্রযুক্তির সংমিশ্রণ ব্যবসার সাফল্য অর্জনের পথ সুগম করে। উদ্দীপকের হান্নান সরকার তার ব্যবসায়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ দিয়েছেন এবং কর্মীরা যাতে খুবই দক্ষতার সাথে কাজ করতে পারেন সেজন্য স্থানীয় ও আমদানিকৃত উন্নত যন্ত্রপাতি ব্যবহার করেছেন।
প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ এবং উন্নত যন্ত্রপাতির যৌথ ব্যবহারে তার ব্যবসায় সফলতা অর্জনে সক্ষম হয়েছেন। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, হান্নান সরকারের ব্যবসায়ে সফলতা এসেছে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ এবং স্থানীয় ও আমদানিকৃত উন্নত যন্ত্রপাতির যৌথ ব্যবহার করার মাধ্যমে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।