৯ম-১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান:৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৯ম-১০ম শ্রেণির হিসাব বিজ্ঞান:৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর

SSC হিসাব বিজ্ঞান বিভাগের  প্রিয় শিক্ষার্থীরা: আজ হিসাব বিজ্ঞান হিসাব‘র তৃতীয় অধ্যায় এর বহুনির্বাচনি প্রশ্নোত্তর  জেনে নেওয়ার চেষ্টা করবো। এছাড়া  ফ্রি পিডিএফ ফাইলসহ দেওয়া হলো। সুবিধা মতো পড়ার জন্য নিচে লিংক দেওয়া আছে। প্রয়োজনে ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।

  • তৃতীয় অধ্যায়
    দু’তরফা দাখিলা পদ্ধতি
  • Amatino Manucci
  • অ্যামাটিনো ম্যানুচি দু’তরফা হিসাবরক্ষণের উদ্ভাবক। তার এ ধারণা থেকেই পরবর্তীতে লুকা প্যাসিওলি দু’তরফা দাখিলার মূলনীতি প্রবর্তন করেন।
  • পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
  • দু’তরফা দাখিলা পদ্ধতি

অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. দু’তরফা দাখিলা পদ্ধতি একটি-
ক রিপোটিং পদ্ধতি খ আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি
গ লিপিবদ্ধকরণ পদ্ধতি ঘ ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি

২. দু’তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হলো-
র. এ পদ্ধতিতে দাতা ও গ্রহীতা দুটি পক্ষ থাকবে

রর. মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে
ররর. গ্রহীতার হিসাব ক্রেডিট ও দাতার হিসাব ডেবিট হবে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিম্নের তথ্যের আলোকে ৩, ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও
ব্যবসায়ী জনাব সুবীর রায় প্রতিষ্ঠানের জন্য ক্রয় বই, বিক্রয় বই, প্রাপ্য বিল বই, প্রদেয় বিল বই ইত্যাদি সংরক্ষণ করেন। এছাড়া হিসাব সম্পর্কে তার সুস্পষ্ট জ্ঞান থাকার কারণে বাট্টাজনিত দাখিলা অন্যভাবে লিপিবদ্ধ করেছেন।

পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অবগত হওয়ার জন্য আর্থিক অবস্থার বিবরণী প্রণয়ন করেন এবং এভাবে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানের হিসাব পরিচালনা করেন।

৩. জনাব সুবীর রায় এর ক্রয় বইতে লিপিবদ্ধ করেন-
ক ধারে ক্রয় খ ধারে বিক্রয়
গ নগদে ক্রয় ঘ ক্রয় ফেরত

৪. জনাব সুবীর রায় বাট্টাজনিত দাখিলা লিপিবদ্ধ করেন-
ক নগদান বইতে খ বিক্রয় ফেরত বইতে
গ প্রাপ্য বিল বইতে ঘ প্রকৃত জাবেদায়

৫. জনাব সুবীর রায়ের প্রারম্ভিক জাবেদা দাখিলার প্রয়োজন হয় কেন?
ক হিসাব চক্রের ধারা অনুসরণ করার জন্য
ক পরবর্তী হিসাব কালের যাত্রা শুরু করার জন্য

গ হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য
ঘ বর্তমান হিসাবকালের আর্থিক অবস্থা জানার জন্য

৬. একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন শ্রেণির হিসাব সংরক্ষণ করা হয় না?
র. সম্পদ
রর. দায়
ররর. ব্যয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

[ নোট : সঠিক উত্তর হবে আয় ও ব্যয়।]
৭. কোনটি সঠিক?
ক প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক মোট সম্পদ – সমাপনী মোট সম্পদ

খ সমাপনী মূলধন = প্রারম্ভিক মোট দায় + সমাপনী মোট দায়
গ প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক মোট সম্পদ – প্রারম্ভিক মোট দায়
ঘ সমাপনী মূলধন = প্রারম্ভিক মোট সম্পদ + সমাপনী মোট সম্পদ

৮. আর্থিক বিবরণীর খসড়া স্বরূপ ব্যবহার করা হয়-
ক রেওয়ামিল খ সমন্বয় দাখিলা
গ সমাপনী দাখিলা ঘ কার্যপত্র

৯. কোন ধারাবাহিকতাটি সঠিক?
ক রেওয়ামিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক বিবরণী
খ সমন্বয় দাখিলা, রেওয়ামিল, আর্থিক বিবরণী, কার্যপত্র

গ কার্যপত্র, রেওয়ামিল, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী
ঘ রেওয়ামিল, কার্যপত্র, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী

১০. প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৯০,০০০ টাকা হলে, লাভ/ক্ষতির পরিমাণ কত?
ক লাভ ২০,০০০ টাকা খ ক্ষতি ২০,০০০ টাকা
গ ক্ষতি ৭০,০০০ টাকা ঘ লাভ ৯০,০০০ টাকা

১১. দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কোনটি?
ক ক্রয় বৃদ্ধি ডেবিট, আয় হ্রাস ক্রেডিট

খ ব্যয় বৃদ্ধি ডেবিট, আয় হ্রাস ক্রেডিট
গ সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট
ঘ সুবিধা গ্রহণকারী ক্রেডিট, সুবিধা প্রদানকারী ডেবিট

নিম্নের তথ্য থেকে ১২, ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও
জনাব ইশমাম জুন ২০১৪ তারিখে ৫৫,০০০ টাকার মজুদপণ্য নিয়ে ঢাকার বেইলি রোডে একটি ফাস্টফুডের দোকান দেন। উক্ত মাসে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয়:

জুন ৫ : শাহেদের নিকট বিক্রয় ৫,০০০ টাকা।
জুন ১২ : পণ্য ক্রয় ১২,০০০ টাকা।

জুন ২০ : ধারে পণ্য বিক্রয় ৩৫,৫০০ টাকা।
জুন ২৩ : রাফির নিকট থেকে নগদে প্রাপ্তি ৫,৪০০ টাকা।
জুন ২৮ : পণ্য ফেরত দেয়া হলো ৩,৪০০ টাকা।

১২. উপরিউক্ত তথ্যের ভিত্তিতে কোন লেনদেন জনাব ইশমামের প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হবে?
ক নগদে বিক্রয় খ নগদে বিক্রয় গ পণ্য ফেরত দেয়া ঘ মজুদপণ্য

১৩. উপরিউক্ত তথ্যের ৫ ও ২০ তারিখের লেনদেনগুলো কোন জাবেদা বইয়ে সংরক্ষণ করা হবে?
ক ক্রয় জাবেদা খ ক্রয় ফেরত জাবেদায়
গ বিক্রয় জাবেদায় ঘ বিক্রয় ফেরত জাবেদায়

১৪. জনাব ইশমাম পণ্য ফেরত দেবার সময় প্রস্তুত করবেন-
ক ডেবিট নোট খ ক্রেডিট নোট
গ ডেবিট ভাউচার ঘ ক্রেডিট ভাউচার

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫. দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি?
ক সহজ প্রয়োগ খ সামগ্রিক ফলাফল
গ দ্বৈতস্বত্তা ঘ দাতা ও গ্রহীতা

১৬. ‘প্রতিটি লেনদেনেই দু’টি পক্ষ থাকতে হবে’এটি লেনদেনের কোন বৈশিষ্ট্য?
ক দৃশ্যমানতা খ স্বয়ংস¤পূর্ণ
গ দ্বৈতস্বত্তা ঘ স্বতন্ত্র

১৭. হিসাবচক্রের তৃতীয় ধাপ কোনটি?
ক জাবেদাভুক্তকরণ খ খতিয়ানে স্থানান্তর
গ রেওয়ামিল প্রস্তুতকরণ ঘ সমন্বয় দাখিলা

১৮. কার্যপত্র তৈরি করা হয় কখন?
ক আর্থিক বিবরণী প্রস্তুতের পর খ রেওয়ামিল প্রস্তুতের পূর্বে
গ আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে ঘ সমন্বয় দাখিলার পূর্বে

১৯. হিসাবচক্রের কোন ধাপে প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসেবে চি‎িহ্নত করা হয়?
ক লেনদেন শনাক্তকরণ খ লেনদেন বিশ্লেষণ
গ জাবেদাভুক্তকরণ ঘ খতিয়ান স্থানান্তর

২০. কোন ক্ষেত্রে দু’তরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই?
ক লেনদেন শনাক্তকরণে
খ লেনদেন লিপিবদ্ধকরণে

গ ব্যবসায়ের কাক্সিক্ষত মুনাফা অর্জনে
ঘ ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য

২১. হ্রাস পেলে ডেবিট হয়
র. মালিকানাস্বত্ত্ব
রর. দায়
ররর. আয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

২২. একতরফা দাখিলা পদ্ধতি একটি
র. পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি

রর. অসম্পূর্ণ হিসাব পদ্ধতি
ররর. বিজ্ঞানসম্মত পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ ররর ঘ র, রর ও ররর

২৩. বর্তমানে হিসাবের ভিত্তি হল-
র. উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতি

রর. এক তরফা দাখিলা পদ্ধতি
ররর. দু’তরফা দাখিলা পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ ররর ঘ র ও ররর

২৪. একতরফা দাখিলা পদ্ধতিতে যে হিসাব সংরক্ষণের গুরুত্ব দেওয়া হয় না তা হলো,
র. আয়
রর. ব্যয়
ররর. সম্পদ ও দায়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
টোরকি বন্দরের ক্ষুদ্র ব্যবসায়ী জরিনা বেগমের প্রারম্ভিক মূলধন ৫০,০০০ টাকা, উত্তোলন ২৭,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৪২,০০০ টাকা।

২৫. জরিনা বেগমের ব্যবসায়ে মুনাফার পরিমাণ কত টাকা?
ক ৮,০০০ খ ১৫,০০০ গ ১৯,০০০ ঘ ২৩,০০০

২৬. জরিনা বেগমের ব্যবসায়ে কোন হিসাব সংরক্ষণের গুরুত্ব কম?
ক সম্পদ খ দায় গ মূলধন ঘ আয় ও ব্যয়

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
বাদল চন্দ্রের ব্যবসায় ২০১৪ সালের ১ জানুয়ারিতে সম্পদ ও দায় ছিল
মজুদ পণ্য ৬,০০০ টাকা, দেনাদার ৪০,০০০ টাকা, পাওনাদার ৫,০০০ টাকা ও ঋণ ১০,০০০ টাকা।

২৭. বাদল চন্দ্রের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন কত?
ক ৩১,০০০ টাকা খ ৪১,০০০ টাকা
গ ৪৬,০০০ টাকা ঘ ৬১,০০০ টাকা

২৮. বাদল চন্দ্রের ব্যবসায়ে দায়ের পরিমাণ কত?
ক ৫,০০০ টাকা খ ১০,০০০ টাকা
গ ১৫,০০০ টাকা ঘ ২১,০০০ টাকা

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
২০১৪ সালের ১লা জুলাই জনাব রবিন ১,৫০,০০০ টাকা নগদ এবং ৫০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। জুলাই ১০ তারিখ জনাব করিমের কাছ থেকে তিনি ২০,০০০ টাকার পণ্য ক্রয় করেন।

২৯. জনাব রবিনের প্রারম্ভিক মূলধন কত?
ক ১,৫০,০০০ টাকা খ ১,৭০,০০০ টাকা
গ ২,০০,০০০ টাকা ঘ ২,২০,০০০ টাকা

৩০. ২০,০০০ টাকার লেনদেন দ্বারা হিসাব সমীকরণে প্রভাব পড়বে
র. অ উপাদান হ্রাস পাবে
রর. খ উপাদান বৃদ্ধি পাবে
ররর. ঊ উপাদান হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর

নিম্নের তথ্যের ভিত্তিতে ৩১ ও ৩২নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মোস্তফা ২০১৪ সালের ১ জুলাই নগদ ১,৫০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। জুলাই ৫ তারিখে জনাব মোজাম্মেলের নিকট ৩০,০০০ টাকার পণ্য বিক্রয় করেন।

৩১. জনাব মোস্তফার প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?
ক ১,৫০,০০০ টাকা খ ১,০০,০০০ টাকা
গ ২,৫০,০০০ টাকা ঘ ২,৮০,০০০ টাকা

৩২. ৩০,০০০ টাকা লেনদেনের ফলে হিসাব সমীকরণের
র. অ উপাদান বৃদ্ধি পাবে
রর. খ উপাদান হ্রাস পাবে
ররর. ঊ উপাদান বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

Download Free PDF

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *