অগ্রণী ব্যাংক থেকে সহজেই মেলছে পার্সোনাল লোন ।। অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন কিভাবে নিবেন? সে সম্পর্কে আজ আপনাদের কাছে তুলে ধরবো বিস্তারিত। চলুন কথা না বাড়িয়ে যেনে নেই পার্সোনাল লোন নেওয়ার সকল নিয়ম কানুন।
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অগ্রণী ব্যাংকে সাথে জড়িত, তবে তাদের বিভিন্ন ধরনের কার্য সম্পাদনের জন্য হয়তো অগ্রনী ব্যাংক পার্সোনাল লোন সেবাটি নিতে চান। তবে আপনার জানা নাই কিভাবে পার্সোনাল লোন নেওয়া যায়।
আপনি যদি অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন নিতে চান, তাহলে আপনাকে যে যে কাজ সম্পাদন করতে হবে এবং যে যে রিকোয়ারমেন্ট এর মধ্যে থাকতে হবে তা সম্পর্কে আজকের এই পোস্টটি সাজানো হয়েছে।
আপনি যদি আপনার বিভিন্ন সাংসারিক কাজ কিভাবে সম্পাদনের জন্য লোন নিতে চান তাহলে হয়তো এই পার্সোনাল লোন এর ব্যাপারটা আপনার মাথায় সর্বপ্রথম আসে।
অগ্রনী ব্যাংক পার্সোনাল লোন এর মাধ্যমে আপনি আপনার ব্যবসায়টিকে আরো বেশি এগিয়ে নিতে পারবেন।
সবার ইচ্ছা আবার এক নয়, যে যার যার ইচ্ছা স্বাধীন এই অগ্রণী ব্যাংকের পার্সোনাল লোন এর ব্যাপারটা মাথায় আনতে পারেন।
অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন যোগ্যতা?
আপনি যদি অগ্রণী ব্যাংকের পার্সোনাল লোন নিতে চান, তাহলে আপনাকে যে সমস্ত যোগ্যতা অর্জন করতে হবে সেগুলো মধ্যে
> প্রথমে আপনার বয়স সীমা বসে ১৮ থেকে ৪৪ এর মধ্যে হতে হবে।
> আপনাকে অবশ্যই একজন যেকোনো আয়কর এর ব্যক্তি হতে হবে।
> লোন নিতে হলে কি করতে হবে?
আপনি ব্যাংক থেকে লোন নিতে চান, তাহলে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই করতে হবে তার বিস্তারিত তুলে ধারা হলো।
১. আপনার নিজের সই করা আবেদন পত্র।
২.পাসপোর্ট সাইজের ফটো।
৩. আপনার শেষ তিন মাসের বেতনের একটি স্লিপ।
৪. জাতীয় পরিচয় পত্র ও সঠিক ঠিকানা প্রমাণ ইত্যাদি।
অগ্রণী ব্যাংক থেকে কিভাবে লোন নিবেন?
লোন নিতে হলে প্রথমে আপনাকে ব্যাংকের যেকোনো শাখায় যেতে হবে এবং তারপরে উপরোক্ত ডকুমেন্টসগুলো উপস্থাপনা করতে হবে।
লোনের মেয়াদকাল ৪ বছর।
৪ বছরের মধ্যে প্রতি মাসিক হারে এই লোন পরিশোধ করতে পারবেন।
আপনার কোন সিকিউরিটি ফি রিকোয়ারমেন্ট হবে না।
এবং এটা আপনি খুব সহজেই প্রসেসিং করতে পারবেন।
এছাড়া লোন সম্পর্কে যাবতীয় তথ্য জানতে হলে আপনি চাইলে অগ্রণী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারেন যার লিংক আমি নিচে দিয়ে দিচ্ছি। অথবা, নিটকস্থ অগ্রণী ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করতে পারেন।
অগ্রনী ব্যাংক
লিঙ্কে প্রবেশ করার পর এখানে থাকা সমস্ত স্টেটমেন্ট ভালোভাবে বুঝে তারপরে আপনি তাদের যেকোনো এজেন্টের সহযোগিতা নিতে পারেন।
আরো পড়ুন:-আগামী বাজেটে দরিদ্র মানুষের অগ্রাধিকার: অর্থমন্ত্রী
সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত