MCQ SSC তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান এর (ফ্রি PDF)

MCQ SSC তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান এর (ফ্রি PDF)

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৫ ও ৫৬ নং প্রশ্নের উত্তর দাও :

পটুয়াখালীর সামিয়া রহমান যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ফুল চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে ফুলের ব্যবসায় শুরু করেন। কঠোর পরিশ্রম আর সুযোগের সদ্ব্যবহারের কারণে তার ব্যবসায় ৫ বছরে অনেক বড় আকার ধারণ করে।

১. সামিয়া রহমানের নারী উদ্যোক্তা পুরস্কার প্রাপ্তির পেছনে কোনটির অবদান সর্বাধিক? (প্রয়োগ)
ক শিক্ষাগত যোগ্যতা খ অভিজ্ঞতা
গ আত্মকর্মসংস্থান ঘ সৃজনশীলতা

২. সামিয়া রহমান যেভাবে তার ব্যবসায় বৃদ্ধি করেন  (উচ্চতর দক্ষতা)
র. সুযোগের সদ্ব্যবহার

রর. প্রচুর মূলধন বিনিয়োগ
ররর. কঠোর পরিশ্রম

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় আত্ম- কর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩. নিচের কোনটি আত্মকর্মসংস্থান পেশার অন্তর্ভুক্ত? (অনুধাবন)

ক সরকারি চাকরি খ বেসরকারি চাকরি
গ মৎস্য চাষ ঘ বিদেশ গমন

৪. ওয়াসিম একজন বেকার যুবক। সে যুব উন্নয়ন কার্যালয় থেকে মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। তার আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র কোনটি? (প্রয়োগ)

ক মাছের জাল তৈরি খ মাছ শুকানো
গ মাছ চাষ ঘ মাছের আড়ত

৫. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র? (অনুধাবন)
ক টেইলারিং খ চা গ কাগজ ঘ সিমেন্ট

৬. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র কোনটি? (অনুধাবন)
ক বস্ত্র শিল্প খ সার শিল্প
গ কাঠের আসবাবপত্র তৈরি ঘ জাহাজ তৈরি

৭. ‘সেরিকালচার’ কোনটির লাভজনক ক্ষেত্র? (অনুধাবন)
ক চাকরির খ ব্যবসায়ের
গ আত্মকর্মসংস্থানের ঘ বেকার থাকা

৮. সবজি চাষ কোন ধরনের পেশার অন্তর্ভুক্ত? (অনুধাবন)
ক ব্যবসায়ের খ আত্মকর্মসংস্থানের
গ চাকরির ঘ ব্যয়বহুল

৯. আত্মকর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণে কয়টি প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রয়োজন? (জ্ঞান)
ক ৭টি খ ৮টি গ ৯টি ঘ ১০

১০. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্ধারণে নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে কোনটি নির্ধারণের পথ খুঁজে পাওয়া যাবে? (অনুধাবন)
ক সঠিক লক্ষ্য খ মূলধন গ পণ্য ঘ ঝুঁকি

১১. কোনটি বাঁশ বা কাঠ থেকে তৈরি করা যায়? (জ্ঞান)
ক প্যাড খ মাটি গ প্রিন্টিং দ্রব্য ঘ টুথ পিক

১২. জনাব আলম স্বাধীনচেতা মনোভাবের কারণে আত্মকর্মসংস্থানের মাধ্যমে জীবিকা অর্জনে আগ্রহী। তার জন্য উপযুক্ত ক্ষেত্র কোনটি? (প্রয়োগ)
ক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খ প্রিন্টিং এন্ড পাবলিশিং
গ পার্টনারশিপ ঘ ফাইন্যান্সিং কর্পোরেশন

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩. আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণায় গঠিত ক্ষুদ্র ব্যবসায়টি পরিচালিত হয় (অনুধাবন)

র. নিজ মালিকানায় রর. নিজ ব্যবস্থাপনায়
ররর. নিজ এলাকায়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১৪. আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণায় ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত থেকে- (অনুধাবন)
র. সম্মানজনক জীবিকা উপার্জন করা যায়

রর. পর্যাপ্ত পরিমাণ অর্থ বিনিয়োগ করা যায়
ররর. দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা যায়

নিচের কোনটি সঠিক?
ক র, রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১৫. আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণায় অর্থ উপার্জন করা যেতে পারে চাহিদা আছে এমন- (অনুধাবন)
র. পণ্য উৎপাদন ও বিক্রয় করে রর. সেবাদান করে
ররর. ঋণদান করে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১৬. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র হলো- (অনুধাবন)
র. বাঁশজাত দ্রব্য প্রস্তুতকরণ রর. লবণ উৎপাদন
ররর. গৃহস্থালির দ্রব্যাদি তৈরি

নিচের কোনটি সঠিক?
ক রর ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১৭. আত্মকর্মসংস্থানের লাভজনক ক্ষেত্র হলো- (অনুধাবন)
র. প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং রর. প্লাস্টিক দ্রব্যাদি প্রস্তুত
ররর. পাটের শৌখিন দ্রব্যাদি তৈরি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র (অনুধাবন)
র. ওয়েল্ডিং রর. ব্লক ও বাটিক
ররর. গ্রামীণফোন

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১৯. আত্মকর্মসংস্থানমূলক কাজ হলো (অনুধাবন)
র. কাঠের আসবাবপত্র তৈরি রর. টেইলারিং
ররর. রাবার চাষ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

২০. পাট থেকে তৈরি করা সম্ভব (অনুধাবন)
র. ম্যাট রর. খেলনা ররর. শৌখিন দ্রব্যাদি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১. আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা অনেকাংশ কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
ক উপযুক্ত ক্ষেত্র খ উপযুক্ত শিক্ষা
গ পর্যাপ্ত পুঁজি ঘ পর্যাপ্ত শ্রমিক

২২. মি. আনিস পড়াশোনা শেষ করে ব্যবসায়ের মাধ্যমে জীবিকা উপার্জনে আগ্রহী। এজন্য প্রথমেই কোন বিষয়টি বিবেচনার প্রয়োজন পড়ে? (প্রয়োগ)
ক শেয়ারবাজার খ অর্থনৈতিক নীতি
গ সঠিক পণ্য নির্বাচন ঘ রাজনৈতিক পরিস্থিতি

২৩. প্রয়োজনীয় মূলধন নির্ধারণ ও সংগ্রহ করতে ব্যর্থ হলে ব্যবসায়ের কী করা সম্ভব হয় না? (জ্ঞান)
ক পূর্ণ ক্ষমতার ব্যবহার খ পরিচালনা করা
গ কর্মী নিয়োগ ঘ পর্যাপ্ত পণ্য বিক্রয়

২৪. কোনটির অভাবে বাংলাদেশের অনেক শিল্পকারখানা কাক্সিক্ষত মাত্রা উৎপাদনে ব্যর্থ হয়? (অনুধাবন)
ক স্থায়ী মূলধন খ চলতি মূলধন
গ বিনিয়োগ সুবিধা ঘ স্থায়ী সম্পদ

২৫. ব্যবসায়ে সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত কোনটি? (জ্ঞান)
ক সঠিক পণ্য নির্বাচন খ পণ্যের সঠিক চাহিদা নিরূপণ
গ সঠিক কর্মী নির্বাচন ঘ সঠিক প্রযুক্তি ব্যবহার

২৬. কীভাবে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যায়? (অনুধাবন)
ক উদ্যোক্তার শিক্ষা ও অভিজ্ঞতা দ্বারা খ উদ্যোক্তার শক্তিমত্তা দ্বারা
গ উদ্যোক্তার গুণাবলি দ্বারা ঘ উদ্যোক্তার সাহসিকতার দ্বারা

২৭. শিল্পোদ্যোক্তা হিসেবে শফিক কোনটি সম্পর্কে সজাগ থাকলে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়াতে পারবেন? (প্রয়োগ)
ক নিজের দুর্বলতা খ নিজের দক্ষতা
গ নিজের যোগ্যতা ঘ নিজের পরিচয়

২৮. ব্যবসায়ের সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ উপাদান কী? (অনুধাবন)
ক ব্যক্তির সহযোগিতা খ পারিবারিক সহযোগিতা
গ সমাজের সহযোগিতা ঘ বন্ধুদের সহযোগিতা

২৯. নিচের কোনটি ব্যবসায়ের সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপাদান? (অনুধাবন)
ক যৌথ উদ্যোগ খ অভিজ্ঞতা
গ প্রাথমিক মূলধন ঘ শিক্ষা

৩০. ব্যবসায় পরিচালনার জন্য কী ধরনের কর্মী নিয়োগ দিতে হবে? (জ্ঞান)
ক যোগ্যতাসম্পন্ন খ নতুন কর্মী
গ যোগ্যতাসম্পন্ন ও দক্ষ ঘ শিক্ষানবিস

৩১. কোনটির সঠিক ব্যবহার উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন বাড়ানোর কাজকে সুগম করে? (অনুধাবন)
ক পুঁজি খ কাঁচামাল গ শ্রমিক ঘ প্রযুক্তি

৩২. ব্যবসায় শুরু করার পূর্বে উদ্যোক্তাদের কোন বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন? (অনুধাবন)
ক সঠিক পণ্য নির্বাচন খ সঠিক কর্মী নির্বাচন
গ ব্যবসায়ের সঠিক স্থান নির্বাচন ঘ সঠিক প্রযুক্তির ব্যবহার

৩৩. দেশের কোন অবস্থা ব্যবসায়ের সাফল্যকে প্রভাবিত করে? (জ্ঞান)
ক সাংস্কৃতিক খ অর্থনৈতিক গ রাজনৈতিক ঘ সামাজিক

৩৪. ক্ষুদ্র ব্যবসায়ী মি. তুহিন ব্যবসায়ের ধারাবাহিকতা রক্ষা করতে চান। এক্ষেত্রে তাকে কোন অবস্থা সম্পর্কে অবহিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে? (প্রয়োগ)
ক আর্থ-সামাজিক খ রাজনৈতিক গ সাংস্কৃতিক ঘ সামাজিক

৩৫. কোনটির মাধ্যমে ব্যবসায়ের অনিশ্চয়তাজনিত ক্ষতির হাত থেকে ব্যবসায়কে রক্ষা করা যায়? (অনুধাবন)
ক ঝুঁকি নিরূপণ করে মোকাবিলার কৌশল বের করা

খ বাজেট প্রণয়ন করে সে অনুযায়ী কাজ করা
গ শ্রমিক নিয়োগ করে যথাযথ তত্ত্বাবধান করা
ঘ অধিক উৎপাদন করে যথাযথভাবে বণ্টন করা

৩৬. কোনটির মধ্যে ব্যবসায়ের সাফল্য নিহিত? (জ্ঞান)
ক অধিক উৎপাদন খ সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা
গ ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ ঘ শ্রমিকদের কাজে লাগানো

৩৭. ব্যবসায় ঝুঁকি কীভাবে নিরূপণ করা যায়? (অনুধাবন)
ক উপযুক্ত পদ্ধতির মাধ্যমে খ বাজার জরিপের মাধ্যমে
গ চাহিদা নিরূপণের মাধ্যমে ঘ সঠিক পণ্য নির্বাচনের মাধ্যমে

৩৮. ব্যবসায় শুরু করার পূর্বেই কোন কাজ কখন ও কীভাবে করা হবে তা ঠিক করাকে কী বলে? (অনুধাবন)
ক পরিচালনা খ পরিকল্পনা গ মূল্যায়ন ঘ সংগঠন

৩৯. কোনটি ব্যবসায়ের দিক নির্দেশনার দলিল? (জ্ঞান)
ক সংগঠন খ পরিকল্পনা গ নির্দেশনা ঘ নিয়ন্ত্রণ

৪০. কোনটি যত বেশি সমৃদ্ধ হবে ব্যবসায়ে সফল হওয়ার নিশ্চয়তাও তত বেশি হবে? (জ্ঞান)
ক অর্থায়ন খ পরিকল্পনা প্রণয়ন
গ মূল্যায়ন ঘ সংগঠন উন্নয়ন

৪১. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয় কতটি? (জ্ঞান)
ক ১০টি খ ১১টি গ ১২টি ঘ ১৩টি

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪২. পণ্য নির্বাচনের পূর্বে বাজারে নিরূপণ করতে হয় পণ্যের – (অনুধাবন)
র. চাহিদা রর. গ্রহণযোগ্যতা
ররর. মূল্য

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪৩. পণ্যের সঠিক চাহিদা নির্ধারণের পূর্বেই যেসব কৌশল যথাযথভাবে নিরূপণ করতে হবে- (অনুধাবন)
র. পণ্যের বাজারের পরিধি রর. বাজারজাতকরণের কৌশল
ররর. পণ্যের আকার আকৃতি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪৪. কোনো ব্যবসায়ের ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে- (অনুধাবন)
র. মালিকদের পূর্ব অভিজ্ঞতার অভাব

রর. অধিক ঋণ গ্রহণ
ররর. ব্যবস্থাপনা কলাকৌশল সম্বন্ধে জ্ঞানের অভাব

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪৫. ব্যবসায় পরিচালনার জন্য যেসব কর্মী নিয়োগ করা হবে তাদেরকে অবশ্যই- (অনুধাবন)
র. যোগ্যতাসম্পন্ন হতে হবে রর. স্বীয় কাজে দক্ষ হতে হবে
ররর. অধিক শিক্ষিত হতে হবে

নিচের কোনটি সঠিক?
ক র ও ররর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪৬. আমিনুল একটি টেইলারিং দোকান দিয়েছে। দোকানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কয়েকজন কর্মী নিয়োগ দেওয়া প্রয়োজন। আমিনুল এক্ষেত্রে বিবেচনা করবেনÑ (প্রয়োগ)
র. শিক্ষাগত যোগ্যতা রর. পেশাগত দক্ষতা
ররর. বিশ্বস্ততা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪৭. ব্যবসায়ের সাফল্যের পথ সুগম করে- (উচ্চতর দক্ষতা)
র. স্থানীয় প্রযুক্তি ব্যবহার রর. সঠিক প্রযুক্তি ব্যবহার
ররর. আমদানিকৃত প্রযুক্তি ব্যবহার

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪৮. কোনো বিশেষ কাজ যথাযথভাবে সম্পাদন করার স্বার্থে একান্ত প্রয়োজন- (প্রয়োগ)
র. জ্ঞান রর. প্রশিক্ষণ ররর. দক্ষতা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *