(PDF)অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা কাজী নজরুল ইসলাম‘ প্রশ্নোত্তর

(PDF)অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা কাজী নজরুল ইসলাম‘ প্রশ্নোত্তর> বাঙালির বাংলা> কাজী নজরুল ইসলাম>লেখক-পরিচিতি> (PDF)অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা কাজী নজরুল ইসলাম‘ প্রশ্নোত্তর

নাম কাজী নজরুল ইসলাম।
জন্ম পরিচয় জন্ম তারিখ: ২৪শে মে, ১৮৯৯ খ্রিষ্টাব্দ (১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ)।
জন্মস্থান: বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম।
পিতৃ ও মাতৃ পরিচয় পিতার নাম : কাজী ফকির আহমদ; মাতার নাম : জাহেদা খাতুন।

শিক্ষাজীবন প্রাথমিক শিক্ষা: গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষালাভ; মাধ্যমিক : প্রথমে রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল, পরে মাথরুন উচ্চ ইংরেজি স্কুল, সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন।

কর্মজীবন/পেশা প্রথম জীবনে জীবিকার তাগিদে তিনি লেটো গানের দলে, রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। পরবর্তীতে পত্রিকা সম্পাদনা, গ্রামোফোন রেকর্ডের ব্যবসা ও সাহিত্য সাধন করেন।

সাহিত্য সাধনা কাব্যগ্রন্থ : অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, জিঞ্জীর, সন্ধ্যা, প্রলয়শিখা, দোলনচাঁপা, ছায়ানট, সিন্ধু-হিন্দোল, চক্রবাক।

উপন্যাস: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। গল্প : ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মগোখরা, জিনের বাদশা। নাটক : ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে।

প্রবন্ধগ্রন্থ: যুগ-বাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দীর জবানবন্দী, ধূমকেতু। জীবনীগ্রন্থ : মরুভাস্কর [হযরত মুহম্মদ (স)-এর জীবনীগ্রন্থ] অনুবাদ : রুবাইয়াত-ই-হাফিজ, রুবাইয়াত-ই-ওমর খৈয়াম। গানের সংকলন : বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুলগীতি, সুরলিপি, গানের মালা, চিত্তনামা।

সম্পাদিত পত্রিকা: ধূমকেতু, লাঙল, দৈনিক নবযুগ।
পুরস্কার ও সম্মাননা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত ‘জগত্তারিণী স্বর্ণপদক’ এবং ভারত সরকার প্রদত্ত ‘পদ্মভূষণ’ উপাধি লাভ। রবীন্দ্রভারতী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডি.লিট ডিগ্রি প্রদান করে। তাছাড়া ১৯৭৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার কবিকে ‘একুশে পদক’ প্রদান এবং জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করে।

জীবনাবসান মৃত্যু তারিখ: ২৯শে আগস্ট, ১৯৭৬ খ্রিষ্টাব্দ; সমাধিস্থান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ।

অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. অবিদ্যা কাদের জীবনে সবচেয়ে বেশি বাধা-বিঘ্ন আনে?

  • ক.সাত্ত্বিক ভাবাপন্নদের
  • খ ক্ষাত্রশক্তি ভাবাপন্নদের
  • গ রজগুণ ভাবাপন্নদের
  • ঘ ব্রহ্মশক্তি ভাবাপন্নদের

২. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?

  • ক ধূমকেতু
  • খ নবযুগ
  • গ লাঙল
  • ঘ আঙুর

উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বলেন, ‘এই বাংলায় হিন্দু-মুসলমান, বাঙালি-অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই। তাদের সবার দায়িত্ব আপনাদের উপর’।

৩. উদ্দীপকে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের প্রতিফলিত ভাব হলো

  • র. স্বদেশ চেতনা
  • রর. অসাম্প্রদায়িক চেতনা
  • ররর. সংগ্রামী চেতনা

নিচের কোনটি সঠিক?

  • ক রর
  • খ র ও রর
  • গ র ও ররর
  • ঘ র, রর ও ররর

৪. উক্ত ভাবটি নিচের কোন চরণে ফুটে উঠেছে?

  • ক বাংলা সর্ব ঐশীশক্তির পীঠস্থান
  • খ আমাদের বাংলা নিত্য মহিমাময়ী
  • গ এই পবিত্র দেশ বাঙালির
  • ঘ বাংলার জয় হোক, বাঙালির জয় হোক

নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৫. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  • ক নবযুগ
  • খ লাঙল
  • গ ধূমকেতু ঘ বিজলী

৬. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে নিত্য-প্রাচুর্যে ও শুদ্ধতায় পূর্ণ কোনটি?

  • ক মাটি খ বায়ু
  • খ জল
  • ঘ প্রকৃতি

৭. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে আজানের সাথে শঙ্খ ঘণ্টার ধ্বনির উল্লেখ করার প্রকাশ পেয়েছে,

  • ক ধর্মীয় মূল্যবোধ
  • খ সামাজিকতা
  • গ সাম্যবাদ
  • ঘ অসাম্প্রদায়িকতা

৮. বাঙালি আজন্ম কেমন?

  • ক দিব্যশক্তি সম্পন্ন
  • খ ক্ষাত্রশক্তি সম্পন
  • গ ঐশীশক্তি সম্পন্ন
  • ঘ ব্রহ্মশক্তি সম্পন্ন

৯. বর্তমান যুগের ধর্ম কী?

  • ক ভেদাভেদ
  • খ সাম্য
  • গ বেদনা
  • ঘ পীড়ন

১০. জড়তা কোন গন্তব্য পথে মানুষকে পরিচালিত করে?

  • ক বন্ধুর
  • খ কণ্টকময়
  • গ মৃত্যুময়
  • ঘ জটিল

১১. ‘ক্লৈব্য’ শব্দের অর্থ কী?

  • ক মূর্খতা
  • খ শ্রমবিমুখতা
  • গ হতাশা
  • ঘ কাপুরুষতা

১২. কাজী নজরুল ইসলামের চক্রবাক কী ধরনের গ্রন্থ?

  • ক কাব্যগ্রন্থ
  • খ উপন্যাস
  • গ গল্পগ্রন্থ
  • ঘ নাট্যগ্রন্থ

১৩. বিধাতা প্রাণ দিয়েছেন কেন?

  • ক ম্রিয়মাণ থাকার জন্য
  • খ প্রাণহীন থাকার জন্য
    গ হতাশাগ্রস্ত থাকার জন্য
  • ঘ উজ্জ্বল থাকার জন্য

১৪. জড়তা মানবকে কেন মৃত্যুর পথে নিয়ে যায়?

  • ক ভবিষ্যৎ না ভাবায়
  • খ কর্মহীনতার জন্যে
  • গ কুশিক্ষা পাওয়ায়
  • ঘ অবিদ্যার কারণে

১৫. কাজী নজরুল ইসলামের মতে, প্রত্যেক মানুষই কয়টি গুণে গুণান্বিত?

  • ক দুইটি
  • খ তিনটি
  • গ চারটি
  • ঘ পাঁচটি

১৬. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  • ক আজাদ
  • খ ইত্তেফাক
  • গ সংবাদ ঘ বিজলী

১৭. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?

  • ক ১৯৭৩
  • খ ১৯৭৪
  • গ ১৯৯৫
  • ঘ ১৯৭৬

১৮. ‘বাঙালির বাংলা’ রচনায় আমাদের মাতৃভূমিকে কী বলা হয়েছে?

  • ক স্রষ্টার দান
  • খ শ্যামল দেশ
  • গ স্বর্গভূমি
  • ঘ পৃথিবীর স্বর্গ

১৯. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে উল্লিখিত নিচের কোনটি অফুরান?

  • ক চা
  • খ মাছ
  • গ গ্যাস
  • ঘ কয়লা

২০. প্রকৃতির তিনটি গুণের মধ্যে কোনটির প্রভাবে মানবমনে অহংকার জন্ম নেয়?

  • ক সত্ত্ব
  • খ রজঃ
  • গ তমঃ
  • ঘ ব্র‏্হ্ম

২১. ‘সঞ্জীবনী শক্তি’র অর্থ কী?

  • ক সন্দীপ্ত করার শক্তি
  • খ জীবিত করার শক্তি
  • গ সঞ্জীবিত করার শক্তি
  • ঘ প্রেরণা দেয়ার শক্তি

২২. শশীর দাদার মৃত্যুতে সীমা এসে সান্ত¡না দিল। বাক্যটির সাথে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের মিল আছে।

  • র. ইতিহাস-ঐতিহ্য
  • রর. সম্প্রীতি
  • ররর. সামাজিকতা

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :

‘নাগের বাঘের পাহারাতে, হচ্ছে বদল দিনে রাতে, পাহাড় তারে আড়াল করে, সাগর যে তার ধোয়ায় পাটি।
২৩. উদ্দীপকে প্রকাশিত ভাবটি কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?

  • ক বাঙালির বাংলা
  • খ জাগো তবে অরণ্য কন্যারা
  • গ আবার আসিব ফিরে
  • ঘ মংড়ুর পথে

২৪. সাদৃশ্যপূর্ণ বিষয়

  • র. বাঙালির সাহসিকতা
  • রর. মুক্তির আহ্বান
  • ররর. প্রাকৃতিক সৌন্দর্য

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
আমরা দুর্বল নিরীহ বাঙালি। এই বাঙালি শব্দে কেমন সুমধুর তরল কোমল ভাব প্রকাশিত হয়। বিশ্বজগতে সমুদয় সৌন্দর্য এবং স্নিগ্ধতা লইয়া বাঙালি গঠিত হইয়াছে।

২৫. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধ অনুসারে উদ্দীপকে ফুটে উঠেছে বাঙালি জাতির,

  • র. প্রাচুর্য ও শুদ্ধতা
  • রর. দিব্যশক্তির নিস্তেজতা
  • ররর. ক্ষাত্রশক্তির অকার্যকারিতা

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

২৬. উক্ত বৈশিষ্ট্যের কারণে বাঙালি,

  • র. বিদেশিদের দাসত্ব করে
  • রর. রামা গামাদের সাহায্য করে
  • ররর. দীনহীন জীবনযাপন করে

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর.. অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা: আজ বাংলা ১ম পত্রের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *