(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (85-112)

(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (85-112)>>নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও :
স্কুলের ঝাড়ুদার শচী। পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হলো। ভাবল, ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। <<(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (85-112)>>

৮৫। ‘কাপালি’ বলতে কী বোঝায়?

  • ক জোড় কপালবিশিষ্ট
  • খ তান্ত্রিক হিন্দু সম্প্রদায়
  • গ সমগ্র হিন্দু সম্প্রদায়
  • ঘ সমগ্র যোগী সম্প্রদায়

৮৬। হরিনাম সংকীর্তন করে যে জীবিকা অর্জন করে তাকে কী বলে?

  • ক বৈঞ্চব
  • খ বৈদ্য
  • গ বোষ্টম
  • ঘ কাপালি

৮৭। ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের কাজের মাধ্যমে কোনটির প্রকাশ লক্ষ করা যায়?

  • ক ঐক্যচেতনা
  • খ ধৈর্যশীলতা
  • গ শৃঙ্খলা
  • ঘ একাগ্রতা

৮৮। ‘পড়ে পাওয়া’ গল্প বিভূতিভূষণের কোন সময়ের?

  • ক কর্মজীবনের স্মৃতি
  • খ শৈশব স্মৃতি
  • গ বৃদ্ধ বয়সের স্মৃতি
  • ঘ কৈশোর স্মৃতি

৮৯। ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের কাজের মধ্যে কোন নৈতিক গুণটির প্রকাশ লক্ষণীয়?

  • ক দায়িত্বশীলতা
  • খ পরিশ্রমপ্রিয়তা
  • গ ধৈর্যশীলতা
  • ঘ পরোপকারিতা

৯০। ‘পড়ে পাওয়া’ গল্পের লেখকের নাম কী?

  • ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৯১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে যে বিষয়ের নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে,

  • র. প্রকৃতির অনাবিল সৌন্দর্য
  • রর. গ্রামবাংলার মানুষের জীবনাচরণ
  • ররর. হিন্দু সম্প্রদায়ের জীবনাচরণ

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস হলো,

  • র. চাঁদের পাহাড়
  • রর. পথের পাঁচালী
  • ররর. হীরামানিক জ্বলে

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস

  • র. আরণ্যক
  • রর. ইছামতী
  • ররর. তাল নবমী

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯৪। বিভূতিভূষণ বন্দ্যেপাধ্যায় রচিত গল্পগ্রন্থ

  • র. তৃণাঙ্কুর
  • রর. মেঘমল্লার
  • ররর. স্মৃতির রেখা

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯৫। মেঘের আওয়াজ শুনে বিধু নদীর জলে নামতে নিষেধ করল যে কারণে,

  • র. ঝড় উঠবে বলে
  • রর. আম কুড়াতে যাবে বলে
  • ররর. ভয় পেয়েছে বলে

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯৬। ঝড় উঠলে বাড়–য্যেদের মাঠের বাগানে ভিড় হয়,

  • র. আম কুড়ানোর জন্য
  • রর. চাঁপাতলীর মিষ্টি আমের জন্য
  • ররর. গাছের তলায় আশ্রয় নেয়ার জন্য

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯৭। ‘পড়ে পাওয়া’ গল্পে ভীষণ বন্যায় যা ভেসে যেতে দেখা গেল,

  • র. বড় বড় গাছ
  • রর. দু-একটা গরু
  • ররর. খড়ের চালাঘর

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯৮। বাদল হঠাৎ উত্তেজিত হয়ে পড়ল,

  • র. ডবল টিনের ক্যাশবাক্স দেখে
  • রর. বাক্সে টাকাকড়ি থাকতে পারে ভেবে
  • ররর. বাক্সে গহনা থাকতে পারে ভেবে

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯৯। ‘পড়ে পাওয়া’ গল্পে বয়োজ্যেষ্ঠরা বিস্মিত ও অভিভূত হয়,

  • র. কিশোরদের সততা দেখে
  • রর. কিশোরদের নিষ্ঠা দেখে
  • ররর. কিশোরদের কর্তব্যবোধ দেখে

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

১০০। গল্পকথক বাক্সটি পাবার পরও গরিব মানুষের মনে করে ও অধর্ম হবে ভেবে বাক্সটির তালা ভাঙতে অস্বীকৃতি জানায়। এ আচরণ দ্বারা বহিঃপ্রকাশ ঘটে তার,

  • র. সততার
  • রর. ধার্মিকতার
  • ররর. নিষ্ঠার

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

১০১। ‘পড়ে পাওয়া’ গল্পটির তাৎপর্য হলো,

  • র. গল্পটি পড়ার মাধ্যমে সকরে মাঝে জীবপ্রেম জাগ্রত হয়
  • রর. গল্পটি পড়ার মাধ্যমে সবার নৈতিক চেতনার উন্মেষ হয়
  • ররর. গল্পটি পড়ার মাধ্যমে সবার সততা ও নিষ্ঠা জাগ্রত হয়

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

১০২। ‘পড়ে পাওয়া’ গল্পের বিধুর চরিত্র হতে শিক্ষণীয় বিষয় হলো,

  • র. বিচক্ষণতা
  • রর. তীক্ষè বিবেচনাবোধ
  • ররর. চারিত্রিক দৃঢ়তা

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

১০৩। ‘অপ্রতিভভাবে’ বলতে বোঝায়,

  • র. আশাতীতভাবে
  • রর. বিব্রত
  • ররর. লজ্জিতভাবে

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

১০৪। দিব্যি বলতে বোঝায়

  • র. চমৎকার
  • রর. আশাতীতভাবে
  • ররর. অদ্ভুত

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

১০৫। ‘পড়ে পাওয়া’ গল্পটি পাঠের শিক্ষণীয় বিষয়

  • র. কর্তব্যপরায়ণতা বৃদ্ধি
  • রর. অসাম্প্রদায়িক চেতনার জাগরণ
  • ররর. নৈতিক চেতনা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

১০৬। ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বিষয়বস্তু হলো

  • র. কিশোরদের বিচক্ষণতার প্রকাশ
  • রর. কিশোরদের দায়িত্ববোধের প্রকাশ
  • ররর.কিশোরদের চারিত্রিক দৃঢ়তা প্রকাশ

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ১০৭ ও ১০৮নং প্রশ্নের উত্তর দাও-
আকাশে অনেকগুলো তারা দেখে মাসুদ তার ছোট বোনকে বলল যে, আজ বৃষ্টি হবে না। মাসুদের ছোট বোন দেখল দুপুরে মেঘ থাকলেও কোনো বৃষ্টি হয়নি।

১০৭। উদ্দীপকের মাসুদের সাথে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন কিশোরের মিল আছে?

  • ক কথক
  • খ নিধু
  • গ বিধু
  • ঘ বাদল

১০৮। উদ্দীপকের মাসুদ ও ‘পড়ে পাওয়া’ গল্পের উক্ত কিশোরের মধ্যে যা প্রত্যক্ষ করা যায়,

  • র. সহানুভূতিশীল
  • রর. বুদ্ধিমান
  • ররর. প্রতিনিধিত্বকারী ও বিজ্ঞ

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ১০৯ ও ১১০নং প্রশ্নের উত্তর দাও :
মনি ও জনি মাঠে ফুটবল খেলার সময় একটি মানিব্যাগ পেল। ব্যাগে অনেক টাকা ছিল। তারা ব্যাগে কোনো ঠিকানা না পেয়ে মাঠের পাশে ব্যাগ পেয়েছে বলে ৫-৬টি সাইনবোর্ড লাগাল ও কাছের থানায় খবরটি জানাল এবং ব্যাগটি আমানত হিসেবে সাবধানে রাখল।

১০৯। মনি ও জনির ঘটনার সঙ্গে ‘পড়ে পাওয়া’ গল্পের কাদের ঘটনাটি সাদৃশ্যপূর্ণ?

  • ক লেখক ও বাদলের টিনের বাক্স পাবার ঘটনাটি
  • খ বিধুর কালবৈশাখী ঝড়ের আগাম খবর দেয়ার ঘটনাটি
  • গ বিধু, তিনু, মিঠু, বাদল সকলের গোপন মিটিং করার ঘটনাটি
  • ঘ বিধুর দলের আম কুড়ানোর ঘটনাটি

১১০। ‘পড়ে পাওয়া’ গল্পের আলোকে মনি ও জনির আচরণ হতে শিক্ষণীয় বিষয় হলো,

  • র. সততা
  • রর. দায়িত্বশীলতা
  • ররর. কর্তব্যপরায়ণতা

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ১১১ ও ১১২নং প্রশ্নের উত্তর দাও :
রাজিব ও মামুন একটি যাত্রী ছাউনিতে বসে আছে বাসের জন্য। রাজিব হঠাৎ দেখল তার পেছন দিকে একটি কালো রঙের ব্রিফকেস পড়ে রয়েছে।

সে মামুনকে সেটির ভেতর কী আছে দেখতে বলল। কিন্তু মামুন তাকে জানাল যে, এটি করা মোটেও ঠিক হবে না। এটি কোনো দরিদ্র অসহায় লোকেরও হতে পারে। তখন তারা সিদ্ধান্ত নিল যেকোনোভাবে হোক ব্রিফকেসের প্রকৃত মালিককে খুঁজে বের করে ব্রিফকেসটি ফেরত দেবে।

১১১। উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনাকে ইঙ্গিত করে?

  • ক পড়ে পাওয়া
  • খ তৈলচিত্রের ভূত
  • গ মংডুর পথে
  • ঘ অতিথির স্মৃতি

১১২। উদ্দীপক ও উক্ত রচনায় প্রতিফলিত হয়েছে

  • র. সততা
  • রর. শৃঙ্খলাবোধ
  • ররর. নির্লোভ মানসিকতা

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

Download Free PDF

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর.. অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা: আজ বাংলা ১ম পত্রের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *